শিক্ষার্থীরা, ২০২৬ সালের এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস বাংলা ২য় পত্র প্রকাশ করেছে এনসিটিবি। প্রকাশিত সিলেবাসে আগামী ২০২৬ খ্রিষ্টাব্দের পরীক্ষার নম্বর বিভাজনে দেখা গেছে, ব্যবহারিক না থাকা বিষয়গুলোতে ৭০ নম্বর রচনামূলক ও ৩০ নম্বর বহুনির্বাচনি অংশ থাকবে। আর ব্যবহারিকসহ বিষয়গুলোতে তত্ত্বীয় অংশে ৭৫ ও ব্যবহারিক অংশে ২৫ নম্বর থাকবে। তত্ত্বীয় অংশে ৪০ নম্বর ও বহুনির্বাচনি অংশে ২৫ নম্বর থাকবে।
কোর্সটিকায় আজকে আমরা বাংলা ২য় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসটি দেখে নেব। বাংলা ২য় পত্রে ব্যকরণ অংশ থেকে ২৬টি পরিচ্ছেদ এবং নির্মিতি অংশ থেকে ৬টি পরিচ্ছেদ বেছে নেওয়া হয়েছে। বাছাইকৃত এই আইটেমগুলো থেকেই তোমাদের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র করা হবে। তাই নিচে উল্লেখিত এই আইটেমগুলো তোমরা পড়বে।
২০২৬ সালের এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস বাংলা ২য় পত্র
পরিচ্ছেদ ৫—ধ্বনি ও বর্ণ
শিখনফল: বাংলা ধ্বনিসমূহের পরিচয়, উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী বল করতে পারবে। বাংলা ধ্বনিগুলোর উচ্চারণের নিয়ম বর্ণনা করতে পারবে।
পরিচ্ছেদ ৬—স্বরধ্বনি
শিখনফল: বাংলা ধ্বনিসমূহের পরিচয়, উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী বল করতে পারবে। বাংলা ধ্বনিগুলোর উচ্চারণের নিয়ম বর্ণনা করতে পারবে।
পরিচ্ছেদ ৭—ব্যঞ্জনধ্বনি
শিখনফল: বাংলা ধ্বনিসমূহের পরিচয়, উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী বল করতে পারবে। বাংলা ধ্বনিগুলোর উচ্চারণের নিয়ম বর্ণনা করতে পারবে।
পরিচ্ছেদ ৮—বর্ণের উচ্চারণ
শিখনফল: বাংলা ধ্বনিসমূহের পরিচয়, উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী বল করতে পারবে। বাংলা ধ্বনিগুলোর উচ্চারণের নিয়ম বর্ণনা করতে পারবে।
পরিচ্ছেদ ৯—শব্দ ও পদের গঠন
শিখনফল: বাংলা শব্দ গঠনের উপায়গুলো বর্ণনা করতে পারবে।
পরিচ্ছেদ ১০—উপসর্গ দিয়ে শব্দ গঠন
শিখনফল: বাংলা শব্দ গঠনের উপায়গুলো বর্ণনা করতে পারবে।
পরিচ্ছেদ ১১—প্রত্যয় দিয়ে শব্দ গঠন
শিখনফল: বাংলা শব্দ গঠনের উপায়গুলো বর্ণনা করতে পারবে।
পরিচ্ছেদ ১২—সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন
শিখনফল: বাংলা শব্দ গঠনের উপায়গুলো বর্ণনা করতে পারবে।
পরিচ্ছেদ ১৭—শব্দের শ্রেণিবিভাগ
শিখনফল: বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণি (পদ) সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে।
পরিচ্ছেদ ১৮—বিশেষ্য
শিখনফল: বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণি (পদ) সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে।
পরিচ্ছেদ ১৯—সর্বনাম
শিখনফল: বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণি (পদ) সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে।
পরিচ্ছেদ ২০—বিশেষ্য
শিখনফল: বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণি (পদ) সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে।
পরিচ্ছেদ ২১—ক্রিয়া
