২য় অধ্যায় mcq বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৬২. আদিম যুগের মানুষ কিসের ব্যবহার জানত না?
ক. মোবাইলের
খ. কম্পিউটারের
গ. ইন্টারনেটের
ড়.আগুনের
৬৩. প্রথম রাজবংশের শাসন আমল শুরু হয় কখন থেকে?
ক. খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দ থেকে
খ. খ্রিষ্টপূর্ব ৩১০০ অব্দ থেকে
ড়.খ্রিষ্টপূর্ব ৩২০০ অব্দ থেকে
ঘ. খ্রিষ্টপূর্ব ৩৩০০ অব্দ থেকে
৬৪. আদিম যুগের মানুষ কী জানত না?
ড়.কৃষি
খ. ব্যবসায়
গ. লেখাপড়া
ঘ. রান্না করা
৬৫. পাথর যুগের প্রথম পর্যায়কে কী বলা হতো?
ড়.পুরোপলীয় যুগ
খ. নব্য যুগ
গ. আধুনিক যুগ
ঘ. বর্তমান যুগ
৬৬. আদিম যুগের মানুষ কীভাবে পশু শিকার করত?
ক. কাঠের অস্ত্র দিয়ে
খ. বাঁশের অস্ত্র দিয়ে
গ. বালামের অস্ত্র দিয়ে
ড়.পাথরের অস্ত্র দিয়ে
৬৭. মিশরের সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
ড়.ইজিপ্ট
খ. ইসিকা
গ. ইপ্তিকা
ঘ. ইসিপ্ট
৬৮. মিশরের উত্তরে কী রয়েছে?
ক. লোহিত সাগর
খ. সাহারা মরুভূমি
ড়.ভূমধ্যসাগর
ঘ. আফ্রিকা
৬৯. মিশরের ভূপ্রকৃতির প্রধান বৈশিষ্ট্যের ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. ব্রহ্মপুত্র নদ
ড়.নীলনদ
গ. ইয়াংসিকিয়াং
ঘ. আমাজান
৭০. মিশরের আয়তন কত?
ক. প্রায় দু লাখ বর্গমাইল
খ. প্রায় তিন লাখ বর্গমাইল
ড়. প্রায় চার লাখ বর্গমাইল
ঘ. প্রায় পাঁচ লাখ বর্গমাইল
৭১. মিশরীয় সভ্যতা স্থায়ী হয়েছিল কয় বছর?
ড়.২৫০০ বছরেরও বেশি
খ. ২৬০০ বছরেরও বেশি
গ. ২৭০০ বছরেরও বেশি
ঘ. ২৮০০ বছরেরও বেশি
৭২. মিশরীয় সভ্যতার গোড়াপত্তনের ক্ষেত্রে কার নেতৃত্ব সমর্থনযোগ্য?
ক. কাশেমের
খ. নেমেসের
ড়.মেনেসের
ঘ. সেমেনের
৭৩. মিশরের প্রথম রাজা কে ছিলেন?
ড়.ফারাও
খ. কারাবী
গ. ফাতেহ
ঘ. কারমান
৭৪. ফারাও এর সাথে সাদৃশ্য রয়েছে কোনটি?
ড়.পেরও-এর
খ. ফের-ও-এর
গ. ফাতাহ-এর
ঘ. কালাহ-এর
৭৫. ফারাওরা নিজেদের কী মনে করতেন?
ক. চন্দ্র দেবতার বংশধর
ড়.সূর্য দেবতার বংশধর
গ. মা কালীর বংশধর
ঘ. মা আনন্দময়ীর বংশধর
৭৬. ফারাও পদটি কেমন ছিল?
ক. আরামের
খ. আয়েশের
গ. মর্যাদার
ড়.বংশানুক্রমিক
৭৭. নীলনদের উৎপত্তিস্থল হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
ড়.ভিক্টোরিয়া
খ. আমাজান
গ. ব্রহ্মপুত্র
ঘ. লোহিত সাগর
৭৮. মিশর কিসের দান?
ক. লোহিত সাগরের
ড়.নীলনদের
গ. সাহারা মরুভূমির
ঘ. রাজাদের
৭৯. ‘মিশর নীলনদের দান’ কথাটি কে বলেছেন?
