৭ম শ্রেণির কর্ম ও জীবনমুখী শিক্ষা ২য় অধ্যায় : প্রাত্যহিক জীবনে আমাদের কিছু কাজ করতে হয় এবং কোনো না কোনো পেশায় নিয়োজিত করতে হয়। কিছু কাজ আছে যা পরিবারের বাইরের ব্যক্তি দ্বারা সম্পাদিত হয় । এই অধ্যায়ে এসব কাজের গুরুত্ব এবং বিভিন্ন কাজ ও পেশায় নিয়োজিত ব্যক্তিদের সম্মান প্রদর্শনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে।
৭ম শ্রেণির কর্ম ও জীবনমুখী শিক্ষা ২য় অধ্যায়
১. গ্রামের সকলেই মি. আলমকে শ্রদ্ধা করে। তিনি পেশায় কৃষক। তিনি তার একমাত্র ছেলেকে লেখাপড়া শেখাতে খুবই সচেষ্ট। এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় তিনি তার ছেলেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ বিভাগে লেখাপড়া করাতে পাঠান। লেখাপড়া শেষে তিনি তার ছেলেকে নিজের ৩টি পুকুরের পাশাপাশি আরো কয়েকটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করতে দিলেন। এজন্য গ্রামবাসীদের কেউ কেউ তার ছেলেকে বিদ্রূপ করলেও মি. আলম তার ছেলের পেশায় খুবই গর্বিত।
ক. পেশা কী?
খ. মানুষ কাজ করে কেন?
গ. গ্রামের কিছু লোক আলম সাহেবের ছেলেকে ঠাট্টা করে কেন? বর্ণনা কর।
ঘ. ছেলের পেশা নিয়ে আলম সাহেবের খুশি হওয়ার বিষয়টি মূল্যায়ন কর।
২. রহিম মিয়া পেশায় একজন কৃষক। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে তাঁর সংসার। আর্থিক কষ্ট থাকার কারণে তাঁর দুই ছেলের একজন ট্যাক্সি চালায় অপর জন খবরের কাগজের হকারি করে। উভয়েই লেখাপড়ার অবসরে এভাবে বাবাকে সাহায্য করে। তাঁর স্ত্রী গৃহিনী। তাঁর মেয়েও পড়ালেখার ফাঁকে ফাঁকে মাকে তার গৃহ কর্মে সাহায্য করে।
ক. গ্রীক দার্শনিক এ্যারিস্টটলের গুরু কে ছিলেন?
খ. নিজের কাজ নিজে করার গুরুত্ব বর্ণনা কর।
গ. উদ্দীপকে রহিম মিয়ার পরিবারে যে ব্যয় হয় তা কোন ধরনের ব্যয়, ব্যাখ্যা কর।
ঘ. রহিম মিয়া তার স্ত্রী, মেয়ে এবং দুই ছেলের কাজকে কী পেশা হিসাবে অভিহিত করা যায় তা বিশ্লেষণ কর।
৩. কৃষকের ছেলে সুমন একজন অভিজ্ঞ ডাক্তার। সুমনের বাবার পেশা নিয়ে সহপাঠি ও প্রতিবেশিরা ঠাট্টা করে। কিন্তু সুমন সব সময় বাবার পেশাকে সম্মান করে এবং এ নিয়ে গর্ববোধ করে। [ইস্পাহানি পাবলিক এন্ড কলেজ, চট্টগ্রাম]
ক. পেশা কী?
খ. মানুষ কাজ করে কেন?
