১৪ অধ্যায় নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্ন : পরিবার সমাজের প্রথিমিক প্রতিষ্ঠান। পরিবার থেকে সমাজের উৎপত্তি। সমাজে যেসব সামাজিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার মধ্যে পরিবার অন্যতম। মানুষের অকৃত্রিম ও নিবিড় সম্পর্ক এরই প্রতিষ্ঠানের মাধ্যমেই গড়ে গঠে। পারিবারিক জীবনের সূচনা থেকেই প্রতিটি মানুষকে গোষ্ঠী জীবনের প্রথম ধাপ অতিক্রম করতে হয়।
পিতা-মাতা, ভাই-বোন অথবা পিতা-মাতা, ভাই-বোন, চাচা-চচি, দাদা-দাদীসহ অন্যান্য ব্যাক্তিবর্গের বন্ধন ও কার্যকলাপের সমন্বয়ে আমাদের পারিবারিক কাঠামো গড়ে ওঠে। পরিবারভেদে বাংলাদেশের পরিবার কাঠামোতে এ উল্লেখিত সম্পর্কগুলো লক্ষ্য করা যায়, যার মধ্য দিয়ে মানুষ বেড়ে ওঠে।
১৪ অধ্যায় নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্ন
১. মহাত্মা গান্ধীর ‘সর্বদয়া’ আন্দোলন এক সময়ে ভারতের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে জীবনমুখী করেছিল। বাংলাদেশের বেসরকারি সংস্থা সিডিএম উক্ত কর্মসূচির অনুরূপ ‘শ্রমদানা’ কার্যক্রম গ্রহণ করে বগুড়ার অবহেলিত জনগোষ্ঠীর সমস্যা সমাধানে নানা কাজ করছে, যা বগুড়ার বিভিন্ন গ্রামে নানামুখী পরিবর্তন সাধন করেছে। এ অঞ্চলে এখন যৌতুক ও বাল্যবিবাহ নেই বললেই চলে। এখানে বহু নারী উন্নয়ন সংঘ এখন জনসংখ্যারোধ, ক্ষুদ্র ঋণ প্রকল্পে কাজ করে সমাজ জীবনে ব্যাপক পরিবর্তন এনেছে।
ক. সামাজিক পরিবর্তন কী?
খ. বাংলাদেশের সামাজিক পরিবর্তনের একটি কারণ ব্যাখ্যা কর।
গ. ‘সর্বদয়া ও শ্রমদানা’ কার্যক্রমের প্রভাবে সৃষ্ট সামাজিক পরিবর্তনের কোন উপাদানের প্রভাবের সাথে মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ক্ষুদ্র ঋণ প্রকল্প নারীর ভূমিকার পরিবর্তনে সমাজ জীবনে কী প্রভাব ফেলেছে? বিশ্লেষণ কর।
২. রিয়ানা ও রাব্বির কথোপকথন :
রাব্বি : এই দুপুর বেলা ঘরে বসে কী করছিস?
রিয়ানা : আগামী সপ্তাহ থেকে টেস্ট পরীক্ষা। ইন্টারনেট থেকে ডাউন লোড করে বই নামিয়ে পড়ছি।
রাব্বি : তাহলে তো তোর এবার পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হবে।
রিয়ানা : ইন্টারনেট সুবিধার জন্য শুধু আমরা পাঠ্যবইয়ের উপকারই পাচ্ছি না। বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা, আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্পর্কেও জানতে পারছি।
ক. সামাজিক পরিবর্তন কী?