ক. আল্লামা ইকবাল
খ. জুলিয়েট
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ড়.হেরোডোটাস
৮০. নীলনদ না থাকলে মিশর কিসে পরিণত হয়?
ক. মিঠা পানিতে
খ. গরম পানিতে
ড়.মরুভূমিতে
ঘ. উন্নত রাজ্যে
৮১. প্রাচীনকালে নীলনদে প্রতিবছর কী হতো?
ক. বড় বড় মাছ
খ. ঘূর্ণিঝড়
গ. টর্নেডো
ড়.বন্যা
৮২. ফারাওরা ঈশ্বরের কী হিসেবে দেশ শাসন করতেন?
ক. গোলাম
খ. নেতা
ড়.প্রতিনিধি
ঘ. উত্তরাধিকারী
৮৩. মিশরীয়দের কাছে ধর্ম এত গুরুত্বপূর্ণ ছিল কেন?
ড়. মিশরীয়রা সর্বক্ষেত্রে ধর্ম দ্বারা প্রভাবিত ছিল
খ. অভিজাত সম্প্রদায় ধর্মের গুরুত্ব দিত
গ. পুরোহিতরা দেশ শাসন করত
ঘ. মিশরীয়রা ধর্মে বিশ্বাসী ছিল
৮৪. মিশরীয়দের প্রিয় রঙের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
ড়.সাদাকালো
খ. কালো নীল
গ. সাদা নীল
ঘ. সাদা হলুদ
৮৫. মিশরীয়রা মন্দিরের দেওয়াল সাজাতে গিয়ে কোন শিল্পের সূচনা করে?
ক. পোড়ামাটি শিল্পের
খ. মৃৎ শিল্পের
ড়.চিত্রশিল্পের
ঘ. বস্ত্রশিল্পের
৮৬. মিশরের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ড়.স্ফিংকস
খ. খোদাইমূর্তি
গ. খুফুর পিরামিড
ঘ. শিব মন্দির
৮৭. মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে?
ক. ২৩টি
ড়. ২৪টি
গ. ২৫টি
ঘ. ২৬টি
৮৮. মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য কোনটি?
ক. মোবাইল আবিষ্কার
খ. কলম আবিষ্কার
গ. কাগজ আবিষ্কার
ড়.অক্ষর আবিষ্কার
৮৯. মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কী?
ক. বর্ণলিপি
ড়.চিত্রলিপি
গ. আদর্শ লিপি
ঘ. পত্রলিপি
৯০. গ্রিকদের দেওয়া কাগজের নামের ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. ডিমাই
খ. কর্ণফুলি
গ. বসুন্ধরা
ড়.প্যাপিরাস
৯১. চিত্রলিপিকে কী বলা হয়?
ক. আদি অক্ষর
খ. যুক্ত অক্ষর
ড়.পবিত্র অক্ষর
ঘ. বাংলা অক্ষর
৯২. মিশরীয়রা অঙ্কশাস্ত্রের কয়টি শাখা প্রচলন করে?
ড়.দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
৯৩. কিসের কারণে মিশরীয়রা বিজ্ঞানচর্চায় আগ্রহী ছিল?
ক. মর্যাদার
খ. আভিজাত্যের
ড়. ধর্মের
ঘ. শিক্ষার
৯৪. মিশরীয়রা কয়দিনে বছর আবিষ্কার করে?
ক. ২৮০ দিনে
খ. ৩০০ দিনে
গ. ৩৫৪ দিনে
ড়. ৩৬৫ দিনে
৯৫. সিন্ধু সভ্যতা কিসের সমসাময়িক?
ড়.প্রাচীন সভ্যতার
খ. মিশরীয় সভ্যতার
গ. চৈনিক সভ্যতার
ঘ. গ্রিক সভ্যতার
৯৬. সিন্ধু সভ্যতা আবিষ্কারের কাহিনী কেমন?
ক. অনাকাক্সিক্ষত
খ. তিক্তময়
গ.. বর্ণনাতীত
ড়.চমকপ্রদ
৯৭. সিন্ধু সভ্যতার যুগে নগরের শাসনকর্তারা কোথায় বসবাস করতেন?
ক. অট্টালিকায়
খ. নিজগৃহে
গ. শহরে
ড়.নগরের দুর্গে
৯৮. সিন্ধু সভ্যতার যুগে কোন পরিবার পদ্ধতি চালু ছিল?
