৭ম শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ৩য় পরিচ্ছেদ : সাধারণভাবে শব্দের একটি মূল অর্থ থাকে। একে বলা হয় মুখ্য অর্থ। যেমন, “কাটা” শব্দ দিয়ে মূলত বোঝায় কোনো কিছু কেটে ফেলা। এখানে কেটে ফেলা হলো “কাটা” শব্দের মুখ্য অর্থ মুখ্য অর্থের বাইরেও একটি শব্দের একাধিক গৌণ অর্থ থাকতে পারে। যেমন, “মেঘ কেটে গেছে” বাক্যে “কাটা শব্দের অর্থ “সরে যাওয়া”। আবার, “টিকিট কাটতে হবে” বাক্যে কাটা শব্দের অর্থ “কেনা” কাটা শব্দের এই “সরে যাওয়া” ও “কেনা” অর্থগুলো গৌণ অর্থ।
৭ম শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ৩য় পরিচ্ছেদ
একই শব্দের বিভিন্ন অর্থ (মূখ্য ও গৌণ)
নিচের শব্দগুলো ব্যবহার করে মুখ্য অর্থ এবং এক বা একাধিক অর্থ গৌণ অর্থের প্রয়োগ দেখাও: (মূল বইয়ের ৪২ নম্বর পৃষ্ঠা)
প্রতিশব্দ শিখি
প্রতিশব্দ বলতে বোবায় এমন কিছু শব্দ যেগুলো কাছাকাছি অর্থ প্রকাশ করে। যেমন: “গাছ” শব্দটি কখনো বৃক্ষ, কখনো তরু, কখনো উদ্ভিদ, কখনো লতা, আবার কখনো তৃণ বোবায়। এখানে বৃক্ষ, তরু উদ্ভিদ, লতা, তৃণ-এগুলো “গাছ” শব্দের প্রতিশব্দ। প্রতিশব্দকে সমার্থক শব্দও বলে।
বাক্যে একটি শব্দের বদলে তার প্রতিশব্দ ব্যবহার করা যায়। যেমন, “ডান দিকের রাস্তা দিয়ে যাও’ -এই বাক্যের বদলে বলা যায় “ডান দিকের পথ দিয়ে যাও”। তবে প্রতিশব্দ সবসময়ে বদলযোগ্য হয় না। যেমন, কেউ বলতে পারেন “ধানগাছে পোকার আক্রমণ হয়েছে।” কিন্তু এর বদলে “ধানবৃক্ষে পোকার আক্রমণ হয়েছে’ এমনটা কেউ বলেন না।
নিচে কিছু শব্দের প্রতিশব্দ দেওয়া হলো।
অকাল: অসময়, অবেলা, দুর্দিন, অশুভ সময়, দুঃসময়।
অতিথি: মেহমান, অভ্যাগত, আগন্তুক, নিমন্ত্রিত, আমন্ত্রিত, কুটুম।
অভাব: অনটন, দারিদ্য, দৈন্য, দীনতা, দুরবস্থা, অসচ্ছলতা।
আইন: বিধান, কানুন, ধারা, নিয়ম, বিধি।
একতা: এঁক্য, মিলন, অভেদ, অভিন্নতা।
কথা: উক্তি, বাক্য, বচন, কথন, বাণী, ভাষণ।
খাদ্য: খাবার, খানা, আহার, ভোজ্য, অন্ন, রসদ।
বড়: ঝঞ্জা, তুফান, সাইক্লোন, বটিকা, টর্নেভো, ঘূর্ণিঝড়।
অনুগ্রহ, করুণা, কৃপা, অনুকম্পা, মায়া।
দিবস, দিবা, বার, রোজ।
একই রকম অর্থ প্রকাশ করে এমন শব্দগুলোকে আলাদা করো
প্রতিশব্দ বসিয়ে আবার লিখি
নিচের অনুচ্ছেদটি পড়ো। এরপর এখানকার অন্তত দশটি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটি লেখো। (মূল বইয়ের ৪৬ নম্বর পৃষ্ঠা)
রাত্রি যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে। এ কথার মানে হলো বিপদ দেখে ভয় পাওয়ার কিছু নেই। সমস্যা যেমন আছে, তেমনি সেই সমস্যা সমাধানের উপায়ও আছে। পৃথিবীতে নানা রকম ঘটনা ঘটে বলেই পৃথিবী এত বৈচিত্র্যময়। দুঃখের ঘটনা যেমন ঘটে, তেমনি আনন্দের ঘটনাও ঘটে। অন্যের দুঃখে দুঃখী হতে হয়, আর অন্যের আনন্দে আনন্দিত হতে হয়। তবে অনেক সময়ে নিজের বিপদের দিনে কাউকে পাশে পাওয়া যায় না। তাতে হতাশ হওয়ার কিছু নেই। মেঘ কেটে যেমন সূর্য ওঠে, তেমনি দুঃসময় কেটে সুন্দর সময় আসে।
