৭ম শ্রেণির বিজ্ঞান ৩য় অধ্যায় প্রশ্ন উত্তর কোষ পরিভ্রমণ : সকল জীবই কোষ দিয়ে গঠিত। কোষকে বলা হয় জীবদেহের গঠন এবং কাজের একক। এ শিখন কার্যক্রমে শিক্ষার্থীরা নতুন কোন জায়গায় ভ্রমণের মত করে ক্ষুদ্র কোষীয় জগতে পরিভ্রমণের একটা অভিজ্ঞতার পরিকল্পনা করবে।
যেহেতু সত্যি সত্যি সেটা সম্ভব নয়, কাজেই বিভিন্ন ধরনের কোষের মডেল বানিয়ে সেখানে ঘুরতে যাবার পরিকল্পনা হবে। দলে ভাগ হয়ে শিক্ষার্থীরা একেক দল একেক ধরনের কোষের মডেল তৈরি করবে। শিক্ষকসহ বিভিন্ন দল অন্য দলের কোষের ভেতরে ঘুরতে আসবে, সেই দলের সদস্যদের কাজ হবে ট্যুর গাইডের মত কোষের কোন অংশে কী আছে, কার কাজ কী এগুলো বর্ণনা দেয়া।
৭ম শ্রেণির বিজ্ঞান ৩য় অধ্যায় প্রশ্ন উত্তর কোষ পরিভ্রমণ
এমনভাবে এই ট্যুর ডিজাইন করা হবে যাতে সব শিক্ষার্থী সব ধরনের কোষের গঠনের সাথে পরিচিত হয়। ভ্রমণের পর নিজ দলে ফিরে এসে সবাই আলোচনা করবে। তাদের নিজেদের দলের মডেলের সাথে অন্যান্য বিভিন্ন ধরনের কোষের সাদৃশ্য/বৈসাদৃশ্য, কোন কোন উপাদান সব কোষেই বিদ্যমান আছে, কোনটা বিশেষ কোন ধরনের জীবের কোষেই শুধু থাকে ইত্যাদি।
এখান থেকে তারা বিভিন্ন ধরনের কোষের গঠনে এক ধরনের শৃঙ্খলা অন্বেষণ করবে। এবার কীভাবে এই শৃঙ্খলা নষ্ট হয় তা নিয়ে আলাপ করতে গিয়ে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের প্রসঙ্গ আসবে এবং এর ফলে জীবদেহের কোষগুলোর সাম্যাবস্থা কীভাবে নষ্ট হয় তা নিয়ে আলোচনা করবে।
প্রথম সেশন
তুমি কোথাও ঘুরতে গিয়েছ এবং ট্যুর গাইডের সাহায্য নিয়েছ, যিনি তোমাকে ঐ জায়গা ঘুরিয়ে দেখিয়েছেন, জানিয়েছেন সবকিছু এমন কোনো স্মৃতি থাকলে তা ক্লাসে শেয়ার করো। (বিজ্ঞান অনুশীলন বই: পৃষ্ঠা ৩০)
উত্তর : আমি একবার বাবা-মায়ের সাথে ‘সেন্ট মার্টিন দ্বীপ’ ঘুরতে গিয়েছিলাম; সেখানে আমাদের সাথে আরও অনেকে ছিলেন। আমাদের এই ট্যুরে সার্বিক সহায়তার জন্য একজন ট্যুর গাইড ছিলেন। যিনি আমাদের সব জায়গা ঘুরিয়ে দেখিয়েছেন। তিনি আমাদের এসব জায়গা সম্পর্কে বিভিন্ন তথ্য বর্ণনা করেছেন এবং আমাদের প্রশ্নের উত্তরও দিয়েছেন। ট্যুর গাইডের সার্বিক সহায়তার কারণে আমাদের ভ্রমণটা অনেক আনন্দময় হয়েছিল।
শিক্ষকের নির্দেশনায় দুইটি দলে ভাগ হয়ে যাও। একটি দল প্রাণিকোষ অন্য আরেকটি দল উদ্ভিদকোষ নিয়ে কাজ করবে। উদ্ভিদকোষ দলটি আরেকটি ছোট উপদলে ভাগ হয়ে প্লাস্টিড এবং প্রাণিকোষ দলটি আরো দুইটি উপদলে ভাগ হয়ে মাইটোকন্ড্রিয়া ও নিউক্লিয়াসের মডেল নিয়ে কাজ করবে। (বিজ্ঞান অনুশীলন বই: পৃষ্ঠা ৩১)
