৭ম শ্রেণির বাংলা ৬ষ্ঠ অধ্যায় ৭ম পরিচ্ছেদ : কবিতা, ছড়া, গান, গল্প, প্রবন্ধ নাটক-এগুলো সাহিত্যের ভিন্ন ভিন্ন রূপ। প্রতিটি রূপের বৈশিষ্ট্য আলাদা। নিচের ছকে তুলনা করার জন্য কয়েকটি বৈশিষ্ট্যের উল্লেখ করা আছে। টিকচিহ্ন (✓) অথবা ক্রসচিহ্ন (✕) দেওয়ার মাধ্যমে ছকটি পূরণ করো। (মূল বইয়ের ১৮১ নম্বর পৃষ্ঠা)
৭ম শ্রেণির বাংলা ৬ষ্ঠ অধ্যায় ৭ম পরিচ্ছেদ
সাহিত্যের রূপ বুঝি: উপরের ছকের ভিত্তিতে এবং তোমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে কবিতা, ছড়া, গান, গল্প প্রবন্ধ, নাটক-এগুলোর প্রধান কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। (মূল বইয়ের ১৮২ নম্বর পৃষ্ঠা)
কবিতা:
- কবিতা সাহিত্যের পদ্য রূপ।
- কবিতায় বাক্যের শেষে মিল শব্দ থাকে
- কবিতায় শব্দগুলো উচ্চারণের সময় তাল রক্ষা করতে হয়।
- কবিতায় ছন্দ-অলঙ্কারের ব্যবহার থাকে।
ছড়া:
- ছড়া সাহিত্যের পদ্য রূপ।
- ছড়ায় বাক্যের শেষে মিল শব্দ থাকে
- ছড়ার শব্দগুলো উচ্চারণের সময় তাল রক্ষা করতে হয়।
- ছড়া দ্রুত তালে পড়া যায়।
- ছড়া সাধারণত আকারে ছোট হয়।
গান:
- গান লেখা হয় সুর করে গাওয়ার জন্য।
- গানে নানা রকম তাল থাকে।
- গানে ছন্দমূলক বাক্য ব্যবহৃত হয়।
- গানে আবেগ বা অনুভূতির প্রকাশ হয়।
- গানের তাল-ছন্দ-সুর বজায় রাখার জন্য বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্রের ব্যবহার হয়।
গল্প:
- গল্প সাহিত্যের একটি গদ্য রূপ।
- এতে ছোট কোনো কাহিনী তুলে ধরা হয়।
- গল্পে বিভিন্ন চরিত্র থাকে।
- গল্পের সংলাপ থাকে।
প্রবন্ধ:
- প্রবন্ধ এক ধরনের রচনা যা নির্দিষ্ট বিষয়ের ওপর তথ্যবহুল আলোচনা করে।
- বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধ লেখা যেতে পারে।
- প্রবন্ধ একাধিক অনুচ্ছেদে বিভক্ত হয়।
- প্রবন্ধে আবেগ-অনুভূতি নয়, বরং তথ্যের আলোকে যুক্তি বেশি প্রাধান্য পায়।
নাটক:
- নাটক সাহিত্যের এমন রূপ যা অভিনয় করা যায়।
- নাটকে একাধিক চরিত্র থাকে।
- নাটক একটি সংলাপনির্ভর রচনা।
- নাটকে এক বা একাধিক দৃশ্য থাকে।
- নাটক ঐতিহাসিক, রাজনৈতিক, সাংস্কৃতি কিংবা সমসাময়িক যেকোনো বিষয়ের ওপর হতে পারে।
দেয়াল-পত্রিকা বানাই
তোমাদের লেখা কবিতা, ছড়া, গল্প, প্রবন্ধ, নাটক নিয়ে দেয়াল-পত্রিকা তৈরি করো। এ কাজের জন্য শিক্ষক তোমাদের কয়েকটি দলে ভাগ করে দেবেন। প্রতি দলে থেকে একটি করে দেয়াল-পত্রিকা তৈরি হবে।
বিশেষ দ্রষ্টব্য: এ কাজটি শিক্ষার্থীরা নিজেরা করবে।
আরো দেখো: ৭ম শ্রেণির বাংলা সকল অধ্যায়ের প্রশ্ন উত্তর
সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের বাংলা বইয়ের ৭ম শ্রেণির বাংলা ৬ষ্ঠ অধ্যায় ৭ম পরিচ্ছেদ সমাধান শেয়ার করেছি। তোমাদের মূল বইতে যেভাবে প্রশ্ন করা হয়েছে, আমরা ঠিক সেভাবেই উত্তরগুলো তৈরি করেছি। আশা করছি, এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post