ভূগোল ও পরিবেশ ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর : বিশ্বব্যাপী জনসংখ্যার পরিবর্তনের ধারাকে সাধারণভাবে তিনটি পর্যায়ে বিভক্ত করা যায়। ১. প্রাথমিক পর্যায়, ২. মাধ্যমিক পর্যায়, ৩. সাম্প্ৰতিক পর্যায়। জনসংখ্যা বৃদ্ধি বর্তমানে বিশ্বব্যাপী সমস্যা। চিকিৎসা বিজ্ঞানের উন্নতি, সংক্রামক রোগের প্রতিষেধক আবিষ্কার, শিক্ষার প্রসার প্রভৃতি কারণে উন্নত বিশ্বে নবজাতক ও শিশুমৃত্যুর হার হ্রাস এবং মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি পেলেও উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে মৃত্যুহার কমেনি, তবে অভিগমনের ফলে কিছুটা স্থিতিশীল রয়েছে।
ভূগোল ও পরিবেশ ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : জাকির ১০ বছর যাবৎ কাতারে বসবাস করে। তার ভাই বকুল ঢাকাতে চাকুরী করে। সেখানকার সুবিধাজনক পরিবেশ তার ভালো লাগে। তাই সে তার পরিবার নিয়ে ঢাকাতে বসবাস করে। এদিকে তাদের দরিদ্র প্রতিবেশী কামাল একই গ্রামের প্রভাবশালী এক ব্যক্তির মেয়েকে বিয়ে করে। ফলে ঐ প্রভাবশালী ব্যক্তি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে গ্রামছাড়া করে।
ক. জনস্বল্পতা কাকে বলে?
খ. বিবাহ কোন জাতীয় অভিবাসন ঘটায়? ব্যাখ্যা করো।
গ. জাকিরের অভিগমন কোন ধরনের অভিগমনকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের উল্লিখিত বকুল ও কামালের অভিবাসন কি একই রকমের অভিবাসন? যুক্তিসহ মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ২ : রিয়াজ ঢাকায় চাকুরী পাওয়ার সুবাদে খুলনা থেকে পরিবারের সবাইকে নিয়ে ঢাকায় বসবাস শুরু করেন। অপরপক্ষে, নাইমা ও তানিয়া দুই বোন। নাইমা বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে । স্কলারশিপ পেয়ে আমেরিকা বসবাস করছে। তানিয়া ঢাকায় একটি •প্রজেক্টে চাকরি করতো। প্রজেক্ট শেষ হলে কোনো উপায় না পেয়ে গ্রামে। বাবার কাছে চলে গেল।
ক. নির্ভরশীল জনসংখ্যা কাকে বলে?
খ. মাথাপিছু উৎপাদিত সম্পদের পরিমাণ অল্প হওয়ার কারণ ব্যাখ্যা করো।
গ. রিয়াজের পরিবারের অবস্থানগত পরিবর্তনের ফলে উক্ত দুটি শহরের জনবৈশিষ্ট্যগত কী ধরনের পরিবর্তন লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে নাইমা ও তানিয়ার অভিবাসন প্রক্রিয়া দুটির ভিন্নতা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : রাহাত তার গ্রামের আদমশুমারী রিপোর্ট থেকে জানতে পারল যে ১০ বছর আগের চেয়ে বর্তমান লোকসংখ্যা অনেক বেড়ে গেছে। কৃষিজমির পরিমাণ অনেক কমে গেছে, ঘরবাড়ি, রাস্তাঘাট প্রভৃতি অনেক বেড়ে গেছে।
ক. শরণার্থী কারা?
খ. জনসংখ্যার ঘনত্ব ও বন্টনে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক প্রভাবক ভূমিকা রাখে— ব্যাখ্যা কর।
গ. রাহাতের গ্রামের লোকসংখ্যা বাড়ার ফলে কী কী সমস্যা হতে পারে? ব্যাখ্যা কর।
ঘ. রাহাতের গ্রামের জনসংখ্যা বৃদ্ধি রোধে কী কী পদক্ষেপ গ্রহণ, করা যেতে পারে? ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : বেসরকারি জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘প্ল্যান’ বাংলাদেশের কোন শহরে কত লোক বাস করে, এর উপর একটি জরিপ পরিচালনা করতে গিয়ে দেখে, খুব ছোট শহরের লোকসংখ্যা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বড় শহরের তুলনায় বেশি। ‘প্ল্যান’ ক্ষেত্রফল দিয়ে শটির জনসংখ্যাকে ভাগ করে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করে।
ক. অবাধ অভিবাসন কাকে বলে?
খ. বলপূর্বক অভিগমন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে জরিপকারী প্রতিষ্ঠান তোমার পাঠ্যপুস্তকের কোন বিষয় নিয়ে কাজ করছে? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কী মনে করো, পৌষ্টিক ঘনত্ব নির্ণয় করলে উদ্দীপকের ঘনত্ব নির্ণয় থেকে আরও বেশি তথ্য সংগ্রহ করা সম্ভব? মতামতের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। আদম শুমারির রিপোর্ট ২০১১ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৪.৯৭ কোটি। প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১০১৫ জন। দেশের জনসংখ্যা বৃদ্ধির হার অব্যাহত থাকলে ঘনত্ব আরও বৃদ্ধি পাবে।
ক. জনবসতির ঘনত্ব কাকে বলে?