উত্তর: রাত যত গভীর হয়, সকাল/ভোর তত কাছে আসে। এ কথার মানে হলো সমস্যা দেখে ভয় পাওয়ার কিছু নেই। সমস্যা যেমন আছে, তেমনি সেই সমস্যা সমাধানের পথও আছে। ধরনীতে নানা রকম ঘটনা ঘটে বলেই ধরনী এত বৈচিত্র্যময়। দুঃখের ঘটনা যেমন ঘটে, তেমনি আনন্দের ঘটনাও ঘটে। অন্যের কষ্টে দুঃখী হতে হয়, আর অন্যের আনন্দে পুলকিত হতে হয়। তবে অনেক সময়ে নিজের বিপদের দিনে কাউকে কাছে পাওয়া যায় না। তাতে আশাহীন হওয়ার কিছু নেই। মেঘ কেটে যেমন রবি ওঠে, তেমনি দুঃসময় কেটে সুন্দর সময় আসে।
বিপরীত শব্দ বুঝি
এক জোড়া শব্দ যখন পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে, তখন একটিকে অন্যটির বিপরীত শব্দ বলে। যেমন: “দিন ও “রাত’। এখানে দিনের বিপরীত শব্দ রাত এবং রাতের বিপরীত শব্দ দিন। একইভাবে, উঁচু ও নিচু, ভালো ও মন্দ, শক্ত ও নরম-এগুলো পরস্পর বিপরীত শব্দ
বিপরীত শব্দের একটি হী-বাচক হলে অন্যটি না-বাচক হয় যেমন “সুস্থ ও “অসুস্থ” শব্দজোড়ার মধ্যে সুস্থ হ্যাঁ বাচক এবং অসুস্থ না-বাচক। এজন্য বিপরীত শব্দের সাথে না যুক্ত করে বাক্যের অর্থ ঠিক রাখা যায়। যেমন: লোকটি সুস্থ। এই বাক্যের অর্থ ঠিক রেখে এভাবেও বলা যায়: লোকটি অসুস্থ নয়।
বিপরীত শব্দ শিখি
দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লেখো: (মূল বইয়ের ৪৭ নম্বর পৃষ্ঠা)
১. এই গ্লাসের পানি ঠাণ্ডা।
বাক্য: এই গ্লাসের পানি গরম।
২. তিনি শক্ত মনের মানুষ।
বাক্য: তিনি নরম মনের মানুষ।
৩. কথাটি সত্য নয়।
বাক্য: কথাটি মিথ্যে নয়।
৪. নতুন রাস্তাটি অনেক সরু।
বাক্য: নতুন রাস্তাটি অনেক প্রশস্ত।
৫. এই আয়নাতে সব ঝাপসা দেখা যায়।
বাক্য: এই আয়নাতে সব পরিস্কার দেখা যায়।
৬. কাজটি যৌথভাবে করো।
বাক্য: কাজটি এককভাবে করো।
৭. কাল দিনের বেলায় এসো।
বাক্য: কাল রাতের বেলায় এসো।
৮. লোকটি কৃপণ।
বাক্য: লোকটি দানশীল।
৯. টেবিলে বইগুলো গোছানো আছে।
বাক্য: টেবিলে বইগুলো এলোমেলো আছে।
১০. আজকের খেলা তাড়াতাড়ি শেষ হলো।
বাক্য: আজকের খেলা দেরিতে শেষ হলো।
বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাই
১. এই গ্লাসের পানি ঠাণ্ডা।
বাক্য: এই গ্লাসের পানি গরম নয়।
২. তিনি শক্ত মনের মানুষ।
বাক্য: তিনি নরম মনের মানুষ না।
৩. কথাটি সত্য নয়।
বাক্য: কথাটি মিথ্যে।
৪. নতুন রাস্তাটি অনেক সরু।
বাক্য: নতুন রাস্তাটি অনেক প্রশস্ত নয়।
৫. এই আয়নাতে সব ঝাপসা দেখা যায়।
বাক্য: এই আয়নাতে সব পরিস্কার দেখা যায় না।
৬. কাজটি যৌথভাবে করো।
বাক্য: কাজটি এককভাবে করো না।
৭. কাল দিনের বেলায় এসো।
বাক্য: কাল রাতের বেলায় এসো না।
৮. লোকটি কৃপণ।
বাক্য: লোকটি দানশীল নয়।
৯. টেবিলে বইগুলো গোছানো আছে।
বাক্য: টেবিলে বইগুলো এলোমেলো নেই।
১০. আজকের খেলা তাড়াতাড়ি শেষ হলো।
বাক্য: আজকের খেলা দেরিতে শেষ হয়নি।
আরো দেখো: ৭ম শ্রেণির বাংলা সকল অধ্যায়ের প্রশ্ন উত্তর
সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের বাংলা বইয়ের ৭ম শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ৩য় পরিচ্ছেদ প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের মূল বইতে যেভাবে প্রশ্ন করা হয়েছে, আমরা ঠিক সেভাবেই উত্তরগুলো তৈরি করেছি। উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে উত্তর সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post