গাইড বইয়ের দাম অনেক বেশি হওয়ায় অনেক শিক্ষার্থীই গাইড বা নোট বই কিনতে পারে না। এজন্য অনলাইনই তাদের শেষ ভরসা। কিন্তু অনলাইনে যেসব ওয়েবসাইটে বিনামূল্যে উত্তর পাওয়া যায়, সেগুলো ভুলে ভরা এবং মানসম্মত নয়। কারণ তারা ভালোভাবে যাচাই না করেই উত্তর প্রকাশ করে।
প্রকৃতপক্ষে যারা বোর্ড বইয়ের সৃজনশীল প্রশ্নের সঠিক ও মানসম্মত উত্তর প্রকাশ করে, তাদের অনেক সময়, পরিশ্রম ও মেধা ব্যয় কর উত্তর লিখতে হয়। কোর্সটিকায় আমরাও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের সকল বিষয়ের সৃজনশীলের সঠিক উত্তর প্রকাশ করি।
কিভাবে পাবো উত্তরগুলো
আজ আমরা ৭ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা ১ম পত্র NCTB বোর্ড বইয়ের সৃজনশীল প্রশ্নগুলো উত্তরসহ শেয়ার করবো। যদিও বইয়ের দোকানে গাইড বইয়ের দাম অনেক বেশি। কিন্তু আমাদের কাছে এ প্রশ্নগুলোর উত্তর তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে।
বোর্ডের মেইন বইয়ে দেয়া সৃজনশীল প্রশ্নের পাশাপাশি তোমাদেরকে আরো ১০০+ সৃজনশীল প্রশ্ন প্রাকটিসের জন্য দেয়া হবে। এ উত্তরগুলো তোমরা PDF ফাইলে পাবে। ফলে তােমরা মোবাইলে সেভ করেও পড়তে পারবে।
Discussion about this post