গ. উদ্দীপকের সুমনের বাবাকে নিয়ে ঠাট্টার কারণ ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের সুমনের বাবার পেশা সমাজের জন্য গুরুত্বপূর্ণ”। উক্তিটি মূল্যায়ন করে তোমার মতামত দাও।
৪. গ্রামের সবাই জনাব আলম সাহেবকে শ্রদ্ধা করে। তিনি পেশায় কৃষক, তার একমাত্র ছেলে তাহমিদ। তিনি তাঁর ছেলেকে লেখাপড়া শেখাতে খুব সচেষ্ট। তাঁর ছেলে সব পাবলিক পরীক্ষাতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়, লেখাপড়া শেষ করে তাহমিদ তার বাবার মত কৃষি কাজ করা শুরু করে। সে নিজের জমির পাশাপাশি অন্যের জমি বর্গা নিয়ে আবাদ করতে থাকে। এতে গ্রামের লোকেরা তাহমিদকে বিদ্রুপ করা শুরু করে। কিন্তু আলম সাহেব তার ছেলের পেশা নিয়ে খুশি ছিলেন। কারণ তিনি জানেন সব কাজেরই আলাদা সম্মান আছে। [জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ]
ক. গিজার মহাপিরামিডটি তৈরি করতে কত সময় লেগেছিল?
খ. একটি দেশের উন্নয়নে শ্রম বিভাজনের ভূমিকা অপরিসীম’ ব্যাখ্যা কর।
গ. তাহমিদের পেশাটি কি আত্মনির্ভরশীল পেশা? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।
ঘ. উদ্দীপকের শেষ লাইনটি বিশ্লেষণ করো।
৫. আরমান সাহেব লেখাপড়া শেষ করে নিজের জমির পাশাপাশি অন্যের জমি বর্গা নিয়ে আবাদ করেন। তার মেঝ ভাই এমবিবিএস পাশ করে বর্তমানে একটি হাসপাতালের ডাক্তার আর তার ছোট ভাই লেখাপড়া শেষ করে বর্তমানে দর্জির কাজ করেন। আরমান সাহেব ও তার ভাইয়েরা যার যার পেশা নিয়ে আনন্দিত। আসলে সব কাজেরই আলাদা সম্মান আছে। যে কোনো কাজে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ী হলেই উচ্চ মর্যাদার অধিকারী হওয়া যায়। [আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল ঢাকা]
ক. কে মাথায় করে মিশরের পথে পথে তেল বিক্রি করতেন?
খ. “সব কাজেরই আলাদা সম্মান আছে” ব্যাখ্যা কর।
গ. আরমান সাহেব ও তার ছোট ভাইয়ের পেশা কীভাবে আনন্দদায়ক হলো? তোমার মতামত দাও।
ঘ. উদ্দীপকের শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ কর।
৬. নিলিমা সপ্তম শ্রেণিতে পড়ে। তার স্কুল ব্যাগটি সে প্রতিদিন গুছিয়ে রাখে। তাই ব্যাগের কোন পকেটে কী আছে এটা তার জানা। ফলে সময় মতো ব্যাগের প্রয়োজনীয় জিনিস খুজে পেতে তার কষ্ট হয় না।
ক. পেশা কী?
খ. কর্মক্ষেত্রে সফল হওয়ার ২টি প্রয়োজনীয় গুণাবলী উল্লেখ কর।
গ. নিলিমা কাজটি নিজেই করার কী কী সুবিধা পাচ্ছে? ব্যাখ্যা কর।
ঘ. নিজের কাজ নিজে করার গুরুত্ব অনেক, বক্তব্যটি বিশ্লেষণ কর।
৭. অয়ন ও রচনা দুই ভাই-বোন। তাদের নিজেদের কোনো আবাদি জমি না থাকায় তাদের বাবা অন্যের জমিতে আবাদ করেন এবং অবসর সময়ে বাঁশ ও বেতের বিভিন্ন জিনিস তৈরি করে হাটে বিক্রি করে সামান্য আয় করেন। তাদের মা সংসারের কাজের পাশাপাশি বাড়িতে হাঁস-মুরগি পালন ও আঙ্গিনায় শাকসবজি চাষ করেন ও এসব জিনিস প্রতিবেশীদের নিকট ও গ্রামের হাটে বিক্রি করে সংসারের আয়ে ভূমিকা রাখেন। অয়ন ও রচনা তাদের পড়ালেখার পাশাপাশি বাড়িতে বাবা-মার কাজে সহযোগিতা করে।
ক. পরনির্ভরশীলতা কী?
খ. ভরণপোষণ ব্যয় বলতে কী বোঝ?
