৫ম অধ্যায় আইসিটি নবম দশম শ্রেণি বহুনির্বাচনি প্রশ্ন : মাল্টিমিডিয়া হলো মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয়। আমরা অন্তত তিনটি মাধ্যম বা মিডিয়া ব্যবহার করে নিজেদেরকে প্রকাশ করি। বর্ণ, চিত্র এবং শব্দ নামের এই মাধ্যমগুলোর বিভিন্ন রূপও রয়েছে। এই তিনটি মাধ্যম তাদের বিভিন্ন রূপ নিয়ে কখনো আলাদাভাবে, কখনো একসাথে আমাদের সামনে আবির্ভূত হয়। টেলিভিশন, ভিডিও, সিনেমাকে আমরা মাল্টিমিডিয়া বলতে পারি। আবার ভিডিও গেমস, শিক্ষামূলক সফটওয়্যার বা ওয়েবপেজকে আমরা ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া বলতে পারি।
মাল্টিমিডিয়া সচরাচর ডিজিটাল যন্ত্রের সহায়তায় ধারণ বা পরিচালন করা যায়। এটি সরাসরি মঞ্চে প্রদর্শিত হতে পারে বা অণ্যরূপে সরাসরি সম্প্রচারিতও হতে পারে। মাল্টিমিডিয়া বিষয়বস্তু ধারণ ও পরিচালনা করার কোনো কোনো ইলেকট্রনিক যন্ত্রকেও কখনো কখনো মাল্টিমিডিয়া নামে চিহ্নিত করা হয়ে থাকে। কোনো একটি কর্মকাণ্ডে তিনটি মাধ্যমকেই একসাথে ব্যভহার করাকে মাল্টিমিডিয়া বলি। বর্তমান সময়ের দুটি গুরুত্বপূর্ণ মাল্টিমিডিয়া হলো- এডোবি ফটোশপ ও এডোবি ইলাস্ট্রেটর।
৫ম অধ্যায় আইসিটি নবম দশম শ্রেণি বহুনির্বাচনি প্রশ্ন
১. মাল্টিমিডিয়া কী
ক. মাধ্যম
খ. শব্দ
গ. এক মাধ্যম
ঘ. বহু মাধ্যম
২. কোনটি মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয়?
ক. ইঙ্গিত
খ. মিডিয়া
গ. ছবি
ঘ. মাল্টিমিডিয়া
৩. নিচের কোনটি মাল্টিমিডিয়া?
ক. টেলিভিশন
খ. সিনেমা
গ. ওয়েবপেজ
ঘ. সবগুলো
৫. কোনটি অন্যটি থেকে পৃথক?
ক. সিনেমা
খ. ভিডিও
গ. টেলিভিশন
ঘ. রেডিও
৬. ভিডিও গেমস কী ধরনের মাল্টিমিডিয়া?
ক. ননঅ্যাকটিভ মাল্টিমিডিয়া
খ. মাল্টিমিডিয়া নয়
গ. সফটওয়্যার
ঘ. ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া
৭. বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র কোনটি?
ক. কম্পিউটার
খ. রেডিও
গ. মোবাইল
ঘ. টেলিভিশন
৮. নিচের কোনটি কম্পিউটারের কাজ?
ক. লেখালেখি করা
খ. তথ্য প্রক্রিয়াকরণ
গ. চিত্রের ব্যবহার
ঘ. সবগুলো
৯. কোনটিতে ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়ার অভিজ্ঞতা পাওয়া যায়?
ক. রেডিও
খ. কম্পিউটার
গ. টেলিফোন
ঘ. টেলিভিশন
১০. কালক্রমে কম্পিউটারে কোন দুটি মিডিয়া যুক্ত হয়?
ক. ভাষা ও বর্ণ
খ. শব্দ ও বর্ণ
গ. চিত্র ও বর্ণ
ঘ. চিত্র ও শব্দ
১১. ভিডিও মূলত কী ধরনের গ্রাফিক্স?
ক. স্থির
খ. টেক্সট
গ. চলমান
ঘ. শব্দ
১২. ভিডিও কার্যত এক ধরনের-
ক. গ্রাফিক্স
খ. টেক্সট
গ. বর্ণ
ঘ. স্থির গ্রাফিক্স
১৩. বর্তমানে টেক্সটের যাবতীয় কাজ কোন যন্ত্রে করা হয়?
ক. টাইপরাইটার
খ. ফটোটাইপসেটার
গ. কম্পিউটার
ঘ. স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর
১৪. নিচের কোনটি চিত্র?
ক. মোবাইল ফোন
খ. রেডিও
গ. ট্যাবলেট
ঘ. গ্রাফিক্স ডিজাইন
১৫. কোনটি গ্রাফিক্সের একটি রূপ?
ক. কম্পিউটার
খ. মোবাইল
গ. ইলেকট্রনিক মিডিয়া
ঘ. সিনেমা
১৬. কোন চিত্রটি দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক হতে পারে?
ক. অডিও
খ. এনিমেশন
গ. বর্ণ
ঘ. সফটওয়্যার
১৭. বিজ্ঞাপন তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
ক. এনিমেশন
খ. ওয়ার্ড
গ. বর্ণ
ঘ. ফটোশপ
১৮. মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার করা হয় কখন?
ক. নব্বই শতকে
খ. একুশ শতকে
গ. ষাটের শতকে
ঘ. আশির শতকে
১৯. চলচ্চিত্রের উদ্ভব হয়েছে কত শতকে?
ক. আঠারো
খ. উনিশ
গ. বিশ
ঘ. একুশ
২০. পাওয়ারপয়েন্ট স্লাইড এ টেক্সট কোথায় লিখতে হয়?
ক. লেআউটে
খ. টেক্সট বক্সের ভিতরে
গ. থাম্বনেইলে
ঘ. মেনু বারে
►► আইসিটি : ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
►► আইসিটি : ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
►► আইসিটি : ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
►► আইসিটি : ৪র্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
►► আইসিটি : ৫ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
►► আইসিটি : ৬ষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
SSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post