সপ্তম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় : আখলাক আরবি শব্দ। এর অর্থ চরিত্র, স্বভাব, আচার-আচরণ, ব্যবহার ইত্যাদি। মানুষের দৈনন্দিন আখলাক। এককথায় মানবচরিত্রের সব দিকই আখলাকের অন্তত । মানবচরিত্রের সৎ ও অসৎ দিকগুলোর বিচারে আখলাককে দুই ভাগে ভাগ করা যায়। আখলাকে হামিদাহ্ প্রশংসনীয় আচরণ এবং আখলাকে যামিমাহ্ নিন্দনীয় আচরণ।
সপ্তম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায়
১. শিল্পপতি জামিল সাহেব তাঁর গার্মেন্টসে কর্মচারীদের যথাসময়ে উপযুক্ত পারিশ্রমিক পরিশোধ করেন। তিনি সততার সাথে কাজ করতে এই বলে সতর্ক করে দেন, যেন তার কারখানায় তৈরি পোশাকে কোনোরকম সমস্যা না থাকে। কাপড় কম দেওয়া বা সেলাইয়ে সুতা যেন খারাপ না হয়। তারপরেও এক কর্মচারী ইচ্ছাকৃতভাবে কাপড় কম দিয়ে পোশাক তৈরি করে। ঐ কর্মচারী কাপড় কম দেওয়ার বিষয়টি গোপন রাখে। এতে জামিল সাহেবের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। ফলে জামিল সাহেব ঐ কর্মচারীর বেতন বন্ধ করে দেন। একপর্যায়ে সামান্য বেতনের ঐ কর্মচারীর পরিবারের সমস্যার কথা বুঝালে জামিল সাহেব কর্মচারীকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেন।
ক. ক্ষমা এর আরবি প্রতিশব্দ কী?
খ. শ্রমের মর্যাদা বলতে কী বোঝায়?
গ. জামিল সাহেবের সর্বশেষ আচরণে যে গুণটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
ঘ. ‘সংশ্লিষ্ট কর্মচারীর কর্মকা- একটি সামাজিক অপরাধ’- মন্তব্যটি বিশ্লেষণ কর।
২. জহির সাহেব একজন চরিত্রবান লোক। রজব মিয়া তাঁর বাড়িতে মাসিক দুই হাজার টাকা বেতনে কাজ করে টাকাগুলো জহির সাহেবের নিকটই জমা রাখেন। এভাবে দু’বছর কাজ করার পর ঢাকা শহরে বেড়াতে এসে নিখোঁজ হন। এ অবস্থায় জমানো টাকা দিয়ে জহির সাহেব তার এলাকায় এক বিঘা জমি ক্রয় করে রজব মিয়ার নামে কওলা করেন। দীর্ঘ দশ বছর পরে রজব মিয়া জহির সাহেবের বাড়িতে ফিরে আসলে, জহির সাহেব তাঁর জমির দলিল হাতে দিয়ে জমি বুঝিয়ে দেন। অপর দিকে আরমান সাহেবের ড্রাইভার রমিজ মিয়া বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি করে আরমান সাহেবের নিকট দুই লাখ টাকা দেন। আরমান সাহেব তাকে বিদেশে পাঠানোর কথা বলে একটি জাল ভিসা তৈরি করে দেন। রমিজ মিয়া এর মাধ্যমে বিদেশে যেতে ব্যর্থ হয়ে টাকা ফেরত চাইলে আরমান সাহেব বলেন, তোমাকে ভিসা দেওয়া হয়েছে, কাজেই তুমি বিদেশে যেতে না পারার দায়ভার আমি বহন করব না।
ক. কিসে মনের শান্তি নষ্ট হয়?
খ. আখলাকে যামিমা বলতে কী বোঝায়?
