শিক্ষার্থীরা, তোমাদের ৭ম শ্রেণির বার্ষিক পরীক্ষার গণিত সিলেবাস ২০২৩ প্রকাশ হয়েছে। ২০২৩ সালের সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ করেছে এনসিটিবি। নির্দেশিকা অনুযায়ী বাংলা বিষয় থেকে ১০টি শিখন অভিজ্ঞতা বেছে নেওয়া হয়েছে। সিলেবাস অনুযায়ী নিচে এ শিখন অভিজ্ঞতাগুলো তুলে ধরা হলো।
৭ম শ্রেণির বার্ষিক পরীক্ষার গণিত সিলেবাস ২০২৩
শিখন অভিজ্ঞতাগুলো আলোচনা শেষে তোমরা গণিত বিষয়ের সিলেবাস পিডিএফ সংগ্রহের একটি অপশন দেখতে পাবে। সেখান থেকে তোমরা এই সিলেবাসটি পিডিএফ ফরমেটে সংগ্রহ করতে পারবে। সিলেবাসটি সংগ্রহ করে তোমরা বাসায় বসে বার্ষিক মূল্যায়নের জন্য প্রস্তুতি নেবে।
শিখন অভিজ্ঞতা ৪- অনুপাত, সমানুপাত
সেশন ১ ও ২ এর কাজগুলো ১টি সেশনে সম্পন্ন করুন। জিরাফ পরিমাপের কাজটি শিক্ষক প্রদর্শন করবেন। বইয়ের দৈর্ঘ্য পরিমাপ এবং কাগজ কেটে বিপরীত ভগ্নাংশ দলে করতে দিন। একক কাজের সমাধান আলোচনা করে বিদ্যালয়ের অবকাঠামো পরিমাপের কাজ এবং নিজেদের উচ্চতার অনুপাত নির্ণয়ের কাজ দলগত কাজের মাধ্যমে একই দিনে সম্পন্ন করান। দুই দল থেকে দুই ধরনের কাজের উপস্থাপনা পর্যবেক্ষণ করুন। প্রয়োজনে ব্যাখ্যা করে দিন। শেষ দুইটি সেশন শিক্ষক সহায়িকা অনুযায়ী সেশন ৫ ও ৬ অনুসরণ করে সম্পন্ন করুন।
শিখন অভিজ্ঞতা ৫- আকৃতি দিয়ে যায় চেনা
১ম দুইটি সেশনে কাজ ৩ থেকে কাজ ৮ বিভিন্ন দলে ভাগ করে দিয়ে শিক্ষার্থীদের করতে বলুন। তাদের কাজ পর্যবেক্ষণ করুন এবং কাজ শেষে প্রতি দল থেকে ১ জনকে উপস্থাপন করতে বলুন। এই সেশনের শেষে তিন কাঠির খেলা শিক্ষক নিজে দেখিয়ে দিবেন। সেশন ৩ এ ১১৪ ও ১১৫ পৃষ্ঠার কাজগুলো দলে ভাগ করে করান এবং কাজের ফলাফন উপস্থাপন করতে বলুন।
প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি দলের কাজের ফলাফল ও সিদ্ধান্তগুলো খাতায় লিখে নিতে বলুন। সেশন ৪ এ ত্রিভুজের বৈশিষ্ট্য সম্পর্কিত ধারণাগুলো ব্যাখ্যা করে দিন এবং একক কাজ বাড়িতে করার নির্দেশনা প্রদান করুন। সেশন ৫ এ ত্রিভুজের কোণের সম্পর্ক বিষয়ক ধারণাগুলো ব্যাখ্যা করুন এবং ১২৬ পৃষ্ঠার সমস্যাগুলো প্রত্যেক শিক্ষার্থীকে শ্রেণিতে বসে সমাধান করতে বলুন।
শিখন অভিজ্ঞতা ৬- সর্বসমতা ও সদৃশতা
এই অভিজ্ঞতা পরিচালনার ক্ষেত্রে ৩টি সেশন এ শিক্ষার্থীরা সর্বসমতা বিষয়ক কাজগুলো সম্পন্ন করবে এবং পরের ৩টি সেশনে সদৃশতা বিষয়ক কাজ সম্পন্ন করবে। কাগজের এরোপ্লেন তৈরি করার কাজ শিক্ষক দেখিয়ে দিবেন এবং শিক্ষার্থীরা বাসায় নিজেরা করবে।
class 7 annual exam syllabus 2023
class 7 barshik mullayon pdf
class 7 final exam syllabus 2023
সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষার গণিত সিলেবাস ২০২৩
সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষার গণিত সিলেবাস
৭ম শ্রেণির বার্ষিক পরীক্ষার গণিত সিলেবাস ২০২৩
৭ম শ্রেণির বার্ষিক পরীক্ষার গণিত সিলেবাস
