৭ম শ্রেণির বিজ্ঞান ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর | আমাদের যেসব খাদ্য গ্রহণ করি তার অধিকাংশ খাদ্যই জটিল প্রকৃতির। এসব খাদ্যদ্রব্য আমাদের শরীর শোষণ করে সরাসরি কাজে লাগাতে পারে না। জটিল, অদ্রবণীয় খাদ্যবস্তুকে বিভিন্ন এনজাইমের সহায়তায় দেহের গ্রহণ উপযোগী দ্রবণীয় সরল ও তরল খাদ্য উপাদানে পরিণত করতে পরিপাকতন্ত্র কাজ করে। দেহে বিপাকের ফলে সৃষ্ট অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বস্তু অপসারণ করার জন্য বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ও তন্ত্রের মধ্যে যোগাযোগ রক্ষার কাজটি রক্ত সংবহনতন্ত্র করে থাকে।
৭ম শ্রেণির বিজ্ঞান ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : বেশকিছু দিন যাবৎ রবিন ভালোভাবে খাদ্যগ্রহণ করতে না পারায় সে শুকিয়ে যাচ্ছে। তার মা বিষয়টি নিয়ে চিহ্নিত হয়ে ডাক্তারের শরণাপন্ন হলেন। ডাক্তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বুঝতে পারলেন তার দেহ থেকে এক ধরনের তরল পদার্থ সঠিকভাবে নিঃসৃত হচ্ছে না। ডাক্তার বললেন, এ ধরনের পদার্থ সঠিকভাবে নিঃসৃত না হলে মানুষ মারাও যেতে পারে।
ক. কৈশিক জালিকা কী?
খ. রক্তের রং লাল হয় কেন?
গ. রবিনের দেহ থেকে সঠিকভাবে নিঃসৃত না হওয়া পদার্থটির বৈশিষ্ট্য লেখো।
ঘ. উদ্দীপকের শেষোক্ত বাক্যটির যথার্থতা যাচাই করো।
সৃজনশীল প্রশ্ন ২ : রহিম ভাজাপোড়া খাবার খেতে খুব পছন্দ করে। আবার ঘন ঘন কাচ্চি বিরিয়ানিও খায়। কয়েক মাস পর সে গলায় ও পেটে জ্বালা অনুভব করে। এমতাবস্থায় সে ডাক্তারের শরণাপন্ন হয়।
ক. পরিপাক কী?
খ. খাদ্য পরিপাকের প্রয়োজন হয় কেন?
গ. উদ্দীপকের রহিমের দেহে কোন রোগ সৃষ্টি হয়েছে— ব্যাখ্যা করো।
ঘ. রহিম উক্ত রোগ থেকে কীভাবে মুক্তি পাবে— বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : রক্তের রং লাল। মানুষের হাত, পা বা অন্য কোনো অঙ্গ কেটে গেলে লাল রক্তই বের হয়। এই রক্ত হৃদপেশি দ্বারা গঠিত একটি বিশেষ অঙ্গের মাধ্যমে সারাদেহে সঞ্চালিত হয়।
ক. রক্ত কী?
খ. ধমনি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের তরলটি লাল হওয়ার কারণ ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির রক্তসঞ্চালন প্রক্রিয়া চিত্র এঁকে ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : ছোটন একদিন রাস্তার পাশে বিক্রি করা ছোলা বানানো খেল। কিছুক্ষণ পরেই তার পেটে ব্যথা শুরু হলো এবং বারবার টয়লেটে যেতে পাঠ ৬ লাগল। তার মা তাকে ডাক্তারের কাছে নেয়ার পর ডাক্তার তাকে পরিষ্কার-পরিচ্ছন্নতার কথা এবং বাইরের খোলা খাবার খেতে নিষেধ করলেন। কারণ এর থেকে এক ধরনের রোগ হয়।
ক. ছোটনকে আক্রান্ত রোগটির নাম কী?
খ. সুস্থ থাকতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতা অপরিহার্য কেন?