খ. ‘নগরায়ণ হলো শিল্পায়নের ফল’ উক্তিটি ব্যাখ্যা কর।
গ. রিয়ানার ব্যবহৃত বিষয়টির সাথে সামাজিক পরিবর্তনের যে উপাদানটির সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. উক্ত উপাদানটি আমাদের দেশের শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে অনেক বেশি সহায়ক। উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
৩. নবগঙ্গা নামক প্রত্যন্ত গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয় এবং একটি কলেজ প্রতিষ্ঠিত হবার ফলে ঐ অঞ্চলের নারীরা দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। এ চিত্র শুধু নবগঙ্গা গ্রামের নয়, সারা বাংলাদেশের। এদেশের নারীরা আজ তৃণমূল পর্যায় থেকে দেশের কর্ণধার পর্যায় পর্যন্ত নিজেদের সম্পৃক্ত করে স্ব-স্ব কর্মক্ষেত্রকে উজ্জ্বল আলোয় আলোকিত করেছে। শিক্ষা, প্রযুক্তি, শিল্পায়নের মতো নানা উপাদান নারীর সামাজিক জীবন ও মর্যাদার ক্ষেত্রে প্রভূত পরিবর্তন সাধন করেছে?
ক. সমাজের মূল উদ্দেশ্য কী?
খ. তোমার পাঠ্যবই অনুসারে সামাজিক পরিবর্তনের প্রথম উপাদানটি ব্যাখ্যা কর।
গ. নবগঙ্গা গ্রামে সামাজিক পরিবর্তনে যে উপাদানগুলোর প্রভাব কার্যকর তা ব্যাখ্যা কর।
ঘ. ‘সামাজিক পরিবর্তনে সর্বত্র নারীর ক্ষমতায়ন এবং মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে’- উদ্দীপকের আলোকে তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও।
৪. ভূষিরবন্দর গ্রামের শামীম ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এম. এজি পাস করে চাকরির চেষ্টা না করে গ্রামে এসে তার বাবার কয়েক বিঘা জমি চাষাবাদ শুরু করে। তার বাবা বেশ চিন্তিত ছেলের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু শামীম-এর উন্নত জাতের বীজ, সেচ, সার ও সঠিক নিয়মে কীটনাশক প্রয়োগের ফলে কৃষি উৎপাদন বহুগণ বেড়ে গেছে। এর ফলে এই গ্রামে সৃষ্টি হয় নতুন সৃষ্টির উন্মাদনা এবং নতুন সমাজ গঠনের প্রক্রিয়া।
ক. কিংসলে ডেভিস প্রদত্ত সামাজিক পরিবর্তনের সংজ্ঞাটি লিখ।
খ. যোগাযোগ সামাজিক পরিবর্তনের অন্যতম উপাদান – ব্যাখ্যা কর।
গ. শামীম কোন কোন উপাদানের মাধ্যমে তার গ্রামের সামাজিক পরিবর্তন এনেছে ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর উদ্দীপকে উল্লিখিত উপাদানগুলোই শুধুমাত্র দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখছে? তোমার মতামত দাও।
৫. কাসেম সাহেব দীর্ঘদিন ঢাকায় বসবাস করেন। বহু বছর তার গ্রামের বাড়ি যাওয়া হয়নি। এবার ভাতিজার বিয়েতে গ্রামের বাড়িতে গিয়ে দেখেন প্রতিটি ঘরে টেলিভিশন। সহজে দেশ-বিদেশের খবর সেখানে পাওয়া যাচ্ছে। বিদ্যালয়ে আইসিটির মাধ্যমে শিক্ষাদান চলছে। বর্তমানে তার গ্রামের মেয়েরা শহরে গিয়ে চাকরি করছে।
ক. সিংসলে ডেভিস-এর মতে সামাজিক পরিবর্তন কী?
খ. নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝায়?