গ. জহির সাহেবের কাজটির মাধ্যমে কোন বিষয়টি রক্ষা পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ড্রাইভার রমিজ মিয়ার সাথে আরমান সাহেবের আচরণ বিশ্লেষণ কর।
৩. মান্নানের অভ্যাস মিথ্যা বলা, গালি দেয়া, অন্যের গচ্ছিত রাখা সম্পদ আত্মসাৎ করা। মান্নানের পিতা তার এ ধরনের আচরণে ব্যথিত। তার পিতা তাকে একদিন ডেকে বলল- তোমার এরূপ কর্মকা- ঠিক নয়। এরপর এ হাদিসটি শুনান, “তোমাদের মধ্যে সে ব্যক্তিই আমার নিকট অধিক প্রিয়, যার চরিত্র সর্বোত্তম”।
ক. আমানত অর্থ কী?
খ. আখলাকে হামিদাহ কাকে বলে?
গ. মান্নানের আচরণ কীসের পরিপন্থী? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের হাদিসের আলোকে আখলাকে হামিদাহর তাৎপর্য বিশ্লেষণ কর।
৪. মক্কায় ইসলাম প্রচারকালীন আমাদের মহানবি (স.)-এর উপর কাফিররা অত্যাচারের স্টিমরুলার চালিয়ে দেয়। তারা মহানবি (স.)-এর নামে কুৎসা রটনা করে। তারা তাঁকে অত্যাচারী সাজায়। এসব কথা শুনে এক বুড়ি মহানবি (স.)-এর অত্যাচারের ভয়ে মক্কা থেকে পালিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মহানবি (স.)-এর সাথে তার দেখা হয়। তিনি তার বিরাট বোঝা নিজের মাথায় তুলে নেন।
ক. শালিনতা অর্থ কী?
খ. পরোপকার করতে হবে কেন?
গ. উদ্দীপকে কোন গুণটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত গুণটির তাৎপর্য বিশ্লেষণ কর।
৫. জামিল একটি কোম্পানিতে চাকরি করেন। তার কর্মদক্ষতার কারণে কোম্পানি অনেক লাভবান হয় এবং তাকে পদোন্নতি দেয়। এতে তার সহকর্মী এলিনা হিংসা করতে থাকে। তার বিরোধিতা করে মিথ্যা বদনাম রটিয়ে দেয়। জামিল অত্যন্ত ধৈর্যের সাথে এ পরিস্থিতির মোকাবিলা করেন। পাশাপাশি এলিনার সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হন। এতে এলিনা আরও ক্ষেপে যায়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে এলিনাকে চাকরি থেকে অব্যাহতি দেয়।
ক. ক্ষমা শব্দের অর্থ কী?
খ. প্রতারণা কাকে বলে?
গ. জামিলের আচরণে কোন গুণটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. এলিনার কর্মকা-ের পরিণতি পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
৬. জুমার নামায আদায় করতে সজিব মসজিদে গেল। ইমাম সাহেব বললেন- এক পাপী মহিলা একটি বিড়াল ছানাকে বাঁচানোর কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তিনি আরও বলেন, পৃথিবীতে যত প্রাণী ও জীব আছে প্রত্যেকের প্রতি আমাদের সদয় হতে হবে। কাউকে কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না।
ক. ক্রোধ অর্থ কী?
খ. আমরা কেন সৃষ্টির সেবা করব?
গ. ইমাম সাহেবের আলোচিত বিষয়টি ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর উক্ত বিষয়টির তাৎপর্য অপরিসীম? মতামত দাও।
৭. মহানবি (স.) হিজরতের রাতে ঘর থেকে বের হয়ে যান। ঘাতকবেষ্টিত বিছানায় হযরত আলি (রা.) কে রেখে বললেন, ‘‘আমার নিকট মানুষের গচ্ছিত সম্পদ রয়েছে। সেগুলো তাদের নিকট যথাযথভাবে পৌঁছে দিও।’’ হযরত আলি (রা.) মহানবি (স.)-এর অসিয়ত অনুযায়ী প্রকৃত মালিকদের নিকট গচ্ছিত অর্থ পৌঁছে দিয়েছিলেন।
ক. কার পূর্ণ ইমান থাকে না?
খ. আমানত রক্ষা করা প্রয়োজন কেন?
