৭ম শ্রেণির বিজ্ঞান ১২ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর | সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণায়মান সকল জ্যোতিষ্ক ও ফাঁকা জায়গা নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত আমাদের এই বাসভূমি পৃথিবীর আহ্নিক গতি অর্থাৎ নিজ অক্ষে আবর্তনের কারণে দিন-রাত হয়। আবার পৃথিবীর বার্ষিক গতির ফলে দিন-রাত ছোট বা বড় হয় এবং ঋতুর পরিবর্তন হয়।
আহ্নিক গতির কারণে পৃথিবী নিজ অক্ষের উপর কেন্দ্র করে ২৪ ঘণ্টায় একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে। অন্যদিকে বার্ষিক গতির কারণে পৃথিবী প্রায় ৩৬৫ দিন ৬ ঘণ্টা সময়ে একবার সূর্যের চারপাশে ঘোরে।
৭ম শ্রেণির বিজ্ঞান ১২ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : সৈকত একজন পর্যটক। জুন মাসের ২১ তারিখে অস্ট্রেলিয়ায় ভ্রমণে গেল। বাংলাদেশে জুন মাসে প্রচণ্ড গরম কিন্তু অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর সে অনুভব করল প্রচুর ঠাণ্ডা। সঙ্গে পর্যাপ্ত গরম কাপড় না থাকায় সৈকত মারাত্মক সমস্যায় পড়ল।
ক. চাঁদ কী?
খ. গ্রহ ও নক্ষত্রের মধ্যে ২টি পার্থক্য লেখো।
গ. একই সময়ে দুই দেশের ঋতু ভিন্নতার কারণ ব্যাখ্যা করো।
ঘ. বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর দুই গোলার্ধে ঋতুবৈচিত্র্য দেখা যায়— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : অনিক ঈদুল আযহার ছুটিতে গ্রামে বেড়াতে গিয়ে দাদুর সাথে রাতে ঘুরতে হয়। তখন সে আকাশে থালার মতো একটি বস্তুকে জ্বলতে দেখল। তার দাদু বলল সপ্তাহ পর এটি আর দেখা যাবে না।
ক. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
খ. প্রাকৃতিক উপগ্রহ বলতে কী বোঝ?
গ. অনিকের অবস্থানের জায়গা ও আকাশে দেখা বস্তুটির তুলনামূ আলোচনা করো।
ঘ. উদ্দীপকের ঘটনাটি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : রিফাত রাতের বেলা ছাদে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পায় আকাশ থেকে একটি আগুনের গোলক ছুটে পৃথিবীর দিকে আসছে। পরে তার বাবাকে ঘটনাটি জানালে তিনি বলেন, ৭৫ বছর পরপর আকাশে ঝাঁটার মতো একটি বিস্ময়কর বস্তু দেখা যায়।
ক. হ্যালির ধুমকেতু আবার কবে দেখা যেতে পারে?
খ. মানুষ পৃথিবীর পৃষ্ঠ থেকে ছিটকে পড়ে যায় না কেন?
গ. রিফাতের দেখা ঘটনাটি ব্যাখ্যা করো।
ঘ. উল্লিখিত বিস্ময়কর বস্তুটি আলোচনা করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : শিক্ষক ৭ম শ্রেণিতে বিজ্ঞান পড়ানোর সময় পৃথিবীর প্রাকৃতিক উপ নিয়ে আলোচনা করেন, এই উপগ্রহটির ছোট বড় হওয়ার ঘটনাও ব্যাখ্যা কে তিনি পৃথিবীর দুই ধরনের গতি রয়েছে বলেও আলোচনা করেন।
ক. সূর্যকেন্দ্রিক মডেলের প্রস্তাব করেন কোন বিজ্ঞানী?
খ. সূর্য থেকে আমরা কিভাবে তাপ ও আলো পেয়ে থাকি?
গ. উদ্দীপকের উপগ্রহটির কারণেই আমাবস্যা ও পূর্ণিমা হয়— ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের কোন গতির কারণে দিন-রাত সংঘটিত হয় পরীক্ষার মাধ্যমে প্রমাণ করো।
►► ১ম অধ্যায়: নিম্নশ্রেণীর জীব
►► ২য় অধ্যায়: উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন
►► ৩য় অধ্যায়: উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য
►► ৪র্থ অধ্যায়: শ্বসন
►► ৫ম অধ্যায়: পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহনতন্ত্র
►► ৬ষ্ঠ অধ্যায়: পদার্থের গঠন
►► ৭ম অধ্যায়: শক্তির ব্যবহার
►► ৮ম অধ্যায়: শব্দের কথা
►► ৯ম অধ্যায়: তাপ ও তাপমাত্রা
►► ১০ম অধ্যায়: বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা
►► ১১শ অধ্যায়: পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা
►► ১২শ অধ্যায়: সৌরজগৎ ও আমাদের পৃথিবী
এছাড়াও সপ্তম শ্রেণির অন্যান্য বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্নের উত্তর রয়েছে কোর্সটিকায়। যা তোমরা বিনামূল্যে পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ৭ম শ্রেণির বিজ্ঞান ১২ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post