৩য় অধ্যায় mcq বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
২০৮. খ্রিষ্টীয় কত শতকের পূর্বপর্যন্ত সময়কে বাংলার প্রাচীন যুগ ধরা হয়?
ক. এগারো
খ. বারো
ড়. তেরো
ঘ. চৌদ্দ
২০৯. প্রাচীন যুগে বাংলার এ অঞ্চলগুলোকে সমষ্টিগতভাবে কী নাম দেওয়া হয়?
ক. সমতট
খ. বঙ্গ
ড়. জনপদ
ঘ. হরিকেল
২১০. ইতিহাস বিষয়ক আলোচনায় কিসের বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ?
ক. সময়ের
খ. বছরের
ড়. যুগের
ঘ. শতাব্দীর
২১১. গুপ্ত যুগ শুরু হয় কত শতক হতে?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ড়. চতুর্থ
২১২. গৌড়ের উল্লেখ দেখা যায় সর্বপ্রথম কার গ্রন্থে?
ড়. পাণিনির
খ. হেরোডোটাসের
গ. ইৎসির
ঘ. মিহিরের
২১৩. গৌড় কিসের নাম?
ক. প্রাচীন যুগের
খ. প্রাচীন ইতিহাসের
ড়. জনপদের
ঘ. বিখ্যাত ব্যক্তির
২১৪. গৌড়দেশের অনেক শিল্প ও কৃষিজাত দ্রব্যের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?
ক. বৈদিক সাহিত্যে
খ. মহাভারতে
ড়. অর্থশাস্ত্রে
ঘ. পুরাণে
২১৫. গৌড়ের নাগরিকদের বিলাসব্যসনের পরিচয় পাওয়া যায় কার গ্রন্থে?
ক. কৌটিল্যের
ড়. ব্যাৎসায়নের
গ. পাণিনির
ঘ. হর্ষবর্ধনের
২১৬. পাল রাজাদের আমলে কার নাম ডাক ছিল সবচেয়ে বেশি?
ড়. গৌড়ের
খ. বঙ্গের
গ. পুণ্ড্রের
ঘ. হরিকেলের
২১৭. উত্তর ভারতের কোন অঞ্চল গৌড়ের অন্তর্ভুক্ত ছিল?
ক. দক্ষিণ অঞ্চল
খ. পূর্ব অঞ্চল
গ. পশ্চিম অঞ্চল
ড়. বিস্তীর্ণ অঞ্চল
২১৮. গৌড়ের ভাগ্য পরিবর্তনের যথার্থ কারণ হলো-
ড়. পাল সাম্রাজ্যের ভাগ্য পরিবর্তন
খ. উনড়বত যন্ত্রপাতির আবিষ্কার
গ. সামাজিক পরিবর্তন
ঘ. সভ্যতার উৎকর্ষ সাধন
২১৯. মালদহ জেলার লক্ষণাবতী গৌড় নামে অভিহিত হতো কোন যুগের শুরুতে?
ক. প্রাচীন যুগের
খ. আদিম যুগের
গ. মধ্য যুগের
ড়. মুসলমান যুগের
২২০. অতি প্রাচীন পুঁথিতে বঙ্গকে কোন জনপদের প্রতিবেশী বলা হয়েছে?
ক. গৌড়
ড়. মগধ ও কলিঙ্গ
গ. পুণ্ড্র
ঘ. সমতট
২২১. অনুমান করা হয় বঙ্গ একটি-
ক. গোত্রের নাম
খ. উপজাতির নাম
ড়. জাতির নাম
ঘ. অঞ্চলের নাম
২২২. বঙ্গের আয়তন সংকুচিত হয়ে পড়ে কখন?
ড়. পাল ও সেনবংশীয় রাজাদের আমলে
খ. সুলতানি আমলে
গ. পাকিস্তানি আমলে
ঘ. মুসলিম আমলে
২২৩. পাল বংশের শেষ পর্যায়ে বঙ্গ কয়টি জনপদে বিভক্ত হয়ে যায়?
ড়. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
২২৪. পাল বংশের শেষ পর্যায়ে বঙ্গ বিভক্ত হয়ে কী নাম ধারণ করে?
