৮ম শ্রেণি ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় : আল্লাহ তায়ালার দাসত্ব ও আনুগত্য স্বীকার করে তার আদেশ পালন ও নিষেধ বর্জন করে জীবন পরিচালনাকে ইসলামি পরিভাষায় ইবাদত বলে । ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান | ইসলামের মৌলিক পাঁচটি বিষয় যথা : কালিমা, নামায, রোযা, যাকাত ও হজ যথাযথ পালনের নাম ইবাদত |
আবার মানব- জীবনের প্রতিটি কাজ ইসলামি বিধি-বিধান অনুযায়ী সম্পন্ন করাও ইবাদতের অন্তর্ভুক্ত । পৃথিবীর সকল সৃষ্টবস্তু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। আর মানুষ ও জিন জাতিকে শুধু আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে।
৮ম শ্রেণি ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : জনাব ফাহিমের ওপর যাকাত ফরজ । তিনি যাকাত আদায়ের নিমিত্তে মসজিদ নির্মাণের জন্য কিছু টাকা দান করেন। তার এহেন অবস্থা দেখে তারই বন্ধু রাশেদ বলেন, আল্লাহ তায়ালা সমাজের ধনী-দরিদ্রের বৈষম্য দূর করার জন্যই যাকাতের বিধান ধনীদের ওপর ফরজ করে দিয়েছেন।
ক. তাওয়াফে কুদুম কাকে বলে?
খ. আকিকা বলতে কী বোঝ?
গ. জনাব ফাহিমের যাকাত আদায় হয়েছে কি? ব্যাখ্যা করো।
ঘ. জনাব রাশেদের মন্তব্যের যথার্থতা নিরূপণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : নওরিন তার পিতা-মাতার সাথে জিলহজ মাসে গ্রামের বাড়ি যায়। সেখানে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ১০ই জিলহজ তার পিতা একটি গরু এবং তার চাচা একটি ছাগল জবেহ করে এর কিছু অংশ গরিব-মিসকিনদের মধ্যে বিতরণ করেন। অপরদিকে নওরিনের বান্ধবী শারমিন একটি পুত্র সন্তানের মা হওয়ার প্রেক্ষিতে দুটি ছাগল জবাই করে এর কিছু অংশ প্রতিবেশীদের মাঝে বন্টন করে দেন।
ক. হজ কাকে বলে?
খ. আখিরাতে বিশ্বাস মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে__ বুঝিয়ে লেখ ।
গ. নওরিনের পিতা ও চাচা কোন ইবাদত পালন করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. শারমিনের কাজের মাধ্যমে যে ইবাদতটি পালন করা হয়েছে তার গুরুত্ব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : খাদিম সাহেব একজন ধার্মিক মুসলমান। তিনি সম্পদের হিসাব করে প্রতি বছর নিজ এলাকার গরিব ও সুবিধাবঞ্চিত লোকদের যাকাতের খাত অনুযায়ী যাকাত আদায় করেন। ফলে এলাকাটি দারিদ্রমুক্ত হয়। অথচ তার বন্ধু নাদিম ধনী লোক হওয়ার পরও যাকাত দানে বিরত থাকেন। তিনি মনে করেন এটি অপ্রয়োজনীয় ও সম্পদের অপচয়।
ক. ‘নিসাব’ অর্থ কী?
খ, ইসলামি শরিয়তে হজ কাকে বলে?
গ. নাদিম সাহেবের কর্মকাণ্ডের সাথে কাদের মিল রয়েছে? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. খাদিম সাহেবের কর্মকাণ্ডের গুরুত্ব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : জনৈক ইমাম সাহেব জুমার খুতবায় বলেন, ইসলামে এমন একটি ইবাদত আছে যা নির্দিষ্ট নিয়মে, নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে আদায় করতে হয় এবং তা সকল মুসলমানের ওপর ফরজ নয়। হাদিসে এসেছে, এই ইবাদতের প্রতিদান একমাত্র জান্নাত। তা শুনে তামিম বলল, এর মাধ্যমে মুসলিম বিশ্বের মাঝে ভ্রাতৃত্ব ও এক্য সৃষ্টি হয়।
ক. ‘ইহরাম’ শব্দের অর্থ কী?
খ. কুরবানি বলতে কী বুঝ?
গ. ইমাম সাহেব কোন ইবাদতের কথা বলেছেন? ব্যাখ্যা করো ।
ঘ. তামিমের মন্তব্যটি পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : আমিন সাহেব একজন ধনী ব্যক্তি। তিনি প্রতি বছর হজব্রত পালন করেন। কিন্তু তিনি তার গরিব আত্মীয়-স্বজন ও সমাজের দরিদ্র অসহায় লোকদের খোঁজ-খবর রাখেন না। তার বন্ধু মুমিন সাহেব তাকে বলেন, “সমাজে ধনী-গরিবের বৈষম্য ভুলে গিয়ে সবার প্রতি সদয় হও।”
ক. ইহরাম” শব্দের অর্থ কী?
খ. “নিসাব’ বলতে কী বুঝানো হয়েছে?
