১২ অধ্যায় নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্ন : কোনো দেশের অর্থনীতির অবস্থা জানতে হলে সে দেশের মোট জাতীয় উৎপাদন, মোট অভ্যন্তরীণ বা দেশজ উৎপাদন ও জনগণের মাথাপিছু আয় জানা প্রয়োজন। এগুলোকে বলা হয় অর্থনীতির নির্দেশক। কারণ, এগুলো অর্থনীতির অবস্থা নির্দেশ করে। দেশের অর্থনীতি পূর্ববর্তী অবস্থার তুলনায় এগিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, নাকি একই অবস্থায় আছে, তা উক্ত নির্দেশকসমূহের মান দ্বারা বোঝা যায়।
এগুলোর সাথে সাথে কৃষি, শিল্প, সেবা এবং অন্যান্য খাতে উৎপাদনের অবস্থা কী, বিদেশ থেকে কর্মজীবী মানুষ যে অর্থ দেশে প্রেরণ করছে তা জাতীয় অর্থনীতিতে কেমন প্রভাব ফেলছে- এ সবকিছু বিবেচনায় নিয়ে দেশের অর্থনীতির অবস্থা ও গতিপ্রবাহ জানা সম্ভব। এই অধ্যায়ে এ সকল অর্থনৈতিক নির্দেশক অর্থাৎ মোট অভ্যন্তরীণ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, মাথা পিছু আর এবং বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি ও এর উল্লেখযোগ্য খাতসহ বিভিন্ন বিবয় সম্বন্ধে আমরা অবহিত হব।
১২ অধ্যায় নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্ন
১. সফিপুর গ্রামের দুই বন্ধু মামুন ও নাফিজ বিএ পাস করে গ্রামে বসবাস করেন। মামুন তার পৈত্রিক সম্পত্তি চাষাবাদের কাজে একটি গভীর নলকূপ স্থাপনের জন্য বিশেষ আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫ লক্ষ টাকা ঋণ নিয়েছেন। মামুনের নলকূপের পানি দিয়ে গ্রামের কৃষকরা চাষাবাদ করে অধিক ফসল উৎপাদন করতে পারছেন। নাফিজ তার বাড়িটি বন্ধক রেখে ব্যাংক থেকে বিশ লক্ষ টাকা নিয়ে একটি পোশাক তৈরির কারখানা দিয়েছেন। নাফিজের কারখানায় গ্রামের ১০০ শ্রমিক কাজ করছে। নাফিজের কারখানায় উৎপাদিত পোশাক বিদেশে রপ্তানি হচ্ছে। গ্রামের বেকার যুবকরা নাফিজের কারখানায় কাজ করে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখছে।
ক. ব্যাংকসমূহকে প্রধানত কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
খ. ‘চিহ্নিত মুদ্রা’ কী? ব্যাখ্যা কর।
গ. মামুন যে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, দারিদ্র্য নিরসনে এর কার্যক্রম ব্যাখ্যা কর।
ঘ. নাফিজ যে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, অর্থনীতিতে উক্ত ব্যাংকটির ভূমিকা গুরুত্বপূর্ণ – বিশ্লেষণ কর।
২. প্রাপ্তি এবং দীপ্ত ৮ম শ্রেণির শিক্ষার্থী। প্রাপ্তির বাবা বিদেশি গাড়ির আমদানিকারক। প্রাপ্তির বাবা এই বছর সর্বোচ্চ করদাতার পুরস্কার পেয়েছেন। দীপ্তর বাবা একটি ব্যাংকের জি. এম পদে কর্মরত। দীপ্তর বাবাও প্রতিবছর সরকারকে কর প্রদান করেন।
ক. কৃষি ও পল্লী উন্নয়নের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের বার্ষিক ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার ন্যূনতম হার কত?