গ. উদ্দীপকে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে আলোচিত বিষয়টি ইসলামে গুরুত্ববহ। মতামতসহ বিশ্লেষণ কর।
৮. বাংলাদেশের জাতীয় গণমাধ্যমে মাঝে মাঝে সংবাদ আসে শ্রমিক অসন্তোষ। এর প্রকৃত কারণ হলো শ্রমিকরা তাদের প্রাপ্য ঠিকভাবে পায় না। এতে শ্রমিকরা কাজ থেকে বিরত থাকে। অথচ হাদিসে মহানবি (স.) বলেছেন- “মজুরের মজুরি তার ঘাম শুকানোর আগেই পরিশোধ করে দাও।”
ক. আমানত অর্থ কী?
খ. সৃষ্টির সেবা বলতে কী বোঝ?
গ. জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়বস্তু ইসলামের দৃষ্টিতে কীরূপ? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত হাদিসটির তাৎপর্য বিশ্লেষণ কর।
৯. হারুন মিয়া ও সোহানুর রহমান একে অন্যের প্রতিবেশী। সোহানুর রহমানের গাভী হারুন মিয়ার বাগানের গাছপালা নষ্ট করে। এতে হারুন মিয়া ও সোহানুর রহমানের মধ্যে তুমুল ঝগড়ার সৃষ্টি হয়। বিষয়টি এলাকার বিজ্ঞ আলেম আবুল ফাতাহ জানতে পারলে, তিনি হারুন মিয়াকে বোঝান এবং বলেন, মহানবি (স.) ছিলেন ক্ষমার মূর্তপ্রতীক। অতঃপর হারুন মিয়া সোহানুর রহমানকে মাফ করে দেন।
ক. আমানত অর্থ কী?
খ. অপরাধীকে ক্ষমা করতে হবে কেন?
গ. হারুন মিয়ার আচরণে কোন গুণটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘মহানবি (স.) ছিলেন উক্ত গুণের মূর্তপ্রতীক’ বিশ্লেষণ কর।
১০. ফরমান প্রভাবশালী ব্যক্তি। বিদেশে পাঠানোর কথা বলে এক প্রতিবেশীর নিকট থেকে এক লক্ষ টাকা নেয়। পরে একটি জাল ভিসা তৈরি করে দেয়। ঐ ভিসা দিয়ে বিদেশে যেতে ব্যর্থ হয়ে প্রতিবেশী তার টাকা ফেরত চায়। এতে ফরমান তার প্রতি রাগ হয়ে তাকে গালি দেয়। অন্যদিকে তার ছেলে গার্লস স্কুলের সামনে গিয়ে মেয়েদের উত্ত্যক্ত করে। এ বিষয়ে তাকে বললে সে বলে এমনিতেই ঠিক হয়ে যাবে।
ক. কেমন স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না?
খ. আমানত রক্ষা করা প্রয়োজন কেন?
গ. ফরমানের চরিত্রে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর ফরমানের এ আচরণগুলো মানুষের ব্যক্তি ও সমাজজীবনকে কলুষিত করবে? মতামত দাও।
১১. হাসিব সপ্তম শ্রেণিতে পড়ে। তার বাবা লেখাপড়া না জানা মানুষ। অপরের উন্নতি দেখে তার বাবা জ্বলেপুড়ে মরে এবং তার ক্ষতি সাধনে লেগে থাকে। এ কারণে তাকে কেউ ভালোবাসে না। সমাজের লোকেরা তাকে এড়িয়ে চলে।
ক. সন্তানের জান্নাত কীসের ওপর নির্ভর করে?
খ. পরোপকার করতে হবে কেন?
গ. হাসিবের বাবার আচরণে কোনটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. ব্যক্তি ও সমাজজীবনে উক্ত বিষয়টির প্রভাব বিশ্লেষণ কর।
১২. একটি মেডিকেল কলেজ হাসপাতালের এক জ্যেষ্ঠ নার্সকে পিটিয়ে গুরুতর আহত করেছেন একই হাসপাতালের এক শিক্ষানবিস চিকিৎসক। আহত নার্সকে ওই হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করে। [সূত্র : বাংলাদেশ প্রতিদিন ২০১৪]
ক. আল-হিরসু শব্দের অর্থ কী?