ড়.একক
খ. যৌথ
গ. পিতৃতান্ত্রিক
ঘ. মাতৃতান্ত্রিক
৯৯. সিন্ধু সভ্যতার যুগে কিসের শ্রেণিবিভাগ ছিল?
ক. পরিবারের
খ .পাড়ার
গ. মহল্লার
ড়.সমাজের
১০০. সিন্ধু সভ্যতার যুগে সমাজ কয়টি শ্রেণিতে বিভক্ত ছিল?
ড়.দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
১০১. সিন্ধু সভ্যতার যুগে কৃষকেরা কোথায় বাস করত?
ক. পরিবারে
ড়.গ্রামে
গ. শহরে
ঘ. রাজধানীতে
১০২. সিন্ধু সভ্যতার সমাজব্যবস্থার ক্ষেত্রে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক. পিতৃতান্ত্রিক
ড়.মাতৃতান্ত্রিক
গ. গণতান্ত্রিক
ঘ. নিয়মতান্ত্রিক
১০৩. সিন্ধু সভ্যতার অর্থনীতিকে সমৃদ্ধ করতে কোনটি বিশেষ সহায়ক ছিল?
ক. কৃষিকাজ
ড়.ব্যবসায় বাণিজ্য
গ. পশুপালন
ঘ. হালচাষ
১০৪. সিন্ধু সভ্যতার নিদর্শনের মধ্যে নিচের কোনটির চিহ্ন পাওয়া যায়নি?
ড়.মন্দিরের
খ. মসজিদের
গ. মাদ্রাসার
ঘ. গির্জার
১০৫. সিন্ধুবাসীদের নিকট কোন পূজা খুব জনপ্রিয় ছিল?
ক. সূর্য পূজা
খ. কালী পূজা
গ. লক্ষ্মী পূজা
ড়.মাতৃ পূজা
১০৬. সিন্ধুবাসীরা কিসে বিশ্বাস করত?
ক. ইহকালে
ড়.পরকালে
গ. প্রাচীনকালে
ঘ. অনন্তকালে
১০৭. সিন্ধু সভ্যতার ঘরবাড়ি কীভাবে তৈরি হয়েছিল?
ক. মাটি দিয়ে
ড়.ইট দিয়ে
গ. বেড়া দিয়ে
ঘ. টিন দিয়ে
১০৮. সিন্ধু সভ্যতার রাস্তাগুলো কেমন ছিল?
ক. আঁকাবাঁকা
ড়.সোজা
গ. সরু
ঘ. অনেক বড়
১০৯. সিন্ধু সভ্যতার যুগে পথের ধারে কী ছিল?
ক. গাছপালা
খ. ঘরবাড়ি
গ. দোকানপাট
ড়.ল্যাম্পপোস্ট
১১০. চারকোণা আকৃতির বাটখারাগুলো কেমন ছিল?
ড়.ছোট
খ. বড়
গ. মাঝারি
ঘ. মধ্যম
১১১. সিন্ধু সভ্যতায় তাঁতিরা কোন শিক্সেগু পারদর্শী ছিলেন?
ক. মৃৎশিল্পে
ড়.বয়ন শিল্পে
গ. পোশাক শিল্পে
ঘ. রেশম শিল্পে
১১২. সিন্ধু সভ্যতায় তামা আমদানি করতে হতো কেন?
ক. তামার চাহিদা বেশি ছিল বলে
খ. তামা খুব উপকারী ছিল বলে
গ. তামা উৎপাদন হতো না বলে
ড়.তামা বেশি পাওয়া যেত না বলে
১১৩. সিন্ধু সভ্যতার কুমারেরা কিসের ব্যবহার জানত?
ক. গাড়ির
খ. পোশাকের
গ. আগুনের
ড়.চাকার
১১৪. মহেঞ্জোদারোতে কী ছিল?
ক. কোষাগার
ড়.স্নানাগার
গ. শস্যাগার
ঘ. বিশ্রামাগার
১১৫. হরপ্পা মহেঞ্জোদারোতে বিভিনড়ব ধরনের প্রায় কতগুলো সিল পাওয়া গিয়েছিল?
