১৫ অধ্যায় নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্ন : সমাজ পরিবর্তনশীল। বাংলাদেশের সমাজও এ বৈশিষ্ট্যের বাতিক্রম নয়। স্বাধীনতা পরবর্তী সময় থেকে দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। শিক্ষা, প্রযুক্তি ও যোগাযোগের পরিবর্তন এদেশের সমাজ ও অর্থনীতিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে।
ব্যাপক শিল্পায়ন ও নগরায়ণ নারীর ভুমিকায় পরিবর্তন এনে দিরেছে। সমাজ জীবনের এ পরিবর্তনে বিভিন্ন ধরনের সমস্যার উৎভব ঘটেছে। এ অধ্যারে আমরা সামাজিক পরিবর্তনের ধারণা, বাংলাদেশের সমাজ পরিবর্তনের কারণ, গ্রাম ও শহরভেদে পরিবর্তনের প্রভাব এবং নারীর ভূমিকার পরিবর্তন সম্পর্কে জানব।
১৫ অধ্যায় নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্ন
১. রিমির বাবা সিঙ্গাপুরে চাকরির উদ্দেশ্যে গিয়েছিলেন। চাকরিরত অবস্থায় সেখানে তিনি শারীরিকভাবে অসুস্থতাবোধ করলে দেশে ফিরে আসেন এবং দু সপ্তাহের মধ্যে মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর ছয়মাস পর তার মাও অসুস্থ হয়ে পড়েন। নির্মল হাসি নামক উন্নয়ন সংস্থার সহায়তায় চিকিৎসা শুরু করলে পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার তাকে এইডস রোগে আক্রান্ত বলে নিশ্চিত করেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। পরিবারটি এখন বহুমুখী সমস্যা মোকাবিলা করছে। এ সমস্যা প্রতিরোধে নির্মল হাসি সংস্থা রিমির পরিবারের পাশে এসে দাঁড়ায়।
ক. এইচআইভি কী?
খ. এইডস রোগ ছড়ানোর একটি উপায় ব্যাখ্যা কর।
গ. ডাক্তার কীভাবে নিশ্চিত হলেন যে, রিমির মা এইডস দ্বারা আক্রান্ত হয়েছেন? ব্যাখ্যা কর।
ঘ. রিমির পরিবারের সমস্যা মোকাবিলায় নির্মল হাসি সংস্থার গৃহীত পদক্ষেপ বিশ্লেষণ কর।
২. ১৯৯৭ সালে সড়ক ও জনপদ বিভাগের এক তথ্যানুযায়ী বাংলাদেশে প্রতি ১০,০০০ গাড়ি প্রায় ১২৫টি দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার এই হার এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি এবং নরওয়ে ও সুইডেনের তুলনায় ১০০ গুণ বেশি। বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় প্রতিবছর শুধু শিশু মারা যায় ৩৪১২ জন। ইনজুরিজনিত সমস্যায় পঙ্গুত্ববরণ করে ১২০০ শিশু। এ হিসেব মতে প্রতিদিন গড়ে ৩.৫ জন শিশু পঙ্গুত্বের শিকার হয়। বাংলাদেশ হাইওয়ে পুলিশের এক প্রতিবেদনে দেখা যায় ২০০০-২০০৪ সাল পর্যন্ত সড়ক দুর্ঘটনায় আহতদের ২৪% লোকের বয়স ১৫ বছরের নিচে। ৩০% লোকের বয়স ১৬-৫০ বছরের মধ্যে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা কেন্দ্রের পরিসংখ্যানে দেখা যায় ২০-৪৪ বছরের কর্মক্ষম জনগোষ্ঠী অধিক দুর্ঘটনার শিকার।
ক. বাংলাদেশ হাইওয়ে পুলিশের প্রতিবেদন অনুসারে ২০০১ সালে বাংলাদেশে কয়টি সড়ক দুর্ঘটনা ঘটে?
