১০ম অধ্যায় mcq বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১০২৫. ‘এনফিল্ড’ নিচের কোনটিকে সমর্থন করেছে?
ক. তলোয়ারের নাম
খ. পিস্তলের নাম
গ. অস্ত্রের নাম
ড়. রাইফেলের নাম
১০২৬. বিদ্রোহের আগুন প্রথমে জ্বলে ওঠে কোথায়?
ক. রংপুরে
খ. দিনাজপুরে
ড়. ব্যারাকপুরে
ঘ. মেদিনীপুরে
১০২৭. কোন নীতি অনুযায়ী দত্তক পুত্র সম্পত্তির উত্তরাধিকারী হতে পারত না?
ড়. স্বত্ববিলোপ
খ. সতীত্ব লোপ
গ. অধিক লোপ
ঘ. কর্তব্য লোপ
১০২৮. ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠার সাথে সাথে কিসের শোষণ বঞ্চনা শুরু হয়?
ক. সামাজিক
খ. রাজনৈতিক
ড়. অর্থনৈতিক
ঘ. সাংস্কৃতিক
১০২৯. মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়?
ক. ভারতে
ড়. মায়ানমারে
গ. পাকিস্তানে
ঘ. নেপালে
১০৩০. সিপাহি বিদ্রোহের সময় ঢাকার বাহাদুর শাহ পার্কে কাদের লাশ ঝুলিয়ে রাখা হয়?
ক. পুলিশের
খ. বিডিআরের
গ. আনসরের
ড়. সৈনিকের
১০৩১. বাংলার ইতিহাসে কিসের প্রভাব ছিল সুদূরপ্রসারী-
ড়. বঙ্গভঙ্গের
খ. বঙ্গভঙ্গরদের
গ. স্বদেশি আন্দোলনের
ঘ. অসহযোগ আন্দোলনের
১০৩২. ১৯০৫ খ্রিষ্টাব্দে বাংলা ভাগ করেন কে? (অনু. ১)
ক. লর্ড কর্নওয়ালিস
ড়. লর্ড কার্জন
গ. লর্ড চেমসফোর্ড
ঘ. লর্ড রীডিং
১০৩৩. হিন্দু-মুসলিম সম্প্রদায়ের সম্প্রীতি চিরতরে নষ্ট হওয়ার যৌক্তিক কারণ কোনটি?
ক. স্বাধীনতাযুদ্ধ
খ. স্বদেশি আন্দোলন
গ. ফরায়েজি আন্দোলন
ড়. বঙ্গভঙ্গ
১০৩৪. ভারতে বড়লাট লর্ড কার্জন কখন বাংলা ভাগ করেন?
ক. ১৯০৪ সালে
ড়. ১৯০৫ খ্রিষ্টাব্দে
গ. ১৯০৬ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯০৭ সলে
১০৩৫. লর্ড কার্জন বাংলার কী সম্পর্কে সচেতন ছিলেন?
ক. সামাজিক সচেতনতা
ড়. রাজনৈতিক সচেতনতা
গ. অর্থনৈতিক সচেতনতা
ঘ. সাংস্কৃতিক সচেতনতা
১০৩৬. কংগ্রেসের নেতারা কোথা থেকে সারা ভারতের আন্দোলনের নেতৃত্ব দিতেন?
ক. মুম্বাই
খ. আগরতলা
ড়. কলকাতা
ঘ. নয়াদিল্লি
১০৩৭. পূর্ব বাংলার মুসলমানরা কার নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানায়?
ড়. নবাব সলিমুল্লাহর
খ. নবাব আহসানের
গ. নবাব আলী মর্তুজার
ঘ. নবাব মীর্জা গালিবের
১০৩৮. বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া লক্ষ করা যায় কোন সম্প্রদায়ের মধ্যে?
ক. মুসলমান
ড়. হিন্দু
গ. বৌদ্ধ
ঘ. খ্রিষ্টান
১০৩৯. সুখেন্দ্রনাথ ব্যানার্জী বঙ্গভঙ্গকে আখ্যায়িত করেন-
ক সামাজিক দুর্যোগ
খ প্রাকৃতিক দুর্যোগ
ড় জাতীয় দুর্যোগ
ঘ আন্তর্জাতিক দুর্যোগ
১০৪০. বঙ্গভঙ্গ রদের ফলে কোন সম্প্রদায় খুশি হয়?