গ. কাসেম সাহেবের গ্রামে সামাজিক পরিবর্তনে যে উপাদানটির কার্যকারিতা পরিলক্ষিত হয় তা ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর উক্ত উপাদানটি সামাজিক পরিবর্তনের একমাত্র কারণ? বিশ্লেষণ কর।
৬. কায়সার সাহেব দীর্ঘদিন পর দেশে ফিরে লক্ষ করেন তাদের গ্রামে আগের চেয়ে জনসংখ্যা বেড়েছে। বেড়েছে নানা ধরনের কাজের সুযোগ। গ্রামের অনেক ছেলেমেয়ে নানা জায়গায় চাকরি করছে। ফলে অনেক পরিবারে বৃদ্ধ মা-বাবাকে একাকি বসবাস করতে হচ্ছে।
ক. সামাজিক পরিবর্তন সম্পর্কে ম্যাকাইভারের সংজ্ঞাটি লেখ।
খ. “শিক্ষা হলো এক ধরনের সংস্কার সাধন ও বিরামহীন প্রক্রিয়া” – বক্তব্যটি বুঝিয়ে লেখ।
গ. কায়সার সাহেবের গ্রামের সামাজিক পরিবর্তনের কোন উপাদানটি কাজ করেছে? ব্যাখ্যা কর।
ঘ. “উক্ত উপাদানটি সামাজিক পরিবর্তনের প্রধান কারণ।” – উক্তিটি মূল্যায়ন কর।
৭. রায়হান সাহেব সৌদি আরবে চাকরি করেন। আট বছর পর বড় ভাইয়ের মেয়ের বিয়ে উপলক্ষে দেশে এসে নিজ গ্রামে যান। তিনি লক্ষ করেন তার গ্রামের মানুষ গৃহস্থালির নানা কাজে বিদ্যুৎ চালিত বিভিন্ন সামগ্রী ব্যবহার করছে। তারা ঘরে বসেই দেশ-বিদেশের নানা অনুষ্ঠান দেখছে ও খবর জানতে পারছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের কম্পিউটারের ব্যবহার শেখানো হচ্ছে।
ক. সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিসের দেওয়া সামাজিক পরিবর্তনের সংজ্ঞাটি লেখ।
খ. দেশের নারী শিক্ষার সম্প্রসারণে সরকারের দুটি পদক্ষেপ উল্লেখ কর।
গ. রায়হান সাহেবের গ্রামে সামাজিক পরিবর্তনের উপাদানটি ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর উক্ত উপাদানটিই সামাজিক পরিবর্তনের একমাত্র উপাদান? তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও।
৮. আমানদের গ্রাম মেঘনা নদীর তীরে। নদীভাঙনের ফলে তাদের গ্রামের বাড়ি, জমিজমা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় তারা শহরে চলে এসেছে। সেখানে তারা বস্তিতে মানবেতর জীবনযাপন করছে।
ক. কোনটি সামাজিক পরিবর্তন সূচনা করে?
খ. সামাজিক পরিবর্তনে শিল্পায়নের প্রভাব কেমন?
গ. আমানদের এলাকায় সামাজিক পরিবর্তনের কোন উপাদান কার্যকর? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত উপাদানের ফলে সৃষ্ট সমস্যা সামাজিক জীবনে নানামুখী সমস্যার সৃষ্টি করে- তুমি কি বক্তব্যটি সমর্থন কর? উত্তরের পক্ষে যুক্তি দাও।
৯. পলাশপুরে এক সময় এক একর জমিতে যে পরিমাণ ফসল উৎপাদিত হতো এখন তার চেয়ে তিনগুণ বেশি উৎপাদিত হয়। তার কারণ আধুনিক যন্ত্রপাতি, সেচব্যবস্থা, সার প্রয়োগ ও কীটনাশক প্রয়োগের ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এছাড়া এলাকায় উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাচ্ছে কৃষকরা। তার কারণ পলাশপুরের সাথে এখন বিভিন্ন শহরের যাতায়াতের উন্নত ব্যবস্থা রয়েছে।
ক. শিল্পায়ন কী?
খ. “প্রাকৃতিক কারণে সামাজিক পরিবর্তন সাধিত হয়”-কথাটি বুঝিয়ে বল।
গ. বর্তমানে পলাশপুরের চাষাবাদ পদ্ধতিতে সমাজ পরিবর্তনের যে উপাদানের প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. পলাশপুরের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা মুখ্য ভূমিকা পালন করেছে। বক্তব্যটি বিশ্লেষণ কর।
১০. নাসরিন বেগম দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় শিক্ষিত হতে পারেননি। তিনি দরিদ্র হওয়া সত্ত্বেও তার মেয়ে সাবিহাকে পড়াশোনা করাচ্ছেন। কারণ বিদ্যালয়ে সাবিহাকে কোনো বেতন দিতে হয় না এবং সে পড়াশোনার জন্য টাকা পায়। বর্তমানে নাসরিন বেগম একটি সরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে হাঁস-মুরগির খামার দিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছেন।
ক. কোন প্রাকৃতিক দুর্যোগটি শহরাঞ্চলে বস্তি সমস্যা সৃষ্টির অন্যতম কারণ?