খেয়াল রাখুন যে শিক্ষার্থীরা এই অভিজ্ঞতার বিভিন্ন কাজ সংশ্লিষ্ট ছকগুলো পূরণ করতে পেরেছে। কম্পাস দিয়ে কোণ তৈরি করা, চার কাঠির খেলা এবং লাঠি ও সুতার দৈর্ঘ্য পরিমাপের কাজ দেখে শিখনকালীন মূল্যায়ন পরিচালনা করুন। ১৪২ পৃষ্ঠার একক কাজ প্রত্যেক শিক্ষার্থীকে শ্রেণিতে বসেই সমাধান করতে বলুন।
শিখন অভিজ্ঞতা ৭- বাইনারি সংখ্যার গল্প
এই অভিজ্ঞতার প্রথম সেশন ব্যবহার করুন “বাইনারি সংখ্যা” পদ্ধতি পরিচয় করানোর জন্য। ২-৪ নং সেশনে বাইনারি ও দশমিক সংখ্যার রুপান্তর ব্যাখ্যা করে দিন এবং শিক্ষার্থীদের এই রূপান্তর সম্পর্কিত সমস্যা সমাধান করতে বলুন। নিশ্চিত করুন যে প্রতিটি শিক্ষার্থী বাইনারি থেকে দশমিক ও দশমিক থেকে বাইনারি রূপান্তর করতে পারছে।
সেশন ৫-৭ নং সেশনে প্রত্যেক শিক্ষার্থী এই অভিজ্ঞতার একক কাজগুলো করবে এবং শিক্ষক পর্যবেক্ষণ করে ফলাবর্তন প্রদান করবেন। ৮ নং সেশনে অনুশীলনীর কাজ পর্যালোচনা করুন এবং প্রয়োজনে সমাধান ব্যাখ্যা করে দিবেন।
শিখন অভিজ্ঞতা ৮- চলো বৃত্ত চিনি
সেশন ১-২ বিভিন্ন উপায়ে বৃত্ত তৈরির কাজগুলো শিক্ষার্থীদের দলে ভাগ করে দিয়ে করাবেন। শিক্ষক প্রয়োজনে ব্যাখ্যা করে দিবেন এবং পরিমাপে সহায়তা করবেন। এই কাজের সাথে ব্যাসার্ধ পরিমাপের পদ্ধতি ব্যাখ্যা করুন এবং ব্যাসার্ধ মেপে দেখেতে বলুন। সেশন ৩-৪ এ বইয়ের পৃষ্ঠা ১৬৭ থেকে ১৭১ পৃষ্ঠার ধারণা ব্যাখ্যা করুন এবং কিছু কাজ দলে করান।
একক কাজগুলো বাড়িতে করার নির্দেশ প্রদান করুন। সেশন ৫ এ ১৭২-১৭৩ পৃষ্ঠা আলোচনা করুন। এরপর ১৭৪ পৃষ্ঠার ছকের কাজে প্রত্যেক শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করুন। পাই দিবসের তাৎপর্য ব্যাখ্যা করুন এবং ১৭৬ পৃষ্ঠার একক কাজটি বাড়িতে করার নির্দেশ প্রদান করুন।
সেশন ৬- এ বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি শ্রেণিকক্ষে কাজের মাধ্যমে ব্যাখ্যা করুন এবং সূত্র নির্ণয়ের কাজগুলো করান। সেশন ৭ এ প্রত্যেক শিক্ষার্থী একক কাজগুলো সমাধান করবে এবং শিক্ষক প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।
শিখন অভিজ্ঞতা ৯- অজানা রাশির উৎপাদক, গসাগু ও লসাগু
সেশন ১ এ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের কাজ দিয়ে উৎপাদক নির্ণয়ের কাজ ব্যাখ্যা করে দিন। শিক্ষার্থীরা ১৮৪ পৃষ্ঠার একক কাজ করবে। সেশন ২ এ কাগজ কেটে রঙ করে উৎপাদক নির্ণয়ের কাজ শিক্ষার্থীদের করে দেখান এবং ১৮৭ পৃষ্ঠার একক কাজটি জোড়ায় করতে দিন। ১১ ও ১২ নং কাজ প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ খাতায় করবে।
তাদের কাজ পর্যবেক্ষণ করুন। সেশন ৩ ও ৪ বীজগণিতীয় রাশির গসাগু ও লসাগু নির্ণয়ের পদ্ধতি আলোচনা করুন। প্রত্যেক শিক্ষার্থী ১৯২ পৃষ্ঠার একক কাজ সম্পন্ন করছে – তা নিশ্চিত করুন। ৫ নং সেশনে অনুশীলনীর কাজ পর্যালোচনা করুন এবং প্রয়োজনে সমাধান ব্যাখ্যা করে দিবেন।
শিখন অভিজ্ঞতা ১০- নানা রকম আকৃতি মাপি
১ম সেশনে শিক্ষার্থীদের ট্রাপিজিয়াম আকৃতির সাথে পরিচয় করাবেন এবং কীভাবে পরিমাপ করা যায় জানতে চাইবেন। এই আকৃতির ক্ষেত্রফল পরিমাপের পদ্ধতি এবং ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ব্যাখ্যা করবেন। ১৯৩-১৯৪ পৃষ্ঠার ছক বাড়িতে পূরণ করতে দিবেন। ২য় সেশনে কাগজ কেটে ক্ষেত্রফল নির্ণয়ের নমুনা প্রদর্শন করবেন এবং বাড়িতে করার নির্দেশ দিবেন।