ক. মুসলমান
ড়. হিন্দু
গ. বৌদ্ধ
ঘ. খ্রিষ্টান
১০৪১. স্বদেশি আন্দোলনের মূল কর্মসূচি ছিল কয়টি?
ড়. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
১০৪২. স্বদেশি আন্দোলনের দৃঢ় সমর্থক ছিল বাংলার কোন শ্রেণি?
ক. নিম্ন
খ. উচ্চবিত্ত
গ. অভিজাত
ড়. জমিদার
১০৪৩. বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমান কী ছিল?
ড়. কৃষক
খ. তাঁতি
গ. ব্যবসায়ী
ঘ. হকারি
১০৪৪. বিখ্যাত টাটা কোম্পানি কত সালে টাটা কারখানা স্থাপন করেন?
ড়. ১৯১০ সালে
খ. ১৯১১ সালে
গ. ১৯১২ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯১৩ সালে
১০৪৫. আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি- গানটির রচয়িতা কে?
ড়. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. দ্বিজেন্দ্রলাল রায়
ঘ. রজনীকান্ত
১০৪৬. ভারতের মুসলমানেরা তুরস্কের সুলতানকে শ্রদ্ধা করতেন কেন?
ক. প্রভাবশালী ছিলেন বলে
খ. সহজ সরল ছিলেন বলে
গ. সুদর্শন ছিলেন বলে
ড়. মুসলিম বিশ্বের খলিফা বলে
১০৪৭. সেভার্স চুক্তি হয় কখন?
ড়. ১৯২০ সালে
খ. ১৯২১ সালে
গ. ১৯২২ সালে
ঘ. ১৯২৩ সালে
১০৪৮. অসহযোগ আন্দোলনের আহ্বানকারীর ক্ষেত্রে নিচের কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
ক. এ. কে ফজলুল হক
ড়. মহাত্মা গান্ধী
গ. ইন্দিরা গান্ধী
ঘ. সোনিয়া গান্ধী
১০৪৯. মহাত্মা গান্ধী কখন অসহযোগ আন্দোলনের ডাক দেন?
ক. ১৯১৬ সালে
খ. ১৯১৭ সালে
গ. ১৯১৮ সালে
ড়. ১৯১৯ সালে
১০৫০. নিচের কোন উপাধিটি রবীন্দ্রনাথ ঠাকুর বর্জন করেন?
ক. ঠাকুর
খ. কিংবদন্তি
ড়. নাইট
ঘ. জুলিওকুরি
১০৫১. লর্ড চেমসফোর্ডের পর বড়লার্টের দায়িত্ব গ্রহণকারী হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক. লর্ড কার্জন
খ. লর্ড আইজ্যাক
গ. লর্ড কিংসফোর্ড
ড়. লর্ড রেডিং
১০৫২. সরকারের দমননীতির বিরুদ্ধে কংগ্রেস কিসের ঘোষণা দেয়?
ক. আইন মান্য করার
ড়. আইন অমান্য করার
গ. আইন প্রণয়ন করার
ঘ. আইন বাস্তবায়ন করার
১০৫৩. সেভার্স চুক্তির অস্বীকারকারীদের ক্ষেত্রে নিচের কোন নামটি সমর্থনযোগ্য?
ক. শওকত আলী
খ. মুহাম্মদ আলী
গ. মহাত্মা গান্ধী
ড়. মোস্তফা কামাল আতাতুকর্
১০৫৪. দ্বিতীয় পর্যায়ে সশস্ত্র বিপ্লবী আন্দোলন কখন শুরু হয়?
ক. ১৯১০ খ্রিষ্টাব্দে
খ. ১৯১১ খ্রিষ্টাব্দে
ড়. ১৯১২ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯১৩ খ্রিষ্টাব্দে
১০৫৫. ঢাকার অনুশীলন সমিতির প্রধান সংগঠক কে?
ক. মহাত্মা গান্ধী
খ. নরেন্দ্র নাথ ভট্টাচার্য
গ. যদুগোপাল মুখোপাধ্যায়
ড়. পুলিন বিহারী দাস
১০৫৬. ‘লালবাংলা’ নিচের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?
