৪র্থ অধ্যায় আইসিটি নবম দশম শ্রেণি বহুনির্বাচনি প্রশ্ন : মানুষ তার কল্পনাকে অন্যের কাছে তুলে ধরতে একটা মাধ্যম হিসেবে লেখাকে ব্যভহার করে। লেখালেখি ছাড়াও দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের ছোট-বড় হিসাব করতে হয়। বাজারের হিসাব, বাসা ভাড়ার হিসাব, পরীক্ষার ফলাফল প্রস্তুত ইত্যাদি। আমাদের লেখালেখি ও হিসাবের এ কাজগুলো করা এক সময় কষ্টসাধ্য ছিল।
কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে এ কাজগুলো করার জন্য এখন আমাদের হাতের নাগালে রয়েছে অনেক ধরনের সফটওয়্যার। এসব সফটওয়্যারকে বলা হয় অফিস সফটওয়্যার। আমাদের ডেস্কটপ, ল্যাপটপ বা স্মার্টফোনে এ সফটওয়্যারগুলো ব্যবহার করা যায়।
লেখালেখির জন্য রয়েছে ওয়ার্ড প্রসেসর আর লেখালেখির জন্য রয়েছে স্প্রেডশিট এনলাইসিস সফটওয়্যার। ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে নির্ভুলভাবে লেখালেখি, সাথে সাথে ভুল সংশোধন, সম্পাদনা, নানাভাবে লেখাকে উপস্থাপন করা, ছবি, গ্রাফ, টেবিল, চার্ট ইত্যাদি সংযোজনসহ আরও নানা সুবিধা পাওয়া যায়।
৪র্থ অধ্যায় আইসিটি নবম দশম শ্রেণি বহুনির্বাচনি প্রশ্ন
১. ওয়ার্ড প্রসেসিং-এর বাংলা অর্থ কী?
ক. বর্ণ প্রক্রিয়াকরণ
খ. শব্দ প্রক্রিয়াকরণ
গ. অর্থ শব্দ প্রক্রিয়াকরণ
ঘ. প্রসেস করা
২. লেখালেখির কাজ করাকে কী বলা হয়?
ক. ওয়ার্ড
খ. ওয়ার্ড প্রসেসিং
গ. স্প্রেডশিট এনলাইসিস
ঘ. মাইক্রোসফট অফিস
৩. নিচের কোনটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম?
ক. মাইক্রোসফট একসেস
খ. মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট
গ. মাইক্রোসফট এক্সেল
ঘ. মাইক্রোসফট ওয়ার্ড
৪. নিচের কোনটি মানুষের মনের ভাব প্রকাশ করে?
ক. লেখালেখি করা
খ. বই পড়া
গ. ঘুড়ে বেড়ানো
ঘ. গান শোনা
৫. বহুপূর্বে লেখালেখির কাজে কোনটি ব্যবহার করা হতো?
ক. ওয়ার্ড প্রসেসর
খ. টাইপরাইটার
গ. কম্পিউটার
ঘ. লোটাস ১, ২, ৩
৬. ওয়ার্ড প্রসেসরের সবচেয়ে বড় সুবিধা কী?
ক. লেখালেখি
খ. ছবি সংযোজন
গ. এডিটিং
ঘ. সেভ করা বা সংরক্ষণ
৭. নিচের কোন কাজটি ওয়ার্ড প্রসেসরে করা যায়?
ক. লেখা পরিবর্তন
খ. লেখা সংশোধন
গ. লেখা সরানো
ঘ. সবগুলো
৮. ওপেন অফিস রাইটার কী ধরনের প্রোগ্রাম?
ক. ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম
খ. স্প্রেডশিট প্রোগ্রাম
গ. হিসাব-নিকাশের প্রোগ্রাম
ঘ. ডেটাবেজ প্রোগ্রাম
৯. কোনো কিছু লেখার কাজের মানে হলো-
ক. কল্পনার জগতকে বাস্তবে নিয়ে আসা
খ. কল্পনার জগতে বসবাস করা
গ. ডকুমেন্ট তৈরি করা
ঘ. উপরের সবগুলো
১০. কম্পিউটারে তথ্য গ্রহণ ও উপস্থাপনে সাহায্য করে কোনটি?
ক. ওয়ার্ড প্রসসর
খ. মোবাইল
গ. আউটলুক
ঘ. কী-বোর্ড
১১. আধুনিক অফিস ব্যবস্থাপনায় অপরিহার্য কোনটি?
ক. ওয়ার্ড প্রসেসর
খ. ফাইল ব্যবস্থাপনা
গ. অফিস অটোমেশন
ঘ. কম্পিউটার ব্যবহার
১২. অফিস বাটন থাকে নিচের কোন সফটওয়্যারে?
ক. ইয়াহু
খ. ওয়ার্ড প্রসেসর
গ. ইলাস্ট্রেটর
ঘ. ফটোশপ
১৩. ওয়ার্ড প্রসেসরে নিউ অপশনটি কোন বাটনে থাকে?
ক. হোম
খ. ইনসার্ট
গ. রেফারেন্স
ঘ. অফিস বাটন
১৪. ফোন্ট বলা হয় কোনটিকে?
ক. লেখার আকারকে
খ. লেখার সাইজকে
গ. বিভিন্ন স্টাইলের অক্ষরকে
ঘ. লেখার ধরনেকে
১৫. লেখালেখির সাজসজ্জায় প্রথম বিষয় কোনটি?
ক. বানান সংশোধন
খ. ফন্ট নির্ধারণ করা
গ. ফন্ট সাইজ নির্ধারণ
ঘ. ফন্টের রং নির্ধারণ
১৬. বাংলা কাজ করার জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার করা হয়?
ক. অপটিমা
খ. চন্দ্রবিন্দু
গ. অভ্র
ঘ. অনির্বাণ
১৭. ওয়ার্ডে কোন ধরনের ফন্ট ব্যবহার করা যায়?
ক. বাংলা
খ. ইংরেজি
গ. আরবি
ঘ. সবগুলো
১৮. ওয়ার্ডে বিভিন্ন ধরনের ফন্টের নাম কিভাবে সজ্জিত থাকে?
ক. মেনু বারে
খ. রিবনে
গ. ড্রপ ডাউন বক্সে
ঘ. ট্যাবে
১৯. টেবিলে কী থাকে?
ক. কলাম
খ. সারি
গ. ডেটা
২০. স্প্রেডশিট শতকরা নির্ণয় করা যায় কিসের সাহায্যে?
ক. Trig এর সাহায্যে
খ. সূত্রের সাহায্যে
গ. ফাংশনের সাহায্যে
ঘ. স্ট্রং ফাংশনের সাহায্যে
►► আইসিটি : ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
►► আইসিটি : ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
►► আইসিটি : ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
►► আইসিটি : ৪র্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
►► আইসিটি : ৫ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
►► আইসিটি : ৬ষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
SSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post