৭ম শ্রেণি গার্হস্থ্য বিজ্ঞান ২য় অধ্যায় গৃহসামগ্রী ক্রয় | পারিবারিক জীবনে বিভিন্ন রকম কাজ করার জন্য যেসব সরঞ্জাম, যন্ত্রপাতি ও অন্যান্য দ্রব্য ব্যবহার করা হয়, সেগুলোই গৃহসামগ্রী হিসেবে পরিচিত। এই সামগ্রীগুলো আমাদের অনেক কাজকে সহজ ও আরামদায়ক করে দেয়।
উপযুক্তভাবে গৃহসামগ্রী নির্বচন করে তা সঠিকভাবে ব্যবহার করতে পারলে আমরা সময়, শক্তি বাঁচিয়ে অনেক কাজ করতে পারি। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সামগ্রী ব্যবহার করা হয়। গার্হস্থ্য বিজ্ঞানের ২য় অধ্যায়ে আমরা গৃহসামগ্রী ক্রয়ের বিভিন্ন নির্দেশনা জানবো।
৭ম শ্রেণি গার্হস্থ্য বিজ্ঞান ২য় অধ্যায় গৃহসামগ্রী ক্রয়
সৃজনশীল প্রশ্ন ১ : মুবীনা ইলেকট্রনিক্সের দোকান থেকে ক্যাশমেমো ছাড়া একটি ইস্ত্রি কেনেন। বাসায় ফেরার পথে মেয়ের জন্য এক প্যাকেট জুস কেনেন। মেয়ে জুসটি খেতে গিয়ে খেয়াল করে সেটির মেয়াদ পার হয়ে গেছে। আবার অনেক চেষ্টা করেও মুবীনা তাঁর ইস্ত্রিটিকে চালু করতে না পেরে দোকানে নিয়ে গেলেন। দোকানদার ইস্ত্রিটি অন্য দোকান থেকে কেনা হয়েছে বলে সন্দেহ পোষণ করেন।
ক. ভোক্তার স্বার্থ রক্ষায় কয়টি মৌলিক অধিকার রয়েছে?
খ. গৃহসামগ্রী কেনার আগে পরিকল্পনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
গ. জুস ক্রয়ে মুবীনা খাতুন তার কোন অধিকারটি প্রয়ো করেননি—ব্যাখ্যা করো।
ঘ. ‘ভোক্তা হিসেবে মুবীনার মতো ক্রেতারা নিজের অধিক সম্পর্কে সচেতন নয়’- বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : নয়ন ঈদ উৎসব উপলক্ষে ছেলেমেয়েদের জন্য নতুন জামা কিনতে দোকানে গেল। সে সুন্দর দেখে দামি দামি কাপড়গুলো কিনে আনল। বাড়িতে আনার তার ছেলেমেয়েরা যখন সেগুলো পড়ার চেষ্টা করল তখন দেখা গেল যে, কাপড়গুলোর সেলাই খুলে যাচ্ছে। আবার একজনের গায়ে একটা জামা কোনো রকমে ঢুকানো যাচ্ছে না।
ক. গৃহসামগ্রীর স্থায়িত্ব কিসের ওপর নির্ভর করে?
খ. ক্রয় পরিকল্পনা বলতে কী বোঝ?
গ. নয়নের দ্রব্যসামগ্রী কেনার পরিকল্পনার ক্ষেত্রে কিসের অভাব রয়েছে?
ঘ. “নয়নের যদি দ্রব্যসামগ্রী কেনার ক্ষেত্রে গুণাগণ যাচাইয়ের ক্ষমতা থাকত তবে এ পরিস্থিতি সৃষ্টি হত না।” তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও৷
সৃজনশীল প্রশ্ন ৩ : নায়লা একজন সুগৃহিণী। গৃহের যাবতীয় কেনাকাটা তিনি নিজেই করেন। গৃহসামগ্রী কেনার সময় তিনি স্বল্পমূল্য ও স্থায়িত্বকে প্রাধান্য দেন। এছাড়া ক্রয় পরিকল্পনা ও বাজারমূল্য এ বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেন। তার বান্ধবী জুলি ভোক্তা হিসেবে স্বার্থ রক্ষার জন্য ভোক্তার শিক্ষালাভের অধিকার সম্পর্কে জ্ঞান রাখেন।
ক. গৃহসামগ্রী কিসের বিনিময়ে কেনা হয়?
খ. ক্ষতিপূরণ পাবার অধিকার বলতে কী বোঝ?
