৬ষ্ঠ শ্রেণির বাংলা ৪র্থ অধ্যায় সমাধান : আমরা শুধু পাঠ্যপুস্তকে বিদ্যমান তথ্যের সঙ্গেই পরিচিতি লাভ করি না। এর পাশাপাশি বাড়িতে, স্কুলে যাতায়াতের ক্ষেত্রে, বিভিন্ন জায়গা পরিদর্শন করার সময়, রাস্তায় হাঁটার সময় বিভিন্ন ধরনের তথ্যের প্রচার দেখতে পাই।
যেমন- বাসাবাড়িতে আমরা খবরের কাগজ এবং টিভিতে সংবাদ শোনার সময় এক ধরনের তথ্যের প্রচার দেখতে পাই। বিভিন্ন বিল্ডিংয়ের উপর থেকে নিচে কাপড় টানিয়ে রেখে তথ্য প্রচার করা হয়। দেওয়ালে পোস্টার লাগিয়ে, হাতে হাতে লিফলেট দিয়ে, মিছিলে লাইনের সামনে কাগজে লিখে, ধাতব পাতে লিখে এবং নানা উপায়ে তথ্য প্রচার করতে দেখা যায়।
৬ষ্ঠ শ্রেণির বাংলা ৪র্থ অধ্যায় সমাধান
আবার বিয়ের সময় এক ধরনের তথ্য প্রচার করার উপায় আমরা প্রত্যক্ষ করি। এভাবে প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে তথ্য প্রচার এবং সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারি।
মনে করো, সততা স্টোর’ নামে তোমরা একটি দোকান খুলতে যাচ্ছে। এই দোকান থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবে। বিষয়টি মাথায় রেখে কয়েকটি দলে ভাগ হয়ে নিচের কাজগুলো করো।
দোকানের সামনে টানানোর জন্য একটি সাইনবোর্ড তৈরি করো। (বাংলা মূলবই পৃষ্ঠা : ৫৫)
উত্তর:
সততা স্টোর
এখানে শিক্ষার্থীদের প্রয়োজনীয় বই, খাতা, কলম, পেন্সিলসহ সকল ধরনের স্টেশনারি ন্যায্য মূল্যে পাওয়া যায়।
বকুলতলা বহুমুখী উচ্চ বিদ্যালয়, ঢাকা
দোকানের প্রচারের জন্য পোস্টার বানাও। (বাংলা মূলবই পৃষ্ঠা : ৫৫)
উত্তর:
শুভ উদ্বোধন
সততা স্টোর
এখানে বই, খাতা, কলম, পোশাক ও সব ধরনের স্টেশনারি সুলভ মূল্যে পাওয়া যায়।
সততা স্টোর, বকুলতলা বহুমুখী উচ্চ বিদ্যালয়, ঢাকা
তোমাদের উদ্দেশ্যের কথা জানিয়ে শোভাযাত্রায় ব্যবহার করার জন্য একটি ব্যানার তৈরি করো। (বাংলা মূলবই পৃষ্ঠা : ৫৭)
উত্তর:
শুভ উদ্বোধন
সততা স্টোর
এখানে ন্যায্যমূল্যে পাওয়া যায়-
■ সকল শ্রেণির বই
■ সকল ধরনের খাতা/কলম
■ সকল সহায়ক বই
■ স্টেশনারি দ্রব্য
■ স্কুল ব্যাজ/পোশাক
আমাদের উদ্দেশ্য-
■ আপনি সুলভমূল্যে প্রয়োজনীয় জিনিস কিনুন।
■ প্রয়োজনীয় জিনিস হাতের কাছে পান।
■ সময় ও অর্থ অপচয় থেকে রক্ষা পান।
সততা স্টোর, বকুলতলা বহুমুখী উচ্চ বিদ্যালয়, ঢাকা
দোকানের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি আমন্ত্রণপত্র লেখো। (বাংলা মূলবই পৃষ্ঠা : ৫৮)
উত্তর:
সুধী,
আগামী ১০ এপ্রিল, ২০২৩, সোমবার বকুলতলা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত সততা স্টোর’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধান শিক্ষক মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। অনুষ্ঠানে আপনার/আপনাদের উপস্থিতি কামনা করছি।
সাবিহা তাসনিম
সততা স্টোর
অনুষ্ঠানসূচি:
দুপুর ২ টা
শুভ উদ্বোধন
দুপুর ২ টা ৩০ মিনিট
আড্ডা ও চা চক্র
বিকাল ৩ টা
সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্থান : বকুলতলা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ।
দোকানের উদ্দেশ্য ও উদ্বোধনী অনুষ্ঠানের তথ্য জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি বিজ্ঞাপন তৈরি করো। (বাংলা মূলবই পৃষ্ঠা : ৫৯
উত্তর:
সুখবর! সুখবর!
সততা স্টোর
শুভ উদ্বোধন
১০ এপ্রিল, ২০২৩
‘সততা স্টোর’ থেকে
ন্যায্যমূল্যে জিনিস কিনুন, স্বনির্ভর দেশ গড়ুন।
বকুলতলা বহুমুখী উচ্চ বিদ্যালয়, ঢাকা
অধিকতর অনুশীলনের জন্য একক ও দলীয় কাজের সমাধান
কাজ-১ : সম্প্রতি পাঠ্যবই বা গল্পের বইয়ের বাইরে আর কোন ধরনের দেখা দেখেছ যা তোমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে? সেগুলো আর কোথায় দেখেছ তার তালিকা তৈরি করে।
উত্তর:
সাইনবোর্ড: বাজারে প্রতিটি দোকানে রাস্তার পাশে, হাসপাতালে।
নোটিশ: বিদ্যালয়ে, আফিসে, বিভিন্ন প্রতিষ্ঠানে।
ব্যানার: বাজারে, রাস্তার মোড়ে, স্কুল-কলেজের পাশে, শপিং সেন্টারের পাশে।
সংবাদপত্র: বিদ্যালয়ে, বাড়িতে।
পোস্টার: বাড়ি, বিদ্যালয় বা রাস্তার দেয়ালে।
ওষুধের কাগজ: বিভিন্ন প্রকার ওষুধের বোতলের সাথে বা ভেতরে।
কাজ-২ : পহেলা বৈশাখ উপলক্ষে একটি আমন্ত্রণপত্র লেখো।
উত্তর:
সুধী,
আগামী পয়লা বৈশাখ ১৪৩০, ১৪ এপ্রিল ২০২৩ শুক্রবার সুবর্ণ সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে বাংলা নববর্ষ উদযাপন করা হবে। এই উপলক্ষ্যে সকালে মঙ্গল শোভাযাত্রা এবং বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উভয় অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে।
সমীর আখন্দ
আহ্বায়ক, নববর্ষ উদযাপন কমিটি
সুবর্ণ সাংস্কৃতিক সংঘ।
স্থান : সুবর্ণ সাংস্কৃতিক সংঘ চতুর
অনুষ্ঠানসূচি: সকাল ৭টা সংঘের চতুর থেকে চৌরাস্তার মোড়
পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা।
বিকাল ৪টা সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরো দেখো: ৬ষ্ঠ শ্রেণির বাংলা সকল অধ্যায়ের সমাধান
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা, ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে তোমার ৬ষ্ঠ শ্রেণির বাংলা ৪র্থ অধ্যায় সমাধান সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post