শিক্ষার্থীরা, তোমাদের ৬ষ্ঠ শ্রেণির বার্ষিক হিন্দু ধর্ম সিলেবাস ২০২৩ প্রকাশ হয়েছে। সম্প্রতি এনসিটিবি বার্ষিক মূল্যায়নের এ নোটিশ প্রকাশ করেছে। নির্দেশিকা অনুযায়ী ইসলাম শিক্ষা বিষয় থেকে ৭টি শিখন অভিজ্ঞতা বেছে নেওয়া হয়েছে। নিচে সিলেবাসের এ শিখন অভিজ্ঞতাগুলো তুলে ধরা হলো।
৬ষ্ঠ শ্রেণির বার্ষিক হিন্দু ধর্ম সিলেবাস ২০২৩
শিখন অভিজ্ঞতাগুলো আলোচনা শেষে তোমরা হিন্দু ধর্ম বিষয়ের সিলেবাস পিডিএফ সংগ্রহের একটি অপশন দেখতে পাবে। সেখান থেকে তোমরা এই সিলেবাসটি পিডিএফ ফরমেটে সংগ্রহ করতে পারবে। সিলেবাসটি সংগ্রহ করে তোমরা বাসায় বসে বার্ষিক মূল্যায়নের জন্য প্রস্তুতি নেবে।
যোগ্যতা ২ অভিজ্ঞতা ১
প্রেক্ষাপট নির্ভর অভিজ্ঞতা ও প্রতিফলনমূলক পর্যবেক্ষন এর ৩টি সেশন কে ১টি সেশন এ সম্পন্ন করা যেতে পারে। বিমূর্ত ধারণায়নে নিত্য কর্মের বিষয়টি ২টি সেশন এ সম্পন করে বাড়ির কাজ হিসেবে শিক্ষার্থীদেরকে নিত্য কর্মের রুটিনটি প্রস্তুত করে আনতে বলা যেতে পারে।
যোগ্যতা ২ অভিজ্ঞতা ২
মন্দির পরিদর্শনের সেশনটি ৩টি সেশন এ সম্পন্ন করা যেতে পারে। প্রতিফলনমূলক পর্যবেক্ষণে ২টি সেশনে শিক্ষার্থীদের এ সম্পর্কিত ধারণা তুলে ধরা যেতে পারে। বিমূর্ত ধারণায়নে ৬টি সেশনে সূচিতা, উপাসনা-প্রার্থনা, পূজা পার্বন বিষয়াদি সম্পন্ন করা যেতে পারে। সক্রিয় পরীক্ষণে ১টি সেশনে পূজার আয়োজন করা যেতে পারে।
যোগ্যতা ২ অভিজ্ঞতা ৩
দেব দেবীর বসার ভঙ্গী অনুকরণ করে দলগত আলোচনার মাধ্যমে ১টি সেশনে বিষয়টি সম্পন্ন করা যেতে পারে। বিমূর্ত ধারণায়নে যোগাসন ২টি সেশনে সম্পন করা যেতে পারে। শিক্ষার্থীরা ১টি সেশনে তাদের পছন্দের ১টি যোগাসন করে দেখাবে।
যোগ্যতা ৩ অভিজ্ঞতা ১
প্রতিফলন মূলক পর্যবেক্ষনে ১টি সেশনের মাধ্যমে বিভিন্ন মানবীয় গুণ উপলব্ধি করার কাজটি করা যেতে পারে। বিমূর্ত ধারণায়নের সেশনটি ৩টি সেশনের মাধ্যমে সম্পন করা যেতে পারে। ১টি সেশনের মাধ্যমে বিনিময় স্টলটি প্রদর্শন করবে। কিন্তু ছুটির দিনে বা ক্লাসের কোন বিরতিতে এটা নিয়ে তাদেরকে সহপাঠী শিক্ষক অভিভাবকদের সাথে আলোচনা করতে বলা যেতে পারে।
যোগ্যতা ৩ অভিজ্ঞতা ২
সেবাদান কার্যক্রম পর্যবেক্ষন ও মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনার মাধ্যমে সহাবস্থানের বিষয়টি ৪টি সেশনে সম্পন্ন করা যেতে পারে। সহাবস্থানের বিষয়টি ২টি সেশনের মাধ্যমে সম্পন্ন করা যেতে পারে। শিক্ষার্থীরা ১টি সেশনের মাধ্যমে সহাবস্থানের বিষয়টি অন্য শ্রেণীতে গিয়ে উপস্থাপন করবে।
অন্যান্য সাধারণ নির্দেশনা
১। শিক্ষক লক্ষ্য রাখবেন কোন বিষয়ের শ্রেণির বাইরের কাজ যেন অন্য আরেকটি বিষয়ের শ্রেণি সময়কে প্রভাবিত না করে। অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি বিষয়ের একটি শ্রেণির বাইরের কাজ যেন ডিজিটাল প্রযুক্তির পর যে বিষয়ের সেশন পরিচালিত হওয়ার কথা সে বিষয়ের সময়কে প্রভাবিত না করে। সকল বিষয়ের সেশন সময় পরিকল্পনা মত শেষ করতে হবে।
২। ‘নিজে নিজে পড়ি’, ‘সরবে পড়ি’, ‘নিরবে পড়ি’, ‘দলগতভাবে পড়ি’ এই ধরণের পাঠগুলো শিক্ষক নিজে পড়ে বুঝিয়ে দিতে পারেন এবং শিক্ষার্থীদের প্রশ্ন করতে পারেন। এতে করে সেশনের সময় কিছুটা সংক্ষেপ করা সম্ভব হবে এবং প্রয়োজনে পরের সেশনের কিছু কাজ আগের এই সময়ে সম্পন্ন করা যাবে। এভাবে শিক্ষকের সুবিধা অনুসারে কিছু কিছু ক্ষেত্রে ৩টি সেশনের কাজ ২টি সেশনের মাঝে সম্পন্ন করে একটি সেশন কমানো যাবে।
৩। দুর্যোগ বা অন্যান্য কারনে যদি বিদ্যালয় বন্ধ থাকে, শিক্ষক পূর্বে থেকে বাড়ির কাজ, দলীয় বাড়ির কাজ, তথ্য সংগ্রহ এই ধরণের কাজগুলো শিক্ষার্থীদের বুঝিয়ে দিয়ে শিখন কার্যক্রম চলমান রাখতে পারেন যেন পরিকল্পনা অনুযায়ী সেশন শেষ করা সম্ভব হয়।
৪। যে কোন উপস্থাপনের সময় সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দলের সকল সদস্যকে যাচাই করার স্বার্থে সবাইকে অল্প সময়ের জন্য হলেও উপস্থাপনের সুযোগ করে দিতে হবে। সেশন বা সেশনের সময় কমানোর জন্য দলের কোন সদস্যের অংশগ্রহণের সুযোগ নষ্ট করা যাবে না।
৫। শিখন অভিজ্ঞতা অনুযায়ী শ্রেণিকার্যক্রম পরিচালনার জন্য শিক্ষক সহায়িকা অনুসরণ করতে হবে।
আরো দেখো: আরো দেখো: ৬ষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্নের সমাধান (সকল সাবজেক্ট)
৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা, ওপরে তোমাদের ৬ষ্ঠ শ্রেণির বার্ষিক হিন্দু ধর্ম সিলেবাস ২০২৩ এর পিডিএফ শেয়ার করা হয়েছে। ওপরে Get Syllabus PDF অপশনে ক্লিক করে তোমাদের সিলেবাসটি সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post