৫ম শ্রেণির ইসলাম শিক্ষা ১ম অধ্যায় বর্ণনামূলক প্রশ্ন উত্তর : পশুপাখি ও জীবজন্তু ঘাস, লতাপাতা, পোকামাকড় ইত্যদি খায়। আবার গাছপালা ও লতাপাতা মাটির নিচ থেকে তাদের শিকড় দিয়ে রস শুষে নেয়, পাতার সাহায্যে সূর্যের আলো থেকে খাদ্য প্রস্তুত করে। মানুষসহ পশুপাখি ও জীবজন্তু শ্বাস নেয় ও শ্বাস ফেলে। শ্বাস ফেলার সময় শ্বাসের সাথে আমাদের দেহ হতে কার্বন ডাইঅক্সাইড নামক এক প্রকার বিষাক্ত পদার্থ বের হয়।
গাছপালা ও লতাপাতা এ বিষাক্ত পদার্থ খাদ্য তৈরির উপাদান হিসেবে গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। আমরা শ্বাস নেওয়ার সময় সেই অক্সিজেন গ্রহণ করি। নদনদী, খালবিল, এমনকি গভীর সাগরে যে অসংখ্য মাছ ও অন্য জলজ প্রাণী রয়েছে তাদের জন্যও তিনি পানির নিচে শেওলা ও অন্যান্য খাদ্য সৃষ্টি করে দিয়েছেন। তারা তা খেয়ে বেঁচে থাকে। এভাবে মহান আল্লাহ তায়ালা সারাবিশ্বের সকল সৃষ্টিকে লালনপালন করেন।
৫ম শ্রেণির ইসলাম শিক্ষা ১ম অধ্যায় বর্ণনামূলক প্রশ্ন উত্তর
ঙ. বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর:
১. আল্লাহ তায়ালা সম্পর্কে জানা ও ইমান আনার জন্য আমাদের কী কী জানা জরুরি?
উত্তর: আল্লাহ তায়ালা সম্পর্কে জানা ও ইমান আনার জন্য আমাদের যেসব বিষয় জানা জরুরি তা হলো—১. আল্লাহ তায়ালার অস্তিত্ব, ২. আল্লাহ তায়ালার গুণাবলি, ৩. আল্লাহ তায়ালার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার সঠিক পথ, ৪. আল্লাহ তায়ালার পছন্দনীয় কাজ, যা আমরা করব ৫. আল্লাহ তায়ালার অপছন্দনীয় কাজ, যা থেকে আমরা দূরে থাকব; ৬. আল্লাহর ইচ্ছার বিরোধী পথে চলার পরিণাম, ৭. আল্লাহর আদেশ মেনে চলার পুরস্কার লাভের উদ্দেশ্যে কবর, কিয়ামত, হাশর, মিযান, জান্নাত ও জাহান্নাম সম্পর্কে জানা।
২. মুমিন কাকে বলে? ইমানের ফল কী?
উত্তর: ইসলামি পরিভাষায় যে ব্যক্তি আল্লাহর একত্ব, তাঁর গুণাবলি, তাঁর বিধান এবং তাঁর পুরস্কার ও শাস্তি সম্পর্কে জানে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন।
ইমানের ফল: ইমানের ফল হলো মানুষকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে তোলা। একজন মানুষ যখন ইমান আনেন তখন তিনি মুমিন হিসেবে জীবনযাপন শুরু করেন। ইমানের দাবি অনুযায়ী মুমিন সবকিছুই করেন ইমানদারীর সাথে। একজন ইমানদার ব্যক্তিকে সবাই ভালোবাসে, সম্মান করে। তার ওপর আল্লাহর রহমত বর্ষিত হয়।
৩. সারা বিশ্বের পালনকর্তা কে? তাঁর লালনপালনের একটি বর্ণনা দাও।
উত্তর: আল্লাহ তায়ালা তাঁর সকল সৃষ্টিকে লালনপালন করেন। আমরা ভাত, মাছ, গোশত, নানারকম ফলমূল ও শাকসবজি খাই। আর পশুপাখি ও জীবজন্তু ঘাস, লতাপাতা, পোকামাকড় ইত্যদি খায়। আবার গাছপালা ও লতাপাতা মাটির নিচ থেকে তাদের শিকড় দিয়ে রস শুষে নেয়, পাতার সাহায্যে সূর্যের আলো থেকে খাদ্য প্রস্তুত করে। মানুষসহ পশুপাখি ও জীবজন্তু শ্বাস নেয় ও শ্বাস ফেলে।
শ্বাস ফেলার সময় শ্বাসের সাথে আমাদের দেহ হতে কার্বন ডাইঅক্সাইড নামক এক প্রকার বিষাক্ত পদার্থ বের হয়। গাছপালা ও লতাপাতা এ বিষাক্ত পদার্থ খাদ্য তৈরির উপাদান হিসেবে গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। আমরা শ্বাস নেওয়ার সময় সেই অক্সিজেন গ্রহণ করি। নদনদী, খালবিল, এমনকি গভীর সাগরে যে অসংখ্য মাছ ও অন্য জলজ প্রাণী রয়েছে তাদের জন্যও তিনি পানির নিচে শেওলা ও অন্যান্য খাদ্য সৃষ্টি করে দিয়েছেন। তারা তা খেয়ে বেঁচে থাকে। এভাবে মহান আল্লাহ তায়ালা সারাবিশ্বের সকল সৃষ্টিকে লালনপালন করেন।
৪. আল্লাহ তায়ালার ৫টি গুণের নাম বাংলা অর্থসহ আরবিতে লেখ।
উত্তর: আল্লাহ তায়ালার ৫টি গুণের নাম বাংলা অর্থসহ আরবিতে লেখা হলো:
আল্লাহ’র গুণের নাম আরবিতে অর্থসমূহ
আল্লাহু গাফুরুন—ﺍﷲ ﻏﻔﻮﺮ—আল্লাহ অতিক্ষমাশীল
আল্লাহু হালিমুন—ﺍﷲ ﺤﻠﻴﻢ—আল্লাহ অতিসহনশীল
আল্লাহু সামিউন—ﺍﷲ ﺴﻤﻴﻊ—আল্লাহ সর্বশ্রোতা
আল্লাহু বাসিরুন—ﺍﷲ ﺑﺼﻴﺮ—আল্লাহ সর্বদ্রষ্টা
আল্লাহু কাদিরুন—ﺍﷲ ﻘﺪﻴﺮ—আল্লাহ সর্বশক্তিমান
৫. আল্লাহ ক্ষমাশীল তা বুঝিয়ে লেখ।
উত্তর: মানুষ শয়তানের প্ররোচনায় অন্যায় করে ফেলে। পাপকর্ম করে বসে। তখন যদি সে অনুতপ্ত হয়, ভুল স্বীকার করে, পাপ কাজ থেকে ফিরে আসে, আল্লাহ তায়ালার কাছে আন্তরিকভাবে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। কেননা আল্লাহ অতি ক্ষমাশীল। আল্লাহ তায়ালা বলেন, “হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হয়ো না। আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু”। আমাদের ভুল হলে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন।
৬. নবি-রাসুলগণের শিক্ষার মূল কথাগুলো কী কী?