উত্তর : শিক্ষকের নির্দেশনায় আমরা সহপাঠীরা ‘প্রজাপতি’ ও ‘ফড়িং’ নামে দুটি দলে ভাগ হলাম। ‘প্রজাপতি’ দল প্রাণিকোষ এবং ‘ফড়িং’ দল উদ্ভিদকোষ নিয়ে কাজ করব। ‘ফড়িং’ দলটি আবার ‘দোয়েল’ নামে উপদলে ভাগ হলাম। ‘দোয়েল’ উপদলটি প্লাস্টিড নিয়ে কাজ করবে। অন্যদিকে ‘প্রজাপতি’ দলটি ‘টুনটুনি’ ও ‘ময়না’ নামে দুটি উপদলে ভাগ হলাম। ‘টুনটুনি’ উপদল মাইটোকন্ড্রিয়া এবং ‘ময়না’ উপদল নিউক্লিয়াসের মডেল নিয়ে কাজ করবে।
উদ্ভিদ ও প্রাণিকোষে কী কী কোষ অঙ্গাণু আছে এবং প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া ও নিউক্লিয়াসে কী কী বিদ্যমান তা দলে এবং উপদলে একটি তালিকা তৈরি করে নাও। (বিজ্ঞান অনুশীলন বই: পৃষ্ঠা ৩১)
দল : ফড়িং – উদ্ভিদ কোষের অঙ্গাণু : ১. কোষপ্রাচীর, ২. কোষঝিল্লি, ৩. সাইটোপ্লাজম, ৪. নিউক্লিয়াস, ৫. মাইটোকন্ড্রিয়া, ৬. কোষগহ্বর, ৭. প্লাস্টিড, ৮. গলজি বড়ি, ৯. আন্তঃপ্লাজমীয় জালিকা
দল : প্রজাপতি- প্রাণিকোষের অঙ্গাণু : ১. কোষঝিল্লি, ২. সাইটোপ্লাজম, ৩. নিউক্লিয়াস, ৪. মাইটোকন্ড্রিয়া, ৫. গলজি বড়ি, ৬. আন্তঃপ্লাজমীয় জালিকা, ৭. সেন্ট্রোসোম, ৮. লাইসোসোম।
উপদল : দোয়েল- প্লাস্টিডের অঙ্গাণু : ১. বহিঃস্তর, ২. অন্তঃস্তর, ৩. লুমেন, ৪. গ্রানাম, ৪ স্ট্রোমা, ৫. থাইলাকয়েড।
উপদল : টুনটুনি- মাইটোকন্ড্রিয়ার অঙ্গাণু : ১. ক্রিস্টি, ২. ম্যাট্রিক্স, ৩. অভ্যন্তরীণ ঝিল্লি, ৫. বাহ্যিক ঝিল্লি।
উপদল : ময়না- নিউক্লিয়াসের অঙ্গাণু : ১. নিউক্লিয়ার মেমব্রেন, ২. নিউক্লিওলাস, ৩. নিউক্লিওপ্লাজম, ৪. নিউক্লিয়ার রন্ধ্র, ৫. ক্রোমোজোম।
এই তালিকা থেকেই দল ও উপদলের এক একজন সদস্য এক একটা অঙ্গাণু নিয়ে কাজ করবে। (বিজ্ঞান অনুশীলন বই: পৃষ্ঠা ৩১)
তুমি কোন অঙ্গানু নিয়ে কাজ করবে তা দলের সিদ্ধান্ত নেওয়া শেষ হলে নিচের ছকে লিখে ফেলো।
উত্তর : আমি ফড়িং দলের সদস্য। আমি যে অঙ্গাণু নিয়ে কাজ করব তা দলের সিদ্ধান্ত মোতাবেক নিচের ছকে লিখলাম-বাড়ির কাজ: কোষের অঙ্গাণুগুলোর গঠন ও কাজ সম্পর্কে অনুসন্ধানী পাঠের লেখা পড়ে ধারণা স্পষ্ট করে নাও। কোনো প্রশ্ন অথবা বুঝতে সমস্যা থাকলে তা খাতায় নোট করে রাখো পরের সেশনে শিক্ষককে প্রশ্ন করে জেনে নাও। একই সঙ্গে কোষের মডেল তৈরির দলের নির্ধারিত কাজটিও এগিয়ে নাও বাড়িতেই। (বিজ্ঞান অনুশীলন বই: পৃষ্ঠা ৩২)
দ্বিতীয় সেশন
এবার দল ও উপদলে ভাগ হয়ে বসে যে যেই কোষের অঙ্গাণু নিয়ে কাজ করছ, সেই অংশটুকু অনুসন্ধানী পাঠ থেকে ভালো করে পড়ে নাও। (বিজ্ঞান অনুশীলন বই: পৃষ্ঠা ৩২)
ঐ কোষ অঙ্গাণুটির অবস্থান কোথায়, কীভাবে গঠিত, কাজ কী, দেখতে কেমন ইত্যাদি জেনে নাও ভালোভাবে। কোনো প্রশ্ন থাকলে বা বুঝতে অসুবিধা হলে শিক্ষককে জানাও। (বিজ্ঞান অনুশীলন বই: পৃষ্ঠা ৩৩)