খ. সড়ক দুর্ঘটনার কারণ ব্যাখ্যা কর।
গ. সমাজজীবনে শিশু ও কর্মক্ষম ব্যক্তির পঙ্গুত্ববরণ ও মৃত্যুর অর্থনৈতিক ও মানসিক প্রভাব ব্যাখ্যা কর।
ঘ. উপরোক্ত তথ্যের আলোকে সড়ক দুর্ঘটনারোধের পদক্ষেপগুলো বিশ্লেষণ কর।
৩. ইমনের বয়স তের বছর। সে ঢাকার একটি ফ্ল্যাট বাড়িতে কাজ করে। ইমনের মতো এমন অনেক শিশু আছে যারা জীবনের ঝুঁকি নিয়ে টেম্পো ও গাড়ির গ্যারেজে কাজ করছে। বাবা মাকে প্রলোভন দেখিয়ে এই সমস্ত শিশুদের কাজে আনা হয়।
ক. এসিড নিয়ন্ত্রণ আইন কখন পাস করা হয়?
খ. সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝায়?
গ. ইমনের কাজ করার প্রধান কারণ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত শিশুদের কাজ প্রতিরোধে শুধুমাত্র শর্তাবলি আরোপ করাই কি যথেষ্ট? বিশ্লেষণ কর।
৪. ঐশীর বিয়ে হয়েছে মাত্র দেড় বছর। বিয়ের সময় দেনা-পাওনার কথা না থাকলেও শ্বশুরবাড়িতে তার প্রতি নানা ধরনের অত্যাচার করা হয়। শাশুড়ি ও ননদের কথায় তার স্বামী তাকে প্রায়ই প্রহার করে। বাবার সম্পত্তি বিক্রি করে টাকা এনে দিতে বলে। এছাড়াও তাকে পারিবারিক অত্যধিক কাজ করতে বাধ্য করা হয়।
ক. সামাজিক নৈরাজ্য কী?
খ. শিশু শ্রমিক নিয়োগের ক্ষেত্রে আমাদের করণীয় কী?
গ. উদ্দীপকে উল্লিখিত সমস্যাটি কোন ধরনের সামাজিক সমস্যার অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত সমস্যা প্রতিরোধে সমাজের করণীয় কী? তোমার নিজস্ব বক্তব্য উপস্থাপন কর।
৫. বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সোহাগ। তার বাবা একজন রিকশাচালক। আর্থিক অসচ্ছলতার কারণে সোহাগ ঢাকা শহরে টিউশনি করে পড়াশুনার খরচ চালায়। তার বাবার প্রত্যাশা সন্তান বড় হয়ে সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হবে এবং সংসারের দুর্দশা দূর করবে। কিন্তু দুর্ভাগ্য প্রতিদিনের মতো সেদিনও টিউশনি করে হলে ফেরার পথে সে বাস দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায়। এখানেই তার বাবার স্বপ্নের অবসান হয়।
ক. AIDS-এর পূর্ণরূপ লেখ।
খ. সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণ ব্যাখ্যা কর।
গ. সোহাগের বাবার প্রত্যাশা পূরণ না হবার জন্য সামাজিক সমস্যাবলির কোন কারণটি দায়ী? ব্যাখ্যা কর।
ঘ. “উক্ত সমস্যাটি শুধু পারিবারিক জীবনকেই বিপর্যস্ত করে না বরং আর্থসামাজিক ও মানসিক জীবনকেও দুর্বিষহ করে তোলে” – উক্তিটি বিশ্লেষণ কর।
৬. সাম্প্রতিক সময়ে ‘ক’ দেশে এক ব্যক্তিকে অতর্কিতভাবে হত্যা করা হয়েছে। একটি বিশেষ গোষ্ঠী এই হত্যার দায়ভার স্বীকার করে তাদের আদর্শের ক্ষেত্রে অমিল হওয়ার কারণে এই হত্যাকান্ড ঘটায় বলে ইন্টারনেটে বিবৃতি প্রদান করে।
ক. বাংলাদেশে এইচ আই ভি’র সংক্রমণ ধরা পড়ে কত সালে?