খ. বাংলাদেশ সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ খাতটি ব্যাখ্যা কর।
গ. দীপ্তর বাবা সরকারকে কোন ধরনের ট্যাক্স দেন? ব্যাখ্যা কর।
ঘ. প্রাপ্তির বাবা সরকারকে যে ট্যাক্স দেন তা সরকারের আয়ের প্রধান উৎস-ব্যাখ্যা কর।
৩. জাহিদ আড়ং এ ঈদের শার্ট কিনতে যায়। শার্টের দাম দিতে গিয়ে তাকে শার্টের গায়ে লেখা দামের চেয়ে বেশি দাম দিতে হয়। কারণ জানতে চাইলে বিক্রয়কর্মী তাকে বলেন, বাড়তি দামটি এক ধরনের কর। জাহিদের বাবা একজন সরকারি চাকরিজীবী। জাহিদ বাসায় এসে সব ঘটনা বাবাকে বর্ণনা করলে বাবা বলেন, তিনিও সরকারকে কর দেন।
ক. সম্পূরক শুল্ক কাকে বলে?
খ. বাংলাদেশ সরকারের ব্যয়ের অন্যতম প্রধান খাতটি বর্ণনা কর।
গ. জাহিদ যে কর দেয় তার স্বরূপ ব্যাখ্যা কর।
ঘ. জাহিদের বাবা যে কর দেয় তা সরকারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস- বিশ্লেষণ কর।
৪. জনাব আব্দুস সালাম বাংলাদেশের একজন স্বনামধন্য শিল্পপতি। তিনি সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে একটি ব্যাংক প্রতিষ্ঠা করেন। তার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সর্বত্র জনগণকে আর্থিক সুবিধা প্রদান করা। তার ব্যাংকের কাজ হলো জনগণের সঞ্চিত অর্থ বিভিন্ন মেয়াদে জমা রেখে ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা ও আবাসন প্রকল্পে ঋণ প্রদান করা। এছাড়াও তার ব্যাংক গ্রাহকদের সুবিধার্থে বন্ড, স্টক, শেয়ার, ডিবেঞ্চার ক্রয়-বিক্রয় করে থাকে।
ক. বাংলাদেশের সরকারের ব্যয়ের অন্যতম প্রধান খাত কোনটি?
খ. কেন্দ্রীয় ব্যাংককে সর্বশেষ পর্যায়ের ঋণদাতা বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. জনাব আব্দুস সালামের প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যাংকের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. তার প্রতিষ্ঠিত ব্যাংকটিকে কোন অর্থে ঋণের কারবারি বলা যায়? আলোচনা কর।
৫. ‘ক’ ও ‘খ’ উভয় ব্যাংকই বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। তবে ‘খ’ ব্যাংক যে মাধ্যম সৃষ্টি করে তা জনগণ গ্রহণ করতে বাধ্য নয়। আবার উভয়েই ঋণ বিতরণ করে। তবে ‘ক’ ব্যাংক সরাসরি জনগণের মধ্যে ঋণ বিতরণ করে না। ঋণ প্রদান করে মূলত ‘খ’ এর মতো ব্যাংকগুলোকে।
ক. রেজিস্ট্রেশন ফি সরকারের কোন ধরনের রাজস্বের অন্তর্ভুক্ত?
খ. সরকার ব্যয় করে কেন? বুঝিয়ে লিখ।
গ. উদ্দীপকে ‘খ’ ব্যাংকের কার্যাবলির বর্ণনা দাও।
ঘ. বাংলাদেশের প্রেক্ষিতে অর্থনৈতিক অগ্রগতিতে ‘ক’ ব্যাংকের ভূমিকা মূল্যায়ন কর।
৬. ‘ঢ’ ও ‘ণ’ বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান। ‘ঢ’ প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়লে অন্যান্য উৎস থেকে ঋণ নেয়ার চেষ্টা করে, তবে ব্যর্থ হলে ‘ণ’ প্রতিষ্ঠানের শরণাপন্ন হয়। ‘ণ’ প্রতিষ্ঠানটি ঋণ প্রদানের মাধ্যমে ‘ঢ’ প্রতিষ্ঠানটিকে নিয়ন্ত্রণ করে থাকে।
ক. মূল্য সংযোজন কর কী?
