৫ম শ্রেণির ইসলাম শিক্ষা ৩য় অধ্যায় প্রশ্ন উত্তর : আর যার চরিত্র সুন্দর নয় এবং আচরণ মন্দ সে মিথ্যা বলে, পিতামাতার অবাধ্য হয়, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, জাতীয় সম্পদ রক্ষা করে না, সৃষ্টির সেবা করে না ইত্যাদি। যার চরিত্র ও আচরণ সুন্দর সবাই তাকে ভালোবাসে। বয়সে বড় হলে সবাই তাঁকে সম্মান করে। শ্রদ্ধা করে। আর বয়সে ছোট হলে সবাই তাকে আদর করে। স্নেহ-যত্ন করে। সবাই বলে তার চরিত্র ভালো। সে উত্তম লোক।
৫ম শ্রেণির ইসলাম শিক্ষা ৩য় অধ্যায় প্রশ্ন উত্তর
ক. বহুনির্বাচনি প্রশ্ন:
১. আখলাক অর্থ কী?
ক. আচরণ
খ. সদাচার
গ. সুন্দর
ঘ. উত্তম
২. আমরা বেকার লোকদের কিসের ব্যবস্থা করে দেব?
ক. কাজের
খ. সেবার
গ. মুক্তির
ঘ. বস্ত্রের
৩. দেশপ্রেম অর্থ কী?
ক. দেশের গান করা
খ. দেশে বাস করা
গ. দেশকে দেখা
ঘ. দেশকে ভালোবাসা
৪. মহানবি (স) কোথায় হিজরত করেছিলেন?
ক. কুফায়
খ. তায়েফে
গ. মদিনায়
ঘ. মিশরে
৫. মানুষ অন্যায় করার পর অনুতপ্ত হলে আল্লাহ তাকে কী করেন?
ক. স্মরণ করেন
খ. ক্ষমা করেন
গ. শাসন করেন
ঘ. ত্যাগ করেন
৬. ভালো কাজে একে অপরকে কী করবে?
ক. ধমক দেবে
খ. মারবে
গ. শাসন করবে
ঘ. সহযোগিতা করবে
৭. সততা মানে কী?
ক. ধৈর্যধারণ
খ. সরলতা
গ. সাধুতা
ঘ. বিরোধিতা
৮. হযরত বায়েজিদ বোস্তামী (র) কোথাকার অধিবাসী ছিলেন?
ক. ইরান
খ. ইরাক
গ. মিশর
ঘ. লিবিয়া
৯. মানুষ যা চেষ্টা করে তাই পায়, এটি কার উক্তি?
ক. মানুষের
খ. ফেরেশতার
গ. মহানবি (স)-এর
ঘ. আল্লাহর
১০. মানুষের অধিকারকে কী বলা হয়?
ক. মানবতা
খ. মানবাধিকার
গ. মানবধর্ম
ঘ. মানব জাতি
১১. প্রাকৃতিক পরিবেশ কোনটি?
ক. জানালা
খ. দালান
গ. দরজা
ঘ. গাছপালা
১২. কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয়?
ক. বন্যা
খ. ভূমিকম্প
গ. অগ্নিকা-
ঘ. ঘূর্ণিঝড়
উত্তরমালা: ১. খ, ২. ক, ৩. ঘ, ৪. গ, ৫. খ, ৬. ঘ, ৭. গ, ৮. ক, ৯. ঘ, ১০. খ, ১১. ঘ, ১২. গ।
খ. শূন্যস্থান পূরণ কর:
১. যার আচরণ ভালো সে সকলের সাথে ভালো —— করে।
২. মানুষ আল্লাহর সকল সৃষ্টির প্রতি —— দেখাবে।
৩. দেশপ্রেম —— অঙ্গ।
৪. মক্কা বিজয়ের পর মহানবি (স) মক্কাবাসীকে —— বলেছিলেন?