গ. অয়ন ও রচনার কর্মকা-ে কোন ধরনের মর্যাদা বৃদ্ধি পেয়েছে? বর্ণনা কর।
ঘ. অয়ন ও রচনার পরিবারের সদস্যদের সহায়তামূলক কর্মকাণ্ডের সুবিধাগুলো বিশ্লেষণ কর।
৮. ৭ম শ্রেণির ছাত্রী জোহরার অর্ধ-বার্ষিকী পরীক্ষা চলছে। সকালে পড়ালেখা শেষ করে সে কাজের মেয়েকে সবকিছু গুছিয়ে দেওয়ার জন্য তাগাদা দেয়। কাজের মেয়ে স্কুলের পোশাক নিয়ে আসে এবং ব্যাগের মধ্যে খাতা-কলম গুছিয়ে দেয়। কিন্তু পরীক্ষার হলে গিয়ে জোহরা দেখে ব্যাগে প্রবেশপত্র নেই। প্রধান শিক্ষক তাকে পরীক্ষা দিতে না দেওয়ায় সে হল থেকে বের হয়ে আসে।
ক. পেশা কী?
খ. কীভাবে জীবনে উচ্চমর্যাদার অধিকারী হওয়া যায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের জোহরার উক্ত সমস্যায় পতিত হওয়ার কারণ কী? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত সমস্যার পুনরাবৃত্তি এড়ানোর জন্য তার করণীয় নির্দেশ কর।
৯. শিক্ষিকা রাবেয়া খাতুন পাঠ্যবিষয়ের বাইরে অনেক বিষয়ে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। দৈনন্দিন কাজ ও বাড়িতে গৃহকর্মীর সঙ্গে কেমন ব্যবহার করা উচিত সেসব বিষয়ে শিক্ষা দিয়ে থাকেন। এ ব্যাপারে তার অভিমত “নিজের কাজ অন্যে করলে সে কাজের গুরুত্ব কমে যায়।” কাজটি দায়সারা গোছের হয়।
ক. শ্রমের বিনিময়ে মানুষ কী পায়?
খ. কাজ দায়সারা হওয়ার কারণ কী?
গ. রাবেয়া ম্যাডাম কোন বিষয়টির ওপর গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা কর।
ঘ. রাবেয়া ম্যাডাম শিক্ষার্থীদের যে বিষয়টি বোঝাতে চেয়েছেনÑ সেটির যৌক্তিকতা মূল্যায়ন কর।
১০. রিমা ৭ম শ্রেণির ছাত্রী। সে তার নিজের কাজ নিজে করতে বেশি পছন্দ করে। তাই তার বিছানা থেকে শুরু করে পড়ার টেবিল পর্যন্ত নিজ হাতে সাজিয়ে রাখে। সে প্রতিদিন তার বাবা-মায়ের কাজে সহায়তা করে।
ক. জীবন দক্ষতা বলতে কী বোঝ?
খ. নিজের কাজ নিজে করার মধ্যেই আনন্দÑএ কথাটির অর্থ বুঝিয়ে লেখ।
গ. রিমা তার পরিবারের সাথে কীভাবে কাজে সহায়তা করতে পারে? ব্যাখ্যা কর।
ঘ. রিমার কাজগুলো থেকে আমরা কী রকম শিক্ষা গ্রহণ করতে পারি? বুঝিয়ে লেখ।
১১. গফুর সাহেবের এক সময় আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। তিনি কখনো বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পাননি। নিজে নিজে যা পড়েছিলেন তাই ছিল তার সম্বল। পরিবার চালানোর জন্য হোটেলে কাজ শিখে নিজেই ব্যবসা খুললেন। ঐ সময় তার পেশা নিয়ে অনেকে ঠাট্টা করত। কিন্তু তিনি কোনো দুঃখ পেতেন না বরং আনন্দিত হতেন।
ক. পেশা কী?
খ. সকল পেশার মানুষকে সম্মান ও মর্যাদা দিতে হয় কেন?