ক. অভিযোগপত্র
খ. আবেদনপত্র
গ. মনোনয়নপত্র
ড়. প্রচারপত্র
১০৫৭. ইংরেজ সরকার কখন বেঙ্গল অর্ডিন্যান্স জারি করে?
ক. ১৯২১ খ্রিষ্টাব্দে
খ. ১৯২২ খ্রিষ্টাব্দে
গ. ১৯২৩ খ্রিষ্টাব্দে
ড়. ১৯২৪ খ্রিষ্টাব্দে
১০৫৮. মহাত্মা গান্ধী কখন আইন অমান্য আন্দোলন শুরু করেন?
ড়. ১৯৩০ সালে
খ. ১৯৩১ সালে
গ. ১৯৩২ সালে
ঘ. ১৯৩৩ সালে
১০৫৯. মাস্টার দা’র প্রকৃত নামের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
ক. মাস্টার মশাই
খ. অতুল সেন
ড়. সূর্যসেন
ঘ. অজয় সেন
১০৬০. সূর্যসেনের বিপ্লবীর সাথে কোথায় চূড়ান্ত যুদ্ধ সংঘটিত হয়?
ক. আন্দরকিল্লায়
ড়. জালালাবাদ পাহাড়ে
গ. পাহাড়তলীতে
ঘ. পটিয়ায়
১০৬১. সূর্যসেনের গ্রেফতার হওয়ার সময়কালের ক্ষেত্রে নিচের কোন সালটি সমর্থনযোগ্য?
ক. ১৯৩০ খ্রিষ্টাব্দে
খ. ১৯৩১ খ্রিষ্টাব্দে
গ. ১৯৩২ খ্রিষ্টাব্দে
ড়. ১৯৩৩ খ্রিষ্টাব্দে
১০৬২. প্রীতিলতাকে কোন স্থান আক্রমণের দায়িত্ব দেওয়া হয়?
ড়. পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব
খ. পাহাড়তলী সুপার স্টার ক্লাব
গ. পাহাড়তলী সানমুন ক্লাব
ঘ. পাহাড়তলী ফাইভ স্টার ক্লাব
১০৬৩. চট্টগ্রামের বিপ্লবীদের পাশাপাশি কলকাতার কোন দল যথেষ্ট সক্রিয় ছিল?
ক. বিজেপি
খ. পিপলস পার্টি
গ. ওয়াকার্স দল
ড়. যুগান্তর দল
১০৬৪. সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ব্যথতার যথার্থ কারণ কোনটি?
ড়. গণবিচ্ছিন্নতা
খ. অযোগ্যতা
গ. সন্ধির অভাব
ঘ. একতার অভাব
১০৬৫. সি. আর. দাস স্বরাজ পার্টির কী ছিলেন?
ড়. সভাপতি
খ. সম্পাদক
গ. কোষাধ্যক্ষ
ঘ. সদস্য
১০৬৬. বেঙ্গল প্যাক্টের শর্ত অনুযায়ী কলকাতা কর্পোরেশনের বিভিন্ন চাকরিতে কাদের নিয়োগ দেওয়া হয়?
ড়. মুসলমানদের
খ. হিন্দুদের
গ. বৌদ্ধদের
ঘ. খ্রিষ্টানদের
১০৬৭. সরকারি দপ্তরে মুসলমানদের জন্য শতকরা ৫৫ ভাগ চাকরি সংরক্ষিত থাকবে। কথাটির সাথে সাদৃশ্য রয়েছে-
ক. সিমলা চুক্তির
ড়. বাংলা চুক্তির
গ. ইংরেজ চুক্তি
ঘ. পাকিস্তানি চুক্তির
১০৬৮. ‘বেঙ্গল প্যাক্ট’ স্বাক্ষরিত হয় কখন?
ক. ১৯২১ সালে
খ. ১৯২২ সালে
ড়. ১৯২৩ সালে
ঘ. ১৯২৪ সালে
১০৬৯. চিত্তরঞ্জন দাস কখন মৃত্যুবরণ করেন?
ক. ১৯২৪ খ্রিষ্টাব্দে
ড়. ১৯২৫ খ্রিষ্টাব্দে
গ. ১৯২৬ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯২৭ খ্রিষ্টাব্দে
১০৭০. হোসেন শহীদ সোহরাওয়ার্দী কোন স্থানের ডেপুটি মেয়র নির্বাচিত হন?
