কুরআন ও হাদিস শিক্ষা ৭ম শ্রেণির ইসলাম শিক্ষা ৩য় অধ্যায় সমাধান : আল-কুরআন আল্লাহ তা’আলার পবিত্র বাণী। ইসলামি শরিয়তের সকল বিধি-বিধানের মূল উৎস হলো আল-কুরআন। এটি শরিয়তের সর্বপ্রথম ও সর্বপ্রধান উৎস। এর উপরই ইসলামি শরিয়তের মূলভিত্তি ও কাঠামো প্রতিষ্ঠিত। মানব জীবনের প্রয়োজনীয় সকল বিষয়ের মৌলিক নীতিমালা আল-কুরআনে বিদ্যমান। এসব মৌলিক নীতিমালার আলোকেই ইসলামের সকল বিধি-বিধান প্রণীত হয়েছে।
আল-কুরআন মানবজাতির জন্য সুস্পষ্ট দলিল, বিশ্ববাসীর জন্য পথপ্রদর্শক ও রহমত। মানুষকে সত্য ও সুন্দরের পথ দেখানোর জন্য আল্লাহ তা’আলা এটি মহানবি হযরত মুহাম্মাদ (সা.)-এর উপর নাজিল করেছেন।
৭ম শ্রেণির ইসলাম শিক্ষা ৩য় অধ্যায় সমাধান
আর নবি করিম (সা.) আমাদের নিকট এ পবিত্র বাণী পৌঁছে দিয়েছেন। আল্লাহ তা’আলার আদেশ-নিষেধ নিজে আমল করে তিনি আমাদের হাতে কলমে শিক্ষা দিয়েছেন। সাথে সাথে তিনি মানুষের নিকট এ বাণীর মর্ম ও তাৎপর্য ব্যাখ্যা করে দিয়েছেন।
হাদিস ইসলামি শরিয়তের দ্বিতীয় উৎস। রাসুলুল্লাহ (সা.)-এর বাণী, কর্ম ও মৌন সম্মতিকে বলা হয় হাদিস। হাদিস কুরআনের ব্যাখ্যাস্বরূপ। ইসলামি বিধিবিধান পূর্ণরূপে পালন করার জন্য আল-কুরআন ও হাদিসের জ্ঞানলাভ করা আবশ্যক।
সম্ভাব্য শ্রেণির কাজ
শিক্ষার্থীর কুরআন তিলাওয়াতের আদবগুলো পোস্টারে লিখে শ্রেণিতে উপস্থাপন করবে।
সমাধান : শিক্ষার্থীগণ কুরআন তিলাওয়াতের আদবগুলো জানবে এবং এগুলো লিখে পোস্টার তৈরি করে শ্রেণিতে উপস্থাপন করবে। নিচে একটি নমুনা পোস্টার তৈরি করে দেখানো হলো-
কুরআন তিলাওয়াতের আদব
১. সুন্দরভাবে ওযু করে পবিত্র স্থানে কিবলামুখী হয়ে বসা।
২. পবিত্র কুরআনকে কোনোকিছুর উপর রেখে তিলাওয়াত করা।
৩. তিলাওয়াতের পূর্বে কয়েকবার দরুদ শরিফ পাঠ করা।
৪. আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়ে তিলাওয়াত শুরু করা।
৫. ধীরে ধীরে তাজবিদের সাথে মিষ্টি-মধুর সুরে তিলাওয়াত করা।
৬. তিলাওয়াতের সময় হাসি-তামাশা বা কোনোরূপ কথাবার্তা না বলা।
৭. একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তিলাওয়াত করা।
৮. তিলাওয়াত শেষে কুরআনকে খুব সম্মানের সাথে কোনো উঁচু স্থানে রেখে দেওয়া।
দলগত কাজ (মূল বই: পৃষ্ঠা ৬২)
শিক্ষার্থীরা সূরা লাহাবের শিক্ষাগুলো লিখে একটি রঙিন পোস্টার তৈরি করবে। (ইসলাম শিক্ষা বই: পৃষ্ঠা ৬২)