খ. সরকারি অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের ‘ঢ’ কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান? ব্যাখ্যা কর।
ঘ. ঋণ প্রদান করাই কি ‘ণ’ প্রতিষ্ঠানের একমাত্র কাজ? মতামত দাও।
৭. আরমান গ্রামের শিক্ষিত বেকার যুবক। চাকরি না পেয়ে আত্মকর্মসংস্থানমূলক কিছু করার পরিকল্পনা থেকেই শেষ সম্বল পৈত্রিক জমিটি স্থানীয় একটি বিশেষ আর্থিক প্রতিষ্ঠানে বন্ধক দিয়ে দীর্ঘমেয়াদি ঋণ নেয়। বাড়ির পাশের মজা পুকুরটি পরিষ্কার করে সেখানে ঋণের টাকা দিয়ে মৎস্য চাষ শুরু করে অল্প সময়েই আর্থিকভাবে সে বেশ সচ্ছল হয়ে ওঠে।
ক. বাংলাদেশ সরকারের আয়ের গুরুত্বপূর্ণ উৎস কোনটি?
খ. নিকাশ ঘর কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আরমান কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়? ব্যাখ্যা কর।
ঘ. আরমানের মতো বেকার যুবকদের জনসম্পদে পরিণত করার ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের অবদান বিশ্লেষণ কর।
৮. দৃশ্যকল্প ১ : মামুন চাষাবাদের গরু, কৃষি যন্ত্রপাতি, পাম্প ইত্যাদি কেনার জন্য একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে কৃষির উন্নতির চেষ্টা করেন।
দৃশ্যকল্প ২ : জনাব রহমান সাহেব যে ব্যাংকে চাকরি করেন সেটি দেশের অভ্যন্তরে ও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতাদের দেনা-পাওনার সমাধান করে দেয়।
ক. বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কোনটি?
খ. কেন্দ্রীয় ব্যাংককে সর্বশেষ পর্যায়ের ঋণদাতা বলা হয় কেন?
গ. দৃশ্যকল্প-১ এ উল্লিখিত ব্যাংকটির সাথে কোন ব্যাংকের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে দৃশ্যকল্প-২ এ উল্লিখিত ব্যাংকটির অবদান বিশ্লেষণ কর।
৯. মোস্তফা সাহেব চট্টগ্রামের একজন দক্ষ ব্যবসায়ী। তিনি চিনি, কেরোসিন ও ওষুধের ব্যবসায় করে প্রচুর মুনাফা অর্জন করেন। অন্যদিকে, তার বড় ভাই কাদের সাহেবের রয়েছে কুয়াকাটায় একটি বিলাসবহুল হোটেল যা থেকে অর্জিত অর্থ ব্যাংকে জমা রাখেন। সরকার এ দু শ্রেণির ব্যবসায়ের কাছ থেকে অর্থ আয় করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবহার করেন।
ক. বাংলাদেশ সরকারের আয়ের উৎস কয়টি?
খ. স্থায়ী আমানত বলতে কী বোঝায়?
গ. মোস্তফা সাহেবের ব্যবসায় থেকে অর্জিত সরকারের আয়ের উৎসটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত দুই শ্রেণির ব্যবসায়ীর কাছ থেকে সরকার যে অর্থ আয় করে তার উৎস এক নয়। তুমি কি একমত? বিশ্লেষণ কর।
১০. জরিনার স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় সন্তানটিকে নিয়ে সে বাবার বাড়িতে চলে আসে। এখানে এসে সে স্থানীয় একটি প্রতিষ্ঠান থেকে সেলাইয়ের কাজের ওপর প্রশিক্ষণ নেয়। পরবর্তীতে সে একটি সেলাই মেশিন ক্রয়ের জন্য ঋণ নেওয়ার কথা বাবা, ভাইকে বললে, তারা বলে নিজস্ব বা নিজের নামে কোনো জমি বা সম্পদ না থাকলে কোনো ঋণ পাওয়া যায় না। শেষে একটি প্রতিষ্ঠান কোনো কিছু জামানত না রেখে তাকে ঋণ দেওয়ায় সে একটি সেলাই মেশিন ক্রয় করে।
ক. ব্যাংক কীসের উপর ভিত্তি করে টিকে থাকে?