খ. দুর্নীতি বলতে কি বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত ঘটনায় কোন সামাজিক সমস্যার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ. রাষ্ট্রীয় ও সমাজজীবনে উক্ত সমস্যার প্রভাব বিশ্লেষণ কর।
৭. মাশিমপুর গ্রামের কণিকা, রেখা ও সালমাসহ কয়েকজন নারী ও শিশুকে পাশের গ্রামের সোহরাব ঢাকায় চাকরি দেওয়ার নাম করে নিয়ে আসে। তার উদ্দেশ্য এদের পার্শ্ববর্তী দেশের একটি অপরাধী চক্রের হাতে তুলে দেয়া। বিদেশ যাওয়ার উদ্দেশ্যে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসলে পুলিশের হাতে ধরা পড়ে। সোহরাব পুলিশের কাছে তার কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ দেয়।
ক. কোন সালে এসিড নিয়ন্ত্রণ আইন পাস হয়?
খ. মূল্যবোধের অবক্ষয় বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে তোমার পাঠ্যপুস্তকের যে ধারণার প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে তার ব্যাখ্যা দাও।
ঘ. “সোহরাবকে শাস্তিদানই উক্ত সমস্যা সমাধানের একমাত্র উপায়” – সপক্ষে যুক্তি দাও।
৮. কাজীহাটা গ্রামে চুরি করতে এসে ধরা পড়ে ১২-১৬ বছরের চারজন কিশোর। এদের কাছে পিস্তলসহ দেশীয় অস্ত্র এবং মাদকদ্রব্য পাওয়া যায়। জিজ্ঞাসাবাদকালে তারা জানায় অনেকদিন যাবৎ তারা বিভিন্ন বাসাবাড়ি, রাস্তাঘাটে, মার্কেটে চুরি ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। এছাড়া তারা মাদক সেবনে অভ্যস্ত।
ক. দুর্নীতির শাব্দিক অর্থ কী?
খ. এইডস সংক্রমণ হয় কীভাবে?
গ. উদ্দীপকে উল্লিখিত সামাজিক সমস্যার কারণগুলো ব্যাখ্যা কর।
ঘ. ‘আইনি ব্যবস্থার সুষ্ঠু প্রয়োগের সাথে সামাজিক সচেতনতাই উক্ত অপরাধ নিরসনে মুখ্য ভূমিকা পালন করতে পারে’- বক্তব্যটির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
৯. রতনের বয়স ৯ বছর। তারা চার ভাইবোন। তার বাবা একজন রিকশা চালক। রতনকে স্কুলে পাঠাবার মত অর্থনৈতিক সঙ্গতি তার বাবার নাই। পরিবারের জন্য টাকা রোজগার করতে তার বাবা তাকে টেম্পোর হেলপার হিসেবে কাজ করতে পাঠায়। কিন্তু টেম্পোর মালিক তাকে কম বেতনে দীর্ঘ সময় ধরে কাজ করায়।
ক. এসিড নিয়ন্ত্রণ সংশোধন আইন পাস হয় কত সালে?
খ. সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের একটি কারণ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কোন ধরনের সামাজিক সমস্যা নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, জাতিসংঘ শিশুসনদ উদ্দীপকে চিহ্নিত সমস্যা প্রতিরোধে সক্ষম? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
১০. সীমা ও তার মায়ের কথোপকথন:
সীমা : মা আমি আর গার্মেন্টসে কাজ করব না। আসতে রাত হয়। পথে দোকানের মোড়ে দাঁড়িয়ে লোকগুলো এমন নোংরা কথা বলে যা মুখে বলা যায় না।
মা : না, মা। বলার দরকার নেই। আমরা গরিব মানুষ, লোকজন শুনলে আমাদেরই সম্মান নষ্ট হবে।
ক. STD-এর পূর্ণরূপ কী?
খ. কীভাবে সমাজে নৈরাজ্য সৃষ্টি হতে পারে?
