৭ম শ্রেণির বিজ্ঞান ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর | জীবদেহে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করার জন্য শক্তির প্রয়োজন। শ্বসন দ্বারা এই শক্তি উৎপন্ন ৷ হয়। ফুসফুস অবিরত সংকুচিত ও প্রসারিত হয়ে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করার মাধ্যমে অধিকাংশ জীবদেহের শ্বাসক্রিয়া সম্পন্ন হয়। নিম্ন ও উচ্চ শ্রেণির প্রাণীর দেহে গ্যাসের এ আদান-প্রদানের কাজ শ্বসনতন্ত্র করে। শ্বসনতন্ত্রে বিভিন্ন রোগ দেখা যায় যা একটু সতর্ক হলেই প্রতিরোধ করা যায়।
৭ম শ্রেণির বিজ্ঞান ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : উদ্ভিদ ও প্রাণীর প্রতিটি সজীব কোষে দিন রাত্রি সবসময় একটি বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়া চলতে থাকে। জীবের গ্রহণ করা O2 এবং ত্যাগ করা CO, এ প্রক্রিয়ার অন্তর্গত।
ক. শ্বসনতন্ত্র কী?
খ. নিউমোনিয়া রোগের কারণগুলো ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে আলোচিত প্রক্রিয়াটি জীবজগতে কীভাবে ঘটে তা বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে আলোচিত প্রক্রিয়াটি না ঘটলে কী হতো— বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : রাজিন বিজ্ঞান ক্লাসে জানতে পারে আমাদের দেহের অভ্যন্তরে একটি বিশেষ প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়। এই উৎপন্ন শক্তি দ্বারাই দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এটি বিভিন্ন অঙ্গের মাধ্যমে কয়েকটি ধাপে সম্পন্ন হয়।
ক. মধ্যচ্ছদা কী?
খ. পত্ররন্ধ্র কীভাবে শ্বসনে সাহায্য করে ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের প্রক্রিয়াটিতে নরম কোমল স্পঞ্জের মতো যে অঙ্গটি অংশগ্রহণ করে তার গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
ঘ. উক্ত প্রক্রিয়াটি কীভাবে ঘটে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : বিজ্ঞান ক্লাসে শিক্ষক শ্বসন সম্পর্কে ছাত্রদের পড়াচ্ছিলেন। তিনি শ্বসনতন্ত্রের একটি অঙ্গের চিত্র দেখিয়ে বললেন, এটি মানবদেহে শ্বসনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এছাড়া তিনি আরো বললেন, অসচেতনার জন্য শ্বসনতন্ত্র বিভিন্ন রোগজীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে যা পরবর্তীতে মারাত্মক ঝুঁকির সম্মুখীন করতে পারে।
ক. লেন্টিসেল কী?
খ. হাঁপানি হলে রোগী দুর্বল হয়ে পড়ে কেন?
গ. উদ্দীপকের গুরুত্বপূর্ণ অংশটির একটি সাধারণ রোগের নাম লেখো ও এর লক্ষণগুলো ব্যাখ্যা করো।
ঘ. কী কী সাবধানতা অবলম্বন করলে উদ্দীপকের তন্ত্রটিকে রোগবালাইমুক্ত রাখা যাবে? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : শ্বসনতন্ত্রের দুটি রোগের মধ্যে একটি অস্বাস্থ্যকর পরিবেশ, ধুলাবালি, ঠাণ্ডালাগা ও ধূমপান থেকে হয়। অন্যটি ছোঁয়াচে বা জীবাণুবাহিত রোগ নয় ।
ক. মধ্যচ্ছদা কী?
খ. বহিঃশ্বসন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের ২য় রোগের কারণ ও লক্ষণ লেখো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত রোগদ্বয়ের প্রতিকারের চেয়ে প্রতিরোধই শ্ৰেষ্ঠ পন্থা– মতামত দাও ।
সৃজনশীল প্রশ্ন ৫ : রহিম সাহেব দীর্ঘদিন ধরে হাঁপানিতে ভুগছেন। একদিন তিনি বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তাঁর পাশে দাঁড়ানো এক যুবক সিগারেট ধরালে তিনি অস্বস্তিবোধ করেন।
ক. ব্রংকাইটিস কী?
খ. পত্ররন্ধ্রের রক্ষীকোষগুলো পত্ররন্ধ্রকে কীভাবে সাহায্য করে?