ড়. ২৫০০
খ. ২৬০০
খ. ২৭০০
ঘ. ২৮০০
১১৬. হরপ্পা মহেঞ্জোদারোতে কতটি ভাস্কর্য মূতি পাওয়া গিয়েছে?
ড়.১৩টি
খ. ১৭টি
গ. ১৯টি
ঘ. ২৩টি
১১৭. গ্রিক সভ্যতাকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ড়.দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
১১৮. মিলিয়ন সভ্যতার স্থায়িত্ব ধরা হয়েছে খ্রিষ্টপূর্ব কত থেকে কত অব্দ পর্যন্ত?
ক. ২০০০ থেকে ১৩০০
ড়. ৩০০০ থেকে ১৪০০
গ. ৩৫০০ থেকে ১৪৫০
ঘ. ৪০০০ থেকে ১৫০০
১১৯. কোন নগরীর নাম অনুসারে মাইসিনিয় বা এজিয়ান সভ্যতার নামকরণ করা হয়?
ক. মাইসিরি নগর
খ. সাইগিরি নগর
ড়. মাইসিনি নগর
ঘ.ট্রয় নগর
১২০. গ্রিক সভ্যতার সঙ্গে কয়টি সংস্কৃতির নাম জড়িত?
ড়.দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
১২১. কার নেতৃত্বে মিশরে নতুন এক সংস্কৃতির জন্ম হয়?
ক. পেরিক্লিস
খ. সোলন
গ. ক্লিসথেনিস
ড়.আলেকজান্ডার
১২২. স্পার্টানদের জীবন কাদের রক্ষার জন্যই নিয়োজিত ছিল?
ক. গ্রিকদের
খ. মিশরীয়দের
ড়.স্পার্টাদের
ঘ. চৈনিকদের
১২৩. স্পার্টার জীবনযাত্রার সবচেয়ে উক্সেøখযোগ্য বিষয় হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ড়.কঠোর শৃঙ্খলা
খ. কঠোর সাধনা
গ. কঠোর তপস্যা
ঘ. কঠোর আরাধনা
১২৪. শিক্ষাব্যবস্থার মূল উদ্দেশ্য ভালো সৈনিক তৈরি করা। কথাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য?
ক. মিশরীয়দের
খ. গ্রিকদের
গ. শাংদের
ড়.স্পার্টাদের
১২৫. খ্রিষ্টপূর্ব কত অব্দে ভোরিয়া যোদ্ধারা স্পার্টা দখল
করতে সক্ষম হয়েছিল?
ড়. খ্রিষ্টপূর্ব ৮০০ অব্দে
খ. খ্রিষ্টপূর্ব ৯০০ অব্দে
গ. খ্রিষ্টপূর্ব ১০০০ অব্দে
ঘ. খ্রিষ্টপূর্ব ১১০০ অব্দে
১২৬. কিসের প্রয়োজনকে ঘিরে স্পার্টার সমাজ তৈরি হয়েছিল?
ক. শৃঙ্খলা
খ. দাস ব্যবসার
গ.খাদ্য
ড়. যুদ্ধ
১২৭. প্রাচীন গ্রিসে প্র ম গণতন্ত্রের সূচনা হয় কোথায়?
ক. আলেকজান্দ্রিয়ায়
খ. এজিয়ানে
গ. আইয়োনীয়ায়
ড়.এথেন্সে
১২৮. প্রাচীন গ্রিসে রাষ্ট্র পরিচালনা হতো কয়টি সংসদের দ্বারা?
ক. একটি
ড়.দুটি
গ. তিনটি
ঘ. চারটি
১২৯. গ্রিসে চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কার সময়কালটি অধিক যুক্তিযুক্ত?
ক. পিসিসট্রেটাস
খ. ক্লিসথেনিস
ড়.পেরিক্লিস
ঘ. এগরিক্লিস
১৩০. পেরিক্লিস কয় বছর রাজত্ব করেন?
ক. ১০ বছর
খ. ২০ বছর
ড়.৩০ বছর
ঘ. ৪০ বছর
১৩১. এথেন্স ও স্পার্টার মধ্যে কয়বার যুদ্ধ সংঘটিত হয়?
ক. দুবার
ড়.তিনবার
গ. চারবার
ঘ. পাঁচবার
১৩২. এথেন্সের মিত্র রাষ্ট্র নিয়ে গঠিত জোটের নাম ছিল কী?
