৬ষ্ঠ অধ্যায় আইসিটি নবম দশম শ্রেণি বহুনির্বাচনি প্রশ্ন : ডেটাবেজকে বলা হয় তথ্যভাণ্ডার। ডেটাবেজ হলো কম্পিউটারভিত্তিক একটি পদ্ধতি, যার সাহায্যে সংগৃহীত উপাত্ত সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পুনরুদ্ধার করা যায়। অন্য কথায় ডেটাবেজ হলো অসংখ্য উপাত্তের একটি সুসজ্জিত তালিকা, যেখান থেকে নির্দিষ্ট প্রয়োজনীয় কোনো উপাত্তকে দ্রুত এবং খুব সহজেই শনাক্ত করার উপায় বা পন্থা আছে।
এ তথ্যভাণ্ডারে বিভিন্ন প্রকার এবং বিপুল পরিমাণ তথ্য এ তথ্যভাণ্ডার থেকে আহরণ বা সংগ্রহ করতে পারেন। একটি ডেটাবেজ মূলত কলাম এবং সারির সমন্বয়ে গঠিত। প্রত্যেকটি কলামের একটি করে হেডিং বা শিরোনাম থাকে। এই হেডিং বা শিরোনাম থেকেই বোঝা যায় সেই কলামে কী ধরনের ডেটা বা তথ্য আছে। হেডিং বা শিরোনামগুলো ফিল্ড নামে পরিচিত। আর পাশাপাশি কয়েকটি কলামের সমন্বয়ে গঠিত হয় একটি সারি। প্রতিটি সারিকে বলা হয় রেকর্ড।
৬ষ্ঠ অধ্যায় আইসিটি নবম দশম শ্রেণি বহুনির্বাচনি প্রশ্ন
১. ডেটাবেজকে কী বলা হয়?
ক. তথ্যভাণ্ডার
খ. অথরওয়্যার
গ. হিসাব-নিকাশের সফটওয়্যার
ঘ. ডিজাইনং সফটওয়্যার
২. কোনটি সংগৃহীত তথ্যের ভাণ্ডার?
ক. এক্সেল
খ. ডেটাবেজ
গ. ওয়ার্ড
ঘ. ডস
৩. ডেটাবেজের ফিল্ড কী?
ক. খেলার মাঠ
খ. কলাম
গ. সেল
ঘ. কলামের শিরোনাম
৪. কলাম এবং সারির সমন্বয়ে গঠিত নিচের কোনটি?
ক. ডকুমেন্ট
খ. ডেটাবেজ
গ. স্লাইড
ঘ. হ্যান্ড আউটস
৫. রেকর্ড বলা হয়-
ক. প্রতিটি কলামকে
খ. প্রতিটি সারিকে
গ. প্রতিটি সেলকে
ঘ. প্রতিটি ফিল্ডকে
৬. কবে থেকে কম্পিউটারে ডেটাবেজ ফাইলে ডেটা সংরক্ষণ শুরু হয়?
ক. ষাটের শতকে
খ. সত্তরের শতকে
গ. নব্বইয়ের শতকে
ঘ. একুশ শতকে
৭. ওরাকল কী ধরনের প্রোগ্রাম?
ক. এক্সেল
খ. গ্রাফিক্স
গ. ওয়েব
ঘ. ডেটাবেজ
৮. একটি ডেটাবেজের প্রতিটি কলামের কয়টি করে হেডিং থাকে?
ক. একটি
খ. দুইটি
গ. পাঁচটি
ঘ. চারটি
৯. বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ ব্যভহৃত হয় কোনটি?
ক. ডেটাবেজ
খ. ম্যাক্রো
গ. ফর্ম
ঘ. ওয়ার্কবুক
১০. কোনটি অন্যটি থেকে আলাদা?
ক. ফক্সপ্রো
খ. ডিবেজ
গ. এক্সেল
ঘ. ওরাকল
১১. কুয়েরি ফাইল কোথায় থাকে?
ক. ডেটাবেজে
খ. টেবিলে
গ. রিপোর্টে
ঘ. পাওয়ার পয়েন্টে
১২. মডিউল ফাইল নিচের কোন প্রোগ্রামে পাওয়া যায়?
ক. ওয়ার্ড প্রসেসর
খ. এক্সেল
গ. ফটোশপ
ঘ. ডেটাবেজ
১৩. ডেটাবেজ প্রোগ্রামে ডেটা এন্ট্রির সীমা নির্ধারণ করা যায় কীভাবে?
ক. ফিল্ডে শর্তারোপের মাধ্যমে
খ. রেকর্ড তৈরির মাধ্যমে
গ. কুয়েরি তৈরির মাধ্যমে
ঘ. ম্যাক্রো তৈরির মাধ্যমে
১৪. ফোর্থ ডাইমেশন কী ধরনের প্রোগ্রাম?
ক. প্রেজেন্টেশন প্রোগ্রাম
খ. ডেটাবেজ প্রোগ্রাম
গ. ডিজাইন প্রোগ্রাম
ঘ. ইন্টারনেট প্রোগ্রাম
১৫. কলাম ও হেডিংয়ে কোনটি পাওয়া যায়?
ক. সারির সংখ্যা
খ. রেকর্ডের বিবরণী
গ. কলামের সংখ্যা
ঘ. তথ্যের পরিচয়
১৬. কোন প্রোগ্রামটি তথ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়?
ক. মাইক্রোসফট এক্সেস
খ. মাইক্রোসফট ওয়ার্ড
গ. মায়া
ঘ. এডোবি প্রিমিয়ার
১৭. ডেটাবেজে ইনপুট ভেলিডেশন চেক করার জন্য কোথায় শর্ত প্রদান করা হয়?
ক. রেকর্ডে
খ. ফিল্ডে
গ. সারিতে
ঘ. ফমূলা বারে
১৮. ডেটাবেজ টেবিলে তথ্য সন্নিবেশিত করা হয় কীভাবে?
ক. কঅবোর্ড ব্যবহারে টাইপ করার মাধ্যমে
খ. সফটওয়্যার ব্যবহারে
গ. ফাংশন কী ব্যবহার করে
ঘ. হাতে লিখে
১৯. ডেটাবেজে ডিলিট আইকনটি কোন মেনুর অন্তর্ভুক্ত?
ক. ভিউ
খ. এডিট
গ. হোম
ঘ. ইনসার্ট
২০. নিচের কোনটির উপর ভিত্তি করে রিপোর্ট তৈরি করা হয়?
ক. ফর্ম
খ. মডিউল
গ. রেকর্ড
ঘ. কুয়েরি
►► আইসিটি : ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
►► আইসিটি : ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
►► আইসিটি : ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
►► আইসিটি : ৪র্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
►► আইসিটি : ৫ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
►► আইসিটি : ৬ষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
SSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post