৭ম শ্রেণির কৃষিশিক্ষা ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর : এ অধ্যায়ে প্রথমে কৃষি মৌসুম, কৃষি মৌসুমের বৈশিষ্ট্য, রবি, খরিপ ও মৌসুম নিরপেক্ষ ফসল এবং এসব ফসলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে।
পরে ফসল উৎপাদনে আবহাওয়া ও জলবায়ুর প্রভাব বর্ণনা করা হয়েছে। পাশাপাশি প্রতিকূল আবহাওয়া ও জলবায়ু যেমন- অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, খরা, বন্যা ও জলাবদ্ধতা সম্পর্কে ধারণা প্রদান করা হয়েছে। এসব প্রাকৃতিক পরিবেশে ফসলের কী কী ধরনের ক্ষতি হয় সে সম্পর্কে আলোচনা করা হয়েছে।
৭ম শ্রেণির কৃষিশিক্ষা ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর
১. সাদিকের বাড়িটি কম বৃষ্টিপাতপ্রবণ অঞ্চলে হলেও প্রচুর শাকসবজি উৎপাদন হয়। সাদিক কিছু টাটকা সবজি নিয়ে তার মায়ের সাথে চট্টগ্রামের টিলাতলে মামাবাড়ি বেড়াতে যায়। সেখানে একদিন সে দেখে হঠাৎ করে আকাশ ঘনকালো মেঘে ঢেকে আসে ও ঝড়-বাতাস বইতে শুরু করে, এরপর শুরু হয় বৃষ্টি।
ক. ফসলের মৌসুম বলতে কী বোঝ?
খ. আলুকে কার্ডিনাল তাপমাত্রার সবজি বলার কারণ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে সাদিকের কৃষি অঞ্চলের ফসলের বৈশিষ্ট্য মৌসুম অনুযায়ী বর্ণনা কর।
ঘ. সাদিক ও তার মামা বাড়ি অঞ্চলে আবহাওয়ার বৈশিষ্ট্যের তুলনা কর।
২. তপনদের বাড়ি কুষ্টিয়া অঞ্চলে। এ বছর অন্যান্য বারের তুলনায় খরার প্রকাপ বেড়েছে। চৈত্র-বৈশাখ মাসে শিলাবৃষ্টিও দেখা গেছে। চলতি খরায় ফসল উৎপাদন নিয়ে সে বেশ চিন্তিত।
ক. অতিবৃষ্টি বলতে কী বোঝ?
খ. অতিবৃষ্টি ফসলের জন্য ক্ষতিকর কেন?
গ. তপনদের এলাকায় এ বছর ফসল উৎপাদন কেমন হবে ব্যাখ্যা কর।
ঘ. তপনদের এলাকায় দেখা দেওয়া অবস্থাগুলো ছাড়া আর কী ধরনের প্রতিকূল অবস্থা ফসলের ক্ষতি করে বর্ণনা কর।
৩. কামাল তার বাড়ির সামনের এক বিঘা জমি বর্গা চাষ করে। একদিন শীতের সকালে কৃষিবিদ রহমান সাহেব রাস্তা দিয়ে হাঁটছিলেন। পথে তিনি দেখলেন কামাল দুটি হাঁড়িতে খেজুরের রস নিয়ে বিক্রি করতে যাচ্ছে। রহমান সাহেব কামালের সংসারের খোঁজখবর নিয়ে ধান চাষের পাশাপাশি চলতি মৌসুমে আলু চাষের পরামর্শ দিলেন।
ক. ফসল উৎপাদনের মৌসুম কতটি?
খ. খরিপ মৌসুমের একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
গ. উল্লিখিত মৌসুমটি বর্ণনা কর।
ঘ. কামালকে দেয়া রহমান সাহেবের পরামর্শটির যথার্থতা নিরূপণ কর।
৪. গ্রামীণ কৃষক মকবুলের চেয়ে কৃষক শাহিদ বেশি পরিমাণে ফসল উৎপাদন করেন। কেননা কৃষক শাহিদ এমন কিছু ফসল উৎপাদন করেন যা সব মৌসুমেই হয়। কৃষক মকবুল শাহিদের এমন সাফল্য দেখে উদ্বুদ্ধ হন এবং উক্ত ফসল সম্পর্কে জেনে তা চাষ করে সারা বছর লাভবান হয়ে থাকেন।
ক. বারোমাসি ফসল কাকে বলে?
খ. কেন মৌসুম নিরপেক্ষ ফসলকে দিবা নিরপেক্ষ ফসলও বলা হয়?