গ. উদ্দীপকে যে সামাজিক সমস্যার চিত্র ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, মায়ের বক্তব্যের মধ্যে উক্ত সমস্যার কারণ নিহিত রয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
১১. মি. কিম চাকরিসূত্রে বাংলাদেশে কর্মরত। রমনার বটমূলে ১ বৈশাখ উদ্যাপনের সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎ তিনি বিকট শব্দ শুনতে পেলেন। সভয়ে তিনি লোকজনকে দিগি¦দিক ছুটাছুটি করতে দেখলেন। কিছুক্ষণ পর তিনি কয়েকটি ছিন্নবিচ্ছিন্ন মৃতদেহ পড়ে থাকতে দেখলেন।
ক. কত সালে বিশ্বে প্রথম HIV রোগী শণাক্ত করা হয়?
খ. বাংলাদেশে শিশু শ্রমের প্রধান কারণটি বর্ণনা কর।
গ. উদ্দীপকে মি. কিমের দেখা ঘটনাটির কারণ ব্যাখ্যা কর।
ঘ. “উদার ধর্মীয় ও রাজনৈতিক চেতনাই উক্ত কার্যক্রম প্রতিরোধের রক্ষাকবচ”-বিশ্লেষণ কর।
১২. রিয়াদ বাবা-মার একমাত্র সন্তান। চাকরিসূত্রে সে থাইল্যান্ডে ৩ বছর থাকার পর দেশে ফিরে আসে। তার শারীরিক অবস্থা আগের মতো ভালো নেই। কর্মচাঞ্চল্যতা সে হারিয়ে ফেলেছে। সার্বক্ষণিক জ্বর, পাতলা পায়খানা হচ্ছে। রিয়াদের বাবা-মা রিয়াদের এ অবস্থা দেখে চিন্তিত হন এবং দ্রুতগতিতে ডাক্তারের পরামর্শ নেন। ডাক্তার রিয়াদকে রক্ত পরীক্ষা করতে বলে।
ক. এইচআইভি-এর ইংরেজি পূর্ণরূপ কী?
খ. জাতিসংঘ শিশু অধিকার সনদ বলতে কী বোঝায়?
গ. রিয়াদ যে রোগে আক্রান্ত হয়েছে তার কারণ ব্যাখ্যা কর।
ঘ. “গণসচেতনতাই উক্ত রোগ প্রতিরোধের একমাত্র উপায়” -উত্তরের সপক্ষে যুক্তি দাও।
১৩. রবিন বেশ কয়েক বছর দেশের বাইরে ছিল। মাস দু’য়েক হলো সে দেশে এসেছে। বাড়িতে এসে সে বেশকিছু শারীরিক অসুবিধা অনুভব করছে। অসুবিধাগুলো হলো শরীরের ওজন কমে যাওয়া, সবসময় শরীরে জ্বর থাকা ও ডায়রিয়া লেগে থাকা, তাছাড়া শুকনা কাশি ও ঘাড়ে ব্যথাও আছে। এমতাবস্থায় পরিবারের লোকজন তাকে ডাক্তারের নিকট নিয়ে গেলে ডাক্তার তাকে পরীক্ষা-নিরীক্ষা না করে ঔষধ দিতে রাজি হলেন না।
ক. বাংলাদেশের শিশু আইনে কত বছরের কম বয়সী প্রত্যেকেই শিশু?
খ. সামাজিক মূল্যবোধের ধারণাটি বর্ণনা কর।
গ. উদ্দীপকে রবিনের কোন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে? তা ব্যাখ্যা কর।
ঘ. রবিনের মতো যাতে আর কোনো লোক উক্ত রোগে আক্রান্ত না হয় তার জন্য তোমার পরামর্শ কী?
