৬ষ্ঠ শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ৪র্থ পরিচ্ছেদ : মনের ভাব প্রকাশের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের বাক্য ব্যবহার করে থাকি। কোনো বাক্যের মাধ্যমে আমরা কোনো কিছুর বর্ণনা দিই, কোনো বাক্য দিয়ে আমরা কোনো কিছু জিজ্ঞাসা করি, কোনো কোনো বাক্য ব্যবহার করে আদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি মনের ভাব প্রকাশ করি।
আবার আমরা কোনো কোনো বাক্য দিয়ে মনের বিস্ময় বা আবেগ ভাবও প্রকাশ করি । তাই মনের প্রকৃত ভাব প্রকাশের জন্য আমরা বিভিন্ন ধরনের বাক্য ব্যবহার করি।
৬ষ্ঠ শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ৪র্থ পরিচ্ছেদ
বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক ও আবেগসূচক- এই চার ধরনের বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ লেখো। (বাংলা মূলবই পৃষ্ঠা : ৫০)
উত্তর: স্কুল ছুটির পর কয়েকজন মেয়ে একসাথে স্কুল থেকে বাড়ি যাচ্ছিল। হঠাৎ সামনের মেয়েটি থমকে দাঁড়াল। পেছনের মেয়েটি বলল, “কী রে, থামলি কেন?” প্রথম মেয়েটি বলল, “দ্যাখ, কী সুন্দর প্রজাপতি!” দ্বিতীয় মেয়েটি বলল, “চমৎকার! খুব সুন্দর।” তৃতীয় মেয়েটি বলল, “এই, তাড়াতাড়ি চল। দেরি করলে যা বকবেন।” চতুর্থ মেয়েটি বলল, “আহা রে! তোর অনেক দুঃখ।”
অধিকতর অনুশীলনের জন্য একক ও দলীয় কাজের সমাধান
কাজ-১ : অনুচ্ছেদ থেকে চার ধরনের বাক্য বাছাই করো-
রহমত : আমরাও বলছি, মোড়লের জন্য জামা দাও, আমাদের বখশিশ দাও।
হাসু : চুপ চুপ! ঘরের মধ্যে কে যেন কথা বলছে।
রহমত : ভূত নাকি? চলেন, পালিয়ে যাই। ধরতে পারলে মাছভাজা করে খাবে।
হাসু : এই যে ভাই। ঘরের মধ্যে কে কথা বলছ? বেরিয়ে এসো।
রহমত : ভূতকে ডাকবেন না।
উত্তর: উপরোক্ত অনুচ্ছেদ থেকে চার ধরনের বাক্য তুলে ধরা হল-
(ক) বিবৃতিবাচক বাক্য : ধরতে পারলে মাছভাজা করে খাবে।
(খ) প্রশ্নবাচক বাক্য : ভূত নাকি?
(গ) অনুজ্ঞাবাচক বাক্য : বেরিয়ে এসো।
(ঘ) আবেগবাচক বাক্য : চুপ চুপ। ঘরের মধ্যে কে যেন কথা বলছে।
কাজ-২ : অনুচ্ছেন থেকে বিভিন্ন ধরনের বাক্য বাছাই করো-
আমাদের আমের বাগান মুকুলে মুকুলে ভরে গেছে। বাবা, এবার কি গাছে অনেক আম ফলবে?
ফিরে এসো। বিদেশে আর কত দিন থাকবে! আমাদের ফুলের বাগান মাধবীলতা আর গিরিমল্লিকায় ভরে গেছে। প্রজাপতি ঝাঁক বেঁছে উড়ে বেড়াচ্ছে। আহ্, কী চমৎকার লাগছে দেখতে! খুব মনে পড়ছে তোমাকে বাবা!
উত্তর:
(ক) বিবৃতিবাচক বাক্য : আমাদের আমের বাগান মুকুলে মুকুলে ভরে গেছে।
(খ) প্রশ্নবাচক বাক্য : তবে কি গাছে অনেক আম ফলবে?
(গ) অনুজ্ঞাবাচক বাক্য : ফিরে এসো।
(ঘ) আবেগবাচক বাক্য : আহ্ কী চমৎকার লাগছে দেখতে!
কাজ-৩ : অনুচ্ছেদ থেকে বিভিন্ন ধরনের বাক্য বাছাই করো-
ছয়টি ঋতুর মধ্যে শীতকাল আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। মনোরম শান্ত প্রকৃতির আর নির্মল আকাশ কী যে সুন্দর! কীভাবে কুয়াশা চারপাশ মুড়িয়ে নেয়া? রাজু, ভালো করে শোনো। আমি কুয়াশায় মিশে যেতে চাই। বাধা দিও না।
উত্তর:
(ক) বিবৃতিবাচক বাক্য : ছয়টি ঋতুর মধ্যে শীতকাল আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে।
(খ) প্রশ্নবাচক বাক্য : কীভাবে কুয়াশা চারপাশ মুড়িয়ে নেয়?
(গ) অনুজ্ঞাবাচক বাক্য : বাধা দিও না।
(ঘ) আবেগবাচক বাক্য : আহা, মনোরম শান্ত প্রকৃতি আর নির্মল আকাশ কী যে সুন্দর!
কাজ-৪ : অনুচ্ছেদ থেকে চার ধরনের বাক্য বাছাই করো-
তিনু তখন এগিয়ে এসে নৌকায় গুনের দড়ি ধরল। তারা দুজন ধরে দড়ি জড়াতে লাগল হালের খুঁটির সাথে। আহা, এত! কষ্ট লাগছে? কীভাবে মাঝিরা এত কষ্ট সহ্য করে গুন টানে? বলল তিনু। অনেক কাজ করা হলো। এবার বাড়ি চলে যাও। তিন বাড়ির দিকে চলতে শুরু করল।
(ক) বিবৃতিবাচক বাক্য : তারা দুজন ধরে দড়ি জড়াতে লাগল হালের খুঁটির সাথে।
(খ) প্রশ্নবাচক বাক্য : কীভাবে মাঝিরা দ্রুত কষ্ট করে পুন টানে?
(গ) অনুজ্ঞাবাচক বাক্য : এবার বাড়ি চলে যাও।
(ঘ) আবেগবাচক বাক্য: আহা, এত কষ্ট!
আরো দেখো: ৬ষ্ঠ শ্রেণির বাংলা সকল অধ্যায়ের সমাধান
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা, ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে তোমার ৬ষ্ঠ শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ৪র্থ পরিচ্ছেদ সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post