ড়. কলকাতার
খ. আগরতলার
গ. আগ্রার
ঘ. নয়াদিল্লির
১০৭১. বেঙ্গল প্যাক্ট অকার্যকর হলে কাদের ঐক্যের সম্ভাবনা ব্যাহত হয়?
ড়. হিন্দু-মুসলিম
খ. হিন্দু-খ্রিষ্টান
গ. হিন্দু-বৌদ্ধ
ঘ. বৌদ্ধ-খ্রিষ্টান
১০৭২. ‘সাম্প্রদায়িক রোয়েদাদ’ ঘোষণা করেন কে?
ক. মহাত্মা গান্ধী
খ. চার্চিল
গ. এ. কে ফজলুল হক
ড়. রামজে ম্যাকডোনাল্ড
১০৭৩. ১৯৩০ খ্রিষ্টাব্দে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের কথা উল্লেখ করেছেন কে?
ক. হাজী শরীয়তুল্লাহ
খ. তিতুমির
গ. নওয়াব আবদুল লতিফ
ড়. আল্লামা ইকবাল
১০৭৪. লাহোর প্রস্তাব কখন গৃহীত হয়?
ক. ১৯৩৯ সালে
ড়. ১৯৪০ সালে
গ. ১৯৪১ সালে
ঘ. ১৯৪২ সালে
১০৭৫. পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হয় কখন?
ড়. ১৯৪৭ খ্রিষ্টাব্দের ১৪ আগস্ট
খ. ১৯৪৭ খ্রিষ্টাব্দের ১৫ আগস্ট
গ. ১৯৪৭ খ্রিষ্টাব্দের ১৬ আগস্ট
ঘ. ১৯৪৭ খ্রিষ্টাব্দের ১৭ আগস্ট
১০৭৬. দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে কয়টি রাষ্ট্রের জন্ম হয়?
ক. একটি
ড়. দুটি
গ. তিনটি
ঘ. চারটি
১০৭৭. ১৯২৬ খ্রিষ্টাব্দে কোথায় দাঙ্গা হয়?
ড়. কলকাতায়
খ. লাহোরে
গ. ঢাকায়
ঘ. পাঞ্জাবে
১০৭৮. ১৯৪১ খ্রিষ্টাব্দে ফজলুল হক মুসলিম লীগ থেকে পদত্যাগ করেন কেন?
ক. বসুর সাথে মতবিরোধের কারণে
খ. সোহরাওয়ার্দীর সাথে মতবিরোধের কারণে
গ. ভাসানীর সাথে মতবিরোধের কারণে
ড়. জিন্নাহর সাথে মতবিরোধের কারণে
১০৭৯. ১৯৪৩ খ্রিষ্টাব্দের দুর্ভিক্ষের পটভূমিতে কে মন্ত্রিসভা গঠন করেন?
ক. ফজলুল হক
খ. মুহাম্মদ আলী জিন্নাহ
গ. মওলানা ভাসানী
ড়. খাজা নাজিমুদ্দিন
১০৮০. নাজিমুদ্দিন মন্ত্রিসভার কখন পতন ঘটে?
ক. ১৯৪৩ খ্রিষ্টাব্দে
খ. ১৯৪৪ সালে
ড়. ১৯৪৫ সালে
ঘ. ১৯৪৬ সালে
১০৮১. ১৯৪৬ খ্রিষ্টাব্দের ২৪ এপ্রিল কে মন্ত্রিসভা গঠন করেন?
ক. মুহাম্মদ আলী জিন্নাহ
খ. এ. কে ফজলুল হক
গ. খাজা নাজিমুদ্দিন
ড়. সোহরাওয়ার্দী
১০৮২. ১৯৪৬ খ্রিষ্টাব্দের নির্বাচনে মুসলিম লীগ কয়টি আসনে জয়লাভ করে?
ক. ১১৩টি
ড়. ১১৪টি
গ. ১১৫টি
ঘ. ১১৬টি
১০৮৩. ১৯৪৭ খ্রিষ্টাব্দে হিন্দু-মুসলমান সম্পর্ক কিসে রূপ নেয়?