১৪. জনাব ‘ক’ দীর্ঘদিন যাবত আফ্রিকার একটি দেশে কর্মরত ছিলেন। দেশে ফিরে আসলে তার ডায়রিয়া ও জ্বর হয়। সাথে কাশিও দেখা দেয়। দীর্ঘ চিকিৎসার পরও সুস্থতার পরিবর্তে অতিরিক্ত অবসাদ অনুভব করে, ধীরে ধীরে কর্মহীন হয়ে পড়ে। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এক পর্যায়ে স্ত্রী তাকে ছেড়ে চলে যায়।
ক. সামাজিক নৈরাজ্য কী?
খ. সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝায়?
গ. জনাব ‘ক’ এর সমস্যাটি বাংলাদেশের কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. জনাব ‘ক’ এর সমস্যা মোকাবিলায় তার স্ত্রীর পদক্ষেপটি কি যথার্থ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
১৫. কাজল প্রতিদিন দেশের দৈনিক পত্রিকাগুলো পড়ে। পত্রিকাগুলোতে বাংলাদেশের আইনের শাসনের অপপ্রয়োগ, অতিমাত্রায় সামাজিক অনিয়ম, স্কুলগামী ছাত্রীদের ওপর নির্যাতনসহ নানা বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল। কাজল এসব সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিভিন্ন উপায়ের কথা ভাবতে থাকে।
ক. কোন ভাইরাসের কারণে এইডস রোগ হয়?
খ. ধর্মীয় আচার-আচরণ কীভাবে এইডস প্রতিকারে সক্ষম হয়?
গ. উদ্দীপকে যে ধারণার প্রতিফলন ঘটেছে তার ব্যাখ্যা দাও।
ঘ. এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টা উক্ত সমস্যাগুলো সমাধানে সক্ষম? তোমার মতামত দাও।
১৬. রহমত সাহেব সকালে রোজকারমতো খবরের কাগজ পড়ছিলেন। একটি সংবাদ তার অন্তরকে প্রচণ্ড নাড়া দেয়। দীপু খুব ভালো ছেলে। বাবা-মা প্রচণ্ড কর্মব্যস্ততার জন্য তাকে সময় দেন না। দীপু তার সহপাঠী বন্ধুদের সাথে সময় কাটায়। একদিন একটি থ্রিজি মোবাইলের জন্য বন্ধুরা মিলে তাকে হত্যা করে। পুলিশ তদন্তে জানা যায়, তারা সবাই বখাটে ও মাদকাসক্ত ছেলে।
ক. কোথায় নারী ও শিশু পাচারের পরিস্থিতি ভয়াবহ?
খ. সামাজিক নৈরাজ্যের ধারণা দাও।
গ. দীপুর বন্ধুদের অপরাধপ্রবণতার পেছনে কোন কারণ দায়ী? ব্যাখ্যা কর।
ঘ. ‘মা-বাবার অসচেতনতাই দীপুর হত্যার মূল কারণ’-তুমি কি এ বক্তব্যের সাথে একমত? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
১৭. সিফাত তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে। তার স্বপ্ন ছিল সে বড় হয়ে ডাক্তার হয়ে মানুষের সেবা করবে। প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার জন্য সিফাত রাস্তা পার হচ্ছে। এমন সময় পাশ থেকে একটি চলন্ত বাস তাকে প্রচণ্ড ধাক্কা দেয়, ঘটনাস্থলেই সিফাত মারা যায়। পরে বাসটিকে আটক করে জানতে পারা যায়, বাসটির ড্রাইভার অদক্ষ ছিল এবং কোনোরকম প্রশিক্ষণ ছাড়াই সে গাড়ি চালাচ্ছে।
ক. ‘AIDS’-এর পূর্ণরূপ কী?
খ. জঙ্গিবাদের কারণগুলো কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে সিফাতের দুর্ঘটনার জন্য তুমি কোনটিকে দায়ী করবে? ব্যাখ্যা কর।
ঘ. ‘কিছু পদক্ষেপ সিফাতের স্বপ্নের অপমৃত্যুকে রোধ করতে পারে’-বিশ্লেষণ কর।
উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে ১৫ অধ্যায় নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্ন ডাউনলোড করে নাও। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post