৩য় অধ্যায় আইসিটি নবম দশম শ্রেণি বহুনির্বাচনি প্রশ্ন : একটা সময় ছিল যখন শিক্ষার বিষয়টি শুধুমাত্র পাঠ্যপুস্তক, ক্লাশরুম অনেকক্ষেত্রে লাইব্রেরিতেই সীমাবদ্ধ ছিল। কিন্তু তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে শিক্ষা সামগ্রির ধরনে পরিবর্তন এসেছে। এখন শিক্ষার্থীরা যেকোনো স্থানে বসেই ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ডিজিটাল কনটেন্টের সাহায্যে পড়াশুনা করতে পারে।
বর্তমানে আমাদের দেশের শিক্ষার্থীদের হাতেও কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট কিংবা স্মার্টফোন ইত্যাদি চলে এসেছে। অনলাইনে শিক্ষার্থীদের পড়াশুনার উপযোগী কনটেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কোনো শিক্ষার্থী পড়ালেখা করতে করতে কোনো একটা বিষয় বুঝতে না পারলে সে যদি ইন্টারনেটে সেটি অনুসন্ধান করে তবে নিশ্চিতভাবে বলা যায় সে তার উত্তরটি কোনো না কোনো ভাবে ঠিক পেয়ে যাবে।
কোনো শিক্ষার্থী যদি নির্দিষ্ট কোনো বিষয় শিখতে চায় কিংবা জানতে চায় তাহলে সে ইন্টারনেটে দক্ষ সার্চ ইঞ্জিন ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করতে পারবে। গণিত, বিজ্ঞানসহ প্রায় সকল বিষয়ের ইন্টারনেটে গ্রুপ রয়েছে, ফলে তাদের নিকট যেকোনো প্রশ্ন দেওয়া হলে তারা উত্তর দিতে পারবে। এক কথায় বলা যায়, শিক্ষা সংক্রান্ত যেকোনো প্রশ্নের উত্তর পাওয়ার সহজ মাধ্যম হলো ইন্টারনেট।
৩য় অধ্যায় আইসিটি নবম দশম শ্রেণি বহুনির্বাচনি প্রশ্ন
১. কনটেন্ট কী?
ক. প্রতিলিপি
খ. তথ্য আধেয়
গ. উপাত্ত
ঘ. ডেটাবেজ
২. কোন তথ্য আধেয় যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে তবে তাকে কী বলে?
ক. ডেটাবেজ
খ. ডিজিটাল কনটেন্ট
গ. ডেটা
ঘ. ইন্টারনেট
৩. নিবন্ধ কী ধরনের কনটেন্ট?
ক. টেক্সট
খ. শব্দ
গ. গ্রাফিক্স
ঘ. ভিডিও
৪. এনিমেশন কী ধরনের কনটেন্ট?
ক. এনালগ
খ. ডিজিটাল
গ. ই-বুক
ঘ. পিডিএফ
৫. কম্পিউটারে সৃষ্ট সব ধরনের ছবি কোন ধরনের কনটেন্ট?
ক. শব্দ
খ. ভিডিও
গ. ছবি
ঘ. টেক্সট
৬. কোনটি ভিডিও শেয়ারিং সাইট?
ক. গুগল
খ. ইউটিউব
গ. ই-কমার্স
ঘ. ই-বুক
৭. নিচের কোন যন্ত্রটিতে বর্তমানে ভিডিও ব্যবস্থা যুক্ত হয়েছে?
ক. কম্পিউটার
খ. ঘড়ি
গ. মোবাইল ফোন
ঘ. ক্যালকুলেটর
৮. ই-বুক এর পূর্ণরূপ কী?
ক. ইলেকট্রনিক্স বুক
খ. ইলেকট্র বুক
গ. ইন্টারনেট বুক
ঘ. ইলেকট্রনিক বুক
৯. ই-বই বলতে কী বোঝায়?
ক. ইন্টারনেট
খ. পত্রিকার অনলাইন ভার্সন
গ. মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ
ঘ. ব্লগ পোস্ট
১০. ই-বুক পড়তে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?
ক. স্মার্ট ফোন
খ. যেকোনো রিডার
গ. ল্যান্ড ফোনস
ঘ. ইন্টারনেট
১১. কোনটি ই-বুক রিডারের নাম?
ক. অ্যামাজন
খ. কিন্ডল
গ. মজিলা
ঘ. ট্রোজান হর্স
১২. কোন ধরনের বইয়ে এনিমেশন যুক্ত করা যায়?
ক. পাঠ্যবইয়ে
খ. ই-বুকে
গ. গল্পের বইয়ে
ঘ. বিজ্ঞানের বইয়ে
১৩. ই-লার্নিং এর পূর্ণরূপ কী?
ক. ইলেকট্রনিক্স লার্নিং
খ. ইলেকট্রনিক লার্নিং
গ. ইলেকট্রা লার্নিং
ঘ. ইন্টারনেট লার্নিং
১৪. ইন্টারনেট থেকে বই ডাউনলোড করতে কোন অপশনটি ব্যবহার করা হয়?
ক. ওপেন
খ. পিডিএফ
গ. ডাউনলোড
ঘ. ফ্রিল্যান্স
১৫. কোথায় বিন্মূল্যে বই পাওয়া যায়?
ক. দোকানে
খ. লাইব্রেরিতে
গ. ইন্টারনেটে
ঘ. স্কুলে
১৬. ই-লার্নিং নিচের কোন ক্ষেত্রটির সাথে সম্পর্কিত?
ক. কৃষি
খ. স্বাস্থ্য
গ. শিক্ষা
ঘ. বাণিজ্য
১৭. কপিরাইট আইন কাদের অধিকারভুক্ত?
ক. প্রকাশকের
খ. পাঠকের
গ. সৃষ্টিকর্মের মালিকের
ঘ. রাষ্ট্রের
১৮. ছাত্র-ছাত্রীদের সকল জ্ঞানের চাহিদা পূরণ করছে কোনটি?
ক. পাঠ্যবই
খ. বিদ্যালয়
গ. ইন্টারনেট
ঘ. শিক্ষক
১৯. পৃথিবীর বিস্তৃত বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্কের নাম কী?
ক. ইন্টারনেট
খ. আরপানেট
গ. ইনফরমেশন
ঘ. ই-পাব
২০. একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোন বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখেন?
ক. কম্পিউটার
খ. ইংরেজি
গ. হার্ডওয়্যার
ঘ. প্রোগ্রামিং
►► আইসিটি : ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
►► আইসিটি : ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
►► আইসিটি : ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
►► আইসিটি : ৪র্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
►► আইসিটি : ৫ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
►► আইসিটি : ৬ষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
SSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post