দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় mcq
৪৩৪. আইনশৃঙ্খলা রক্ষা এবং রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্ত এবং সুবিধাসমূহ বাস্তবায়ন করতে কোনটি?
ক. আইন বিভাগ
ড়. শাসন বিভাগ
গ. বিচার বিভাগ
ঘ. হাইকোর্ট বিভাগ
৪৩৫. আইন বিভাগের প্রধান কাজ কী?
ক. রাষ্ট্র পরিচালনা করা
খ. শাসন করা
ড়. আইন প্রণয়ন করা
ঘ. আইন প্রয়োগ করা
৪৩৬. ব্রিটেনের আইনসভার নাম কী?
ক. কংগ্রেস
খ. মজলিস
ড়. পার্লামেন্ট
ঘ. ডায়েট
৪৩৭. বাংলাদেশের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
ড়. এক কক্ষ
খ. দু কক্ষ
গ. তিন কক্ষ
ঘ. চার কক্ষ
৪৩৮. নাগরিক ব্যক্তিস্বাধীনতা রক্ষা করে রাষ্ট্রের কোন বিভাগ?
ক. আইন
ড়. বিচার
গ. শাসন
ঘ. সংসদ
৪৩৯. সংবিধান অনুযায়ী রাষ্ট্রের প্রধান কে?
ক. প্রধানমন্ত্রী
ড়. রাষ্ট্রপতি
গ. মন্ত্রী
ঘ. সচিব
৪৪০. রাষ্ট্রের এটর্নি জেনারেলের নিয়োগদান করেন কে?
ড়. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. সচিব
ঘ. স্পিকার
৪৪১. অধ্যাদেশ জারির ক্ষমতা রয়েছে একমাত্র-
ড়. রাষ্ট্রপতির
খ. প্রধানমন্ত্রীর
গ. স্পিকারের
ঘ. প্রধান বিচারপতির
৪৪২. বাংলাদেশের সরকার প্রধান কে?
ক. রাষ্ট্রপতি
ড়. প্রধানমন্ত্রী
গ. স্পিকার
ঘ. প্রধান বিচারপতি
৪৪৩. মন্ত্রিসভার মূল স্তম্ভ কে?
ক. রাষ্ট্রপতি
খ. সচিব
গ. সংসদীয় কমিটি
ড়. প্রধানমন্ত্রী
৪৪৪. আন্তঃমন্ত্রণালয় সভার সভাপতিত্ব করেন কে?
ড়. প্রধানমন্ত্রী
খ. রাষ্ট্রপতি
গ. স্পিকার
ঘ. এটর্নি জেনারেল
৪৪৫. শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দু কে?
ক. রাষ্ট্রপতি
খ. সংসদ
গ. আদালত
ড়. প্রধানমন্ত্রী
৪৪৬. এককক্ষবিশিষ্ট আইনসভা আছে এমন দেশের উদাহরণ নিচের কোনটি?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. ভারত
ড়. বাংলাদেশ
৪৪৭. বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যসংখ্যা কত?
ক. ৩০০ জন
খ. ৩৪৫ জন
ড়. ৩৫০ জন
ঘ. ৩৫৫ জন
৪৪৮. বাংলাদেশে সংসদীয় সরকার প্রতিষ্ঠা করা হয় কত সালে?
ক. ১৯৯০ সালে
ড়. ১৯৯১ সালে
গ. ১৯৯২ সালে
ঘ. ১৯৯৩ সালে
৪৪৯. কততম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়?
ক. দশম
খ. একাদশ
ড়. দ্বাদশ
ঘ. ত্রয়োদশ
৪৫০. বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে জাতীয় সংসদের কথা উল্লেখ আছে?
ক. ৬০নং
ড়. ৬৫নং
গ. ৭০নং
ঘ. ৭৫নং
৪৫২. একটি দেশের ন্যায়বিচারের মানদ- কোনটি?
ড়. বিচার ব্যবস্থা
খ. প্রশাসন ব্যবস্থা
গ. নাগরিক সচেতনতা
ঘ. মোবাইল কোর্ট
৪৫৩. জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের দায়িত্ব কার?
