৭ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন | গ্রামাঞ্চলের অনানুষ্ঠানিক কাজের মধ্যে প্রধান খাত হচ্ছে কৃষি । গ্রামের একজন কৃষক সারাদিন জমিতে যে কাজ করেন, তার জন্য কোনো মজুরি নেন না। কিন্তু সে কাজের ফলে পরিবারের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রও উপকৃত হচ্ছে।
৭ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ১ : আয়েশা বেগম তার পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির আশেপাশের জমিতে শাক-সবজি ও ফলমূলের চাষ করেন। বাড়িতে গরু, ছাগল, হাঁস-মুরগি পালন করেন। নিজের পরিবারের প্রয়োজন মিটিয়ে ও তাদের উৎপাদিত শাক-সবজি, ফলমূল ও ডিম, দুধ বাজারে বিক্রি করে পরিবারের যাবতীয় খরচ মেটান।
ক. ক্ষুদ্র শিল্প কী?
খ. বৃহৎ শিল্প বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. আয়েশা বেগম ও তার পরিবারের সদস্যদের কাজ কোন ধরনের অর্থনৈতিক কাজের আওতাভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. আয়েশা বেগমের পরিবারের কাজ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে— বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ২ : সোহেলের একটি গরুর খামার আছে। পাশাপাশি আর একটি দুধ জাতীয় খাবার তৈরির কারখানা আছে। প্রতিদিন সে প্রায় ১০০ কেজি দুধ সংগ্রহ করে। কিছু দুধ সে বাজারে বিক্রি করে এবং কিছু দুধ দিয়ে দই, মিষ্টি, মাখন, ঘি ইত্যাদি তৈরি করে। এতে সে খুব লাভবান হয়।
ক. SAFTA এর পূর্ণরূপ কী?
খ. বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান ব্যাখ্যা কর।
গ. সোহেলের স্থাপিত কারখানাটি কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত শিল্পটির আধুনিকায়নে যে সমস্যা রয়েছে তা সমাধানের উপায় বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৩ :
শিল্প-১ : উৎপাদন ও বিপণনের কাজটি প্রধানত মালিক নিজেই তার পরিবারের সদস্যদের নিয়ে করে থাকেন।
শিল্প-২ : প্রচুর মূলধন, দক্ষ শ্রমিক ও অভিজ্ঞ ব্যবস্থাপকের প্রয়োজন হয়।
ক. অর্থনৈতিক কার্যক্রম কাকে বলে?
খ. অনানুষ্ঠানিক কার্যক্রম বলতে কী বোঝায়?
গ. শিল্প-১ এ কোন ধরনের শিল্পের ইঙ্গিত করা হয়েছে। ব্যাখ্যা কর।
ঘ. শিল্প-১ ও শিল্প-২ এ দুই ধরনের শিল্পই কি শুধু আমাদের জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অবদান রাখছে? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৪ : আদিত্য মণ্ডল শঙ্করপাশা গ্রামের প্রান্তিক কৃষক। তিনি প্রতি বছরই তার স্বল্প পরিমাণ জমিতে কিছু না কিছু কৃষি পণ্য চাষাবাদ করেন। কিন্তু সংরক্ষণের অভাবে কিছু ফসল নষ্ট হয়। এ নিয়ে তার পাশের গ্রামের কৃষক মুসা মিয়ার সাথে আলোচনা করলে মুসা মিয়া বলেন, একটি পদ্ধতির মাধ্যমে অনেক দিন পর্যন্ত এই ফসল সংরক্ষণ করা যায়।
ক. কী প্রতিষ্ঠার ফলে কৃষি পণ্য সামগ্রী ব্যবহারের সর্বোচ্চ সুযোগ সৃষ্টি হয়েছে?
খ. পূর্বেকার মানুষ কীভাবে খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাতকরণ করত?
গ. উদ্দীপকের আদিত্য মণ্ডলের ফসল কীসের অভাবে নষ্ট হয়? ব্যাখ্যা কর।
ঘ. মুসা মিয়ার বক্তব্যে ফুটে ওঠা বিষয়টি মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ৫ : সিরাজের এক বিঘা জমি আছে। সে এতে ধান ও আলু চাষ করে। অন্যদিকে জামাল শহরের একটি গার্মেন্টসে চাকুরি করে জীবিকা নির্বাহ করে।
ক. আদমজী পাটকল কবে প্রতিষ্ঠা করা হয়?