খ. কেন্দ্রীয় ব্যাংককে সর্বশেষ পর্যায়ের ঋণদাতা বলা হয় কেন?
গ. জরিনা বেগম কোন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করল? তা ব্যাখ্যা কর।
ঘ. হাত দরিদ্র্র, সহায়-সম্বলহীন, মানুষের আর্থিক উন্নতিতে উক্ত ব্যাংকের অবদান মূল্যায়ন কর।
১১. ‘গ্রিন ট্রেড’ এর মালিক সাহাবউদ্দিন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে বাংলাদেশ হতে কাঁচামাল পাঠায়। তার প্রতিনিধিরা সেখানে এগুলো বিক্রি করে প্রাপ্ত অর্থ ব্যবসার মালিক সাহাবউদ্দিনের কাছে পাঠিয়ে দেয়। তার এই ব্যবসা থেকে সরকার বিপুল পরিমাণ অর্থ পেয়ে থাকে। তার ভাই আলাউদ্দিন একটি চা বাগানের মালিক। চা উৎপাদন করে সে এগুলো সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে।
ক. দেশের কাগজি মুদ্রা প্রচলন করে কোন ব্যাংক?
খ. কেন্দ্রীয় ব্যাংককে কেন দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান বলা হয়?
গ. সাহাবউদ্দিনের ব্যবসা থেকে সরকার কোন ধরনের আয় করে থাকে তা ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর সাহাবউদ্দিন ও তার ভাইয়ের ব্যবসা থেকে সরকার একই ধরনের আয় করে থাকে? উত্তরের পক্ষে যুক্তি দাও।
১২. রাবেয়া বেগম একজন বিধবা মহিলা। তিনি বন্ধকি ছাড়াই একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি কুটির শিল্প গড়ে তোলেন। তিনি জানতে পারেন যে ঐ ব্যাংক থেকে তার মতো আরও অনেকে ঋণ গ্রহণ করেন। তার উৎপাদিত সামগ্রীর চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ায় তার শিল্পের পরিপূর্ণ বিকাশ ঘটে। এতে রাবেয়া বেগমের আর্থিক সচ্ছলতা আসে এবং তিনি সমাজে প্রতিষ্ঠা লাভ করে।
ক. চিহ্নিত মুদ্রা কী?
খ. VAT কী? ব্যাখ্যা কর।
গ. রাবেয়া বেগম যে ব্যাংক থেকে ঋণ নেয়, সেটি কোন ব্যাংক? বর্ণনা কর।
ঘ. তুমি কি মনে কর ঐ ব্যাংকটি দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখে? মতামত দাও।
১৩. বাংলাদেশ সরকারের সড়ক ও জনপথ অধিদপ্তরের এক উচ্চপদে জনাব ‘চ’ কর্মরত। তিনি সম্প্রতি দেশের দক্ষিণাঞ্চলের এক জেলায় সড়ক নির্মাণে সরকারের ব্যয় বরাদ্দ নিয়ে পর্যালোচনা করছিলেন। তার অভিজ্ঞতা বলছে, এ সড়কটি নির্মাণে ব্যয় আরও বাড়বে। মূলত বাংলাদেশের মতো উন্নয়নকামী দেশ আয়-ব্যয়ের সামঞ্জস্য রেখে সঠিক পরিকল্পনা করা অত্যন্ত জরুরি। জনাব ‘চ’ মনে করেন এ লক্ষ্যে কর আদায় যথাযথ হওয়া উচিত। তিনি নিজেও যথাসময়ে কর প্রদান করেন।
ক. কোন জাতীয় দ্রব্যের ওপর বাণিজ্য শুল্ক ধার্য করা হয়?
