সম্মানিত শিক্ষকবৃন্দ, ২০২৩ সালে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তকের আমূল পরিবর্তন করা হয়েছে। আগের সৃজনশীল শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে নতুন যোগ্যতানির্ভর শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে। ফলে কোচিং সেন্টারের শিক্ষকদের জন্য নতুন বইগুলো শিক্ষার্থীদের পড়ানো অনেক বেশি দুঃসাধ্য হয়ে পড়েছে।
এমতাবস্থায়, কোর্সটিকায় আমরা ২০২৩ সালের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির নতুন পাঠ্যপুস্তকের আলোকে পূর্ণাঙ্গ লেকচার শীট নিয়ে আসছি। আপনারা যারা ইতোমধ্যেই কোর্সটিকার অন্যান্য ক্লাসের লেকচার শীট নিয়েছেন, আপনারা জানেন যে, আমরা সকল ক্লাসের সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক লেকচার শীট দিয়ে থাকি। যা দিয়ে আপনারা কোচিংয়ে বা প্রাইভেট টিউশনে ক্লাস নিতে পারেন।
তারই ধারাবাহিকতায় আপনারা এখন থেকে ২০২৩ সালের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির নতুন লেকচার শীট নিতে পারবেন। এই দুই ক্লাসের সবগুলো সাবজেক্টের লেকচার শীট আমাদের এখনো লেখা শেষ হয়নি। তবে, এই মুহুর্তে যাদের খুব বেশি প্রয়োজন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং এখন পর্যন্ত আমাদের যতগুলো অধ্যায় লেখা শেষ হয়েছে, তা সংগ্রহ করতে পারেন।
৬ষ্ঠ ও ৭ম শ্রেণির নতুন লেকচার শীটে যা পাবেন
১. NCTB মূল বইয়ের অধ্যায়ভিত্তিক সমাধান
২. ইংরেজি বইয়ের প্রশ্নগুলো বাংলা অর্থসহ আলোচনা
৩. ক্রমান্বয়ে আরো নতুন নতুন টপিক আপডেট করা হবে।
৬ষ্ঠ ও ৭ম শ্রেণির নতুন লেকচার শীটের দাম কত?
- ৬ষ্ঠ শ্রেণির শীটের দাম ১৮০০ টাকা
- ৭ম শ্রেণির শীটের দাম ১৮০০ টাকা।
শীটগুলো কীভাবে কিনবেন?
বিকাশ পেমেন্টের মাধ্যমে খুব সহজেই আপনি কোর্সটিকা থেকে শীটগুলো কিনতে পারেন। আপনি যে ক্লাসের শীট কিনবেন, বিকাশে সেন্ড মানি করে তার মূল্য পরিশোধ করুন। আর আমাদেরকে আপনার ইমেইল এড্রেসটি SMS করে জানান। আপনার ইমেইলে আমরা লেকচার শীটগুলো পাঠিয়ে দেব।
মোবাইল নম্বর: 01718011740 (bKash or Nagad)
ইনবক্স: Facebook Page
ইমেইল: courstika@gmail.com
এছাড়াও আপনি আরো বিস্তারিত আলোচনার জন্য ওপরে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন।
আমরা আপনাকে শীটগুলো কীভাবে দেব?
বিকাশে শীটের মূল্য পেমেন্ট করা হলে আপনি আমাদেরকে আপনার ইমেইল এড্রেস দেবেন। আমরা আপানার ইমেইলে ৭ জিবি Word ফাইলের সকল শীটগুলোর Google Drive ডাউনলোড লিংক পাঠিয়ে দেব। আপনি এগুলো ডাউলোড করে সংরক্ষণ করতে পারবেন।
নতুন সিলেবাস অনুযায়ী আপডেট
আমরা নতুন সিলেবাস অনুযায়ী লেকচার শীটগুলো প্রতিনিয়ত আপডেট করে থাকি। আপনি আমাদের থেকে একবার লেকচার শীটগুলো কিনলে পরবর্তীতে নতুন ফাইলগুলোর সকল আপডেট আপনার ইমেইলে চলে যাবে। নতুন যুক্ত করার এসব ফাইল আপনি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।
পাশাপাশি আমাদের লেকচার শীটে নেই, এমন কোন টপিক আপনার প্রয়োজন হলে আমাদের জানাতে পারবেন। আমরা সর্বাত্মক চেষ্টা করবো আপনার প্রয়োজনীয় টপিকটি আমাদের লেকচার শীটে অন্তর্ভুক্ত করতে।
Discussion about this post