Quick Notes
১. নিউক্লিয়াসের গঠন ও কাজ ব্যাখ্যা কর। (বিজ্ঞান অনুশীলন বই: পৃষ্ঠা ৩৩)
উত্তর: কোষের প্রোটোপ্লাজমে অবস্থিত দ্বি-স্তরবিশিষ্ট ঝিল্লি দিয়ে ঘিরে রাখা অস্বচ্ছ অঙ্গাণুকে নিউক্লিয়াস বলে।
অবস্থান: কোষের কেন্দ্রস্থলে থাকে।
আকৃতি: কোষভেদে নিউক্লিয়াস সাধারণত গোলাকার, উপবৃত্তাকার বা নলাকার হয়ে থাকে।
গঠন : প্রতিটি নিউক্লিয়াস চারটি অংশের সমন্বয়ে গঠিত। এগুলো হলো-
১. নিউক্লিয়ার পর্দা : সজীব ও দ্বিস্তরবিশিষ্ট যে পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াস আবৃত থাকে, তাকে নিউক্লিয়ার পর্দা বলে। নিউক্লিয়ার পর্দা অসংখ্য ছিদ্রযুক্ত। এসব ছিদ্রের নাম নিউক্লিয়ার রঙ।
২. নিউক্লিওপ্লাজম : নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ, দানাদার ও জেলির মতো অর্ধতরল পদার্থটির নাম নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ।
৩. নিউক্লিওলাস : নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র, গোলাকার, উজ্জ্বল ও অপেক্ষাকৃত ঘন বস্তুটি নিউক্লিওলাস নামে পরিচিত। সাধারণত প্রতিটি নিউক্লিয়াসে একটি নিউক্লিওলাস থাকে।
৪. নিউক্লিওজালিকা বা ক্রোমাটিন তন্তু : নিউক্লিওপ্লাজমে ভাসমান অবস্থায় প্যাচানো সুতার মতো গঠনটি নিউক্লিওজালিকা বা ক্রোমাটিন জালিকা নামে পরিচিত।
কাজ : নিউক্লিয়াস কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে।
৭ম শ্রেণির বিজ্ঞান ৩য় অধ্যায় প্রশ্ন উত্তর কোষ পরিভ্রমণ
২. মাইটোকন্ড্রিয়া সম্পর্কে লিখ। (বিজ্ঞান অনুশীলন বই: পৃষ্ঠা ৩০)
উত্তর : কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু যেখানে শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদনের কয়েকটি ধাপ সম্পন্ন হয় তাকে মাইটোকন্ড্রিয়া বলে।
অবস্থান : উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে অবস্থান করে।
আকৃতি : বৃত্তাকার, দ-াকার, কু-লী আকার হতে পারে।
গঠন : প্রতিটি মাইটোকন্ড্রিয়া দুই স্তরবিশিষ্ট আবরণ বা ঝিরি দ্বারা আবৃত থাকে। এই ঝিরিটি প্রোটিন ও লিপিড দিয়ে তৈরি। মাইটোকন্ড্রিয়ার ঝিল্লির বাইরের আবরণটি মসৃণ, কিন্তু ভেতরের আবরণটি স্থানে স্থানে ভাঁজ হয়ে ভেতরের দিকে ঝুলে থাকে। এ ভাঁজগুলোকে ক্রিস্টি বলা হয়। মাইটোকন্ড্রিয়ার ভেতরের অর্ধতরল দানাদার পদার্থকে ম্যাট্রিক্স বলা হয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাইটোকন্দ্রিয়ার নিজস্ব ডিএনএ আছে, যা সেগুলোর ম্যাট্রিক্স-এ অবস্থান করে।