খ. অর্থনৈতিক কার্যক্রম বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. সিরাজের কাজ কোন অর্থনৈতিক কাজের আওতাভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, উভয়ের কাজই এদেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে? যুক্তিসহ বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৬ : বিশিষ্ট শিল্পপতি রাহাত সাহেব সম্প্ৰতি ২ কোটি টাকা ব্যয় করে টঙ্গীতে একটি গার্মেন্টস কারখানা প্রতিষ্ঠা করেছেন। তাঁর সেই কারখানায় ২০০ বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান হয়েছে।
ক. পোশাকসহ বাংলাদেশের পণ্য সামগ্রীর সবচেয়ে বড় ক্রেতা কোন দেশ?
খ. জাতীয় জীবনে শিল্পের ব্যবহার বুঝিয়ে লেখ।
গ. রাহাত সাহেবের গার্মেন্টসটি কোন ধরনের শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা কর।
ঘ. রাহাত সাহেবের উদ্যোগটি অর্থনীতিতে কীভাবে সরাসরি প্রভাব রাখে? বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৭ :
চিত্র-১ : জ্ঞান-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে কোনো পণ্যকে অন্য পণ্যে রূপান্তর এবং সংরক্ষণের ব্যবস্থা করা যায়।
চিত্র-২ : স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য সংরক্ষণ সম্ভব নয়। চাহিদা মোতাবেক পণ্য রূপান্তর করা যায় না।
ক. অর্থনৈতিক কার্যক্রম কাকে বলে?
খ. অনানুষ্ঠানিক কার্যক্রম বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. চিত্র-১ এ কীসের ধারণা দেয়া হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. চিত্র-২ এর ব্যবহার কি বর্তমান সময়ের জন্য প্রযোজ্য? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : রমিজ মিয়া একটি বাস স্টপেজের কাছে ক্ষুদ্র একটি দোকান ভাড়া নিয়ে চা বিক্রয় করেন। তার দোকানের নাম ‘রতন টি স্টল’ । ভোর থেকে গভীর রাত পর্যন্ত তার চায়ের দোকান খোলা থাকে। তার দোকানে কোনো কর্মচারী নেই। এ জীবিকার সাথে যুক্ত থেকে তিনি নিজেকে সুখী মনে করেন।
ক. অর্থনৈতিক কার্যক্রম কাকে বলে?
খ. প্রক্রিয়াজাতকরণ শিল্প বলতে কী বোঝায়?
গ. রমিজ মিয়ার জীবিকা কোন ধরনের অর্থনৈতিক কার্যক্রমের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের অর্থনীতিতে রতন মিয়ার মতো মানুষদের অবদান মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ৯ : বাবুল, মনির ও প্রবীর তিন বন্ধু মিলে একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করে। তারা এদেশ থেকে বিভিন্ন কৃষিজাত পণ্য আধুনিক পদ্ধতিতে প্রক্রিয়াজাত করে সংরক্ষণের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠায়। ঐ সকল দেশে অনেক বাংলাদেশি বাস করায় তাদের পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। তাদের এ কার্যক্রমের ফলে দেশ অনেক উপকৃত হচ্ছে।
ক. রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী?
খ. শহরাঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের তিন বন্ধু কোন ধরনের কাজের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের তিন বন্ধুর মতো মানুষের কাজ দেশের উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ— মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ১০ : জনাব তপন সাহেব একজন কারখানা মালিক। তিনি সাভারে ৩০ কোটি টাকা মূল্যের একটি কারখানা স্থাপন করলেন। উক্ত কারখানার লভ্যাংশ দিয়ে তিনি তৈরি পোশাক শিল্পের কারখানা গড়ে তুললেন এবং সেখান থেকে তৈরি পোশাক ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে রপ্তানি শুরু করলেন।
ক. SAFTA এর পূর্ণরূপ ইংরেজিতে লিখ।
খ. ক্ষুদ্র শিল্প কী? ব্যাখ্যা কর।
গ. মি. তপনের কারখানাটি কোন ধরনের এবং এর গুরুত্ব ব্যাখ্যা কর।
ঘ. “বাংলাদেশ একটি সম্ভাবনাময় মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছে”– উক্তিটি বিশ্লেষণ কর।
সকল অধ্যায়ের আলাদা সাজেশন ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করো।
►► অধ্যায় ১ : বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম
►► অধ্যায় ২ : বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র
►► অধ্যায় ৩ : পরিবারে শিশুর বেড়ে ওঠা
►► অধ্যায় ৪ : বাংলাদেশের অর্থনীতি
►► অধ্যায় ৫ : বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক
►► অধ্যায় ৬ : বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা
►► অধ্যায় ৭ : বাংলাদেশের জলবায়ু
►► অধ্যায় ৮ : বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি
►► অধ্যায় ৯ : বাংলাদেশে প্রবীণ ব্যক্তি ও নারী অধিকার
►► অধ্যায় ১০ : বাংলাদেশের সামাজিক সমস্যা
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ৭ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্ন ৪র্থ অধ্যায় ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post