সমাধান : শিক্ষার্থীগণ সূরা লাহাবের শিক্ষাগুলো লিখে একটি রঙিন পোস্টার তৈরি করবে। নিচে একটি নমুনা পোস্টার তৈরি করে দেখানো হলো :
সূরা লাহাবের শিক্ষা
১. মহানবি (সা.) ও ইসলামের বিরোধিতা করা মারাত্মক অপরাধ।
২. মহানবি (সা.) ও ইসলামের বিরোধিতা করলে আল্লাহ চরম অসন্তুষ্ট হন।
৩. যারাই আবু লাহাব ও তার স্ত্রীর মতো জঘন্য কাজ করবে তাদের ধ্বংস অনিবার্য।
৪. দুনিয়ার ধন-সম্পদ, মান-সম্মান ইত্যাদি ইসলামের শত্রুদের আল্লাহর গযব থেকে রক্ষা করতে পারবে না।
৫. যুগে যুগে যারাই আল্লাহ এবং তাঁর নবিদের সাথে শত্রুতা পোষণ করেছে এভাবেই তারা নিশ্চিহ্ন হয়ে গেছে।
দলগত কাজ (মূল বই: পৃষ্ঠা ৬৪)
শিক্ষার্থীরা শিক্ষকের সাথে সূরা আন-নাস তিলাওয়াত করবে। এরপর সূরাটির অর্থ খাতায় লিখে শিক্ষককে দেখাবে। (ইসলাম শিক্ষা বই: পৃষ্ঠা ৬৪)
সমাধান : শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের ৬৩ নম্বর পৃষ্ঠা দেখে সূরা আন-নাসর মুখস্থ করবে এবং এ সূরাটি শিক্ষকের সাথে তিলাওয়াত করবে। এরপর সূরাটির অর্থ খাতায় লিখে শিক্ষককে দেখাবে।
সূরা আন-নাসর এর বাংলা অনুবাদ
দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে
১. যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়।
২. এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন।
৩. তখন আপনি আপনার প্রতিপালকের প্রশংসাসহ তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করুন। তিনিই তো তওবা কবুলকারী।
বাড়ির কাজ (মূল বই: পৃষ্ঠা ৬৪)
শিক্ষার্থীরা বাড়ি থেকে সূরা আন-নাসর-এর শিক্ষা লিখে এনে শ্রেণিতে উপস্থাপন করবে। (ইসলাম শিক্ষা বই: পৃষ্ঠা ৬৪)
সমাধান : শিক্ষার্থীরা বাড়ি থেকে সূরা আন-নাসর-এর শিক্ষা লিখে এনে শ্রেণিতে উপস্থাপন করবে।
সূরা আন-নাসর : শিক্ষা
১. সাহায্য ও বিজয় আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে।
২. আমাদের যাবতীয় কাজে আল্লাহর সাহায্য প্রয়োজন।
৩. আল্লাহর সাহায্য ছাড়া সফলতা লাভ করা যায় না।
৪. কোনো কাজে সফলতা আসলে কৃতজ্ঞতাস্বরূপ আল্লাহর প্রশংসা ও পবিত্রতা ঘোষণ করা উচিত।
৫. যাবতীয় ‘ত্রুটি, অপরাধ বা পাপ কাজের জন্য তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করা উচিত।
৬. মহানবি (সা.)-এর কোনো পাপ কখনো ছিলো না। তবুও তাঁকে ইস্তেগফার করতে বলে মূলত আমাদের তাওবা-ইস্তেগফার করতে উৎসাহিত করেছেন এবং শিক্ষা দিয়েছেন।
দলগত কাজ (মূল বই: পৃষ্ঠা ৬৭)