কাজ : কোষের জৈবিক কাজ পরিচালনার জন্য যে শক্তি প্রয়োজন তার একমাত্র উৎস মাইটোকন্ড্রিয়া। তাই একে কোষের শক্তিঘর বলে। সমস্ত অক্সিজেন পরিবহন ও শ্বসন কাজ পরিচালনায় এটি প্রধান ভূমিকা পালন করে।
৩. ক্লোরোপ্লাস্ট-এর গঠন ও কাজ বর্ণনা কর। (বিজ্ঞান অনুশীলন বই: পৃষ্ঠা ৩৩)
উত্তর : সবুজ ক্লোরোফিলযুক্ত প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে।
অবস্থান: কেবল উদ্ভিদ কোষেই ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। উদ্ভিদের পাতা, কড়িকা-, ফুল, ফলে এটা দেখা যায়। আকৃতি: উচ্চ শ্রেণির উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের আকৃতি লেন্সের মতো হয়।
গঠন : ক্লোরোপ্লাস্টের প্রাচীর দুই স্তরবিশিষ্ট। বাইরের স্তরকে বহিঃস্তর এবং ভেতরের স্তরকে অন্তঃস্তর বলে। অন্তঃস্তরের ভিতরে কতকগুলো পিপা সদৃশ চাকতি আকৃতির মতো অংশ রয়েছে। এদেরকে গ্রানাম বলে। চাকতিগুলো একটির উপর একটি স্তূপের ন্যায় সজ্জিত থাকে। একে গ্রানাম চক্র বা থাইলাকয়েড বলে। পাশাপাশি দুটি থাইলাকয়েডের মধ্যকার সংযোগকারী অংশকে লুমেন বলে। ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরের তরল পানিগ্রাহী অংশকে ম্যাট্রিক্স বা স্ট্রোমা বলে।
কাজ :
১. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করা।
২. ফুল, পাতা ও ফলকে রঙিন করে কীটপতঙ্গকে আকৃষ্ট করে যেন পরাগায়ন সহজ হয়।
Quick Notes
৪. জীব বড় হয় কীভাবে? (বিজ্ঞান অনুশীলন বই: পৃষ্ঠা ৩৫)
উত্তর : প্রতিটি জীবের দেহ কোষ দ্বারা গঠিত। এই দেহ কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে এবং জীব বড় হয়।
৫. আমাদের ত্বক কেটে গেলে আবার কিছুদিন পর সেরে গিয়ে নতুন ত্বকের সৃষ্টি হয় কীভাবে? (বিজ্ঞান অনুশীলন বই: পৃষ্ঠা ৩৫)
উত্তর : আমাদের ত্বক কেটে গেলে সেখানে আবার কিছুদিন পর সেরে গিয়ে নতুন ত্বকের সৃষ্টি হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় কেটে যাওয়া স্থানে নতুন কোষ সৃষ্টি হয় এবং ক্ষত পূরণ হয়ে নতুন ত্বকের সৃষ্টি হয়।
৬. টিউমার কীভাবে ক্যান্সারে রূপ নিতে পারে? ব্যাখ্যা কর। (বিজ্ঞান অনুশীলন বই: পৃষ্ঠা ৩৫)
উত্তর : কোষ বিভাজন অত্যন্ত নিয়ন্ত্রিত একটি প্রক্রিয়া। যেকোনো জীব চায় তার কোষের সংখ্যা যেন অনিয়ন্ত্রিতভাবে না বাড়ে। যদি কোনো কোষ অস্বাভাবিক বৈশিষ্ট্য নিয়ে সংখ্যায় বাড়তে থাকে, তবে তা জীবের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। এরকম ক্ষতিকর পরিণতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে ক্যান্সার। মাইটোসিস প্রক্রিয়ায় একটি থেকে দৃত্তি, দুটি