নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে বিভিন্ন ধর্মের মানুষের তাদের ধর্মীয় উৎসব কবে ও নতুন বছরের ছুটির তালিকা খুঁজতে শুরু করে। তেমনই ২০২৪ সাল শুরু হওয়ার সাথে সাথে মুসলমানরা ২০২৪ সালের ঈদুল ফিতর কত তারিখে শুরু ও ২০২৪ সালে রমজান কত তারিখ শুরু এমন বিষয়গুলো খুঁজতে শুরু করে।
২০২৪ সাল প্রায়ই শেষের দিকে। মুসলিম ধর্মের সবচেয়ে বড় দুটি উৎসব হচ্ছে ঈদুল ফিতর ও ঈদুল আযহা। এর মধ্যে মুসলিম ধর্মের মানুষেরা ঈদুল ফিতর ও ঈদুল আযহা এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। যার সম্ভাব্য তারিখ ইতিমধ্যে প্রকাশ করা হয়ে গেছে।
২০২৪ সালের ঈদুল ফিতর কত তারিখে
আমরা সবাই জানি যে, ঈদুল ফিতর পুরো একবছর পর পর হয়। তবে, তা হিজরি সন অনুযায়ী হয়। আরবি বছর তথা হিজরি সন ৩৫৪ বা ৩৫৫ দিনে হয়। কিন্তু ইংরেজি বছর ৩৬৫ দিনে হয়। যার কারণে ঈদুল ফিতর ইংরেজি মাস থেকে প্রতি বছর ১০ দিন পিছিয়ে যেতে থাকে।
২০২৩ সালে বাংলাদেশে ঈদুল ফিতর হয় ২২ এপ্রিল। সেই হিসেবে এক বছর বিবেচনা করলে এবছর ঈদ হবে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে। ২০২৪ সালের ঈদ কত তারিখ হবে সেটি নিয়ে গবেষণা করে যা তারিখ পাওয়া গেছে সেটি জেনে নেওয়া যাক-
২০২৪ সালে ঈদুল ফিতরের তারিখ নিয়ে আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা বিষয়ক ও মহাকাশ গবেষণা সংস্থা আমিরাতস এস্ট্রোনোমি সোসাইটি গবেষণা করে ২০২৪ সালের সম্ভাব্য ঈদুল ফিতরের তারিখ জানিয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস তাদের প্রতিবেদনে উক্ত তথ্য প্রকাশ করে।
তারা জানায় ২০২৪ সালে মধ্যেপ্রাচ্যে সম্ভাব্য ঈদের সময় হচ্ছে ১০, ১১ কিংবা ১২ এপ্রিল। বাংলাদেশ সময়ানুযায়ী ঈদের সম্ভাব্য সময় হচ্ছে ১১, ১২ কিংবা ১৩ এপ্রিল।
শেষ কথা
হিজরি সন চাঁদ দেখার উপরে নির্ভরশীল। তবুও আমিরাতস এস্ট্রানোমি সোসাইটি গবেষণা করে ২০২৪ সালের ঈদুল ফিতর কত তারিখে হবে তার সম্ভাব্য তিনটি তারিখ বের করেছে। উক্ত তিনটি তারিখের মধ্যে যে কোন একটি তারিখেই ঈদ হবে।
উক্ত তিনটি তারিখের মধ্যে কোন তারিখে ঈদুল ফিতর হবে তা নির্দিষ্ট করে এখন বলা সম্ভব না। নির্দিষ্ট করে একটি তারিখ জানতে হলে শুধুমাত্র রোজার মাসের শেষের দিকে চাঁদ দেখে তা বলা সম্ভব।
Discussion about this post