গ. রহিম সাহেবের রোগের সবচেয়ে বড় লক্ষণটি ব্যাখ্যা করো।
ঘ. যুবকের কাজটি শ্বসনসংক্রান্ত জটিলতা সৃষ্টি করে কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও।
সৃজনশীল প্রশ্ন ৬ : আনোয়ার সাহেব দীর্ঘদিন ধরে শ্বসনতন্ত্রের রোগে ভুগছিলেন। তার বুকে বা পিঠে ব্যথা হয় এবং মাঝে মাঝে পেটে অসুখ দেখা দেয়। তিনি চিকিৎসকের পরামর্শ নিয়ে কিছুটা সুস্থ হয়েছেন।
ক. ব্রংকাইটিস কী?
খ. ব্রংকাইটিস রোগ কী কী থেকে হতে পারে?
গ. আনোয়ার সাহেবের আক্রান্ত রোগের চারটি লক্ষণ লেখো।
ঘ. চিকিৎসক আনোয়ার সাহেবের রোগের প্রতিরোধের জন্য কী পরমার্শ দিলেন?
সৃজনশীল প্রশ্ন ৭ :
ক = ছোঁয়াচে বা জীবাণুঘটিত রোগ নয়
খ = যারা অধিক পরিশ্রম করে, দূর্বল, অস্বাস্থ্যকর পরিবেশে এবং অপুষ্টিতে ভোগে তারা এ রোগের শিকার হয়।
ক. ট্রপোমণ্ডল কী?
খ. কোষ্ঠ-কাঠিন্য বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে ‘ক’ এর লক্ষণ কী কী? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ‘খ’ এর রোগ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : করিম সাহেবের কন্যা মৌমিতা ছোট বেলা থেকেই শ্বসনতন্ত্রের একটি রোগে ভুগছে। রোগটি ছোঁয়াচে বা জীবাণুবাহিত রোগ নয়। বছরের বিশেষ ঋতু বা ঋতু পরিবর্তনের সময় রোগটি বেড়ে যায়।
ক. প্রশ্বাস কী?
খ. নিউমোনিয়া রোগটির কারণ কী?
গ. মৌমিতার রোগটির লক্ষণসমূহ লেখো।
ঘ. মৌমিতার রোগটি উপশমের উপায়সমূহ সম্পর্কে লেখো।
সৃজনশীল প্রশ্ন ৯ : আনোয়ার গরিব ঘরের সন্তান। সে ময়লা আবর্জনা থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করে বিক্রি করে সংসার চালায়। কিছুদিন হতে তার অল্প অল্প জ্বর, কাশি, বুকে পিঠে ব্যথা অনুভব করে ও কাশির সাথে সাথে রক্ত পড়ে। তার মা তাকে ডাক্তারের কাছে নিলে ডাক্তার তাকে তাড়াতাড়ি চিকিৎসার পরামর্শ দেন।
ক. নিম্ন শ্রেণির প্রাণী কীসের সাহায্যে শ্বসন সম্পন্ন করে?
খ. বহিঃশ্বসন বলতে কী বোঝ?
গ. আনোয়ারের কোন রোগ হয়েছে এবং তা কেন হয়েছে ব্যাখ্যা করো।
ঘ. এ ধরনের রোগ প্রতিকার ও প্রতিরোধে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায় বলে তুমি মনে করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : মানবদেহে ৭টি অঙ্গ নিয়ে শ্বসনযন্ত্র গঠিত। এই শ্বসন অঙ্গ নিয়ে শ্বসন পদ্ধতি পরিচালিত হয়।
ক. লসিকা কী?
খ. মধ্যচ্ছদা কীভাবে শ্বসন প্রক্রিয়ায় সহায়তা করে।
গ. উদ্দীপকে বর্ণিত শ্বসন অভ্যাসসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গটির চিহ্নিত চিত্র অঙ্কন করো।
ঘ. শ্বসনতন্ত্রের যে কোনো দুটি রোগের কারণ ও প্রতিকার লেখো।
►► ১ম অধ্যায়: নিম্নশ্রেণীর জীব
►► ২য় অধ্যায়: উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন
►► ৩য় অধ্যায়: উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য
►► ৪র্থ অধ্যায়: শ্বসন
►► ৫ম অধ্যায়: পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহনতন্ত্র
►► ৬ষ্ঠ অধ্যায়: পদার্থের গঠন
►► ৭ম অধ্যায়: শক্তির ব্যবহার
►► ৮ম অধ্যায়: শব্দের কথা
►► ৯ম অধ্যায়: তাপ ও তাপমাত্রা
►► ১০ম অধ্যায়: বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা
►► ১১শ অধ্যায়: পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা
►► ১২শ অধ্যায়: সৌরজগৎ ও আমাদের পৃথিবী
এছাড়াও সপ্তম শ্রেণির অন্যান্য বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্নের উত্তর রয়েছে কোর্সটিকায়। যা তোমরা বিনামূল্যে পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ৭ম শ্রেণির বিজ্ঞান ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post