শিক্ষার্থীরা সূরা কাফিরুন শুদ্ধরূপে তিলাওয়াত করবে এবং পরস্পরের মধ্যে এ সূরার শিক্ষা আলোচনা করবে। (ইসলাম শিক্ষা বই: পৃষ্ঠা ৬৭)
সমাধান : শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের ৬৬ নম্বর পৃষ্ঠা দেখে সূরা কাফিরুন শুদ্ধরূপে তিলাওয়াত করবে। যাদের আরবিতে পড়তে অসুবিধা হয়, তাদের জন্য সূরা কাফিরুন-এর বাংলা উচ্চারণ দেওয়া হলো :
বাংলায় সূরা কাফিরুন
বিসমিল্লাহির রাহমানির রাহিম
১. কুল ইয়া-আইউহাল কা-ফিরূন।
২. লা-আ’বুদু মা-তা’বুদূন।
৩. ওয়ালা আনতুম আ-বিদূনা মা-আ’বুদ।
৪. ওয়ালা-আনা আ-বিদুম মা আবাদতুম।
৫. ওয়ালা-আনতুম আ-বিদূনা মা-আ’বুদ।
৬. লাকুম দ্বীনুকুম ওয়া লিয়া দ্বীন।
সূরা কাফিরুন-এর শিক্ষা
দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে
১. একনিষ্ঠভাবে মহান আল্লাহর ইবাদাত করতে হবে।
২. কোনো পরিস্থিতিতেই মুসলিমদের জন্য শত্রুদের সাথে ধর্মের বিষয়ে এমন আলোচনা করা যাবে না যা ইসলাম সমর্থন করে না।
৩. সূরা কাফিরুনে মহান আল্লাহ হক ও বাতিলের মাঝে সুস্পষ্ট পার্থক্য নির্ধারণ করে দিয়েছেন।
বাড়ির কাজ (মূল বই: পৃষ্ঠা ৬৯)
শিক্ষার্থীরা সূরা আল আসর শুদ্ধরূপে তিলাওয়াত করবে এবং পরস্পরের মধ্যে এ সূরার শিক্ষা আলোচনা করবে। (ইসলাম শিক্ষা বই: পৃষ্ঠা ৬৯)
সমাধান : শিক্ষাথীরা পাঠ্যবইয়ের ৬৭ নম্বর পৃষ্ঠা দেখে সূরা আল আসর তিলাওয়াত করবে। যাদের আরবি দেখে পড়তে অসুবিধা হয় তাদের সুবিধার্থে নিচে বাংলা উচ্চারণ দেওয়া হলো। তিলাওয়াত শেষে এসূরার শিক্ষা পরস্পরের মধ্যে আলোচনা করবে।
সূরা আল-আসর তিলাওয়াত
বিসমিল্লাহির রাহমানির রাহিম
১. ওয়াল আসরি।
২. ইন্নাল ইনসা-না লাফি খুসরিন।
৩. ইল্লাল্লাযিনা আমান ওয়া আমিলুস স-লিহা-তি ওয়া তাওয়া- সাও বিল হাককি।
৪. ওয়া তাওয়া-সাও বিস সাবরি।
সূরা ‘আল আসর’-এর শিক্ষা
১. সময় অত্যন্ত মূল্যবান। যারা দুনিয়াতে সময়ের সদ্ব্যবহার করবে এবং নেক আমল করবে পরকালে তারাই সফলতা লাভ করবে।
২. সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, তবে চারটি গুণবিশিষ্ট মানুষ ব্যতীত। চারটি গুণ হলো- ইমান, সৎকর্ম, অপরকে সত্যের উপদেশ এবং সবরের উপদেশ দান।
৩. আমরা ইমান আনব এবং নেক কাজ করব। কোনো প্রকার অন্যায়-অত্যাচার ও অনৈতিক কাজ করব না।
৪. আমাদের বন্ধুবান্ধব, ভাইবোন, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী সবাইকে সত্য ও সুন্দরের দিকে আহ্বান করব। সবাইকে উত্তম চরিত্রবান ও নীতিবান হতে উৎসাহ দেব।