খ. প্রতারণা বলতে কী বোঝ?
গ. শিক্ষানবিস চিকিৎসকের আচরণে কীসের বহিঃপ্রকাশ ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ. বর্তমান প্রেক্ষাপটের আলোকে উক্ত বিষয়ের কুফল বিশ্লেষণ কর।
১৩. তিনজন লোক এক পাহাড়ের গুহায় একটি গুপ্তধনের সন্ধান পায়। গুপ্তধন নিয়ে আসার সময় তারা ক্ষুধা অনুভব করলে একজনকে খাদ্য আনার জন্য দোকানে পাঠায়। তারপর তারা দুইজন যুক্তি করে যে, তৃতীয় ব্যক্তি খাদ্য নিয়ে আসার সাথে সাথে তাকে হত্যা করে তার গুপ্তধন আমরা দুইজনে নিয়ে নেব। তৃতীয়জন খাদ্য কিনে খাদ্যের মধ্যে বিষ মিশিয়ে নিয়ে আসামাত্র দুইজনে মিলে তৃতীয়জনকে হত্যা করে। বাকী দুইজনের মধ্যে যে বেশি শক্তিশালী সে দুর্বল ব্যক্তিকে হত্যা করে। এরপর সে খাদ্য একাই খেতে বসে পুরোটা খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ক. ক্রোধ শব্দের অর্থ কী?
খ. মানুষ হিংসা-বিদ্বেষ করে কেন?
গ. উদ্দীপকের তিন ব্যক্তির চরিত্রে কোনটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. মানবজীবনে উক্ত বিষয়ের কুফল বিশ্লেষণ কর।
১৪. রায়হান সপ্তম শ্রেণির ছাত্র। একদিন তার মা হামিদাবানু দুধের মধ্যে পানি মিশিয়ে রায়হানকে বাজারে বিক্রির জন্য পাঠাতে চাইলে রায়হান তার মাকে বলল, দুধে পানি মিশিয়ে বিক্রি করলে গুনাহ হয়। এটি মিথ্যার শামিল এবং একটি সামাজিক অপরাধ।
ক. পিতামাতার অবাধ্য হওয়া কেমন অপরাধ।
খ. আখলাকে যামিমা কাকে বলে?
গ. উদ্দীপকে হামিদাবানুর কর্মকাণ্ডে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘এটি মিথ্যার শামিল এবং একটি সামাজিক অপরাধ’- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
১৫. সুজার পিতা-মাতা বৃদ্ধ। সে তার পিতা-মাতাকে দেখা শুনা করে না। সুজার আর কোনো ভাই-বোন না থাকায় পিতা-মাতার ঠাঁই আর কোথাও হয় না। একদিন সুজার শ্বশুর-শাশুড়ি তার বাসায় বেড়াতে আসে। তাদের আপ্যায়নের জন্য সুজা ভালো খাবারের আয়োজন করে। সুজার মা বেড়ার ফাঁক দিয়ে দেখে সুজা নিজ হাতে ভালো খাবারগুলো শ্বশুর-শাশুড়ির প্লেটে উঠিয়ে দিচ্ছে। এ দৃশ্য দেখে সুজার মা চোখের পানি ফেলে মনে মনে বলে “ছেলে যদি জানতাম তুই এমন ব্যবহার করবি তাহলে তোকে পেটে বহন করতাম না”।
ক. খিদমতে খালক অর্থ কী?
খ. পরোপকার বলতে কী বোঝায়?
গ. সুজার আচরণে কোনটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর সুজার পরকালীন পরিণতি অত্যন্ত ভয়াবহ? মতামত দাও।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে সপ্তম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। এছাড়াও ৭ম শ্রেণির অন্যান্য বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন রয়েছে কোর্সটিকায়। যা তোমরা বিনামূল্যে পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post