গ. গফুর সাহেবের কাছে কোনো কাজই ছোট মনে না হওয়ার কারণ বর্ণনা কর।
ঘ. গফুর সাহেব তার পেশা নিয়ে আনন্দিত হওয়ার বিষয়টি মূল্যায়ন কর।
১২. আলভী ৭ম শ্রেণীতে পড়ে। তার স্কুল ব্যাগটি সে প্রতিদিন গুছিয়ে রাখে। তাই ব্যাগের কোন পকেটে কী আছে এটা তার জানা, ফলে সময় মতো ব্যাগের প্রয়োজনীয় জিনিস খুঁজে পেতে তার কষ্ট হয় না।
ক. কত সালে আনা ফ্রাংক গোপন কুঠুরীতে আত্ম গোপন করেন?
খ. কর্মক্ষেত্রে সফল হওয়ার ২টি প্রয়োজনীয় গুনাবলি লিখ।
গ. আলভীর কাজটি করার গুরুত্ব কোন দিককে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. নিজের কাজ নিজে করার গুরুত্ব অনেক বক্তব্যটি বিশ্লেষণ কর।
১৩. আরাফাত এমবিবিএস পাশ করে সরকারি ডাক্তার হিসেবে হাসপাতালে কর্মরত। তার বাবা একজন মাঝি, এ নিয়ে বন্ধুরা বাট্টা করে। কিন্তু আরাফাগত তার বাবার পেশাকে সম্মান করে এবং এ নিয়ে গর্ববোধ করে।
ক. কি করার মাধ্যমে শরীরের পেশিগুলো সঞ্চালন হয় এবং মন প্রফুল্ল থাকে?
খ. নিজের কাজ নিজে করার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পায় কেন?
গ. উদ্দীপকে আরাফাতের বাবাকে নিয়ে ঠাট্টার কারণ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে আরাফাতের বাবার পেশার সমাজে গুরুত্বপূর্ণ উক্তিটি মূল্যায়ন করে তোমার মতামত দাও।
১৪. আনিকা সপ্তম শ্রেণিতে পড়ে, সে অত্যন্ত মেধাবী ছাত্রী। সমাপনী পরীক্ষায় সে খুবই ভালো ফলাফল করেছে। লেখাপড়ার পাশাপাশি মায়ের মাথে সংসারের কাজও করে থাকে। পরিবারের সবাই তার কাজকে উৎসাহিত করে।
ক. মনের খোরাক বলা হয় কাকে?
খ. নিজের কাজ নিজে করলে ধৈর্য ও সহিষ্ণুতা বৃদ্ধি পায়, ব্যাখ্যা কর।
গ. আনিকার কাজ কোন বিষয়টিকে নির্দেশ করে, ব্যাখ্যা কর।
ঘ. উক্ত কাজের গুরুত্ব বিশ্লেষণ কর।
১৫. শিক্ষক তাসিন পাঠ্য বিষয়ের বাইরের অনেক বিষয়ে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। দৈনন্দিন কাজ ও বাড়ির কাজের লোকের সাথে কেমন ব্যবহার করা উচিৎ তারও শিক্ষা দিয়ে থাকেন। এ প্রসঙ্গে তার অভিমত নিজের কাজ অন্যে করলে সে কাজের গুরুত্ব কমে যায়, কাজটি দায়সারা গোছের হয়।’
ক. নিজের কাজ নিজে করার কী অনেক?
খ. কাজ দায়সারা হওয়ার কারণ কী?
গ. উদ্দীপকের প্রদীপ স্যারের বক্তব্যের সাথে তোমার চিন্তা-ভাবনা কতটুকু সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. “নিজের কাজ অন্যে করলে সে কাজের গুরুত্ব কমে যায়, কাজটি দায়সারা গোছের হয়।” উক্তির যৌক্তিক মূল্যায়ন কর।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ৭ম শ্রেণির কর্ম ও জীবনমুখী শিক্ষা ২য় অধ্যায় প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। এছাড়াও ৭ম শ্রেণির অন্যান্য বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন রয়েছে কোর্সটিকায়। যা তোমরা বিনামূল্যে পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post