শিখনফল: বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণি (পদ) সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে।
পরিচ্ছেদ ২২—ক্রিয়া বিশেষণ
শিখনফল: বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণি (পদ) সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে।
পরিচ্ছেদ ২৩—অনুসর্গ
শিখনফল: বাংলা বিভক্তির ব্যবহার সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে ও তা প্রয়োগ করতে পারবে।
পরিচ্ছেদ ২৪—যোজক
শিখনফল: বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণি (পদ) সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে।
পরিচ্ছেদ ২৫—আবেগ
শিখনফল: বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণি (পদ) সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে।
পরিচ্ছেদ ৩১—বাক্যের অংশ ও শ্রেণিবিভাগ
শিখনফল: বাংলা বাক্যের বৈশিষ্ট্য ও প্রকারভেদ সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে করতে পারবে।
পরিচ্ছেদ ৩২—বাক্যের বর্গ
শিখনফল: বিষয় ও ভাববস্তু অনুযায়ী শুদ্ধ বাক্য প্রয়োগ করতে পারবে।
পরিচ্ছেদ ৩৩—উদ্দেশ্য ও বিধেয়
শিখনফল: বিষয় ও ভাববস্তু অনুযায়ী শুদ্ধ বাক্য প্রয়োগ করতে পারবে।
পরিচ্ছেদ ৩৪—সরল, জটিল ও যৌগিক বাক্য
শিখনফল: বাংলা বাক্যের বৈশিষ্ট্য ও প্রকারভেদ সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে করতে পারবে।
পরিচ্ছেদ ৩৯—বাগর্থ
শিখনফল: অর্থগত ভিন্নতা অনুযায়ী শব্দ প্রয়োগ করতে পারবে।
পরিচ্ছেদ ৪০—বাগধারা
শিখনফল: বাক্যে বাগধারা, প্রবাদ প্রবচন ব্যবহার করতে পারবে।
পরিচ্ছেদ ৪১—প্রতিশব্দ
শিখনফল: অর্থগত ভিন্নতা অনুযায়ী শব্দ প্রয়োগ করতে পারবে।
পরিচ্ছেদ ৪২—বিপরীত শব্দ
শিখনফল: অর্থগত ভিন্নতা অনুযায়ী শব্দ প্রয়োগ করতে পারবে।
পরিচ্ছেদ ৪৩—শব্দজোড়
শিখনফল: অর্থগত ভিন্নতা অনুযায়ী শব্দ প্রয়োগ করতে পারবে।
নির্মিতি অংশ
পরিচ্ছেদ ৪৪—অনুচ্ছেদ
শিখনফল: পাঠ্যিসূচি বহির্ভূত বই-পুস্তক ও পত্র-পত্রিকা পড়ে বিষয়বস্তু ও মর্ম ব্যক্ত করতে পারবে।
পরিচ্ছেদ ৪৫—সারাংশ ও সারমর্ম
শিখনফল: সারমর্ম ও সারসংক্ষেপ তৈরি করতে পারবে।
পরিচ্ছেদ ৪৬—ভাব-সম্প্রসারণ
শিখনফল: পাঠের সঙ্গে সংগতিপূর্ণ রচনা পড়ে তুলনামূলক আলোচনা করতে পারবে।
পরিচ্ছেদ ৪৭—চিঠিপত্র
শিখনফল: দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনে চিঠি-পত্র, দরখাস্ত, ক্ষুদেবার্তা ইত্যাদি লিখতে পারবে।
পরিচ্ছেদ ৪৮—সংবাদ প্রতিবেদন
শিখনফল: সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন তৈরি করতে পারবে।
পরিচ্ছেদ ৪৯—প্রবন্ধ
শিখনফল: পাঠের সঙ্গে সংগতিপূর্ণ রচনা পড়ে তুলনামূলক আলোচনা করতে পারবে।
আরও দেখো—এসএসসি ২০২৬ পরীক্ষার সকল বিষয়ের সাজেশন
শিক্ষার্থীরা, উপরের ‘Short Syllabus PDF’ অপশনে ক্লিক করে তোমাদের ২০২৬ সালের এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস বাংলা ২য় পত্র pdf সংগ্রহ করে নাও। কোর্সটিকায় তোমাদের এসএসসি-২০২৬ পরীক্ষার ওপর বিষয়ভিত্তিক সাজেশন প্রকাশ করা হবে। এ সাজেশনগুলো উত্তরসহ পেতে কোর্সটিকা YouTube Channel—টি এখনই Subscribe করে রাখো।
Discussion about this post