ড়. বিচার বিভাগের
খ. শাসন বিভাগের
গ. আইন বিভাগের
ঘ. জাতীয় সংসদের
৪৫৪. রাষ্ট্রীয় সংবিধানের অভিভাবক কে?
ক. সংসদ
ড়. বিচার বিভাগ
গ. রাষ্ট্রপতি
ঘ. প্রধানমন্ত্রী
৪৫৫. ব্যক্তিস্বাধীনতার রক্ষাকবচ কোন বিভাগ?
ক. আইন বিভাগ
ড়. বিচার বিভাগ
গ. শাসন বিভাগ
ঘ. সংসদ
৪৫৬. বিচারপতি নিয়োগ লাভ করে কার মাধ্যমে?
ক. সংসদ
খ. প্রধানমন্ত্রী
গ. সংসদীয় কমিটি
ড়. রাষ্ট্রপতি
৪৫৭. স্বাধীনতার পূর্বে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কেমন ছিল?
ক এককেন্দ্রীয়
ড় যুক্তরাষ্ট্রীয়
গ দ্বিকেন্দ্রিক
ঘ সমাজতান্ত্রিক
৪৫৮. একটি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কে?
ক. মন্ত্রী
ড়. সচিব
গ. উপমন্ত্রী
ঘ. উপসচিব
৪৫৯. বাংলাদেশের শাসনব্যবস্থার স্নায়ুকেন্দ্র বলা হয় কাকে?
ক. মন্ত্রণালয়
ড়. সচিবালয়
গ. সংসদ
ঘ. আদালত
৪৬০. মন্ত্রণালয়ের যাবতীয় কাজের ভার কার ওপর ন্যস্ত থাকে?
ক. মন্ত্রী
খ. উপমন্ত্রী
ড়. সচিব
ঘ. উপসচিব
৪৬১. বিভিন্ন রাষ্ট্রে স্থানীয় সরকারের ভিন্ন রূপ পরিলক্ষিত হওয়ার মূল কারণ হলো-
ক. বৈদেশিক সম্পর্ক
খ. দেশের জনসংখ্যা
গ. অর্থনৈতিক উন্নয়ন
ড়. রাজনৈতিক সংস্কৃতি
৪৬২. স্থানীয় প্রশাসনের মূল উদ্দেশ্য হলো-
ক. কেন্দ্রীয় সরকারকে সাহায্য
খ. স্বায়ত্তশাসন সৃষ্টি
ড়. রাজস্ব আদায় ও সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন
ঘ. প্রশাসনকে উজ্জীবিতকরণ
৪৬৩. কেন্দ্রের পর বাংলাদেশের কোন প্রশাসনের স্থান?
ক. স্থানীয়
খ. জেলা
গ. উপজেলা
ড়. বিভাগীয়
৪৬৪. বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি?
ক. ৫টি
খ. ৬টি
ড়. ৭টি
ঘ. ৮টি
৪৬৫. বিভাগীয় প্রশাসনের প্রধানকে কী বলা হয়?
ক. প্রশাসক
খ. উপসচিব
ড়. কমিশনার
ঘ. মেয়র
৪৬৬. বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর তৃতীয় স্তর কোনটি?
ক. স্থানীয় প্রশাসন
খ. বিভাগীয় প্রশাসন
গ. সিটি কর্পোরেশন
ড়. জেলা প্রশাসন
৪৬৭. একটি জেলার সংবাদপত্র বিভাগের নিয়ন্ত্রক কে?
ক. চেয়ারম্যান
খ. কমিশনার
ড়. জেলা প্রশাসক
ঘ. পুলিশ সুপার
৪৬৮. বর্তমানে বাংলাদেশে উপজেলা কয়টি?
ক. ৪৮০টি
খ. ৪৮১টি
গ. ৪৮২টি
ড়. ৪৯০টি
৪৬৯. বাংলাদেশ সিভিল সার্ভিসের সদস্য নয় কে?