গ. আমিন সাহেবের চিন্তাধারা কিসের পরিপন্থি? ব্যাখ্যা করো।
ঘ. মুমিন সাহেবের পরামর্শের যৌক্তিকতা বিচার করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : মইন বললো, জানো কি তোমার যে ধন-সম্পদ, তা আসলে তোমার নয়? নজরুল বলল, ‘আমি তো এগুলো নিজে উপার্জন করেছি। তখন মইন বলল, “তোমার উপার্জনের কৌশল, বুদ্ধি ও শক্তি সব সর্বশত্তিমান আল্লাহরই দেওয়া। তাছাড়া এ ক্ষেত্রে আরেকটি বিষয় বিবেচনা করতে হয়। তা হচ্ছে সম্পদের পবিত্রতা । বিষয়টি ইহকাল ও পরকাল উভয়ক্ষেত্রেই সমস্যা সৃষ্টি করতে পারে । উভয় দিক ঠিক রাখার জন্য যাকাত দেওয়া বাধ্যতামূলক।”
ক. যাকাত শব্দটির অর্থ কী?
খ, সম্পদের কত শতাংশ যাকাত দিতে হয়?
গ. যাকাত কীভাবে সম্পদকে পবিত্র করে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
ঘ. উভয় দিক ঠিক রাখার জন্য যাকাত দেওয়া বাধ্যতামূলক- উদ্দীপকের আলোকে কথাটি ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : জনাব আরমান গতমাসে চাকরী থেকে অবসর গ্রহণ করেছেন। তিনি এ বছর হজ করতে চান। আরমান সাহেব তার স্ত্রীকে কথাটা বললে তিনিও হজে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেন। সুতরাং তারা দুজনেই হজে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। স্থানীয় ইমাম তাদের বললেন, কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘সামর্থ্যবান লোকদের কাবাঘরে গিয়ে আল্লাহর জন্য হজ করা ফরজ’ ।”
ক. হজের অর্থ কী?
খ. ইসলামি শরিয়তের পরিভাষায় হজ বলতে কী বোঝায়?
গ. হজের ব্যাপারে জনাব আরমান ও তার স্ত্রীর আগ্রহের মূল্যায়ন করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত আয়াতটি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : জনাব ফায়াজের অনেক সম্পদ। তিনি স্ত্রীর সঙ্গো কুরবানি নিয়ে কথা বলছিলেন। স্ত্রী বললেন, এ বছর তারা অনেক সমস্যার মধ্যে আছেন। পরিবারের জন্য অনেক কিছু কিনতে হবে। আর কুরবানি হযরত ইব্রাহিম (আ) এর কাজ ছিল। সুতরাং এটা করা জরুরি নয়।
ক. কুরবানি করা কী?
খ. কুরবানি কাকে বলে?
গ. কুরবানির জন্য জানাব ফায়াজের কী নিয়ম অনুসরণ করা উচিত?
ঘ. তুমি কি মনে কর কুরবানির ব্যাপারে জনাব ফায়াজের স্ত্রীর অজ্ঞতা রয়েছে? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : ঈদুল আজহার নামায আদায়ের পর দুই বন্ধু মাঠে পশু কুরবানি দেখতে গেল। সেখানে গিয়ে এক বন্ধু আরেক বন্ধুকে বলল, ‘আমাদের গরু তোমাদেরটার চেয়ে বড়” সে বন্ধু জবাব দিল, ‘না, আমাদেরটাই আকার ও দামে তোমাদেরটার চেয়ে বড় ।’ এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বেধে গেল। এসময় ইমাম সাহেব পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দুই বন্ধুর কথাবার্তা শুনতে পেয়ে বললেন, ‘তোমাদের কুরবানির পশু নিয়ে অহংকার করা উচিত নয়। কারণ, কুরবানির লক্ষ্য হচ্ছে মূলত আল্লাহর সন্তুষ্টি ও তার নৈকট্য লাভ করা।”
ক. কুরবানির লক্ষ্য কী?
খ. ইসমাঈল (আ.) কে ছিলেন?
গ. কুরবানির গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে ইমাম সাহেবের মন্তব্যের মূল্যায়ন করো।
ঘ. কুরবানির নিয়মাবলি বিস্তারিত বর্ণনা করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : ধনাঢ্য ব্যবসায়ী আজমত গাজী প্রতিবছর যাকাতের টাকা পয়সা দিয়ে যেভাবে সাহায্য-সহযোগিতা করেন, এ বছর তদ্রুপ না করে, এই টাকা পয়সা দিয়ে হাসপাতাল, কলকারখানা নির্মাণ করে অনেক গরিবের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। অপরদিকে নাজিম গাজী প্রচুর টাকার মালিক হওয়া সত্বেও অভাবী ও বঞ্চিতদের নির্ধারিত হক আদায়ের ব্যাপারে একেবারেই আন্তরিক নন।
ক. ইমানের মৌলিক বিষয় কয়টি?
খ. যাকাতের মাসারিফগুলো উল্লেখ করো।
গ. আজমত গাজীর যাকাত প্রদান, যাকাতের উদ্দেশ্যের সাথে কতখানি সঙ্গতিপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. নাজিম গাজী কোন ইবাদতের ব্যাপারে আন্তরিক নন? শরিয়তের দৃষ্টিতে তার কাজের পরিণতি ব্যাখ্যা করো।
►► অধ্যায় ১ : আকাইদ
►► অধ্যায় ২ : ইবাদত
►► অধ্যায় ৩ : কুরআন ও হাদিস শিক্ষা
►► অধ্যায় ৪ : আখলাক
►► অধ্যায় ৫ : আদর্শ জীবনচরিত
JSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post