খ. প্রযুক্তির প্রত্যক্ষ ফলাফল সম্পর্কে লেখ।
গ. সাবিহার পড়াশোনা করার পেছনে কোন উদ্যোগটির ভূমিকা রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. সামাজিক পরিবর্তনে নাসরিন বেগমের অবদান মূল্যায়ন কর।
১১. আজিজ মিয়া খুলনা বিভাগের একটি জেলা শহরের পাশেই বসবাস করেন। সাম্প্রতিককালে তার বাড়ির চারপাশে অনেক কলকারখানা গড়ে উঠেছে। মানুষ এখন আর ঐ এলাকায় ক্ষেত খামারে কাজ করে না। এলাকার ঘরবাড়িগুলোর চিত্রও গত পাঁচ বছরের তুলনায় ভিন্ন। প্রায় বাড়িঘর ইটের দ্বারা সৃষ্ট। এলাকায় জীবনযাত্রার মান বৃদ্ধি পেলেও সুযোগ কমে গিয়েছে বলে মনে করে আজিজ মিয়া ও তার পরিবারের লোকজন।
ক. প্রযুক্তির ক্রমোন্নতিতে আমাদের সমাজব্যবস্থায় কয় ধরনের ফলাফল দেখতে পাওয়া যায়?
খ. ‘জৈবিক উপাদান সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ উপাদান’ – ব্যাখ্যা কর।
গ. আজিজ মিয়ার এলাকায় সামাজিক পরিবর্তনের যে উপাদানটি লক্ষ করা যায় তার ব্যাখ্যা দাও।
ঘ. আজিজ মিয়ার এলাকার কলকারখানা ও ইটের তৈরি ঘরবাড়ি জনজীবনে ব্যাপক প্রভাব বিস্তারে সক্ষম – বিশ্লেষণ কর।
১২. বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে স্কলারশিপ নিয়ে বিদেশে যায় জনাব তাহসান। অনেক বছর পর তিনি তার গ্রামে গিয়ে লক্ষ করলেন মানুষ এখন কৃষির পাশাপাশি অন্যান্য পেশার সাথে জড়িত। সামাজিক মূল্যবোধ কিছুটা কমলেও রাজনৈতিক ধ্যান-ধারণা, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালনে গ্রামের লোকজন পূর্বের তুলনায় অনেক বেশি সচেতন। ছেলে সন্তানের মতো মেয়েদের শিক্ষার প্রতি অভিভাবকের আগ্রহও তাকে মুগ্ধ করে।
ক. চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
খ. সামাজিক পরিবর্তনের উপাদান হিসেবে যোগাযোগের ধারণা দাও।
গ. জনাব তাহসান গ্রামে যা লক্ষ করেছেন তা সমাজ বিজ্ঞানের দৃষ্টিতে কী? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের বিষয়টি সম্পর্কে সবার জ্ঞান লাভের প্রয়োজন কতটুকু? যুক্তিসহ উত্তর দাও।
১৩. গ্রামের এক অবহেলিত নারী ছিল সাবিহা। দরিদ্র সাবিহা তার মেয়েকে অবহেলার শিকার হতে দেয় নি। তার মেয়ে মালিয়া আজ সরকারের প্রদত্ত উপবৃত্তির সুযোগ নিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের গণ্ডি ছাড়িয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ছে। পাশাপাশি মালিয়া ভাষা ও সাহিত্য, আইন, সামাজিক রীতিনীতি গভীরভাবে রপ্ত করেছে।
ক. শহরের অর্থনীতিতে কোন উপাদানটি একই সাথে আশীর্বাদ আবার অভিশাপ?