ক. ভালোবাসার বন্ধনে
খ. ভ্রাতৃবন্ধনে
গ. সৌহার্দপূর্ণ বন্ধনে
ড়. রক্তক্ষয়ী দাঙ্গায়
১০৮৪. মুসলিম লীগের কোন নেতা বৃহত্তর বাংলা রাষ্ট্রের একটি রূপরেখা প্রণয়ন করেন?
ক. খাজা নাজিমুদ্দিন
খ. সোহরাওয়ার্দী
ড়. আবুল হাশিম
ঘ. মুহাম্মদ আলী জিন্নাহ
১০৮৫. বসু-সোহরাওয়ার্দী চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে?
ক. ১৯৪৭ সালের ২০ মে
খ. ১৯৪৭ সালের ২১ মে
গ. ১৯৪৭ সালের ২২ মে
ঘ. ১৯৪৭ সালের ২৩ মে
১০৮৬. হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ কিসের চরম বিরোধী ছিলেন?
ক. একক বাংলার
ড়. যুক্ত বাংলার
গ. মুক্ত বাংলার
ঘ. সবুজ বাংলার
১০৮৭. ১৯৪৭ খ্রিষ্টাব্দের ভারত স্বাধীনতা আইনে কিসের কথা বলা হয়েছে?
ড়. পাঞ্জাব ও বাংলা ভাগের
খ. ভারত ও পাকিস্তান ভাগের
গ. ভারত ও বাংলা ভাগের
ঘ. বাংলা ও আসাম ভাগের
১০৮৮. ভারত কীভাবে ভাগ হয়?
ক. ১৯৪৪ খ্রিষ্টাব্দে আইন অনুসারে
খ. ১৯৪৫ খ্রিষ্টাব্দে আইন অনুসারে
গ. ১৯৪৬ খ্রিষ্টাব্দে আইন অনুসারে
ড়. ১৯৪৭ খ্রিষ্টাব্দে আইন অনুসারে
১০৯০. কিশোর বয়সেই গান্ধীর অহিংসা নীতির বিরোধী ছিলেন কে?
ক. এ. কে ফজলুল হক
খ. আব্দুল হামিদ খান ভাসানী
গ. হাজী শরীয়তুল্লাহ
ড়. সুভাষচন্দ্র বসু
১০৯১. সুভাষ বসু কখন দেশত্যাগ করেন?
ড়. ১৯৪১ খ্রিষ্টাব্দে
খ. ১৯৪২ খ্রিষ্টাব্দে
গ. ১৯৪৩ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯৪৪ খ্রিষ্টাব্দে
১০৯২. ১৯৪৬ খ্রিষ্টাব্দে বোম্বাইয়ে কোন বিদ্রোহ দেখা দেয়?
ক. সেনা বিদ্রোহ
ড়. নৌ বিদ্রোহ
গ. বিমান বিদ্রোহ
ঘ. সৈনিক বিদ্রোহ
১০৯৩. মুসলিম লীগ দুটি উপদলে বিভক্ত হওয়ার যথার্থ কারণ কোনটি?
ক. সামাজিক দ্বন্দ্ব
খ. রাজনৈতিক দ্বন্দ্ব
গ. অর্থনৈতিক দ্বন্দ্ব
ড়. নেতৃত্বে দ্বন্দ্ব
১০৯৪. ক্যাবিনেট মিশন প্রস্তাবিত পরিকল্পনায় কয় স্তরবিশিষ্ট যুক্তরাষ্ট্র গঠনের বিষয় উল্লেখ করা হয়?
ক. এক
খ. দুই
ড়. তিন
ঘ. চার
১০৯৫. ভারত স্বাধীনতা আইন কখন প্রণয়ন করা হয়?
ক. ১৯৪৭ খ্রিষ্টাব্দে ১৬ জুলাই
খ. ১৯৪৭ খ্রিষ্টাব্দে ১৭ জুলাই
ড়. ১৯৪৭ খ্রিষ্টাব্দে ১৮ জুলাই
ঘ. ১৯৪৭ খ্রিষ্টাব্দে ১৯ জুলাইথ
বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি প্রশ্নের “ড়” “শ” অপশনগুলো সঠিক উত্তর। তোমার কোন সাবজেক্টের সলুশন লাগবে, তা জানিয়ে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post