৭ম শ্রেণির কর্ম ও জীবনমুখী শিক্ষা ১ম অধ্যায় : এই অধ্যায় পড়ে আমরা শ্রমের মর্যাদা সম্পর্কে জানব। কায়িক ও মেধাশ্রমের গুরুত্ব সম্পর্কেও ধারণা পাব। আরও জানতে পারব কীভাবে আত্মমর্যাদার সাথে কাজ করা মায় আাতবিশ্বাস ও সৃজনশীলতা আমাদেরকে কাজে সাহায্য করে। এভাবে আমাদের কাজের মানও বৃদ্ধি পায়।
এ অধ্যায়ের পাঠ শেষে আমরা শ্রমের মর্যাদার গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। কাজের ক্ষেত্রে আত্মমর্যাদা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতার গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। কাজের ক্ষেত্রে আত্মমর্যাদাশীল, আত্ববিশ্বাসী ও সৃজনশীল হতে আগ্রহী হবো। শ্রমের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করব । নেতৃত্ব প্রদানের সাথে সাথে নৈতিক আচরণে উদ্বুদ্ধ হবো। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হবো।
৭ম শ্রেণির কর্ম ও জীবনমুখী শিক্ষা ১ম অধ্যায়
১. ‘আরে এই ল্যাংড়া পোলাডারে পড়ালেখা করাইয়া কি লাভ! এটাতো আজীবনের বোঝা। ভালো একটা পরামর্শ দেই। যত বড় অইবো, ততই ওর প্রতি তোমগো মায়া বাড়বো। এর আগেই ওরে ঢাকার কোনো রাস্তার ফুটপাতে ফালাইয়া থোও। ভালো টাকা ভিক্ষা পাইবা। এতে তোমগোও লাভ অইবো, ওর পেটটাও চইল্লা যাইবো।’ শিক্ষা জীবনের শুরুতে নানা বাধা বিপত্তির কথাগুলো একজন সংবাদপত্র প্রতিবেদককে বলতে বলতে কেঁদে উঠল মাত্র ২ বছর বয়সে পোলিও রোগে আক্রান্ত হয়ে কবিরাজের ভুল চিকিৎসায় চিরতরে পঙ্গু হয়ে যাওয়া মো. খলিলুর রহমান। গ্রামের মোড়ল ও প্রতিবেশী সর্বদা এই পরামর্শই দিত খলিলের পরিবারকে। শারীরিক অক্ষমতা তবুও দাবিয়ে রাখতে পারেনি পঙ্গু খলিলকে। সকল অক্ষমতাকে অতিক্রম করে শিক্ষা জীবনের বিভিন্ন ধাপ পেরিয়ে খলিল এখন সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র।
ক. মেধাশ্রম কী?
খ. আত্মমর্যাদাসম্পন্ন হওয়া জরুরি কেন? ব্যাখ্যা কর।
গ. সামনে এগিয়ে যেতে মো. খলিলুর রহমানের ক্ষেত্রে যে বিষয়টি কাজ করেছে তা বর্ণনা কর।
ঘ. প্রতিবেশীদের পরামর্শ না শোনার মো. খলিলুর রহমানের সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা কর।
২. বাবর ও আকবর একই সরকারি প্রতিষ্ঠানে কাজ করে সততা, নিষ্ঠা এবং ভদ্র আচরণের কারণে আকবর অফিসে সবার প্রিয়পাত্র হযে উঠেছেন। তিনি কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করেন এবং ভদ্রভাবে বাধা দেবার চেষ্টা করেন। অপরদিকে, অফিসে বাবরের আচরণ আকবরের সম্পূর্ণ বিপরীত। [ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম কলেজ]
ক. আত্মমর্যাদা কী?
খ. একজন আত্মমর্যাদাশীল মানুষের কোন কোন গুণাবলি থাকা প্রয়োজন?