প্রত্যেক শিক্ষার্থী শ্রেণিতে বসে ১৯৮ পৃষ্ঠার একক কাজ করবে এবং শিক্ষক পর্যবেক্ষণ করে সহায়তা প্রদান করবেন। একইভাবে ঘনবস্তু বিষয়ক কাজের জন্য ২টি সেশন এবং সিলিন্ডার বিষয়ক কাজের জন্য ২টি সেশন রাখুন। প্রত্যেক শিক্ষার্থী ২১৪-২১৬ পৃষ্ঠার একক কাজ শ্রেণিতে সমাধান করবে এবং শিক্ষক সহায়তা প্রদান করবেন
শিখন অভিজ্ঞতা ১১- অজানা রাশির ভগ্নাংশের গল্প
কর্মপত্র ১ এর জন্য ১টি সেশন, কর্মপত্র ২ এর জন্য ১টি সেশন এবং বহুপদী রাশির ভাগ সম্পর্কিত কাজের জন্য ২টি সেশন ব্যবহার করুন। একক কাজগুলো প্রত্যেক শিক্ষার্থী বুঝে সম্পন্ন করেছে-তা নিশ্চিত করুন।
শিখন অভিজ্ঞতা ১২- অজানা রাশির সমীকরণ
এই অভিজ্ঞতার কাজগুলোর ক্ষেত্রে শিক্ষক বিধিসমূহ ব্যাখ্যা করবেন এবং শিক্ষার্থীরা একক কাজগুলো সম্পন্ন করবে। ১ম সেশন এক চলক বিশিষ্ট সরল সমীকরণ ব্যাখ্যা করুন। একইসাথে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ- প্রতিটির জন্য একটি করে উদাহরণ ব্যাখ্যা করে দিন। পরবর্তী ২টি সেশন কর্মপত্র ১ এবং কর্মপত্র ২ এর কাজ এর জন্য ব্যবহার করুন। প্রত্যেক শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করুন। সেশন ৪ এ প্রত্যেক শিক্ষার্থীকে ২৪১ পৃষ্ঠার একক কাজ করতে দিন এবং তাদের কাজ পর্যবেক্ষণ করুন।
শিখন অভিজ্ঞতা ১৩- তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ
১ম সেশনে ২৪৬ পৃষ্ঠার দলগত কাজ করার নির্দেশনা প্রদান করুন ২০ এবং এই কাজের জন্য তথ্যের প্রকারভেদ, তথ্যের ধরন এবং তথ্য সংগ্রহের উপায়সমূহ (২৪২-২৪৪ পৃষ্ঠার আলোচনা) ব্যাখ্যা করুন। সেশন ২-৪ এ দলগত কাজের উপস্থাপনা পর্যবেক্ষণ করুন। ট্যালি, পরিসর, শ্রেণিব্যাপ্তি, শ্রেণিসংখ্যা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করুন এবং ২৫২ পৃষ্ঠার একক কাজ বাড়িতে করতে দিন। সেশন ৫-৭ এ গণসংখ্যা নির্ণয়ের কাজ শিক্ষার্থীরা করবে।
এক্ষেত্রে শিক্ষক সহায়তা প্রদান করবেন। উপাত্ত লেখচিত্র (স্তম্ভলেখ এবং আয়তলেখ) উদাহরণ দিয়ে আলোচনা করুন। পাইচিত্রের কাজ ব্যাখ্যা করুন। প্রতিটি লেখচিত্র সম্পর্কিত একক কাজ তারা সমাধান করবে। সেশন ৮-১০ এ শিক্ষার্থীরা ২৬৩-২৬৮ পৃষ্ঠার একক কাজ শ্রেণিতে সম্পন্ন করবে। শিক্ষক সহায়তা করবেন এবং প্রয়োজনে সমাধান আলোচনা করে দিবেন।
মোট ১০ টি অভিজ্ঞতা
অতিরিক্ত ৪ সেশন রাখা হলো রিভিউ সেশন, উপস্থাপনা/ প্রদর্শনীর কাজ এবং শিখনকালীন মূল্যায়নের কাজগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য।
আরো দেখো: ৭ম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্নের সমাধান (সকল সাবজেক্ট)
সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা, ওপরে তোমাদের ৭ম শ্রেণির বার্ষিক পরীক্ষার গণিত সিলেবাস ২০২৩ এর পিডিএফ শেয়ার করা হয়েছে। ওপরে Get Syllabus PDF অপশনে ক্লিক করে তোমাদের সিলেবাসটি সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post