থেকে চারটি, এভাবে কোষ বিভাজন হয়। সংখ্যাবৃদ্ধি করার প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট পর্যায়ে কোষগুলোর মৃত্যু হয়। এভাবে জীবের কোষের সংখ্যার একটি ভারসাম্য রক্ষা হয়। কিন্তু যদি কোনো কারণে কোষের মৃত্যু না হয়, অথচ নতুন নতুন কোষ তৈরি হতেই থাকে, তবে শরীরে টিউমার হতে পারে, যা এক পর্যায়ে ক্যান্সারের রূপ গ্রহণ করে।
ফিরে দেখা
১. দলের সবার সাথে কাজগুলো করতে তোমাদের কেমন লেগেছে? নতুন কী শিখলে এই শিখন অভিজ্ঞতার মধ্য দিয়ে? (বিজ্ঞান অনুশীলন বই: পৃষ্ঠা ৩৫)
উত্তর : ‘কোষ পরিভ্রমণ’ শিখন অভিজ্ঞতামূলক কাজটি ছিল অনেক চিত্তাকর্ষক ও আকর্ষণীয়। এ কাজটির মাধ্যমে আমরা উদ্ভিদ ও প্রাণিকোষের অঙ্গাণুগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি। উদ্ভিদ ও প্রাণিকোষের অঙ্গাণুগুলোর মিল-অমিলগুলোও জানতে পেরেছি। বিশেষ করে ট্যুর গাইড হিসেবে বিভিন্ন অঙ্গাণুর পরিচিত প্রদানের মাধ্যমে উদ্ভিদ ও প্রাণিকোষের অঙ্গাণুগুলোর গঠন ও কাজ ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি।
এই শিখন অভিজ্ঞতার মাধ্যমে নতুন যা শিখলাম তা হলো, উদ্ভিদ ও প্রাণিকোষের অঙ্গাণুগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন- উদ্ভিদকোষে আছে ক্লোরোপ্লাস্ট ও কোষপ্রাচীর যা প্রাণিকোষে নেই। আবার প্রাণিকোষে আছে সেন্ট্রোসোম, যা উদ্ভিদকোষে নেই।
২. কোষের কোন বিষয়টি তোমার সবচেয়ে চমকপ্রদ লেগেছে? (বিজ্ঞান অনুশীলন বই: পৃষ্ঠা ৩৬)
উত্তর : কোষ পরিভ্রমণ শিখন অভিজ্ঞতামূলক কাজটির মাধ্যমে আমি বুঝতে পেরেছি। জীবদেহের জন্য কোষের গুরুত্ব বর্ণনাতীত। জীবদেহের যাবতীয় কাজের আধার হলো কোষ। তথাপি কোষের সবচেয়ে চমকপ্রদ বিষয়টি ছিল ক্লোরোপ্লাস্টের পরিচিত ও কাজ। এই যে উদ্ভিদজগতে পাতা, ফুল, ফলের এত বৈচিত্র্য, তা হয়েছে ক্লোরোপ্লাস্টের কারণেই। মানুষসহ জীবজগতের বেশিরভাগ সদস্য তাদের শক্তির যোগান পায় যে প্রক্রিয়া থেকে, সেই সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টে। এজন্য কোষের সকল অংগাপুর মধ্যে ক্লোরোপ্লাস্ট একটি বিশেষ স্থান দখল করে আছে।
আরো দেখো: ৭ম শ্রেণির বিজ্ঞান সকল অধ্যায়ের প্রশ্ন উত্তর
সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের ৭ম শ্রেণির বিজ্ঞান ২০২৩ ২য় অধ্যায় প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের মূল বইতে যেভাবে প্রশ্ন করা হয়েছে, আমরা ঠিক সেভাবেই উত্তরগুলো তৈরি করেছি। উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে উত্তর সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post