খ. জনসংখ্যা বৃদ্ধির হার কীভাবে নির্ণয় করা যায়?
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত সমস্যাটি দেশে যেসব ক্ষেত্রে প্রভাব ফেলে তা বিশ্লেষণ কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বিষয়টি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের অন্তরায়- এ সম্পর্কে তোমার মতামত তুলে ধর।
এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলো
বিশ্বের জনসংখ্যার বর্তমান পরিস্থিতি ও পরিবর্তনের ধারা : সময়ের সঙ্গে জনসংখ্যা পরিবর্তনের তারতম্য হচ্ছে জনসংখ্যা পরিবর্তনের গতিধারা। ১৬৫০ সালে পৃথিবীর মোট জনসংখ্যা ছিল প্রায় ৫০০ মিলিয়ন, ১৮৫০ সালে বৃদ্ধি পেয়ে হয় ১.২ বিলিয়ন। ১৯৫০ সালে পৃথিবীর মোট জনসংখ্যা ছিল প্রায় ২.৫৩ বিলিয়ন।
যা ২০১৪ সালে এসে দাঁড়িয়েছে৭.২৩ বিলিয়নে। জনসংখ্যার বৃদ্ধির ধারাকে সাধারণভাবে তিনটি পর্যায়ে বিভক্ত করা যায়। ১. প্রাথমিক পর্যায়, ২. মাধ্যমিক পর্যায় ও ৩. সাম্প্রতিক পর্যায়। সুদূর অতীতকাল থেকে ১৬৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে প্রাথমিক পর্যায় বলে। ১৬৫০ থেকে ১৯৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে মাধ্যমিক পর্যায় ধরা হয়। ১৯৫০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সাম্প্রতিক পর্যায়ভুক্ত।
জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক : জনসংখ্যা একটি সক্রিয় পরিবর্তনশীল উপাদান। জনসংখ্যার এই পরিবর্তন ঘটছে জন্ম, মৃত্যু ও অভিবাসনের কারণে। এগুলোকে আমরা জনসংখ্যার পরিবর্তন প্রক্রিয়ার নিয়ামক বলতে পারি। এই নিয়ামকগুলোর পারস্পরিক ক্রিয়ার ফলে কোনো সমাজ তথা দেশের জনমিতিক গঠনে গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়ে থাকে।
জন্মহার : স্বাভাবিক জন্মহার নারীদের সন্তান ধারণের সামর্থ্য নির্দেশ করে। তবে কোনো নির্দিষ্ট এক বছরের প্রতি হাজার নারীর সন্তান জন্মদানের মোট সংখ্যাকে সাধারণ জন্মহার বলে।
অভিবাসন : স্থায়ী বসবাসের উদ্দেশে মানুষ গ্রাম থেকে শহরে, শহর থেকে অন্য শহরে, এক দেশ থেকে অন্য দেশে অভিগমন করে। ফলে কোথাও জনসংখ্যা কমে আবার কোথাও জনসংখ্যা বৃদ্ধি পায়। এই অভিবাসন প্রক্রিয়াও জনসংখ্যা হ্রাস বৃদ্ধির অন্যতম নিয়ামক।
১. অবাধ অভিবাসন : নিজের ইচ্ছায় বাসস্থান ত্যাগ করে আপন পছন্দমতো স্থানে বসবাস করাকে অবাধ অভিবাসন বলে।
২. বলপূর্বক অভিবাসন : প্রত্যক্ষ রাজনৈতিক চাপের মুখে কিংবা পরোক্ষভাবে অর্থনৈতিক ও সামাজিক চাপ সৃষ্টির ফলে মানুষ বাধ্য হয়ে যে অভিগমন করে তাকে বলপূর্বক অভিবাসন বলে।
উদ্বাস্তু ও শরণার্থী : বলপূর্বক অভিবাসনের ফলে যেসব ব্যক্তি কোনো স্থানে আগমন করে ও স্থায়ীভাবে আবাস স্থাপন করে তাদের বলে উদ্বাস্তু। যারা সাময়িকভাবে আশ্রয় গ্রহণ করে এবং সুযোগমতো স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকে তাদের বলে শরণার্থী।
অভিবাসনের কারণ : যেসব কারণে মানুষকে পুরাতন বাসস্থান পরিত্যাগ করে অন্যস্থানে যেতে বাধ্য হয় সেগুলোকে উৎসস্থানের ধাক্কা বা বিকর্ষণমূলক কারণ বলে। যেসব কারণ নতুন কোনো স্থানে বসতি স্থাপনের জন্য মানুষকে উৎসাহিত বা প্ররোচিত করে সেগুলোকে গন্তব্যস্থলে টান বা আকর্ষণমূলক কারণ বলে।
অভিবাসনের ফলাফল : অভিবাসনের স্বাভাবিক ফলাফল হচ্ছে জনসংখ্যা বণ্টন বা অবস্থানিক পরিবর্তন। অবস্থানগত পরিবর্তন ছাড়াও অভিবাসনের ফলে বিভিন্ন এলাকায় অর্থনৈতিক, সামাজিক ও জনবৈশিষ্ট্যগত পরিবর্তন হতে পারে ।
