২০২৪ সাল শুরু হতে আর অল্প-কিছুদিনের অপেক্ষা মাত্র। নতুন বছরের বিভিন্ন ধর্মীয় উৎসব, সামাজিক উৎসব ও নতুন বছরের ছুটির তালিকা গুলো জানতে অনেকে আগ্রহী হয়ে আছেন অনেকে। আগ্রহের তালিকায় যুক্ত রয়েছে ২০২৪ সালের রমজান কত তারিখ থেকে শুরু হবে এটিও। এরই মধ্যে প্রকাশিত হয়ে গেছে ২০২৪ সালের কত তারিখে রমজান মাস শুরু ও শেষ হবে।
রমজান মাসে রয়েছে রহমত, বরকত ও মাগফিরাত। রোজার পরপরই শুরু হয় মুসলিমদের অন্যতম পবিত্র উৎসব ঈদ-উল-ফিতর। তাই বছর-জুড়ে মুসলমান ধর্মের মানুষেরা বেশী ইবাদত করার জন্য এই রমজান মাসের জন্য অপেক্ষা করে।
২০২৪ সালের রমজান কত তারিখ
২০২৩ সালে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান মাস মাস শুরু হয় ২৩ মার্চ আর শেষ হয় ২০ এপ্রিল। বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোতে রোজা শুরু হয় ২৪ মার্চ এবং শেষ হয় ২১ এপ্রিল। সেই হিসেবে ২০২৪ সালে রমজান মাস শুরু হবে মার্চ মাসে।
ইতিমধ্যে ২০২৪ সালে পবিত্র রমজান মাস কবে শুরু ও শেষ হবে তার একটি তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা-বিষয়ক ও মহাকাশ গবেষণা বিষয়ক সংস্থা আমিরাতস এস্ট্রানোমি সোসাইটি।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস ১৪ সেপ্টেম্বর একটি প্রতিবেদনে রমজান মাস কত তারিখ শুরু তা জানান দেয়। সংবাদমাধ্যমটি জানায়, আমিরাতস এস্ট্রানোমি সোসাইটি বলে তাদের ভবিষ্যদ্বাণী অনুযায়ী ২০২৪ সালে রমজান মাস মধ্যপ্রাচ্যে শুরু হবে মার্চের দ্বিতীয় সপ্তাহে তথা ১১ মার্চ বুধবার। এবং ঈদের সম্ভাব্য সময় হচ্ছে ১০, ১১ ও ১২ এপ্রিল।
বাংলাদেশে রমজান কত তারিখ শুরু হতে চলেছে তা হিসেব করলে দেখা যায় রমজান মাস শুরু হবে ১২ মার্চ বৃহস্পতিবার এবং ঈদের সম্ভাব্য সময় হচ্ছে ১১, ১২ অথবা ১৩ এপ্রিল।
শেষ কথা
২০২৪ সালের রমজান কত তারিখ থেকে শুরু এই বিষয়ে আমিরাতস এস্ট্রানোমি সোসাইটি একটি তারিখ জানালেও এটি একটি সম্ভাব্য তারিখ। অর্থ্যাৎ, এই তারিখেই শুরু হবে এমনটি হতেও পারে আবার নাও হতে পারে। তবে, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের কোন এক দিনে শুরু হবে রমজান মাস।
কোন দিন থেকে রমজান মাস শুরু তা শুধুমাত্র চাঁদ দেখেই রমজান মাস শুরু হওয়ার আগের দিনই নির্ধারণ করা সম্ভব। তার আগে নয়। এটি শুধু সম্ভাব্য একটি তারিখ।
Discussion about this post