ক. উত্তরবঙ্গ ও পশ্চিমবঙ্গ
ড়. উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ
গ. উত্তরবঙ্গ ও পূর্ববঙ্গ
ঘ. পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ
২২৫. উত্তরাঞ্চলের উত্তর সীমার ক্ষেত্রে কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
ক. বদ্বীপ
খ. বিক্রমপুর
গ. নাব্য
ড়. পদ্মা
২২৬. কেশব সেন ও বিশ্বরূপ সেনের আমলে বঙ্গের কয়টি রূপ পরিলক্ষিত হয়?
ড়. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
২২৭. কোন জনপদ থেকে ‘বাঙ্গাল’ জাতির উৎপত্তি ঘটেছিল?
ক. বরেন্দ্র
খ. পুণ্ড
ড়. বঙ্গ
ঘ. গৌড়
২২৮. বিক্রমপুর ও নাব্য কিসের নাম?
ক. দুটি গোত্রের নাম
খ. দুটি গ্রামের নাম
গ. দুটি জাতির নাম
ড়. দুটি অঞ্চলের নাম
২২৯. প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কোনটি?
ক. গৌড়
খ. হরিকেল
গ. বঙ্গ
ড়. পুণ্ড্র
২৩০. পুণ্ড্রর জনপদটি গড়ে তুলেছিল কোন জাতি?
ড়. পুণ্ড্র
খ. আর্য
গ. গৌড়
ঘ. মহেঞ্জোদারো
২৩১. বৈদিক সাহিত্য ও মহাভারতে কোন জাতির কথা উল্লেখ আছে?
ক. বাঙালি
খ. সাওতালি
ড়. পুণ্ড্র
ঘ. মারমা
২৩২. পুণ্ড্রেরদের রাজ্যের রাজধানীর নাম কী?
ক. মুর্শিদাবাদ
খ. কর্ণসুবর্ণ
গ. বিক্রমপুর
ড়. পুণ্ড্রনগর
২৩৩. অশোকের রাজত্বকাল হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ড়. খ্রিষ্টপূর্ব ২৭৩-২৩২ অব্দ
খ. খ্রিষ্টপূর্ব ২৭৩-২৩১ অব্দ
গ. খ্রিষ্টপূর্ব ২৭৩-২৩০ অব্দ
ঘ. খ্রিষ্টপূর্ব ২৭৩-২২৩ অব্দ
২৩৪. সমৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে পঞ্চম ষষ্ঠ শতকে পুণ্ড্র কিসে রূপান্তরিত হয়?
ড়. পুণ্ড্রবর্ধনে
খ. মহাস্থানগড়ে
গ. হরিকেলে
ঘ. সমতটে
২৩৫. ইৎসিং কোন দেশের ভ্রমণকারী?
ক. ভারতীয়
খ. রাশিয়া
গ. আমেরিকা
ড়. চীনা
২৩৬. চীনা ভ্রমণকারী ইৎসিং-এর মতে হরিকেল ছিল কোথায়?
ড়. পূর্ব ভারতের শেষ সীমানায়
খ. পশ্চিম ভারতের শেষ সীমানায়
গ. দক্ষিণ ভারতের শেষ সীমানায়
ঘ. উত্তর ভারতের শেষ সীমানায়
২৩৭. কত শতক পর্যন্ত হরিকেল একটি স্বতন্ত্র রাজ্য ছিল?
ক. সাত
খ. আট
গ. নয়
ড়. এগারো
২৩৮. চন্দ্রদ্বীপ কে অধিকার করেন?
ক. ধর্মপাল
খ. দেবপাল
ড়. ত্রৈলোক্যচন্দ্র
ঘ. দেবেন্দ্র
২৩৯. পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে কার অবস্থান ছিল?
ক. পুণ্ড্রে
খ. হরিকেলের
ড়. সমতটের
ঘ. বরেন্দ্রর
২৪০. সমতট অঞ্চলটি কেমন ছিল?
ক. উঁচু ভূমি
খ. নিম্নভূমি
গ. আর্দ্র উঁচু ভূমি
ড়. আর্দ্র নিম্নভূমি
২৪১. কোন অঞ্চল নিয়ে সমতট গঠিত হয়েছিল?