প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যার প্রভাব : সম্পদ ও জনসংখ্যা জাতীয় উন্নয়নের দুই মৌলিক উপাদান। এই সম্পদ ও জনসংখ্যার মধ্যে একটি ভারসাম্য থাকা প্রয়োজন। সম্পদের তুলনায় জনসংখ্যা কম বা বেশি হলে উভয় ক্ষেত্রেই জাতীয় উন্নয়ন ব্যাহত হয়। পৃথিবীর বিভিন্ন দেশে কৃষিযোগ্য ভূমির পরিমাণ জনসংখ্যার মতোই অসমানভাবে বণ্টিত। কোথাও কৃষিযোগ্য ভূমির প্রাচুর্য, কোথাও জনসংখ্যার তুলনায় এর পরিমাণ কম।
কাম্য জনসংখ্যা : কোনো দেশের মোট জনসংখ্যা ও কার্যকর ভূমির অনুপাতে ভারসাম্য থাকলেই তাকে কাম্য জনসংখ্যা বলে।
অতি জনাকীর্ণতা : জনসংখ্যার তুলনায় কার্যকর ভূমির পরিমাণ অল্প থাকলে তাকে অতি জনাকীর্ণতা বলে।
জনস্বল্পতা : জনসংখ্যার তুলনায় কার্যকর ভূমির পরিমাণ বেশি থাকলেও জনসংখ্যার স্বল্পতার কারণে পর্যাপ্ত সম্পদ এবং ভূমি ব্যবহার না করা গেলে উৎপাদন ব্যাহত হয়। এই অবস্থানকে জনস্বল্পতা বলে।
জনসংখ্যার বণ্টন : স্থানভেদে জনসংখ্যার অবস্থানগত বিস্তৃতি বা বিন্যাস হচ্ছে জনসংখ্যার বণ্টন। ভূপৃষ্ঠের ৫০-৬০ শতাংশের মতো এলাকায় মাত্র শতকরা প্রায় ৫ ভাগ লোকের বসতি। স্থলভাগের মাত্র শতকরা ৫ ভাগ এলাকায় পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের বসবাস।
জনসংখ্যার ঘনত্ব ও বণ্টনের প্রভাবক : কতকগুলো প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয় রয়েছে যা জনসংখ্যার ঘনত্ব কম বা বেশি হতে সাহায্যে করে। এই বিষয়গুলোকে জনসংখ্যার ঘনত্ব বা বণ্টনের প্রভাবক বলে। প্রথমত একে দুই ভাগে ভাগ করা যায়। যথা- ১. প্রাকৃতিক প্রভাবক ও ২. অপ্রাকৃতিক প্রভাবক।
প্রাকৃতিক প্রভাবক : ১. ভূপ্রকৃতি, ২. জলবায়ু, ৩. মৃত্তিকা, ৪. পানি ও ৫. খনিজ।
অপ্রাকৃতিক প্রভাবক : ১. সামাজিক, ২. সাংস্কৃতিক ও ৩. অর্থনৈতিক।
বাংলাদেশের বর্তমান জনসংখ্যার ঘনত্ব : আদমশুমারি রিপোর্ট মার্চ, ২০১১ অনুযায়ী বাংলাদেশের জনসংখা প্রায় ১৪.৯৭ কোটি। প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যা ঘনত্ব ১,০১৫ জন।
জনসংখ্যা বৃদ্ধির হার : বাংলাদেশের জনসংখ্যা অত্যন্ত দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। ১৯৯১ সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২.১৭%, ২০০১ সালে ১.৪৮% এবং ২০১১ সালে ১.৩৭%।
জনসংখ্যা পরিস্থিতির কারণে সৃষ্ট সমস্যা : মাত্রাতিরিক্ত জনসংখ্যার কারণে- ১. ভূমি খণ্ডবিখণ্ড হয়, ২. বাসস্থান চাহিদা বাড়ে, ৩. মাথাপিছু আয় হ্রাস পায়, ৪. বন নিধন হয় ও পাহাড় কাটা বাড়ে, ৫. কর্মহীন লোকের সংখ্যা বাড়ে, ৬. মূল্যবোধের অবক্ষয় হয়, ৭. শিক্ষার পরিবেশ নষ্ট হয়।
জনসংখ্যা সমস্যা সমাধানের উপায় : ১. জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির সফল প্রয়োগ, ২. বাল্যবিবাহ ও বহুবিবাহ বন্ধ করা, ৩. ধর্মান্ধতা, বংশ রক্ষা প্রভৃতি কুসংস্কার দূর করা, ৪. নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, ৫. চিত্তবিনোদনের সুযোগ সৃষ্টি করা।
এছাড়াও এসএসসি অন্যান্য বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন রয়েছে কোর্সটিকায়। যা তোমরা বিনামূল্যে পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ভূগোল সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post