গ. উদ্দীপকের আলোকে আকবরের চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের দুই ধরনের মানুষের তুলনামূলক আলোচনা করে তোমার মতামত দাও।
৩. জলিল সাহেব সৎভাবে অর্থ উপার্জন করেন। তিনি সব সময় অন্যকে সম্মান করেন এবং কাউকে কখনো কষ্ট দেন না। এজন্য এলাকায় তার যথেষ্ট সুনাম রয়েছে।
ক. তাজমহল কী দিয়ে তৈরি করা হয়েছিল?
খ. নিজের কাজ নিজে করলে কি ধরনের আর্থিক সুবিধা পাওয়া যায়?
গ. উদ্দীপকের জলিল সাহেব কোন ধরনের মানুষ? ব্যাখ্যা কর।
ঘ. দেশের উন্নতিকে জলিল সাহেবের মতো মানুষের গুরুত্ব অনস্বীকার্য- তোমার মতামত বিশ্লেষণ কর।
৪. বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল চব্বিশ বছরের প্রাণবন্ত ও প্রচ- আত্মবিশ্বাসী যুবক। তার সাহস, বুদ্ধি ও কর্মতৎপরতায় সবাই মুগ্ধ। মোস্তফা কামাল বিশ্বাস করতেন, সৈন্যদের মনোবলই আসলে দুর্ভেদ্য দূর্গ। আর তাদের সাহস যেন দূর্গের দেয়াল। তাই তিনি মাত্র ১০ জন সেনা নিয়ে দরুইন গ্রামে প্রতিরক্ষা ঘাঁটি আগলাবার সাহস করলেন। মাত্র ১০ জন সৈন্য নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পুড়িয়ে দিয়ে ব্রাহ্মণবাড়িয়া দখল করলেন। [বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
ক. আনা ফ্রাংকের জন্ম কত সালে?
খ. আনা ফ্র্যাংক কিসের জন্য বিখ্যাত হয়েছিলেন?
গ. ‘আত্মবিশ্বাসই সফলতার মূলমন্ত্র’-উদ্দীপকের আলোকে উক্তিটি ব্যাখ্যা কর।
ঘ. বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের সফলতার মূল কারণ বিশ্লেষণ কর।
৫. বাংলাদেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছিলেন- “পৃথিবীতে সৃজনশীল মানুষের সংখ্যা খুবই কম। কিন্তু এই কমসংখ্যক মানুষের সৃজনশীল কর্মপ্রচেষ্টার মাধ্যমে বর্তমানে আমরা বিভিন্ন প্রযুক্তির সাথে পরিচিত হতে পেরেছি। তাদের আবিষ্কৃত বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের জীবন হয়েছে আরামদায়ক ও সুখকর।”
ক. বিজ্ঞানীরা কেমন মানুষ?
খ. কাজের ক্ষেত্রে সৃজনশীলতার গুরুত্ব লিখ।
গ. আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের ভেতরে কোন বিষয়টি থাকা আবশ্যক? উদ্দীপকের আলোকে বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের শিক্ষাবিদের বক্তব্যের সাথে তুমি কি একমত? এর সপক্ষে যুক্তি দেখাও।
৬. আতাহার আলী গ্রামের একজন দরিদ্র মানুষ। তার সংসারে সবসময় অভাব-অনটন লেগেই থাকে। তার দুই সন্তান। সে মানুষের বাড়ি, ক্ষেত-খামারে কাজ করে। সেখান থেকে তার যে আয় হয় তা দিয়ে পরিবারের জন্য খাবার ও ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালায়। মাঝে মাঝে সে শহরে এসে রিকশা চালায়। এভাবে সে শরীর খাটিয়ে, রোদে পুড়ে অর্থ উপার্জন করে। [গভ. ল্যাবরেটরি হাইস্কুল, খুলনা]
ক. কায়িক শ্রম কাকে বলে?
খ. কায়িক শ্রম গুরুত্বপূর্ণ কেন?