উত্তর: নবি-রাসুলগণের শিক্ষার মূল কথাগুলো হলো:
১. তাওহিদ: আল্লাহ এক। তাঁর কোনো শরিক নেই।
২. রিসালাত: আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানো।
৩. দীন: আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা সম্পর্কে মানুষকে জানানো।
৪. আখলাক: চারিত্রিক গুণ ও ভালো ব্যবহারের নিয়ম-কানুন শিক্ষা দান।
৫. শরিয়ত: হালাল-হারাম ও জায়েজ-নাজায়েজের শিক্ষা প্রদান।
৬. আখিরাত: মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে জানানো।
৭. আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী কী?
উত্তর: আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো:
১. কবর: কবর হলো আখিরাতের প্রথম ধাপ। কবরে দুজন ফেরেশতা আসেন এবং মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করেন। পৃথিবীতে যারা পাপ কাজ থেকে বিরত রয়েছে, তারা কবরের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। তাদের জন্য কবর হবে আরাম ও শান্তিময় স্থান। আর যারা পাপী, তারা সঠিক উত্তর দিতে পারবে না। তাদের জন্য কবর হবে আজাবের স্থান।
২. কিয়ামত: আল্লাহ তায়ালা একদিন বিশ্বজগৎ এবং এর ভিতরের সবকিছু ধ্বংস করে দেবেন। এ দিনটির নাম হলো কিয়ামত।
৩. হাশর: বিশ্বজগৎ ধ্বংস হওয়ার অনেক বছর পর আল্লাহ তায়ালা সবাইকে পাপ-পুণ্যের বিচারের জন্য পুনরায় জীবিত করে তাঁর সামনে হাজির করবেন। একে বলা হয় হাশর।
৪. মিযান: হাশরের দিন আমাদের পাপ-পুণ্যের আমলনামা ওজন করা হবে। যার দ্বারা ওজন করা হবে তাকে বলে মিযান।
৫. জান্নাত ও জাহান্নাম: জান্নাত হলো চিরসুখের স্থান। পৃথিবীতে যারা ইমানদার ও ভালো ছিল, তারা চিরদিনের জন্য সেখানে বাস করবে। পক্ষান্তরে জাহান্নাম হলো চিরস্থায়ী কষ্টের স্থান। পৃথিবীতে যারা ইমান আনেনি ও ভালো কাজ করেনি, তারা সেখানে চিরদিন বাস করবে।
৮. একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত—এ সম্পর্কে ১০টি বাক্য লেখ।
উত্তর: একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত এ সম্পর্কে ১০টি বাক্য নিচে দেওয়া হলো:
১. একজন মুসলিমের চরিত্রে থাকবে আল্লাহ তায়ালার ভয়।
২. একজন মুসলিম হবে আমানতদার।
৩. মুসলিম মন্দ চিন্তা থেকে তার মনকে মুক্ত রাখবে।
৪. কানকে দূরে রাখবে অসৎ আলোচনা থেকে।
৫. কারো প্রতি কুদৃষ্টি দেওয়া থেকে চোখকে হিফাজত করবে।
৬. জিহ্বাকে হেফাজত করবে মিথ্যা কথা বলা থেকে।
৭. সে হারাম জিনিস দিয়ে পেট ভরাবে না।
৮. কখনো অন্যায়ের পথেতার পা চালাবে না।
৯. মিথ্যার সামনে মাথা নত করবে না।
১০. তার চরিত্রে থাকবে সততা ও মহত্বের সমাবেশ।
আরও দেখো—পঞ্চম শ্রেণির ইসলাম শিক্ষা বহুনির্বাচনি, শূন্যস্থান এবং মিলকরণ
শিক্ষার্থীরা, উপরে তোমাদের ৫ম শ্রেণির ইসলাম শিক্ষা ১ম অধ্যায় বর্ণনামূলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো। এছাড়াও ইসলাম শিক্ষা বইয়ের বহুনির্বাচনি, শূন্যস্থান, বাম-ডান ইত্যাদি প্রশ্নোত্তরের জন্য উপরের লিংকটি অনুসরণ করো।
Discussion about this post