খ. ভূমি রাজস্ব থেকে সরকারের আয় কিছুটা হ্রাস পেয়েছে কেন?
গ. উদ্দীপকে কিসের ধারণা প্রতিফলিত হয়েছে? পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. জনাব ‘চ’ সরকারের আয়ে ভূমিকা রাখেন বিশ্লেষণ কর।
১৪. আমিনুলের বৃদ্ধা মায়ের জন্য সে খাঁটি মধুর খেঁাঁজ করছে। কোনো উপায় না দেখে সে তার ছোট ভাই জামিলুরকে সুন্দরবন পাঠিয়ে দেয় সেখান থেকে খাঁটি মধু কিনে আনার জন্য। জামিলুর সুন্দরবনের থেকে খাঁটি মধু কিনে নিয়ে আসে।
ক. যানবাহন কর কী?
খ. মাদক ও বিদ্যুৎ শুল্ক ব্যাখ্যা কর।
গ. জামিলুর কীভাবে সরকারের আয়ে ভূমিকা রেখেছে? বর্ণনা কর।
ঘ. উক্তরূপ আয়ের উৎসের ধরন পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
১৫. জনাব হাসানাইন ভূমি রাজস্ব বিভাগের একজন কর্মকর্তা। তিনি সরকারি আয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি মনে করেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ সরকারের আয় যথেষ্ট হলেও তা আরও বাড়ানো উচিত এবং সরকারি ব্যয় বৃদ্ধির পরিধি নিয়ন্ত্রণ করা উচিত।
ক. মামলা মকদ্দমার জন্য কোন জাতীয় ফি প্রদান করতে হয়?
খ. আইনশৃঙ্খলা রক্ষার জন্য সরকারের ব্যয়ের খাতটি ব্যাখ্যা কর।
গ. জনাব হাসনাইনের বিভাগটি সরকারের ব্যয়ের কোন খাতটি নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ সরকারের ব্যয় সম্পর্কে জনাব হাসনাইনের চিন্তাভাবনা কতটুকু যথার্থ? মতামত দাও।
১৬. আনিস তার কৃষি জমির উৎপাদন বৃদ্ধির জন্য একটি সেচের প্রয়োজনীয়তা অনুভব করে। কিন্তু তার কাছে যথেষ্ট অর্থ ছিল না অন্যান্য কৃষকদের সাথে আলোচনা করে সে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। অতঃপর আনিস তার প্রয়োজন পূরণ করতে সক্ষম হয় এবং তার কৃষি ফসলের উৎপাদন বেড়ে যায়। সে ধীরে ধীরে ঋণ শোধ করতেও সক্ষম হয়।
ক. কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্র পুরুষ ও নারীদের বিনা জানামতে ব্যাংকিং সুবিধা প্রদান করে?
খ. বাংলাদেশ কৃষি ব্যাংক কীভাবে ও কেন গঠিত হয়?
গ. আনিস আর কোন ব্যাংক থেকে ঋণ নিতে পারত ব্যাখ্যা কর।
ঘ. বেকারত্ব নিরসনে এসব ব্যাংকিং কার্যক্রমের ভূমিকা মূল্যায়ন কর।
১৭. সালমা জাহান যে ব্যাংকে কর্মরত আছেন সে ব্যাংকটি দেশের কাগজি মুদ্রা প্রচলন করে। সরকারের দেনা পরিশোধ ও পাওনা আদায় করে। অন্যান্য ব্যাংকগুলোর জামানত গ্রহণ করে। এটি মূলত সরকারের ব্যাংক।
ক. সরকারের আয়ের প্রধান উৎস কী?
খ. ব্যাংক বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে সালমা জাহান কোন ব্যাংকে কর্মরত আছেন? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত ব্যাংকটির কার্যাবলি আলোচনা কর।
উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে ১২ অধ্যায় নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্ন ডাউনলোড করে নাও। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post