গ. আতাহার আলী কোন ধরনের মানুষ বর্ণনা কর।
ঘ. আতাহার আলীর জীবন থেকে আমরা কী শিক্ষা নিতে পারি? নিজের ভাষায় বিশ্লেষণ কর।
৭. কথাশিল্পী হুমায়ূন আহমেদ ‘আগুনের পরশমণি’ উপন্যাসে ঢাকায় গেরিলা অপারেশনের দুঃসাহসিক কাহিনী বর্ণনা করেছেন। তিনি মুক্তিযুদ্ধের ঘটনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপস্থাপন করতে চেয়েছেন। মুক্তিযুদ্ধে কারা শহীত হয়েছেন, কীভাবে যুদ্ধ করেছেন, কারা আমাদের সাহায্য করেছেন তা প্রতীকার্থেÑ তিনি উপন্যাসটিতে তুলে ধরছেন। [গভ. ল্যাবরেটরি হাইস্কুল, খুলনা]
ক. মেধাশ্রম কী?
খ. মেধাশ্রমের গুরুত্ব লিখ।
গ. উদ্দীপকের হুমায়ূন আহমেদের সাহিত্য রচনা কোন শ্রমের আওতাভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. মানব জীবনে উক্ত শ্রমের প্রয়োজনীয়তা কতটুকু? উদ্দীপকের আলোকে তোমার মতামত উপস্থাপন কর।
৮. জামিল খুবই পরিপাটি ছেলে। যে নিজের কাজ নিজে করতে পছন্দ করে। তার কখনো অন্য কারও সাহায্যের প্রয়োজন হয় না। তার ব্যবহারও খুব ভালো। সে সবসময় সত্য কথা বলে এবং সকলের সাথে নম্র ব্যবহার করে। পরীক্ষার সময় সে কারও খাতা দেখে লিখে না। জামিলের ছোট বোন দোয়েল তেমন গোছালো নয়। সে তার নিজের কাজ নিজে করে না। সে বাড়িতে লেখাপড়া করে না। পরীক্ষার সময় সে অন্যের খাতা দেখে লেখে। সে কোনো পরীক্ষায় ভালো ফলাফল করে না। সে নিজের সম্পর্কে সম্পূর্ণ অসচেতন। তার মেজাজটাও খিটখিটে স্বভাবের।
ক. কাদের আত্মমর্যাদাবান মানুষ বলা হয়?
খ. আত্মমর্যাদাসম্পন্ন মানুষের চারটি বৈশিষ্ট্য লেখ।
গ. জামিল ও দোয়েলের মধ্যে কোন বিষয়টিতে পার্থক্য বিদ্যমান বর্ণনা কর।
ঘ. দোয়েলের সফলতার পেছনে কোন বিষয়টি বাধা হয়ে দাঁড়াবে?Ñ তোমার মতামত দাও।
৯. স্বপন কুমার পাল মাটির কাজ করে। মাটির হাঁড়ি, পাতিল, শখের হাঁড়ি, সরা, মাটির পুতুল, ঘোড়া প্রভৃতি নিজের মতো করে বানায়। প্রতিবছর পূজোর সময় প্রতিমা বানানোর কাজও সে করে। প্রত্যেকবার ভিন্ন ভিন্ন ধরনের প্রতিমা বানায়। এই কাজ করে সংসারের ব্যয়ভার বহন করা কঠিন হলেও বংশপরম্পরায় এই কাজটি সে ছাড়তে পারে না। এই কাজে তাকে তার ছোট ছেলে সাহায্য করে। রঙবেরঙের মাটির তৈজসপত্র নিয়ে বিভিন্ন মেলায়ও তারা পসরা বসায়।
ক. সৃজনশীলতা কী?