গ. নায়লা গৃহসামগ্রী কেনার ক্ষেত্রে যে বিষয়গুলোর প্রতি সচেতন থাকেন তা ব্যাখ্যা করো।
ঘ. জুলি ভোক্তা হিসেবে যে অধিকার সম্পর্কে জ্ঞান রাখেন তা কতটুকু যুক্তিসঙ্গত মতামত দাও।
অতিরিক্ত আরো প্রশ্ন
৩. রেহেনাদের বিদ্যালয়ে ভোক্তা অধিকার বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এক বক্তা বলেন, ভোক্তার স্বার্থ রক্ষার জন্য নিরাপত্তার অধিকার, জানার অধিকার, অভিযোগ করার অধিকার ও ক্ষতিপূরণ পাওয়ার অধিকার থাকতে হবে। তিনি আরও বলেন, ভোক্তার শিক্ষা লাভের অধিকার নিশ্চিত করতে হবে। কারণ এটি ভোক্তার বাছাই করার ক্ষমতা ও স্বাস্থ্যকর পরিবেশ সম্পর্কে সচেতন করে।
ক. সারা পৃথিবীতে সকল ভোক্তার স্বার্থ রক্ষার জন্য কতটি মৌলিক অধিকার রয়েছে?
খ. বিক্রেতা বা উৎপাদনকারী কীভাবে ক্রেতাদের প্রতারিত করে?
গ. উদ্দীপকে বক্তা কোন অধিকারগুলোর কথা বলেছেন? ব্যাখ্যা কর।
ঘ. “ভোক্তার শিক্ষা লাভের অধিকার অন্যান্য অধিকার নিশ্চিত করতে প্রধান ভূমিকা রাখে।” – উদ্দীপকের আলোকে উক্তিটির যৌক্তিকতা বিচার কর।
৪. মিসেস তাসনিয়া বাজার থেকে তার ছেলের জন্য জুস কিনে আনল। কিন্তু জুসটি খাওয়ানোর পর শিশুটি অসুস্থ হয়ে পড়ল। তিনি দোকানীকে অভিযোগ করলে সে তাকে অপমান করে তাড়িয়ে দেয়। এরপর তার রসায়নবিদ ভাই পরীক্ষা করে দেখলেন উক্ত ব্র্যান্ডের জুসে কিছু ক্ষতিকর উপাদান সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি। তখন তিনি উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলেন এবং বললেন, পণ্য ক্রয়ের ক্ষেত্রে জনগণের সচেতনতাই তাদের এরূপ অসৎ আচরণ রুখতে পারে।
ক. বিক্রেতা কখন ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে?
খ. বিক্রেতাগণ কীভাবে ক্রেতাদের প্রতারিত করে? ব্যাখ্যা কর।
গ. মিসেস তাসনিয়া কোন কোন মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেগুলোর বর্ণনা দাও।
ঘ. তাসনিয়ার ভাইয়ের গৃহিত পদক্ষেপ ও তার বক্তব্যের যথার্থতা নিরূপণ কর।
৫. মাহমুদা খাতুন যেসব গৃহসামগ্রী ক্রয় করেন তা স্বল্পমূল্যের ও টেকসই। তিনি গৃহসামগ্রী ক্রয়ের ক্ষেত্রে ক্রয় পরিকল্পনা, গুণাবলি যাচাই ও বাজারমূল্য এ বিষয়গুলোর দিকে গুরুত্ব দেন। সাহেলী খাতুনের গৃহে যেসব সামগ্রী রয়েছে তা তার কাজে তেমন সাহায্য করে না।
ক. কেটলি কোন গৃহসামগ্রী হিসেবে পরিচিত?
খ. গৃহসামগ্রী বলতে কী বোঝ?
গ. মাহমুদা খাতুন গৃহসামগ্রী ক্রয়ের ক্ষেত্রে যে বিষয়গুলোর প্রতি সচেতন থাকেন তা ব্যাখ্যা কর।
ঘ. “উক্ত বিষয়গুলোর প্রতি অসচেতনতাই সাহেলী খাতুনের নিম্নমানের গৃহসামগ্রী ক্রয়ের কারণ।” – এ বিষয়ে তোমার মতামত দাও।
৬. নিপা তার গৃহের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের গৃহসামগ্রী ক্রয় করে থাকেন। সামগ্রী ক্রয়ের পূর্বে তিনি ক্রয়ের নীতিমালা বিবেচনাপূর্বক পরিকল্পনার মাধ্যমে ক্রয়ের কাজে অগ্রসর হন। ভোক্তার অধিকারগুলো সম্পর্কে তিনি অত্যন্ত সচেতন।
ক. সামগ্রী কাকে বলে?
খ. গৃহের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সামগ্রীর প্রয়োজন হয়- ব্যাখ্যা কর।
গ. সামগ্রী ক্রয়ের নীতিগুলো সম্পর্কে জানার ফলে নিপা কীভাবে ক্রয়ের ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারে বর্ণনা কর।
ঘ. ভোক্তা হিসেবে নিজের অধিকারগুলো জানা থাকলে প্রতারিত হতে হয় না- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
►► ১ম অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► ২য় অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► ৩য় অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► ৪র্থ অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► ৫ম অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► ৬ষ্ঠ অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► ৭ম অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► ৮ম অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► ৯ম অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► ১০ম অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ৭ম শ্রেণি গার্হস্থ্য বিজ্ঞান ২য় অধ্যায় গৃহসামগ্রী ক্রয় সৃজনশীল প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post