৩য় শ্রেণির ইসলাম শিক্ষা ৪র্থ অধ্যায় সমাধান : ধর্মীয় সম্প্রীতি হলো সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকা। কারো ক্ষতি না করা। একে অন্যকে সহযোগিতা করা। সমাজের শান্তি ও সমৃদ্ধির জন্য ধর্মীয় সম্প্রীতি প্রয়োজন। ধর্মীয় সম্প্রীতি সকল ধর্মের লোকদের সহনশীল ও সহমর্মী করে।
আমরা মুসলমান। আমাদের ধর্ম ইসলাম। আমাদের আশপাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্য ধর্মের মানুষও বাস করে। তাঁরা আমাদের সহপাঠী, প্রতিবেশী, বন্ধু-বান্ধব ও শিক্ষক। ভিন্ন ধর্মের লোকদের সঙ্গে আমাদের সুসম্পর্ক গড়ে তুলতে হবে। এতে আমাদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে।
বিভিন্ন কাজের মাধ্যমে আমরা অন্য ধর্মের লোকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে পারি। যেমন- একে অন্যকে সহযোগিতা করা, একসঙ্গে মিলেমিশে থাকা, অন্য ধর্মের প্রতিবেশীর খোঁজ-খবর নেওয়া, বিপদ-আপদে তাদেরকে সাহায্য-সহযোগিতা করা ইত্যাদি।
৩য় শ্রেণির ইসলাম শিক্ষা ৪র্থ অধ্যায় সমাধান
১। সঠিক উত্তরে টিক চিহ্ন (√) দাও:
ক) আমাদের চারপাশে ভিন্ন ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকাকে কী বলে?
১. সামাজিক সম্প্রীতি√
২. ধর্মীয় সম্প্রীতি
৩. রাষ্ট্রীয় সম্প্রীতি
৪. রাজনৈতিক সম্প্রীতি
খ) ‘মদিনা সনদ’ কে প্রণয়ন করেন?
১. হজরত মুহাম্মদ (স:) √
২. হজরত উসমান (রা.)
৩. হজরত আবু বকর (রা.)
৪. হজরত উমর (রা.)
গ) ‘আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না’। এ কথা কে বলেছেন?
১. মহান আল্লাহ√
২. হজরত আদম (আ.)
৩. হজরত মুসা (আ.)
৪. হজরত ঈসা (আ.)
ঘ) ‘আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি।’ মহান আল্লাহর এই বাণী অনুসারে কোন ধর্মের লোক সম্মানিত?
১. সকল ধর্মের√
২. ইসলাম ধর্মের
৩. খ্রিস্টান ধর্মের
৪. বৌদ্ধ ধর্মের
ঙ) ‘অমুসলিমদের কারণে ভূমি অপবিত্র হয় না।’ এ কথা কে বলেছেন?
১. হজরত আদম (আ.)
২. হজরত মুহাম্মদ (স.) √
৩. হজরত মুসা (আ.)
৪. হজরত ঈসা (আ.)
২। শূন্যস্থান পূরণ:
ক. মহানবি (স.) মদিনায় বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন।
খ. পবিত্র কুরআনে ভিন্ন ধর্মের উপাস্যকে গালি দিতে বারণ করা হয়েছে।
গ. মানুষ হিসেবে সব ধর্মের লোক সম্মানিত।
ঘ. অভাবী, ক্ষুধার্ত বা বিপদগ্রস্ত মানুষ যে ধর্মেরই হোক তাকে সহযোগিতা করতে হয়।
ঙ. হজরত উমর (রা.) এক ইহুদি বৃদ্ধকে ভিক্ষা করতে দেখে সাহায্য করেন।
৩। দাগ টেনে মিল করি:
বাম পাশের অংশ:
- সমাজ শান্তি ও সমৃদ্ধির জন্য
- প্রতিবেশী যে ধর্মেরই হোক
- আমরা আমাদের প্রতিবেশী অন্য ধর্মের মানুষদের সঙ্গে
- আমাদের মহানবী (স.) অমুসলিম রোগীদের
- হজরত আবদুল্লাহ্ (রা.) এর ঘরে খাবার রান্না হলে তিনি তাঁর
ডান পাশের অংশ:
- ভালো সম্পর্ক গড়ে তুলবো।
- দেখতে যেতেন ও সেবা করতেন।
- ইহুদি প্রতিবেশীর ঘরে খাবার পাঠাতেন।
- ধর্মীয় সম্প্রীতি প্রয়োজন।
- তাঁকে সহযোগিতা করা আমাদের কর্তব্য।
সমাধান:
ক. সমাজ শান্তি ও সমৃদ্ধির জন্য—ধর্মীয় সম্প্রীতি প্রয়োজন।
খ. প্রতিবেশী যে ধর্মেরই হোক—তাঁকে সহযোগিতা করা আমাদের কর্তব্য।
গ. আমরা আমাদের প্রতিবেশী অন্য ধর্মের মানুষদের সঙ্গে— ভালো সম্পর্ক গড়ে তুলবো।
ঘ. আমাদের মহানবী (স.) অমুসলিম রোগীদের—দেখতে যেতেন ও সেবা করতেন।
ঙ. হজরত আবদুল্লাহ্ (রা.) এর ঘরে খাবার রান্না হলে তিনি তাঁর—ইহুদি প্রতিবেশীর ঘরে খাবার পাঠাতেন।
৪। শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়:
ক. সমাজের শান্তি ও সমৃদ্ধির জন্য ধর্মীয় সম্প্রীতি প্রয়োজন নেই। (অশুদ্ধ)
খ. মদিনায় ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠাকারী সনদের নাম ‘মদিনা সনদ’। (শুদ্ধ)
গ. ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য সহনশীল আচরণ করা আবশ্যক। (শুদ্ধ)
ঘ. ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য ইসলাম আমাদের উদ্বুদ্ধ করে। (শুদ্ধ)
ঙ. ভিন্ন ধর্মের অভাবী সহপাঠীদের সহায়তা করলে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়। (শুদ্ধ)
আরও দেখো—তৃতীয় শ্রেণির ইসলাম শিক্ষা প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে তোমাদের বই থেকে ৩য় শ্রেণির ইসলাম শিক্ষা ৪র্থ অধ্যায় সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো। এছাড়াও ইসলাম শিক্ষা সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্ন উত্তরের জন্য উপরের লিংকটি অনুসরণ করো।
Discussion about this post