খ. সৃজনশীল কাজের কয়েকটি উদাহরণ দাও।
গ. ‘সৃজনশীলতা হলো নিজের মতো করে কিছু করা’Ñ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের স্বপন কুমারের কাজকে সৃজনশীল কাজ বলা যায় কি? তোমার মতামত দাও।
১০. কবির কৃষিকাজ করে। তা থেকে যা রোজগার হয় তাই দিয়েই সে জীবিকা নির্বাহ করে। এ কাজের জন্য খুব ভোরে ঘুম থেকে উঠতে হয়। সারাদিন রোদ বৃষ্টি উপেক্ষা করে তাকে কাজ করে যেতে হয়।
ক. তাগ্রার তাজমহল কিসের পরিচয় বহন করে?
খ. আত্মমর্যাদা বজায় রেখে কেন কাজ করা প্রয়োজন?
গ. কবিরের এই কাজ কীরূপ শ্রমকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত শ্রমের গুরুত্ব বিশ্লেষণ কর।
১১. করিম কৃষি কাজ করে। তা থেকে যা রোজগার হয় তাই দিয়েই সে জীবিকা নির্বাহ করে। এ কাজের জন্য খুব ভোরে ঘুম থেকে উঠতে হয়। সারাদিন রোদ বৃষ্টি উপেক্ষা করে তাকে কাজ করে যেতে হয়।
ক. আগ্রার তাহমহল কিসের পরিচয় বহন করে?
খ. আত্মমর্যাদা বজায় রেখে কেন কাজ করা প্রয়োজন?
গ. করিমের এই কাজ কী রূপ শ্রমকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত শ্রমের গুরুত্ব বিশ্লেষণ কর।
১২. সত্যজিত রায় ছিলেন চতুর্মুখী প্রতিভাবান একজন ব্যক্তি। তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য সৃষ্টিকর্ম হলো তাঁর রচিত বিখ্যাত গোয়েন্দা কাহিনী ‘ফেলুদা’। বইটির ভাষা বিন্যাস, চরিত্র সবই যেন জীবন্ত।
ক. সৃজনশীলতা কী?
খ. নিজের কাজ নিজে করার তিনটি সুফল লিখ।
গ. উদ্দীপকে উল্লিখিত গ্রন্থটি কীসের ফসল বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের বিষয়টির সাথে কায়িক শ্রমের পার্থক্য আলোচনা কর।
১৩. কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তিনি বিদ্রোহী কবি নামেও পরিচিত। তার লেখা গল্প, কবিতা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বাঙালিদের ঐক্যবদ্ধ করেছে। বাংলা সাহিত্য ও বাংলাদেশের ইতিহাসেব তাঁর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।
ক. ছিয়াত্তরের মন্বন্তর নিয়ে কে ছবি এঁকেছেন?
খ. নিজের কাজ নিজে করার ১টি সুবিধা ব্যাখ্যা কর।
গ. কাজী নজরুল ইসলামের লেখা গল্প-কবিতা কীরূপ শ্রমকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত শ্রমের গুরুত্ব মূল্যায়ন কর।
১৪. অমল মাছ ধরে বাজারে বিক্রি করে। এ থেকে তার যে আয় হয় তা দিয়েই সে তার সংসার চালায়। এ কাজের জন্য তাকে খুব ভোরে ঘুম থেকে উঠতে হয় এবং কাজে যেতে হয়। মৌসুমের সময় কখনো কখনো সারা রাত জেগে তাকে কাজ করতে হয়।
ক. তাজমহল কোন পাথরের তৈরি?
খ. আত্মমর্যাদা বজায় রেখে কাজ করা প্রয়োজন কেন?
গ. অমলের কাজ কীরূপ শ্রমকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত শ্রমের গুরুত্ব বিশ্লেষণ কর।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ৭ম শ্রেণির কর্ম ও জীবনমুখী শিক্ষা ১ম অধ্যায় প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। এছাড়াও ৭ম শ্রেণির অন্যান্য বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন রয়েছে কোর্সটিকায়। যা তোমরা বিনামূল্যে পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post