৫. আমরা সত্যের পথে অবিচল থাকব, বিপদে-আপদে ধৈর্যধারণ করব। হতাশ হয়ে কখনো অন্যায় ও অনৈতিক কাজ করব না।
৬. আমরা পরস্পরকে সৎ কাজে উৎসাহ ও অসৎ কাজ থেকে বিরত থাকার উপদেশ দেব।
বাড়ির কাজ (মূল বই: পৃষ্ঠা ৭২)
শিক্ষার্থীরা সূরা-অততাকাসুর-এর শিক্ষা পোস্টারে লিখে শ্রেণিতে প্রদর্শন করবে। (ইসলাম শিক্ষা বই: পৃষ্ঠা ৭২)
সমাধান : শিক্ষার্থীরা সূরা আত- তাকাসুরের শিক্ষা কী, তা জানবে এবং পোস্টারে লিখে শ্রেণিতে প্রদর্শন করবে। পাশে একটি নমুনা পোস্টার করে দেখানো হলো-
সূরা আত-তাকাসুরের শিক্ষা
১. সম্পদের প্রাচুর্যেরর প্রতি মোহাচ্ছন্ন থাকা উচিত নয়।
২. সম্পদের প্রাচুর্য মানুষকে আখিরাত ভুলিয়ে দেয়।
৩. অন্যায়ভাবে ধনসম্পদ উপার্জনকারী জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
৪. আখিরাতে সকল কাজের হিসাব নেওয়া হবে।
বাড়ির কাজ (মূল বই: পৃষ্ঠা ৭৪)
শিক্ষার্থীরা মুনাজাতমূলক আয়াত তিনটি পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখার জন্য সুন্দর করে লিখে একটি পোস্টার তৈরি করবে। (ইসলাম শিক্ষা বই: পৃষ্ঠা ৭৪)
সমাধান : মুনাজাতমূলক তিনটি আয়াত লিখে একটি পোস্টারের নমুনা তৈরি করে দেখানো হলো-
উচ্চারণ : রব্বানা যলামনা আনফুসানা ওয়াইল্লাম তাগফিরলানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খ-সিরীন।
উচ্চারণ : রব্বানা আতিনা মিল্লাদুনকা রহমাতাও ওয়াহাইয়্যিই লানা মিন আমরিনা রশাদা।
উচ্চারণ : রব্বিশরহলি, সদরি, ওয়া ইয়াসিরলি আমরি, ওয়াহলুল উকদাতাম মিল্লিসানি, ইয়াক্বাহু ক্বওলি।
বাড়ির কাজ (মূল বই: পৃষ্ঠা ৭৭)
শিক্ষার্থীরা মুনাজাতমূলক তিনটি হাদিস অর্থসহ পোস্টারে লিখে টেবিলের সামনে ঝুলিয়ে রাখবে। (ইসলাম শিক্ষা বই: পৃষ্ঠা ৭৭)
সমাধান : মুনাজাতমূলক তিনটি হাদিস লিখে একটি পোস্টারের নমুনা তৈরি করে দেখানো হলো-
উচ্চারণ : আল্লাহুম্মা কামা হাস্সানতা খলক্কি ফাহাসিন খুলুক্কি।
উচ্চারণ : আল্লাহুম্মাগফিরলি-ওয়ারহানি-ওয়াদিনি-ওয়া আফিনি ওয়ার যুক্বনি।
উচ্চারণ : ইয়া মুক্বাল্লিবাল কুলুবি, সাব্বিত ক্বলবি ‘আলা দ্বিনিকা।
আরো দেখো: ৭ম শ্রেণির ইসলাম শিক্ষা সব অধ্যায়ের সমাধান
উপরে দেওয়া ‘উত্তরমালা’ অপশনে ক্লিক করে ৭ম শ্রেণির ইসলাম শিক্ষা ৩য় অধ্যায় সমাধান সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post