বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন : আমরা ইতোপূর্বে রাষ্ট্র সম্পর্কে আলোচনা করেছি। সরকার ব্যবস্থা রাষ্ট্রের স্বত্রস্বরূপ। সরকারের মাধ্যমে রাষ্ট্র তার কাজ করে। সরকারের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকারের বিভিন্ন বিভাগ বা অঙ্গ রয়েছে। সাধারণভাবে সরকার বলতে আমরা বুঝি আইন পরিষদ, রাজনৈতিক দল, মন্ত্রিপরিষদ শাসনকর্তা, আদালত ও পুলিশ।
সামগ্রিকভাবে সরকারের তিনটি বিভাগ রয়েছে, যথা : ১. নির্বাহী শাসন বিভাগ, ২. আইন বিভাগ ও ৩. বিচার বিভাগ। প্রত্যেক রাজনৈতিক ব্যবস্থার এ তিনটি মৌলিক বিভাগ বিদ্যমান থাকে। কেননা, সরকারের গুরুত্বপূর্ণ তিনটি কাজ হচ্ছে প্রশাসন পরিচালনা, আইন প্রণয়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। প্রশাসন পরিচালনা দুই ধরনের একটি কেন্দ্রীয় এবং অপরটি স্থানীয় শাসন। এ অধ্যায়ে আমরা বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা সম্পর্কে অবহিত হব।
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ১ : রফিক সাহেব ১৩ সদস্যবিশিষ্ট একটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নির্বাচিত চেয়ারম্যান। তিনি তার সদস্যদের সাথে আলোচনা ও মতামত নিয়ে বিভিন্ন জনকল্যাণমূলক ও সেবাধর্মী করেন। এলাকার কৃষি, গ্রামীণ শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টিসহ যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করে থাকেন।
ক. বাংলাদেশের আইনসভার নাম কী?
খ. জেলা পরিষদের গঠন বর্ণনা কর।
গ. রফিক সাহেব যে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চেয়ারম্যান উক্ত প্রতিষ্ঠানের ভূমিকা ব্যাখ্যা কর।
ঘ. ‘জনশৃঙ্খলা রক্ষা করা রফিক সাহেবের প্রতিষ্ঠানের একটি অন্যতম কাজ’— তুমি কি এ বক্তব্যের সাথে একমত? বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ২ : সজীবের জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হলো যেদিন সে তার দেশের সরকার প্রধানের সাথে সাক্ষাৎলাভ করেছিল। তার দেশটি গণতান্ত্রিক এবং এই সরকারপ্রধানই প্রধান নির্বাহী কর্মকর্তা। তাঁকে কেন্দ্র করেই শাসন ক্ষমতা পরিচালিত হয়।
ক. কোন সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি দেশের নিয়মতান্ত্রিক প্রধান?
খ. রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা বলতে কী বোঝায়?
গ. রানার সাথে যার সাক্ষাৎ ঘটেছিল তার ক্ষমতা ও কার্যাবলি বিশ্লেষণ কর।
খ. “সজীবের কাঙ্ক্ষিত ব্যক্তি প্রধান নির্বাহী কর্মকর্তা হলেও নির্দিষ্ট সংস্থার আস্থা হারালে তাঁকেও পদত্যাগ করতে হয়”–বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : আবীরদের গ্রামের পাশ দিয়ে কপোতাক্ষ নদ প্রবাহিত। সে টিভিতে দেখতে পেল যশোরের মাননীয় জেলা প্রশাসক নদীর তীরবর্তী বন্যা দুর্গত লোকদের মধ্যে অর্থ, কাপড় ও ঔষধ বিতরণ করছেন।
ক. বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার প্রথম পদক্ষেপ কোনটি?
খ. নাগরিকত্ব বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত ব্যবস্থা গ্রহণ জেলা প্রশাসকের কোন ধরনের কার্যাবলির অন্তর্গত?
ঘ. ‘জেলা প্রশাসক জেলার মধ্যমণি’—মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : মাহমুদা আক্তার সম্প্রতি স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তরে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। এই পরিষদে পনের জন সদস্য এবং সংরক্ষিত আসনে ৫জন মহিলা সদস্য রয়েছে। এ স্থানীয় সরকার ১২টি বাধ্যতামূলক ও ৬৮টি ঐচ্ছিক কার্যাবলির দায়িত্ব পালন করে। কিন্তু মাহমুদা আক্তারের পদমর্যাদা প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত হয় নি।
ক. পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কয়টি জেলা নিয়ে গঠিত?
খ. জেলা পরিষদের আয়ের উৎস কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত স্থানীয় সরকারের গঠন প্রণালি স্থানীয় সরকারের কোন স্তরকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর উদ্দীপকে উল্লিখিত প্রশাসকের পদমর্যাদা সরকারি প্রজ্ঞাপন দ্বারা নির্ধারণ করা উচিত? তোমার মতের সপক্ষে যুক্তি প্রদর্শন কর।
সৃজনশীল প্রশ্ন ৫ : গ্রীষ্মের ছুটিতে আসিফ তার মামাবাড়ি বিজয়পুর গ্রামে বেড়াতে গিয়ে গ্রামের উৎসবমুখর পরিবেশ দেখে অবাক হয়ে যায়। আগামী ১লা এপ্রিল স্থানীয় ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচন উপলক্ষে গ্রামে সাজ সাজ রব পড়ে যায়। আসিফের মামা বলল, ইউনিয়ন পরিষদ থেকে আমরা আয়ের সনদপত্র, জন্মনিবন্ধন সনদপত্র ও নাগরিকত্ব সনদপত্র পেয়ে থাকি। এছাড়া ইউনিয়ন পরিষদ জনগণের পারস্পরিক বিবাদ মীমাংসা করে থাকে। স্থানীয় সরকারের এসব কার্যক্রম দেখে আসিফ মন্তব্য করল, ‘নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের অবদান অপরিসীম।’
ক. সংবিধান অনুযায়ী রাষ্ট্রের প্রধান কে?
খ. ‘প্রধানমন্ত্রী জাতির মুখপাত্র’— ব্যাখ্যা কর।
গ. বিজয়পুর গ্রামের উক্ত নির্বাচন কোন বিষয়টিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর ।
ঘ. আসিফের মন্তব্য, নাগরিকতা বিকাশে স্থানীয় স্বায়ত্তশাসনের অবদান অপরিসীম’- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post