ক. বিভাগীয় কমিশনার
খ. জেলা প্রশাসক
গ. উপজেলা নির্বাহী অফিসার
ড়. জেলা পরিষদ চেয়ারম্যান
৪৭০. স্বায়ত্তশাসনের মূলকথা হলো-
ড়. জনগণের স্বশাসন
খ. কেন্দ্র নিয়ন্ত্রিত শাসন
গ. মানুষের শাসন
ঘ. বৈদেশিক শাসন
৪৭১. নিচের কোনটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নয়?
ড়. বিভাগীয় প্রশাসন
খ. সিটি কর্পোরেশন
গ. জেলা পরিষদ
ঘ. পৌরনীতি
৪৭২. মহিলাদের জন্য ইউনিয়ন পরিষদে কয়টি আসন সংরক্ষিত?
ক. ২টি
ড়. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৪৭৩. ইউনিয়ন পরিষদের মেয়াদকাল কত বছর?
ক. ৩ বছর
খ. ৪ বছর
ড়. ৫ বছর
ঘ. ৬ বছর
৪৭৪. বর্তমানে বাংলাদেশে কতটি ইউনিয়ন পরিষদ আছে?
ক. ৪৪০২টি
খ. ৪৪২৬টি
গ. ৪৪৬০টি
ড়. ৪৫৫৩টি
৪৭৫. উপজেলা পরিষদ প্রথম প্রবর্তন করা হয় কত সালে?
ক. ১৯৮০ সালে
খ. ১৯৮১ সালে
গ. ১৯৮২ সালে
ড়. ১৯৮৩ সালে
৪৭৬. উপজেলা পরিষদ কত সালে পুনঃপ্রতিষ্ঠিত হয়?
ক. ২০০০ সালে
খ. ২০০৪ সালে
গ. ২০০৭ সালে
ড়. ২০০৯ সালে
৪৭৭. উপজেলা পরিষদের কতজন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত?
ক. ২ জন
ড়. ৩ জন
গ. ৪ জন
ঘ. ৫ জন
৪৭৮. কত তারিখে জেলা পরিষদ আইন প্রবর্তন করা হয়?
ড়. ৬ জুলাই, ২০০০
খ. ৬ আগস্ট, ২০০০
গ. ৬ সেপ্টেম্বর, ২০০০
ঘ. ৬ অক্টোবর, ২০০০
৪৭৯. জেলা পরিষদের মেয়াদকাল কত?
ক. ৩ বছর
খ. ৪ বছর
ড়. ৫ বছর
ঘ. ৬ বছর
৪৮০. জেলার সকল উন্নয়ন কার্যক্রমের পর্যালোচনা, জেলা পরিষদের কোন ধরনের কার্যাবলির অন্তর্গত?
ক. ঐচ্ছিক
ড়. আবশ্যিক
গ. সাধারণ
ঘ. নিয়মতান্ত্রিক
৪৮১. বর্তমানে বাংলাদেশে কতটি পৌরসভা আছে?
ক. ২০৮টি
খ. ২৫৬টি
ড়. ৩২৫টি
ঘ. ৩৫৮টি
৪৮২. পৌরসভার কার্যকাল কত বছর?
ক. ২ বছর
খ. ৩ বছর
গ. ৪ বছর
ড়. ৫ বছর
৪৮৩. সিটি কর্পোরেশনের প্রধানকে কী বলা হয়?
ড়. মেয়র
খ. কমিশনার
গ. মেম্বার
ঘ. সচিব
৪৮৪. ঢাকা সিটিকে কয়টি সিটি কর্পোরেশনে ভাগ করা হয়?
ড়. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৪৮৫. সিটি কর্পোরেশনের মেয়াদ কত বছর?
ক. ৩
খ. ৪
ড়. ৫
ঘ. ৭
বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি প্রশ্নের “ড়” “শ” অপশনগুলো সঠিক উত্তর। তোমার কোন সাবজেক্টের সলুশন লাগবে, তা জানিয়ে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post