৭ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ডিজিটাল প্রযুক্তি সিলেবাস ২০২৩ : ২০২৩ সালের সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী ডিজিটাল প্রযুক্তি বিষয় থেকে ৬টি শিখন অভিজ্ঞতা বেছে নেওয়া হয়েছে। নিচে সিলেবাসের এ শিখন অভিজ্ঞতাগুলো তুলে ধরা হলো।
৭ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ডিজিটাল প্রযুক্তি সিলেবাস ২০২৩
শিখন অভিজ্ঞতাগুলো আলোচনা শেষে তোমরা ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সিলেবাস পিডিএফ সংগ্রহের একটি অপশন দেখতে পাবে। সেখান থেকে তোমরা এই সিলেবাসটি পিডিএফ ফরমেটে সংগ্রহ করতে পারবে। সিলেবাসটি সংগ্রহ করে তোমরা বাসায় বসে বার্ষিক মূল্যায়নের জন্য প্রস্তুতি নেবে।
শিখন অভিজ্ঞতা ৪ – সাইবারে গোয়েন্দাগিরি
‘সেশন ১: সাইবার অপরাধের রকমসকম’ এবং ‘সেশন ২: আমরা যখন সাইবার গোয়েন্দা’ একইদিনে সম্পন্ন করা যায়। এক্ষেত্রে সেশন ১ এ দেয়া সংবাদটি শিক্ষার্থীদেরকে দলগতভাবে পড়তে না দিয়ে শিক্ষক নিজেই পড়ে শুনিয়ে সেখান থেকে সাইবার অপরাধ সম্পর্কিত শব্দগুলো শিক্ষার্থীদেরকে খুঁজে বের করতে বলবেন।
এছাড়া ‘সেশন ৫: আমরা বানাবো আমাদের সাইবার নিরাপত্তা নীতিমালা’ এর নীতিমালা তৈরির কাজটি শিক্ষার্থীদেরকে বাড়ির কাজ হিসেবে করে আনতে দেয়া যেতে পারে। এক্ষেত্রে সেশন ৪ এর শেষে শিক্ষার্থীদেরকে সেশন ৫ এর কাজ বুঝয়ে দিতে হবে। এতে সম্পূর্ণ অভিজ্ঞতাটি শেষ করতে ২টি সেশন কম প্রয়োজন হবে।
শিখন অভিজ্ঞতা ৫- আমি যদি রোবট হই
‘সেশন ৭: কাগজ দিয়ে রোবট বানাই’ এবং ‘সেশন ৮: রোবটে সুডো কোড চালাই’ একইদিনে সম্পন্ন করা যেতে পারে। এক্ষেত্রে শিক্ষককে পূর্বেই দুইটি সেশন ভালভাবে পড়ে বুঝে নিতে হবে এবং কাগজ দিয়ে রোবট বানানোর বিষয়টি শিক্ষার্থীদের ভালভাবে বুঝয়ে দিতে হবে। এতে সম্পূর্ণ অভিজ্ঞতাটি শেষ করতে ১টি সেশন কম প্রয়োজন হবে।
শিখন অভিজ্ঞতা ৬ – বন্ধু নেটওয়ার্কে ভাব বিনিময়
‘সেশন ১: ইতিহাস থেকে অতীতের নেটওয়ার্ক জানি’ এবং ‘সেশন ২: আমার চারপাশে আছে নানা ধরনের নেটওয়ার্ক’ একই সেশনে শেষ করা যেতে পারে। এক্ষেত্রে সেশন ১ এর শুরুর অংশটুকু শিক্ষক শ্রেণিকক্ষে সংক্ষেপে উপস্থাপন করবেন। সেশন ১ এর শেষের ছকটি এবং সেশন ২ এর প্রথম ছকটি শিক্ষার্থীরা শ্রেণির কাজ হিসেবে পূরণ করবে। সেশন ২ এর দ্বিতীয় ছকটি শিক্ষার্থীরা বাড়ির কাজ হিসেবে সম্পন্ন করে আনবে। এক্ষেত্রে দলগত কাজ না দিয়ে কাজটি একক কাজ হিসেবে করতে দিতে হবে।
এছাড়া ‘সেশন ৫: তারবিহীন স্যাটেলাইট নেটওয়ার্ক’ এর কিছু অংশ ‘সেশন ৪: আমাদের নিজেদের নেটওয়ার্ক রাখবো নিরাপদ’ এর শেষে এবং কিছু অংশ ‘সেশন ৬: আমাদের বন্ধু নেটওয়ার্ক’ এর শুরুতে ভাগ করে উপস্থাপন করা যেতে পারে। এক্ষেত্রে শিক্ষককে পূর্বেই তিনটি সেশন ভালভাবে পড়ে বুঝে নিতে হবে।
এতে সম্পূর্ণ অভিজ্ঞতাটি শেষ করতে ২টি সেশন কম প্রয়োজন হবে।
অভিজ্ঞতা ৭ – গ্রাহকসেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার
শিক্ষক সহায়িকা নির্দেশনা অনুযায়ী চলবে
শিখন অভিজ্ঞতা ৮ – যোগাযোগে নিয়ম মানি
‘সেশন ২: যোগাযোগের মাধ্যম বা চ্যানেল’ এর কিছু অংশ ‘সেশন ১’ এর শেষে এবং কিছু অংশ ‘সেশন ৩: যোগাযোগ ও ভাষার ব্যবহার’ এর শুরুতে ভাগ করে উপস্থাপন করা যেতে পারে। এক্ষেত্রে শিক্ষককে পূর্বেই তিনটি সেশন ভালভাবে পড়ে বুঝে নিতে হবে।
শিখন অভিজ্ঞতা ৯ – আঞ্চলিক বৈচিত্রপত্র
‘সেশন ৪: তথ্য খুঁজে প্রোফাইল তৈরি’ শিক্ষার্থীদের বাড়ির কাজ হিসেবে করতে দেয়া যেতে পারে। সেক্ষেত্রে সেশন ৩ এর শেষে শিক্ষার্থীদেরকে বাড়ির কাজটি সঠিকভাবে বুঝয়ে দিতে হবে। এতে সম্পূর্ণ অভিজ্ঞতাটি শেষ করতে ১টি সেশন কম প্রয়োজন হবে।
আরো দেখো: ৭ম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্নের সমাধান (সকল সাবজেক্ট)
সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা, ওপরে তোমাদের ৭ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ডিজিটাল প্রযুক্তি সিলেবাস ২০২৩ এর পিডিএফ শেয়ার করা হয়েছে। ওপরে Get Syllabus PDF অপশনে ক্লিক করে তোমাদের সিলেবাসটি সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post