ড়.ডেলিয়ান লীগ
খ. পেলোপনেসীয় লীগ
গ. আরব লীগ
ঘ. যৌথ লীগ
১৩৩. এথেন্স স্পার্টার অধীনে চলে যায় কখন?
ক. খ্রিষ্টপূর্ব ৩৬৬ অব্দে
খ. খ্রিষ্টপূর্ব ৩৬৭ অব্দে
গ. খ্রিষ্টপূর্ব ৩৬৮ অব্দে
ড়.খ্রিষ্টপূর্ব ৩৬৯ অব্দে
১৩৪. স্বাধীন গ্রিসবাসীর ছেলেরা কয় বছর বয়স থেকে পাঠশালায় আসা যাওয়া করত?
ক. ৫ বছর
খ. ৬ বছর
ড়.৭ বছর
ঘ. ৮ বছর
১৩৫. গ্রিসবাসীর ধনী ব্যক্তিদের ছেলেদের কত বছর পর্যন্ত লেখাপড়া করতে হতো?
ক. ১৫ বছর
খ. ১৬ বছর
গ. ১৭ বছর
ড়.১৮ বছর
১৩৬. গ্রিক সমাজে কাদের সন্তানের জন্য বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ছিল?
ক. কারিগরদের
খ. কৃষকদের
ড়.দাসদের
ঘ. শ্রমিকদের
১৩৭. ‘প্রমিথিউস বাউন্ড’ কিসের নাম?
ক. সাহিত্যের
খ. উপন্যাসের
গ. গল্পের
ড়.নাটকের
১৩৮. ‘প্রমিথিউস বাউন্ড’ নাটকের রচয়িতা কে?
ড়.এসকাইলাস
খ. সোফোক্লিস
গ. আয়দিপাউস
ঘ. আন্তিগোনে
১৩৯. গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
ক. এসকাইলাস
ড়.সোফোক্লিস
গ. আয়দিপাউস
ঘ. আন্তিগোনে
১৪০. গ্রিকদের কয়টি দেবদেবী ছিল?
ক. ১০টি
খ. ১১টি
ড়.১২টি
ঘ. ১৩টি
১৪১. গ্রিক সমাজে রাষ্ট্রের নির্দেশে কারা ধর্মীয় দায়িত্ব পালন করতেন?
ক. মওলানারা
খ. হুজুরেরা
গ. পীরেরা
ড়.পুরোহিতরা
১৪২. সূর্যগ্রহণের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করেন কে?
ড়.থালেস
খ. আমেস
গ. থাসেল
ঘ. অমলেশ
১৪৩. গ্রিসের যুক্তিবাদী দার্শনিকদের কী বলা হতো?
ক. যুক্তিবাদী রক্ষক
খ. বিশিষ্ট দার্শনিক
গ. ফেসিস্ট
ড়.সফিস্ট
১৪৪. সক্রেটিস কীভাবে মৃত্যুবরণ করেন?
ক. আত্মহত্যা করে
খ. সড়ক দুর্ঘটনায়
গ. ফাঁসিতে ঝুলে
ড়.বিষপান করে
১৪৫. সক্রেটিসের শিষ্য ছিলেন কে?
ড়.প্লেটো
খ. এরিস্টটল
গ. আইনস্টাইন
ঘ. পেরিক্লিস
১৪৬. এরিস্টটলের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
ক. তিনি লেখক ছিলেন
খ. তিনি সাহিত্যিক ছিলেন
গ. তিনি নাট্যকার ছিলেন
ড়.তিনি দার্শনিক ছিলেন
১৪৭. কখন প্র ম বিজ্ঞানচর্চার সূত্রপাত করে?
ক. খ্রি. পূর্ব ৮০০ অব্দে
খ. খ্রি. পূর্ব ৭০০ অব্দে
ড়.খ্রি. পূর্ব ৬০০ অব্দে
ঘ. খ্রি. পূর্ব ৫০০ অব্দে
১৪৮. কিসের নিজস্ব কোনো আলো নেই?
ক. সূর্যের
ড়.চাঁদের
গ. বাতির
ঘ. বাল্বের
১৪৯. চিকিৎসাবিজ্ঞানে কার যথেষ্ট খ্যাতি ছিল?
