৬ষ্ঠ শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ১ম পরিচ্ছেদ নমুনা ৫ তুমি জোরে দৌড়াও, আমি ধীরে হাঁটি
তুমি সামনে যাও, আমি পিছনে থাকি।
তুমি থামবে না, আমিও দাঁড়াব না।
তুমি ঠিকঠাক যাও, আমি চুপচাপ দেখি।
তোমাকে কানে কানে বলি, আমি ভয়ে ভয়ে আছি।
কিছু শব্দ দিয়ে ক্রিয়ার গতি, সময় ইত্যাদি বোঝায়। উপরের অনুচ্ছেদ থেকে এ ধরনের শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লেখো: (মূল বইয়ের ৩০ নম্বর পৃষ্ঠা)
উত্তর: জোরে, ধীরে, সামনে, পিছনে, ঠিকঠাক, চুপচাপ, ভয়ে ভয়ে।
বিশেষ দ্রষ্টব্য: লেখা শেষ হলে তোমার বন্ধুদের সাথে মিলিয়ে নাও। তাদের সাথে উত্তরের পার্থক্য হলে তা নিয়ে আলোচনা করো।
৬ষ্ঠ শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ১ম পরিচ্ছেদ নমুনা ৫
১. ক্রিয়াবিশেষণ কাকে বলে?
উত্তর: ক্রিয়াবিশেষণ বলতে সেসব পদ বা শব্দকে বোঝায়, যা ক্রিয়াপদকে বিশেষিত করে। সাধারণত এই ধরনের পদ ক্রিয়া বা কাজের স্থান, সময়, অবস্থা নির্দেশ করে। আরও সহজ ভাষায় বলতে গেলে, কোনো ক্রিয়া কীভাবে হচ্ছে বা কতটা হচ্ছে তা নির্দেশ করে যে শব্দ, তাকেই ক্রিয়াবিশেষণ বলে।
উল্লেখ্য, অনেক সময়ে বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে ‘এ’, ‘তে’ ইত্যাদি বিভক্তি এবং ‘ভাবে’, ‘বশত’, ‘মতো’ ইত্যাদি শব্দাংশ যুক্ত হয়ে ক্রিয়াবিশেষণ তৈরি হয়। যেমন – ততক্ষণে, দ্রুতগতিতে, শান্তভাবে, ভ্রান্তিবশত, আচ্ছামতো ইত্যাদি।
২. উদাহরণসহ ক্রিয়াবিশেষণ আলোচনা করো।
উত্তর: নিচে বেশ কয়েকটি উদাহরণসহ ক্রিয়াবিশেষণ আলোচনা করা হল।
ছেলেটি দ্রুত হাঁটছে। – এই বাক্যে ‘দ্রুত’ পদটি ক্রিয়াবিশেষণ। যদি প্রশ্ন করা হয় ‘কেমন ভাবে হাঁটছে?’ তাহলে উত্তর হবে, ‘দ্রুত’। সুতরাং বোঝা যাচ্ছে ‘দ্রুত’ পদটি ‘হাঁটছে’ ক্রিয়ার ধরন প্রকাশ করছে।
ক্রিয়াবিশেষণের এরকম আরও কিছু উদাহরণ:
- গাড়িটা হঠাৎ থেমে গেল। – হঠাৎ
- ঘুড়িটা গোল গোল ঘুরছে। – গোল গোল
- আচমকা ব্রেক কষলো। – আচমকা
- বিড়ালটি সন্তর্পণে হাঁটছে। – সন্তর্পণে
- সে আমাকে বিচ্ছিরিভাবে ডাকলো। – বিচ্ছিরিভাবে
- কাজটা সহজে করা যাবে না। – সহজে
- বাড়িটা দাউ দাউ করে জ্বলছে। – দাউ দাউ করে
- কাজটা পুরোপুরি শেষ করো। – পুরোপুরি
- আমি কাজটি আংশিকভাবে শেষ করেছি। – আংশিকভাবে
- সে হনহনিয়ে হাঁটতে পারে না। – হনহনিয়ে
- সবাই আনন্দে নাচতে নাচতে এল। – নাচতে নাচতে
৩. বিভিন্ন প্রকার ক্রিয়াবিশেষণ সংজ্ঞা এবং উদাহরণসহ আলোচনা করো।
উত্তর: ক্রিয়া বিশেষণকে কয়েক ভাগে ভাগ করা যায়। এগুলো সংজ্ঞা এবং উদাহরণসহ আলোচনা করা হলো:
১. ধরনবাচক ক্রিয়াবিশেষণ: কোনো ক্রিয়া কীভাবে সম্পন্ন হয়, ধরনবাচক ক্রিয়াবিশেষণ তা নির্দেশ করে। যেমন
- টিপ টিপ বৃষ্টি পড়ছে।
- ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না।
২. কালবাচক ক্রিয়াবিশেষণ: এই ধরনের ক্রিয়াবিশেষণ ক্রিয়া সম্পাদনের কাল নির্দেশ করে। যেমন –
- আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি।
- যথাসময়ে সে হাজির হয়।
৩. স্থানবাচক ক্রিয়াবিশেষণ: ক্রিয়ার স্থান নির্দেশ করে স্থানবাচক ক্রিয়াবিশেষণ। যেমন –
- মিছিলটি সামনে এগিয়ে যায়।
- তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
৪. নেতিবাচক ক্রিয়াবিশেষণ: না, নি ইত্যাদি দিয়ে ক্রিয়ার নেতিবাচক অবস্থা বাঝোয়। এগুলো সাধারণত ক্রিয়ার পরে বসে। যেমন –
- সে এখন যাবে না।
- তিনি বেড়াতে যাননি।
- এমন কথা আমার জানা নেই।
৫. পদাণু ক্রিয়াবিশেষণ: বাক্যের মধ্যে বিশেষ কোনো ভূমিকা পালন না করলেও ‘কি’, ‘যে’, বা’,না’, ‘তো’ প্রভৃতি পদাণু ক্রিয়াবিশেষণ হিসেবে কাজ করে। যেমন –
- কি: আমি কি যাব?
- যে : খুব যে বলেছিলেন আসিবেন!
- বা: কখনো বা দেখা হবে।
- না: একটু ঘুরে আসুন না, ভালো লাগবে।
- তো: মরি তো মরব।
পাঠ থেকে ক্রিয়াবিশেষণ খুঁজি
“চিঠি বিলি ছড়া ও “সুখী মানুষ’ নাটক থেকে ক্রিয়াবিশেষণ শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো: (মূল বইয়ের ৩১ নম্বর পৃষ্ঠা)
- ‘চিঠি বিলি’ থেকে পাওয়া: টাপুস-টুপুস, চোখ বুজে ।
- ‘সুখি মানুষ’ থেকে পাওয়া: ছটফট, হাউমাউ, জোর, তৎক্ষণাৎ।
অনুচ্ছেদ লিখে ক্রিয়াবিশেষণ খুঁজি
কোনো একটি বিষয় নিয়ে ১০০ শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে ক্রিয়াবিশেষণ শব্দগুলোর নিচে দাগ দাও: (মূল বইয়ের ৩১ নম্বর পৃষ্ঠা)
গাড়ি চালক আচমকা ব্রেক কষলেন। চলতে চলতে গাড়িটা হঠাৎ থেমে যাওয়ায় যাত্রীরা সবাই অবাক হলেন। যাত্রীরা সবাই ধীরে ধীরে বাইরে বের হয়ে আসলেন। বাইরে প্রচুর গোলাগুলির শব্দ হচ্ছে। বেশ কয়েকজন সৈন্য এসে গাড়িটিকে ঘেরাও করলেন। তারা খুব বিশ্রিভাবে যাত্রীদের গালাগালি করতে লাগলেন। যাত্রীরা সবাই এখন এই সৈন্যদের হাতে বন্দী। তারা সৈন্যদের সাথে ভয়ে ভয়ে হাঁটতে লাগলেন। রাস্তার পাশে বিভিন্ন বাড়ি-ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। পথে-ঘাটে বিচ্ছিন্নভাবে পড়ে রয়েছে অসংখ্য মৃতদেহ। চারিদিকে আর্তনাদ, বাঁচার জন্য চিৎকার। শহরটা যেন পুরোপুরি ধ্বংস হতে চললো। যাত্রীদের নিয়ে একটি ছোট কক্ষে আটকে রাখা হলো। সবাই খুব আতঙ্কিত। সবার মনে আশঙ্কা; কী হয়, কী হয়!
আরো দেখো: ৬ষ্ঠ শ্রেণির বাংলা সকল অধ্যায়ের সমাধান
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা, ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে তোমার ৬ষ্ঠ শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ১ম পরিচ্ছেদ নমুনা ৫ সমাধান সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post