গ. কৃষক মকবুল যে ফসল সম্পর্কে জানতে পারেন তার বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ. কৃষক শাহিদের কৃষিকাজের ধরন বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা কর।
৫. শ্রীমঙ্গলের কৃষক আল আমিন মিয়া। তিনি তার এলাকায় নতুন কৃষিকাজ হিসেবে খেজুরের বাগান শুরু করেন। কিন্তু তিনি কৃষিকাজে বিনিয়োগের পুরোটাই ক্ষতির সম্মুখীন হন। এরপর কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করলে কৃষি কর্মকর্তা তাকে কৃষি পরিবেশ অঞ্চলের কথা জানান এবং কৃষি পরিবেশ অঞ্চল হিসেবে শ্রীমঙ্গলে খেজুর ভালো হয় না বলে আল আমিন মিয়া কৃষি কর্মকর্তার নিকট থেকে জানতে পারেন।
ক. খরা কাকে বলে?
খ. কৃষি পরিবেশ গঠনে কী কী বিষয় বিবেচ্য? ব্যাখ্যা কর।
গ. কৃষক আল আমিন মিয়ার ক্ষতির কারণ ব্যাখ্যা কর।
ঘ. কৃষি কর্মকর্তা কৃষি পরিবেশ অঞ্চল সম্পর্কে কৃষক আল আমিন মিয়াকে কী বলতে পারেন আলোচনা কর।
৬. বরিশালের সিয়াম শীতকালে নানাবাড়ি বেড়াতে যায়। সেখানে গিয়ে দেখে সমগ্র মাঠ জুড়ে রয়েছে শীতকালীন শাকসবজি ও মাঠ ফসল। সে এ ব্যাপারে নানার কাছে জানতে চাইলে নানা বলেন, আমাদের অঞ্চল হলো উদার কৃষি পরিবেশ অঞ্চল। এখানে সব সময়ই ফসল উৎপাদনের অনুকূল আবহাওয়া ও জলবায়ু বিরাজ করে।
ক. কৃষি আবহাওয়া কী?
খ. আবহাওয়া ও জলবায়ুর দুটি পার্থক্য লেখ।
গ. সিয়ামের নানাবাড়ি যে কৃষি পরিবেশ অঞ্চলে পড়েছে সে অঞ্চলে চাষকৃত ফসলগুলো সম্পর্কে লেখ।
ঘ. সিয়ামের নানার উক্তিটি মূল্যায়ন কর।
৭. সাদিকের বাড়িটি কম বৃষ্টিপাত প্রবাহ অঞ্চলে হলেও প্রচুর শাকসবজি উৎপাদন হয়। সাদিক কিছু টাটকা সবজি নিয়ে তার মায়ের সাথে চট্টগ্রামের টিলাতলে মামাবাড়ি বেড়াতে যায়। সেখানে একদিন সে দেখে হঠাৎ করে আকাশ ঘনকালো মেঘে ঢেকে আসে ও ঝড় বাতাস বইতে শুরু করে, এরপর শুরু হয় বৃষ্টি।
ক. ফসলের মৌসুম বলতে কী বোঝ?
খ. আলুকে কার্ডিনাল তাপমাত্রার সবজি বলা হয় কেন?
গ. উদ্দীপকের আলোকে সাদিকের কৃষি অঞ্চলের ফসলের বৈশিষ্ট্য মৌসুম অনুযায়ী বর্ণনা কর।
ঘ. সাদিক ও তার মামাবাড়ির অঞ্চলে আবহাওয়ার বৈশিষ্ট্যের তুলনা কর।
৮. আলু, ফুলকপি, মুলা, গাজর, শিম, শালগম, গম, সরিষা, ছোলা।
ক. বাংলাদেশের জলবায়ু কেমন?
খ. ফসলের মৌসুম বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের ফসলগুলো যে মৌসুমে জন্মে সে মৌসুমের বৈশিষ্ট্য লেখ।
ঘ. উক্ত মৌসুমে বাজারে বৈচিত্র্যপূর্ণ শাকসবজির উপস্থিতি দেখা যায়- বিশ্লেষণ কর।
৯. রহিমের বাড়িটি চরাঞ্চলে হলেও প্রচুর শাকসবজি ও গম উৎপাদন হয়। তিনি উৎপাদিত শাকসবজি ও গম পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত অংশটুকু বাজারে বিক্রি করে বেশ লাভবান হন।
ক. ফসলের মৌসুম বলতে কী বুঝ?
খ. আলুকে কেন সবজি বলা হয়?
গ. রহীমের কৃষি অঞ্চলের বৈশিষ্ট্য আলোচনা কর।
ঘ. রহিম এর কৃষি অঞ্চলের আবহাওয়ার বৈশিষ্ট্য লিখ।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ৭ম শ্রেণির কৃষিশিক্ষা ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। এছাড়াও ৭ম শ্রেণির অন্যান্য বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন রয়েছে কোর্সটিকায়। যা তোমরা বিনামূল্যে পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post