২য় অধ্যায় আইসিটি নবম দশম শ্রেণি বহুনির্বাচনি প্রশ্ন : বর্তমান তথ্য প্রযুক্তির যুগে প্রায় প্রত্যেকেই ডেস্কটপ, ল্যাপটপ বা ট্যাবলেট কম্পিউটার, বিভিন্ন ধরনের মেবাইল ডিভাইস, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ সাইট ইত্যাদি ব্যবহার করছে। এসব আধুনিক তথ্য প্রযুক্তিগুলো ব্যবহারে আইসিটি যন্ত্রের নিরাপত্তার সাথে সাথে ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ।
আইসিটি যন্ত্রগুলোর নিরাপত্তার প্রায় সব ব্যবহারকারী বিভিন্ন ধরনের ডিস্ক ক্লিনআপ ও ডিস্ক ডিফ্যাগমেন্টারসহ বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকে। আমাদের গুরুত্বপূর্ণ তথ্য, উপাত্ত ও সফটওয়্যার নিরাপত্তায় ব্যবহার করি পাসওয়ার্ড। এরপরেও নানাভাবে আইসিটি ডিভাইস ও ব্যক্তির তথ্য, উপাত্তের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়।
এসব ক্ষেত্রে সতর্কতা এবং বিশেষ ব্যবস্থা গ্রহণ করে ঝুঁকি কমানো যায়। অনেক ক্ষেত্রে আবার তথ্য প্রযুক্তির ব্যবহারে অনেকে আসক্ত হয়ে পড়ে, যা ব্যক্তির মানসিক ও শারীরিক সমস্যার কারণ হয়। তাই আইসিটি সামগ্রী ব্যভহারে আসক্তির ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। একইসাথে সবাইকে তথ্য অধিকার ও নিরাপত্তা আইন মেনে চলতে হবে।
২য় অধ্যায় আইসিটি নবম দশম শ্রেণি বহুনির্বাচনি প্রশ্ন
১. টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে?
ক. কম্পিউটার স্লো হয়ে যায়
খ. কমিউটারের গতি বেড়ে যায়
গ. এন্টিভাইরাস কাজ করে না
ঘ. ইন্টারনেটে প্রবেশ করা যায় না
২. কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ?
ক. তথ্য
খ. উপাত্ত
গ. কম্পিউটার
ঘ. ইন্টারনেট
৩. কম্পিউটারের রক্ষণাবেক্ষণের গুরুত্ব-
ক. খুবই অল্প
খ. অনেক
গ. কম
ঘ. অনেক বেশি
৪. অপারেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণে কী করতে হয়?
ক. আনইনস্টল
খ. হালনাগাদ
গ. রিপেয়ার
ঘ. নতুন তৈরি
৫. কখন অপারেটিং সিস্টেমের আপডেট স্বয়ংক্রিয়ভাবে হয়?
ক. প্রতিদিন ব্যবহার করলে
খ. বদলালে
গ. ইন্টারনেট সংযোগ করলে
ঘ. ইন্টারনেট বন্ধ করলে
৬. টেম্পেরারি ফাইলসমূহ মুছতে কী ব্যবহার করা যায়?
ক. হার্ডওয়্যার
খ. ক্যাশমেমোরি
গ. সফটওয়্যার
ঘ. টেম্পোরারি সলভার
৭. হার্ডডিস্কের জায়গা খালি হলে-
ক. কম্পিউটারের জায়গা পূর্ণ হয়ে যায়
খ. কম্পিউটারের গতি কমে যায়
গ. কম্পিউটারের গতি বেড়ে যায়
ঘ. সবগুলো
৮. কোনটির ব্যবহার ছাড়া আইসিটি যন্ত্রের ব্যবহার কল্পনা করা যায় না?
ক. সাউন্ড বক্স
খ. গেম
গ. ওয়েব ক্যাম
ঘ. ইন্টারনেট
৯. ইন্টারনেট ব্যভহার করতে প্রয়োজন হয়-
ক. ইন্টারনেট
খ. ব্রাউজার
গ. মোবাইল
ঘ. ক্যামেরা
১০. এন্টিভাইরাস কী?
ক. সফটওয়্যার
খ. প্রোগ্রাম
গ. হার্ডওয়্যার
ঘ. ক ও খ উভয়েই
১১. এন্টিভাইরাস সফটওয়্যারগুলো কোথায় হালনাগাদ করা যায়?
ক. সফটওয়্যার প্রতিষ্ঠানে গিয়ে
খ. কম্পিউটারে
গ. ইন্টারনেটে
ঘ. ওয়েবসাইটে
১২. ডিস্ক ক্লিনআপ এর কাজ কী?
ক. মেমোরির জায়গা বাড়ানো
খ. কম্পিউটারে কাজের গতি বজায় রাখা
গ. কম্পিউটারের কাজের গতি কমানো
ঘ. ভাইরাস প্রতিরোধ করা
১৩. কম্পিউটার ধীরগতি হওয়ার কারণ কী?
ক. পুরনো হয়ে যাওয়া
খ. রক্ষণাবেক্ষণের অভাব
গ. এ বিষয়ে বিশেষজ্ঞ না হওয়া
ঘ. কম ব্যবহার করা
১৪. কয়টি ধাপে সফটওয়্যার ডিলিট করার প্রক্রিয়াটি সম্পূর্ণ কর?
ক. ৮
খ. ১০
গ. ১২
ঘ. ১৪
১৫. ডিজিটাল কপির অপর নাম কী?
ক. হার্ড কপি
খ. প্রোগ্রামিং
গ. সফট কপি
ঘ. ডিজিট কপি
১৬. ভাইরাস মূলত কী?
ক. সফটওয়্যার
খ. হার্ডওয়্যার
গ. ব্রাউজার
ঘ. ই-মেইল
১৭. নিচের কোন বৈশিষ্ট্যটি ভাইরাসের?
ক. এর জন্ম মৃত্যু নেই
খ. এর কোনো নাম নেই
গ. এর সংখ্যা বৃদ্ধির ক্ষমতা আছে
ঘ. এর তথ্য নষ্টের ক্ষমতা নেই
১৮. অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করতে সবচেয়ে বেশি কোনটির প্রয়োজন?
ক. জ্ঞান
খ. সফটওয়্যার
গ. কম্পিউটার
ঘ. দক্ষতা
১৯. তথ্য এবং উপাত্তের নিরাপত্তার ব্যবহৃত তালার নাম কী?
ক. এন্টিভাইরাস
খ. তালা
গ. ইন্টারনেট
ঘ. পাসওয়ার্ড
২০. কোনটি দ্বারা কম্পিউটার চালিত হয়?
ক. সফটওয়্যার
খ. ইন্টারনেট
গ. পাসওয়ার্ড
ঘ. ভাইরাস
►► আইসিটি : ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
►► আইসিটি : ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
►► আইসিটি : ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
►► আইসিটি : ৪র্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
►► আইসিটি : ৫ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
►► আইসিটি : ৬ষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
SSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post