৭ম শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ৫ম পরিচ্ছেদ : বাক্য ভাষার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উপাদান। বাক্যে ব্যবহৃত শব্দকে পদ বলে। একাধিক শব্দকে পাশাপাশি ব্যবহার করলেই বাক্য হয় না। বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হলেই তা বাক্যের পর্যায়ে পড়ে। কিন্তু এখন প্রশ্ন হলো বাক্য বলতে কি বুঝায়।
৭ম শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ৫ম পরিচ্ছেদ
নমুনা বাক্য:
১. চেষ্টা করলে সফল হবে।
২. যদি চেষ্টা করো, তবে সফল হবে।
৩. চেষ্টা করো, সফল হবে।
বুঝতে চেষ্টা করি
নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো: (মূল বইয়ের ৫৬ নম্বর পৃষ্ঠা)
১. উপরের বাক্যগুলো একই অর্থ প্রকাশ করছে কিনা?
উত্তর: হ্যাঁ, উপরের বাক্যগুলো একই অর্থ প্রকাশ করছে।
২. বাক্য তিনটির গঠন এক রকমের কি না?
উত্তর: না, বাক্য তিনটির গঠন একই রকম না। তিনটি বাক্যেরই গঠন আলাদা আলাদা।
৩. কোন বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া রয়েছে?
উত্তর: প্রথম বাক্যটি ‘চেষ্টা করলে সফল হবে।’ -তে কেবল একটি সমাপিকা ক্রিয়া রয়েছে।
৪. কোন বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরো অর্ধ প্রকাশ করে না?
উত্তর: দ্বিতীয় বাক্যটির একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরো অর্ধ প্রকাশ করে না
৫. কোন বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া আছে?
উত্তর: তৃতীয় বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া আছে।
বিভিন্ন ধরনের বাক্য
গঠন অনুযায়ী বাংলা বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়: সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য।
সরল বাক্য কাকে বলে?
উত্তর: যেসব বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া থাকে, সেগুলো সরল বাক্য।
উদাহরণ:
১. শফিক বল খেলে।
২. তুমি খেলে আমি খুশি হব।
জটিল বাক্য কাকে বলে?
উত্তর: যেসব বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না, সেসব বাক্যকে জটিল বাক্য বলে। জটিল বাক্যের দুটি অংশ কিছু জোড়া শব্দ দিয়ে পরস্পর যুক্ত থাকে।
উদাহরণ:
১. যে ছেলেটি গতকাল এসেছিল, সে আমার ভাই।
২. যখন বৃষ্টি নামল, তখন আমরা দৌড় দিলাম।
যৌগিক বাক্য কাকে বলে?
উত্তর: একাধিক বাক্য যখন যোজক দিয়ে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকে।
উদাহরণ:
১. সীমা বই পড়ছে আর হাবিব ঘর গুছাচ্ছে।
খুঁজে বের করি
নিচে তিন ধরনের বাক্যের নমুনা দেওয়া হলো। এগুলো কোন ধরনের বাক্য এবং তার কারণ কী, তা খুঁজে বের করো: (মূল বইয়ের ৫৭ নম্বর পৃষ্ঠা)
১. শাহেদ বই পড়ছে।
এটি একটি সরল বাক্য। কারণ, এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে। সেই ক্রিয়াটি হলো: পড়ছে।
২. যদি আমার কথা শোনো, তবে তোমার ভালো হবে।
এটি একটি জটিল বাক্য। কারণ, এখানে জোড়া শব্দ আছে। সেই জোড়া শব্দ হলো: যদি-তবে।
৩. অনেক খুঁজলাম, তবু ঘড়িটি খুঁজে পেলাম না।
এটি একটি যৌগিক বাক্য। কারণ, এখানে দুটি বাক্য একটি যোজক দিয়ে যুক্ত। সেই যোজকটি হলো: তবু। আর এখানে দুটি সমাপিকা ক্রিয়া আছে। সমাপিকা ক্রিয়া দুটি হলো: খুঁজলাম, পেলাম।
৪. তুমি কোথা থেকে এসেছ?
এটি একটি সরল বাক্য। কারণ, এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া রয়েছে। সেই ক্রিয়াটি হলো: এসেছ।
৫. যেমন কাজ করেছ, তেমন ফল পেয়েছ।
এটি একটি জটিল বাক্য। কারণ এখানে জোড়া শব্দ রয়েছে। সেই জোড়া শব্দ হল: যেমন-তেমন।
৬. আমি সকালে হাঁটি, আর তিনি বিকালে হাঁটেন।
এটি একটি যৌগিক বাক্য। কারণ এখানে দুটি বাক্য একটি যোজক দিয়ে যুক্ত। আর সেই যোজকটি হলো: আর।
৭. সে ভাত খেয়ে স্কুলে গেল।
এটি একটি সরল বাক্য। কারণ, এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে। সেই ক্রিয়াটি হলো: খেয়ে।
৮. আমি পড়াশোনা শেষ করব, তারপর খেতে যাব।
এটি একটি যৌগিক বাক্য। কারণ কারণ এখানে দুটি বাক্য একটি যোজক দিয়ে যুক্ত। আর সেই যোজকটি হলো: তারপর। আর এখানে দুটি সমাপিকা ক্রিয়া আছে। সমাপিকা ক্রিয়া দুটি হলো: করব, যাব।
৯. যখন তুমি আসবে, তখন আমরা রান্না শুরু করব।
এটি একটি জটিল বাক্য। কারণ এখানে জোড়া শব্দ রয়েছে। সেই জোড়া শব্দ হল: যখন-তখন।
১০. আজ ভোরে সুন্দর একটা পাখি দেখতে পেলাম।
এটি একটি সরল বাক্য। কারণ, এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে। সেই ক্রিয়াটি হলো: দেখতে।
বাক্য তৈরি করি
নিচের খালি জায়গায় দুটি করে সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য তৈরি করো: (মূল বইয়ের ৫৯ নম্বর পৃষ্ঠা)
সরল বাক্য ১: সকালে সূর্য ওঠে।
সরল বাক্য ২: তিনি আর বেঁচে নেই।
জটিল বাক্য ১: যখন স্কুল ছুটি হয়, তখন বালকেরা মাঠে খেলা শুরু করে।
জটিল বাক্য ২: যদি সে রাতে আসে তাহলে কাল সকালে আমি যাব।
যৌগিক বাক্য ১: সে আমাকে ডেকেছিল কিন্তু আমি যাইনি।
যৌগিক বাক্য ২: লোকটি দরিদ্র এবং সৎ।
আরো দেখো: ৭ম শ্রেণির বাংলা সকল অধ্যায়ের প্রশ্ন উত্তর
সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের বাংলা বইয়ের ৭ম শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ৫ম পরিচ্ছেদ প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের মূল বইতে যেভাবে প্রশ্ন করা হয়েছে, আমরা ঠিক সেভাবেই উত্তরগুলো তৈরি করেছি। আশা করছি, এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post