বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন : বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ ব-দ্বীপ সমগ্র বাংলাদেশ সামান্য পাহাড়ি অঞ্চল সীমিত উচুভূমি এবং নদী বিধৌত এক বিস্তীর্ণ সমভূমি নিয়ে গঠিত। এদেশের ভূ-প্রকৃতি নিচু ও সমতল। বাংলাদেশের জলবায়ু মোটামুটি সমভাবাপন্ন। জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব খুব বেশি।
তাই বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুর আগমন ঘটে। বিভিন্ন ঋতুতে এ দেশের জলবায়ুর তারতম্যের কারণে আমরা কখনো গরম আবার কখনো শীত অনুভব করি। জলবায়ুর কারণে প্রচুর বৃষ্টিপাত হয়। ফলে অতিবৃষ্টি, অকাল বন্যা, জলোচ্ছ্বাস প্রভৃতি মানুষের জীবনকে প্রভাবিত করে। এ অধ্যায়ে আমরা বাংলাদেশের ভূ-প্রকৃতি, জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে অবহিত হব।
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ১ : একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে বিশ্ববাসী খুবই আতঙ্কিত। বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হচ্ছে এ বিষয়ে সেমিনার। শামিম আহমেদ তেমন একটি সেমিনারে অংশগ্রহণের জন্য জাপানে গেছেন। সেখানে গিয়ে তিনি জানতে পেরেছেন যে, সভ্যতার বহু ধ্বংসলীলার কারণ এই প্রাকৃতিক দুর্যোগ।
ক. বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
খ. সিসমিক রিস্ক জোন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে যে দুর্যোগের ইঙ্গিত রয়েছে তার কারণ ব্যাখ্যা কর।
ঘ. উক্ত দুর্যোগটির ফলাফল বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ২ : ঢাকা ইমতিয়াজ সাহেব একজন সফল শিল্প ব্যবসায়ী। তিনি তার শিল্পের কাঁচামাল এমন একটি দেশ থেকে আনতে চান যেখানকার আবহাওয়া ভারতীয় উপমহাদেশের মতো এবং ক্রান্তীয় মৌসুমি ধরনের এবং গ্রীষ্মকালে গড় তাপমাত্রা প্রায় ২৯ ডিগ্রি সে. এর কাছাকাছি পৌঁছে। ঐ দেশটির গ্রীষ্মকাল ছাড়াও আলাদা দুটি ঋতুর উপস্থিতি স্পষ্টভাবে লক্ষ করা যায়।
ক. জুলাই মাসে কাঠমন্ডুর তাপমাত্রা কত থাকে?
খ. নেপালে কোন দুটি ঋতু পরিলক্ষিত হয়?
গ. ইমতিয়াজ সাহেব যে দেশটি থেকে কাঁচামাল আনতে ইচ্ছুক ঐ দেশটির গ্রীষ্মকালের বর্ণনা দাও।
ঘ. তুমি কি মনে কর, ইমতিয়াজ সাহেব যে দেশ থেকে কাঁচামাল আনতে ইচ্ছুক ঐ দেশে গ্রীষ্ম ছাড়াও দুটি ঋতু রয়েছে? পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৩ : জলবায়ু বিষয়ক একটি বই পড়ে কবির বিভিন্ন দেশের জলবায়ু সম্পর্কে পর্যালোচনা করছে। সে পড়েছে কোন একটি দেশে মে মাসে বৃষ্টিপাত শুরু হয়। দেশটির অন্য দুটি অঞ্চলে যখন ২০০ সে.মি. বৃষ্টিপাত হয় তখন তার পাহাড়ি অঞ্চলেও ৮০ সে.মি. বৃষ্টিপাত হয়।
ক. বাংলাদেশের জলবায়ু কী ধরনের?
খ. বাংলাদেশের মৌসুমি বৃষ্টিপাতের বর্ণনা দাও।
গ. উদ্দীপকে কবিরের পর্যালোচনাকৃত দেশটির নাম কী? সে দেশের গ্রীষ্ম ঋতুর সাথে বাংলাদেশের গ্রীষ্ম ঋতুর তুলনামূলক চিত্র বর্ণনা কর।
ঘ. উক্ত দেশে শীতকালে জলবায়ু ভিন্ন থাকে- উক্তিটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেকেই চাকরি নিয়ে কানাডায় গমন করছে। এমনই একজন প্রবাসী তার কানাডিয়ান বন্ধুর কাছে নিজ দেশের বর্ণনা দিতে গিয়ে বলেন, আমাদের দেশটি পৃথিবীর অন্যতম বৃহৎ ব-দ্বীপ, দেশটিতে রয়েছে অসংখ্য নদনদী এবং দেশটির ভূখণ্ড উত্তর হতে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু। দক্ষিণ এশিয়ায় অবস্থিত আমাদের দেশটির প্রায় অঞ্চল এক বিস্তীর্ণ সমভূমি।
ক. কোন দেশে জুন হতে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল?
খ. বাংলাদেশের অন্যতম একটি ঋতু ‘শীত’- ব্যাখ্যা কর।
গ. কানাডা প্রবাসীর দেশের সাথে মিল রয়েছে পাঠ্যপুস্তকের এমন একটি দেশের ভৌগোলিক অবস্থান ও সীমানার পরিচয় দাও।
ঘ. তুমি কি মনে কর কানাডা প্রবাসীর দেশের অধিকাংশ পাহাড় দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : শীতের ছুটিতে মহসিন বাংলাদেশের একটি বিশেষ অঞ্চলে বেড়াতে যায়। সে সেখানে গিয়ে ভূ-প্রকৃতির বিশেষ রূপ দেখতে পায় এবং দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ স্পর্শ করে। ঐ বিশেষ ধরনের ভূ প্রকৃতি দেশের মোট ভূমির প্রায় ১২ ভাগ। বাবার সাথে কথা বলতে বলতে সে জানে এ ধরনের ভূপ্রকৃতি দেশের অন্যদিকেও আছে ৷
ক. পৃথিবীর অন্যতম বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
খ. বাংলাদেশের সীমানা উল্লেখ কর।
গ. মহসিন উদ্দীপকে ইঙ্গিতকৃত কোন ধরনের ভূ-প্রকৃতির অঞ্চলে বেড়াতে গিয়েছিল? ব্যাখ্যা কর।
ঘ. লালমাই পাহাড়ও কি একই ভূ-প্রকৃতি অনুযায়ী গঠিত? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post