৭ম শ্রেণির বার্ষিক পরীক্ষার স্বাস্থ্য সুরক্ষা সিলেবাস ২০২৩ : ২০২৩ সালের সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী স্বাস্থ্য সুরক্ষা বিষয় থেকে ৬টি শিখন অভিজ্ঞতা বেছে নেওয়া হয়েছে। নিচে সিলেবাসের এ শিখন অভিজ্ঞতাগুলো তুলে ধরা হলো।
৭ম শ্রেণির বার্ষিক পরীক্ষার স্বাস্থ্য সুরক্ষা সিলেবাস ২০২৩
শিখন অভিজ্ঞতাগুলো আলোচনা শেষে তোমরা স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সিলেবাস পিডিএফ সংগ্রহের একটি অপশন দেখতে পাবে। সেখান থেকে তোমরা এই সিলেবাসটি পিডিএফ ফরমেটে সংগ্রহ করতে পারবে। সিলেবাসটি সংগ্রহ করে তোমরা বাসায় বসে বার্ষিক মূল্যায়নের জন্য প্রস্তুতি নেবে।
৩য় অভিজ্ঞতা: রোগ মোকাবিলায় খুঁজে পাই সুস্থ থাকার উপায়
সেশন ১ = ১টি, সেশন ২ = ১টি। [সেশন ২ এর শেষে ঋতু/আবহাওয়া পরিবর্তনজনিত রোগের তালিকা অনুযায়ী তথ্যসূত্র ব্যবহার করে বাড়ীতে তথ্য সংগ্রহ করতে বলে দিতে হবে। এভাবে ৩নং সেশনটি শ্রেণিতে করার প্রয়োজন হবে না]
সেশন ৪ = ১টি, সেশন ৫ = ১টি, সেশন ৬ + ৭ = ১টি। [সেশন ৭ এ যে কাজের নির্দেশনা আছে তা সেশন ৬ এর সাথেই দেয়া যাবে]
৪র্থ অভিজ্ঞতা: কৈশোরের আনন্দযাত্রা
সেশন ১ + ২ = ১ টি, সেশন ৩ = ১টি। [সেশন ৪ এর কাজটি বাড়ীতে করার জন্য বুঝিয়ে দিতে হবে] সেশন ৫ + ৬ = ১ টি, [সেশন ৭ বাড়িতে করবে]। সেশন ৮ + ৯ = ১ টি, সেশন ১০ = ১টি।
৫ম অভিজ্ঞতা: বেড়ে উঠি মন ও মননে
সেশন ১ + ২ = ১টি, সেশন ৩ = ১টি, সেশন ৪ + ৫ = ১ টি, সেশন ৬ + ৭ = ১ টি, সেশন ৮ = ১ টি, সেশন ৯ + ১০ = ১ টি, সেশন ১১ = ১টি। সেশন ১২ এর কাজটি বুঝিয়ে দিয়ে শিক্ষার্থীদেরকে জোড়ায় ভাগ করে দিতে হবে। পরের সেশনের আগে যে কোন সময় অনুশীলন করে সংশ্লিষ্ট ছকটি পূরণ করে আনতে বলতে হবে।
সেশন ১৩ + ১৪ = ১ টি, [সেশন ১৪ এর কাজটি বুঝিয়ে দিয়ে বাড়ীতে পরিকল্পনা করতে বলতে হবে] সেশন ১৫ + ১৬ + ১৭ = ১ টি
৬ষ্ঠ অভিজ্ঞতা: আমি হব আমার স্থপতি
সেশন ১+ ২ = ১টি, সেশন ৩ + ৪ + ৫ = ১ টা [সেশন ৫ এর সাক্ষাৎকার ২ এবং ৩ বাড়িতে করবে] সেশন ৬ + ৭ = ১টি [সেশন ৬ এর রাগের অভিজ্ঞতা ও ব্যবস্থাপনা বিষয়ে উন্মুক্ত আলোচনা করে সেশন ৭ এর কাজ গ্রুপে ভাগ করে দেবেন এবং কাজ শেষে উপস্থাপন করবে। [সেশন ৮ ও ৯ বাড়িতে করবে] সেশন ১০ =১ টি [সেশন ১০ এ প্রদর্শনী ও উপস্থাপনা শেষে শিক্ষক ফিডব্যাক দেবেন এবং সুবিধামত সময়ে চর্চাগুলো ঠিকমত করছে কী না দেখে মূল্যায়ন করবেন। এতে সেশন ১১, ১২,ও ১৩ কাজ বিকল্প উপায়ে করবেন।]
৭ম অভিজ্ঞতা: যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি
সেশন ১ + ২ + ৩ = ১ টি। ২নং সেশনের চিন্তা, অনুভূতি ও আচরণের সম্পর্ক বুঝাতে ‘বেড়ে উঠি মন ও মননে’ অভিজ্ঞতার শিখন উল্লেখ করে দিয়ে শুধু অনুভূতির তালিকা থেকে অভিনয়ের অংশটি করুন। সেশন ৪ + ৫ = ১ টি, সেশন ৬ + ৭ = ১ টি, সেশন ৮ = ১ টি সেশন ৯ + ১০ = ১ টি
৮ম অভিজ্ঞতা: সম্পর্কের যত্ন করি, ভালো থাকি
সেশন ১ = ১টি, সেশন ২ + ৩ + ৪ = ১ টি। [সম্পর্কের ইতিবাচক দিকগুলো নিয়ে অভিজ্ঞতা বিনিময়ের মূল লক্ষ্য সম্পর্ক কী কী ভাবে আমাদের শক্তি হিসেবে কাজ করে তা স্পষ্ট করতে হবে যাতে শিক্ষার্থীরা সম্পর্কের যত্নে আগ্রহবোধ করে।] সেশন ৫ + ৬ + ৭ = ১ টি সম্পর্কের নেতিবাচক প্রভাব তথা ঝুঁকি স্পষ্ট করতে হবে। নিজেদের নেতিবাচক আচরণ তুলে আনার জন্য অনুপ্রেরণা দিয়ে পরিবেশ সৃষ্টি করতে হবে। সেশন ৮ + ৯ + ১০ = ১ টি, সেশন ১০ + ১১ + ১২ = ১ টি।
আরো দেখো: ৭ম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্নের সমাধান (সকল সাবজেক্ট)
সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা, ওপরে তোমাদের ৭ম শ্রেণির বার্ষিক পরীক্ষার স্বাস্থ্য সুরক্ষা সিলেবাস ২০২৩ এর পিডিএফ শেয়ার করা হয়েছে। ওপরে Get Syllabus PDF অপশনে ক্লিক করে তোমাদের সিলেবাসটি সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post