৫. সততা মানুষকে —— দেয়।
৬. মায়ের —— নিচে সন্তানের জান্নাত।
৭. চেষ্টা ও শ্রম —— চাবিকাঠি।
উত্তর: ১. ব্যবহার; ২. দয়া; ৩. ইমানের; ৪. কী; ৫. মুক্তি; ৬. পায়ের; ৭. সাফল্যের
গ: বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের শব্দগুলো মিলাও:
বাম:
১. তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক, যার চরিত্র
২. যে ব্যক্তি আল্লাহর প্রতি দয়া দেখায় না আল্লাহ তার প্রতি
৩. আমাদের জন্মভূমির নাম
৪. যে ক্ষমা করল তার জন্য আল্লাহর কাছে
৫. আমরা সকলে ডাস্টবিনে
৬. তোমরা ভালো কাজে একে অপরকে
ডান:
দয়া দেখান না
পুরস্কার রয়েছে
ময়লা ফেলব
সহযোগিতা করবে
সবচেয়ে সুন্দর
বাংলাদেশ
উত্তর:
১. তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক, যার চরিত্র সবচেয়ে সুন্দর।
২. যে ব্যক্তি আল্লাহর প্রতি দয়া দেখায় না আল্লাহ তার প্রতি দয়া দেখান না।
৩. আমাদের জন্মভূমির নাম বাংলাদেশ।
৪. যে ক্ষমা করল তার জন্য আল্লাহর কাছে পুরস্কার রয়েছে।
৫. আমরা সকলে ডাস্টবিনে ময়লা ফেলব।
৬. তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করবে।
পঞ্চম শ্রেণির ইসলাম শিক্ষা প্রশ্নের উত্তর
ঘ. সংক্ষিপ্ত উত্তর-প্রশ্ন:
১. মহানবি (স) সুন্দর চরিত্র সম্পর্কে কী বলেছেন?
২. ‘সৃষ্টির সেবা’ কাকে বলে?
৩. মহানবি (স) মক্কাবাসীদের কিসের আহ্বান জানিয়েছিলেন?
8. ক্ষমাশীল ব্যক্তি কে?
৫. মন্দ কাজ কাকে বলে?
৬. যার মধ্যে সততা আছে, তাকে কী বলে?
৭. আমরা পিতা-মাতার সাথে কীরূপ ব্যবহার করব?
৮. আমরা পিতা-মাতার জন্য কী বলে দোয়া করব?
৯. আমরা বাসার কাজের লোকদের সাথে কীরূপ ব্যবহার করব?
১০. মহানবি (স) শ্রমিকদের পারিশ্রমিক সম্পর্কে কী বলেছেন?
১১. মানব জাতির আদিপিতা ও আদিমাতা কে কে ছিলেন?
১২. প্রাকৃতিক পরিবেশ কাকে বলে?
ঙ. বর্ণনামূলক প্রশ্ন:
১. আমরা কোন কোন মন্দ আচরণ থেকে দূরে থাকব?
২. আমরা কীভাবে মানুষের সেবা করব?
৩. কী কী উপায়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়?
8. মহানবি (স) এর জীবনের ক্ষমার একটি আদর্শ কাহিনি উল্লেখ কর।
৫. আমরা ভালো কাজে কীভাবে সাহায্য করব?
৬. মন্দ কাজ সম্পর্কে মহানবি (স) কী বলেছেন?
۹۰ হযরত উমর (রা)-এর সততার পরিচয় দাও।
৮. আমরা পিতা-মাতার খিদমত করব কেন?
৯. মহানবি (স) গৃহকর্মীদের সম্পর্কে কী বলেছেন?
১০. প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য আমরা কী কী কৌশল অবলম্বন করব?
আরও দেখো—পঞ্চম শ্রেণির ইসলাম শিক্ষা সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে তোমাদের ৫ম শ্রেণির ৫ম শ্রেণির ইসলাম শিক্ষা ৩য় অধ্যায় প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো। এছাড়াও ইসলাম শিক্ষা বইয়ের সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্নোত্তরের জন্য উপরের লিংকটি অনুসরণ করো।
Discussion about this post