বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন : রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান। সমাজে বসবাসরত সকল মানুষকে একটি ঐক্য সূত্রে বাঁধা এবং তাদের কল্যাণ ও সমস্যা সমাধানের জন্যই রাষ্ট্রের আবির্ভাব ঘটে। সমাজ বিকাশের একটি স্তরে সমাজের মধ্য থেকেই রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে।
প্রাচীন ও মধ্যযুগে রাষ্ট্রকে মনে করা হতো ঈশ্বরের সৃষ্টি করা একটি প্রতিষ্ঠান। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রকে ‘সর্বজনীন কল্যাণ সাধনকারী’ এবং ‘মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য প্রতিষ্ঠান বলে ব্যাখ্যা করেছেন। রাষ্ট্র হলো নাগরিকদের জন্য। নাগরিকের সুখ ও শাস্তি বিধান করার জন্য রাষ্ট্রকে অনেক কাজ করতে হয়।
রাষ্ট্রের এই কাজ কতগুলো অপরিহার্য এবং কতগুলো ঐচ্ছিক। আবার রাষ্ট্রের প্রতি নাগরিকদেরও বেশ কিছু দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হয়। অন্যদিকে নাগরিক জীবনের নিরাপত্তা বিধান এবং সমাজে বিদ্যমান সমস্যাগুলো প্রতিরোধ ও প্রতিকারে আইনের বিধিবিধান আবশ্যক। এ অধ্যায়ে আমরা রাষ্ট্র, নাগরিক ও আইন সম্বন্ধে অবহিত হব।
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ১ : রেশমা ‘ক’ রাষ্ট্রের নাগরিক। নির্বাচনে তার স্বামী তাকে অযোগ্য ও দুর্নীতিবাজ প্রার্থীকে ভোট প্রদানে চাপ দেয়। কিন্তু সে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেয়। এতে রেশমা স্বামী কর্তৃক নির্যাতিত হয়। ন্যায়বিচার পাওয়ার জন্য রেশমা আইনের দ্বারস্থ হয়।
ক. নাগরিক শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?
খ. তথ্য অধিকার আইনে তথ্য বলতে কী বোঝায়?
গ. “উদ্দীপকে উল্লিখিত রেশমা একজন সুনাগরিকের দায়িত্ব পালন করেছে”– পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. সুশাসন প্রতিষ্ঠায় রেশমার সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ২ : বর্তমানে মগবাজারে ফ্লাইওভারের কাজ চলছে। বিস্তৃত এলাকা জুড়ে কাজ চলায় ঐ এলাকার জনগণের যাতায়াতের ক্ষেত্রে বেশ অসুবিধা হচ্ছে। হঠাৎ একদিন যাত্রীবাহী একটি বাস ফ্লাইওভারের জন্য খোড়া গর্তে পড়ে যায় এবং তিনজন যাত্রী বেশ আহত হয়। এতে সাধারণ জনতা বিক্ষুদ্ধ হয়ে ভাংচুর শুরু করে। পুলিশ-ব্র্যাব এসে অনেক চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ক. রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান কোনটি?
খ. সার্বভৌমত্ব বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ফ্লাইওভারটি নির্মাণ রাষ্ট্রের কোন ধরনের কাজ? ব্যাখা করো।
ঘ. উদ্দীপকের বিক্ষুদ্ধ জনতাকে নিয়ন্ত্রণ করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব”- উত্তিটি রাষ্ট্রের কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত? বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : বাবুলের স্কুলে যাওয়ার পথে খালের উপর পুরাতন সাঁকোটি হঠাৎ একদিন ভেঙে যায়। বর্তমান সরকার সেখানে সংযোগ রাস্তাসহ একটি পাকা সেতু নির্মাণ করেছে। বাবুল ও তার বন্ধুরা এখন ভালোভাবে স্কুলে যেতে পেরে খুব খুশি।
ক. এরিস্টটল প্রদত্ত নাগরিকের সংজ্ঞাটি লিখ।
খ. সার্বভৌমত্ব বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে সরকারের কোন কাজের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ. এ ধরনের কাজ ছাড়া সরকারকে আর কী ধরনের কাজ করতে হয়? বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : গ্রাম্য মাতবরের বখাটে ছেলে সুমন প্রায়ই স্কুল পড়ুয়া সুন্দরী জরিনাকে নানাভাবে উত্যক্ত করে। জরিনার দরিদ্র পিতা চেয়ারম্যানের কাছে বিচার চাইলে তিনি বিচারের আশ্বাস দেন। এতে ফল না পেয়ে জরিনার পিতা থানায় অভিযোগ করলে পুলিশ সুমনকে গ্রেফতার করে এবং বিচারে তার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড হয়।
ক. রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন কে?
খ. রাষ্ট্র গঠনের মুখ্য উপাদানটি বর্ণনা কর।
গ. সুমন আইনের অনুশাসনের কোন ধারণাটি ক্ষুণ্ণ করেছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘সকলের জন্য একই আইন সমভাবে প্রযোজ্য’ উক্তিটি সুমনের শাস্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে— মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ৫ : রাসেল সাহেব একজন শিক্ষক মানুষ। তিনি সন্তানদের শিক্ষিত করা, সততার সাথে ভোটদান এবং মানবতার সেবায় এগিয়ে আসার জন্য উৎসাহ দেন। এছাড়া তিনি রাষ্ট্রের প্রতি অনুগত, আইন মান্য ও কর প্রদান করেন। সাধারণ জনগণকে তিনি আইনগত কর্তব্য পালনে উৎসাহ দেন।
ক. Citizen বা নাগরিক শব্দটির উৎপত্তি হয় কোথা থেকে?
খ. অধিকার ও কর্তব্যের সম্পর্ক ঘনিষ্ঠ- ব্যাখ্যা কর।
গ. রাসেল সাহেবের মনে কোন ধরনের কর্তব্য লক্ষ্য করা যায়? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর রাসেল সাহেবের মতো সকলের আইনগত কর্তব্য পালন করা উচিত? যুক্তি দাও।
শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post