ড়. কুমিল্লা-নোয়াখালী
খ. কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া
গ. কুমিল্লা-ফেনী
ঘ. কুমিল্লা-চট্টগ্রাম
২৪২. সাত শতক থেকে বারো শতক পর্যন্ত বর্তমান কোন জেলা ছিল সমতটের অন্যতম অংশ?
ক. কুমিল্লা
খ. নোয়াখালী
গ. বরিশাল
ড়. ত্রিপুরা
২৪৩. কুমিল্লা শহর থেকে বড় কামতার দূরত্ব কত?
ক. ১০ মাইল
খ. ১১ মাইল
ড়. ১২ মাইল
ঘ. ১৩ মাইল
২৪৪. সমতটের রাজধানী ছিল কোথায়?
ক. কুমিল্লা
খ. ময়নামতি
গ. আনন্দবিহার
ড়. বড় কামতা
২৪৫. বড় কামতা নামক স্থানটি কত শতকে সমতটের রাজধানী ছিল?
ড়. সপ্তম
খ. অষ্টম
গ. নবম
ঘ. দশম
২৪৬. বরেন্দ্র কোন জনপদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এলাকা ছিল?
ক. গৌড়
খ. বঙ্গের
ড়. পুণ্ড্রবর্ধনের
ঘ. সমতটের
২৪৭. পুণ্ড্রগরের অবস্থান ছিল কোথায়?
ক. ভারতের শেষ সীমানায়
খ. বঙ্গের কাছাকাছি
গ. কুমিল্লায়
ড়. বরেন্দ্র এলাকায়
২৪৮. তাম্রলিপ্ত জনপদ কোথায় অবস্থিত ছিল?
ক. হরিকেলের উত্তরে
ড়. হরিকেলের দক্ষিণে
গ. হরিকেলের পূর্বে
ঘ. হরিকেলের পশ্চিমে
২৪৯. তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. চব্বিশ পরগনা
ড়. মেদিনীপুর জেলার তমলুক
গ. ত্রিপুরা
ঘ. আসাম-মিজোরাম
২৫০. তাম্রলিপ্ত এলাকা কেমন ছিল?
ক. খুব উঁচু
খ. খুব নিচু
ড়. নিচু ও আর্দ্র
ঘ. উঁচু ও আর্দ্র
২৫১. প্রাচীনকালে তাম্রলিপ্ত কিসের বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ছিল?
ক. ব্যবসায় বাণিজ্যকেন্দ্র
ড়. নৌবাণিজ্যের কেন্দ্র
গ. কাঁচামালের বাণিজ্যকেন্দ্র
ঘ. কাপড়ের বাণিজ্যকেন্দ্র
২৫২. তাম্রলিপ্ত কত শতক হতে দ-ভুক্তি নামে পরিচিত হতে থাকে?
ক. পাঁচ
খ. ছয়
ড়. সাত
ঘ. আট
২৫৩. কত শতকের পর হতে তাম্রলিপ্ত বন্দরের সমৃদ্ধি নষ্ট হয়ে যায়?
ক. সাত শতকের
ড়. আট শতকের
গ. নয় শতকের
ঘ. দশ শতকের
২৫৪. চন্দ্রদ্বীপ কোন জেলার পূর্বনাম?
ড়. বরিশাল
খ. নোয়াখালী
গ. কুমিল্লা
ঘ. চাঁদপুর
২৫৫. বর্তমান কোন জেলা ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড্র ও প্রাণকেন্দ্র?
ক. পটুয়াখালী
ড়. বরিশাল
গ. বগুড়া
ঘ. নওগাঁ
২৫৬. বলেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে নিচের কোন জনপদটি ছিল?
ক. পুণ্ড্র
খ. বঙ্গ
গ. গৌড়
ড়. চন্দ্রদ্বীপ
২৫৭. সপ্তম শতকের গোড়ার দিকে মুর্শিদাবাদ হতে উৎকল পর্যন্ত এলাকাকে কে সংঘবদ্ধ করেন?
ক. দেবপাল
খ. মহীপাল
গ. ধর্মপাল
ড়. শশাংক
২৫৮. বাংলা কয়টি জনপদ নামে পরিচিত হতো?
ক. দুটি
ড়. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি প্রশ্নের “ড়” “শ” অপশনগুলো সঠিক উত্তর। তোমার কোন সাবজেক্টের সলুশন লাগবে, তা জানিয়ে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post