ক. জিউস
খ. ইউক্লিড
গ. এনাক্সগোরাস
ড়.হিপোক্সেটস
১৫০. গ্রিক ভাস্কর্য পৃথিবীর শিল্পকলার ইতিহাসে কিসের জন্ম দিয়েছিল?
ক. তাম্র যুগের
খ. রৌপ্য যুগের
ড়.স্বর্ণযুগের
ঘ. অন্ধকার যুগের
১৫১. কয়টি ভাস্কর্য ফিদিয়াসকে খ্যাতির শীর্ষে রেখেছে?
ক. একটি
ড়.দুটি
গ. তিনটি
ঘ. চারটি
১৫২. উৎসবের দিনে গ্রিসে কিসের প্রতিযোগিতা হতো?
ক. সাংস্কৃতিক প্রতিযোগিতা
খ. সাধারণ জ্ঞান প্রতিযোগিতা
ড়.ক্রীড়া প্রতিযোগিতা
ঘ. সাঁতার কাটা প্রতিযোগিতা
১৫৩. গ্রিসে কোন খেলার সময় যুদ্ধ নিষিদ্ধ ছিল?
ক. ফুটবল
খ. ক্রিকেট
গ. হকি
ড়.অলিম্পিক
১৫৪. অলিম্পিক খেলা প্রতি কয় বছর পর পর অনুষ্ঠিত হয়?
ক. দু বছর
খ. তিন বছর
ড়.চার বছর
ঘ. পাঁচ বছর
১৫৫. গ্রিকদের মধ্যে সাংস্কৃতিক ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. ফুটবল খেলা
খ. ক্রিকেট খেলা
গ. দাবা খেলা
ড়.অলিম্পিক খেলা
১৫৬. রোমান সভ্যতা কয় বছর স্থায়ী হয়েছিল?
ক. প্রায় তিন শ বছর
খ. প্রায় চার শ বছর
গ. প্রায় পাঁচ শ বছর
ড়.প্রায় ছয় শ বছর
১৫৭. রোমান সভ্যতায় জমিগুলো কেমন ছিল?
ড়.উর্বর
খ. অনুর্বর
গ. অনুপযোগী
ঘ. অরক্ষিত
১৫৮. রোম নগরী প্রতিষ্ঠিত হয় কখন?
ক. খ্রিষ্টপূর্ব ৭৫১ অব্দে
খ. খ্রিষ্টপূর্ব ৭৫২ অব্দে
ড়.খ্রিষ্টপূর্ব ৭৫৩ অব্দে
ঘ. খ্রিষ্টপূর্ব ৭৫৪ অব্দে
১৫৯. কয়টি পর্বতশ্রেণির ওপর রোম অবস্থিত?
ক. ছয়টি
ড়.সাতটি
গ. আটটি
ঘ. নয়টি
১৬০. রোম নগরীর প্রতিষ্ঠাতা হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ড়.রোমিউলাস
খ. এসিউলাস
গ. টুম্পাস
ঘ. ট্রিটন
১৬১. রোমের রাজতন্ত্র যুগে কয় জন সম্রাট দেশ শাসন করেন?
ক. ছয় জন
ড়.সাত জন
গ. আট জন
ঘ. নয় জন
১৬২. ‘প্যাট্রিসিয়ান’ কোনটির সাথে সাদৃশ্য রয়েছে?
ড়.অভিজাতশ্রেণি
খ. বণিকশ্রেণি
গ. শ্রমিকশ্রেণি
ঘ. সাধারণ নাগরিক
১৬৩. রোমীয় প্রশাসনিক ব্যবস্থায় কয়টি প্রতিষ্ঠান বিশেষ ভূমিকা পালন করত?
ক. একটি
ড়.দুটি
গ. তিনটি
ঘ. চারটি
১৬৪. রোমীয় প্রশাসনিক ব্যবস্থায় কিসের ক্ষমতা ছিল অপরিসীম?
ক. গণসভার
খ. আইনসভার
গ. রাজসভার
ড়. সিনেটের
বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি প্রশ্নের “ড়” “শ” অপশনগুলো সঠিক উত্তর। তোমার কোন সাবজেক্টের সলুশন লাগবে, তা জানিয়ে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post