খ. সামাজিক পরিবর্তনে কৃষিপ্রযুক্তির ভূমিকা চিহ্নিত কর।
গ. মালিয়ার জীবনে উদ্দীপকে উল্লিখিত সাংস্কৃতিক উপাদান কীরূপ পরিবর্তন ঘটাবে? ব্যাখ্যা কর।
ঘ. সাবিহা ও মালিয়ার জীবনের মধ্য দিয়ে শিক্ষাক্ষেত্রে গ্রামীণ নারীর ভূমিকার পরিবর্তন ব্যাখ্যা কর।
১৪. সাহেলের দেশ একটি জনবহুল দেশ। কিন্তু তার দেশের সকল এলাকার জনসংখ্যা সমান নয়। তবে দেশটির রাজধানীতে জনসংখ্যার ঘনত্ব বেশি হলেও শহর অঞ্চলের বাইরে জনসংখ্যার ঘনত্ব কম। অন্যদিকে তার বন্ধু রাসেল মন্তব্য করেন, রাজধানীতে জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার ফলে অপরাধ, কিশোর অপরাধসহ নানা অপরাধ দিন দিন বৃদ্ধি পাছে।
ক. বিজ্ঞানের প্রায়োগিক দিককে কী বলে?
খ. বাংলাদেশের সমাজব্যবস্থা পরিবর্তনশীল – ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে সোহেলের দেশের বিভিন্ন অঞ্চলের জনসংখ্যার তারতম্য সামাজিক পরিবর্তনের কোন উপাদানটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
ঘ. রাসেলের মন্তব্যের ক্ষেত্রে সামাজিক পরিবর্তনের কোন উপাদানটির প্রভাব অধিক ক্রিয়াশীল? বিশ্লেষণ কর।
১৫. চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রইচউদ্দিন। বয়স হলে লোকে একটু আরাম আয়েশ করে। কিন্তু রইচউদ্দিন ব্যতিক্রম। ৫৬ বছর বয়সেও নিষ্ঠাবান ছাত্রের মতো রাত জেগে বইয়ের পাতা উল্টান। নিজের ছাত্রদের সঙ্গে বসে পরীক্ষা দেন। কঠোর পরিশ্রম আর অধ্যবসায় দ্বারা এবার এইচএসসি পাস করেছেন তিনি।
ক. সমাজের মৌল ও উপরি কাঠামোর পরিবর্তনকে কী বলে?
খ. বর্তমানে নারী শিক্ষার সম্প্রসারণে বাংলাদেশ সরকারের পদক্ষেপ উল্লেখ কর।
গ. রইচউদ্দিনের ক্ষেত্রে সমাজ পরিবর্তনের কোন উপাদানটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত উপাদানটিকে সামাজিক পরিবর্তনের একমাত্র উপাদান বলে কি তুমি মনে কর? উত্তরের পক্ষে যুক্তি দাও।
১৬. বিদেশ থেকে ফিরে আসার পর রিনা তার বান্ধবীর ব্যাপক পরিবর্তনে খুব বিস্মিত হয়। যদিও সালমা রিনার মতো উচ্চ শিক্ষিত ছিল না তবুও সে বিভিন্ন প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ নেয় যা তাকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করে। পরবর্তীতে সে একজন সফল ব্যবসায়ী হয়। তার এ সাফল্যের পেছনে কিছু সামাজিক পরিবর্তনের উপাদান কাজ করেছে।
ক. সামাজিক পরিবর্তন বলতে কী বোঝ?
খ. সামাজিক পরিবর্তনে প্রযুক্তির প্রভাব ব্যাখ্যা কর।
গ. সালমার এ পরিবর্তনে শহরায়ন ও শিল্পায়নের প্রভাব কী? বর্ণনা কর।
ঘ. সামাজিক পরিবর্তনে নারীর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আছে- ব্যাখ্যা কর।
উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে ১৪ অধ্যায় নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্ন ডাউনলোড করে নাও। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post