গ. ছোটনের পেটে ব্যথার কারণ ব্যাখ্যা করো।
ঘ. ছোটন চিকিৎসকের পরামর্শ না নিলে কী ধরনের অবস্থার মুখোমুখি হতো? ব্যাখ্যা দাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : তানিয়া রান্নাঘরে সবজি কাটার সময় অসাবধানতার কারণে বঁটিতে হাত কেটে গেল। সে দেখল, তার হাত দিয়ে লাল রঙের এক ধরনের তরল পদার্থ বের হচ্ছে। কিছুক্ষণ পর সে দেখল, তার ক্ষতস্থান দিয়ে গড়িয়ে পড়া তরল পদার্থটি জমাট বেঁধে শক্ত হয়ে গেছে।
ক. অন্ননালি কী?
খ. কোষ্ঠকাঠিন্য কেন হয়?
গ. কোনটির কারণে তানিয়ার ক্ষতস্থানে তরল পদার্থ জমাট বেঁধেছে? ব্যাখ্যা করো।
ঘ. তানিয়ার ক্ষতস্থান থেকে গড়িয়ে পড়া তরল পদার্থটি আমাদের দেহে কী কাজ করে? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : রহিম সাহেব একজন ব্যাংক কর্মচারী। তিনি সকাল থেকে রাত পর্যন্ত টানা পরিশ্রম করেন। পরিশ্রমের সাথে মাত্রাতিরিক্ত ধূমপান করেন। সারা দিন হাঁটাচলা ব্যায়াম হয় না বললেই চলে। হঠাৎ একদিন অফিস থেকে ফিরে বুকের বামদিকে ব্যথা অনুভব করলেন। কিছুক্ষণের মধ্যে ব্যথা তীব্র হলো। তিনি বেহুশ হয়ে পড়লেন।
ক. রক্ত সংবহনতন্ত্র কী?
খ. রক্তরসের দুটি প্রধান কাজ উল্লেখ করো।
গ. রহিম সাহেবের রোগটির সম্ভাব্য কারণসমূহ অনুমান করো।
ঘ. এ রোগের আক্রমণ হতে রক্ষা পাওয়ার বিভিন্ন উপায় সম্পর্কে পরামর্শ দাও।
সৃজনশীল প্রশ্ন ৭ : মানবদেহে একটি পাম্প আছে। এই পাম্প সারা জীবন কাজ করে। কিন্তু আমাদের বদ অভ্যাসের জন্য এই পাম্পটি দুর্বল হয়ে নষ্ট হতে পারে। যার ফলে আমরা মারাও যেতে পারি।
ক. লালা কী?
খ. দাত কয় প্রকার ও কী কী? ব্যাখ্যা করো।
গ. পাম্পটির দুর্বল হওয়ার কারণ ও তার প্রতিরোধের উপায় লেখো।
ঘ. পাম্পটির চিহ্নিত চিত্র এঁকে এর কাজ বর্ণনা করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : হৃৎপিণ্ডকে পাম্প মেশিনের সাথে তুলনা করা যায়। যখন হৃৎপিণ্ডের সংকোচন হয় তখন হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনিপথে বিভিন্ন অংশে সঞ্চালিত হয়। আবার যখন প্রসারণ ঘটে তখন দেহের বিভিন্ন অঙ্গ থেকে রক্ত শিরাপথে হৃৎপিণ্ডে ফিরে আসে।
ক. জেজুনাম কী?
খ. পিত্তরস বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে প্রদত্ত রক্তনালি দুইটির মধ্যে পার্থক্য করো।
ঘ. উদ্দীপকের অঙ্গটি সুস্থ রাখার জন্য আমাদের কেন সতর্কতা অবলম্বন করা উচিত তা যুক্তিসহ লেখো।
সৃজনশীল প্রশ্ন ৯ : হৃৎপিণ্ড বক্ষগহ্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝে অবস্থিত একটি মোচাকৃতির অঙ্গ। অঙ্গটি হৃদপেশি দ্বারা গঠিত। প্রতি মিনিটে কমপক্ষে ৭২ বার এটি সংকুচিত ও প্রসারিত হয় ।
ক. হৃৎপিণ্ড যে পাতলা পর্দা দ্বারা আবৃত তার নাম লেখো।
খ. ধমনি ও শিরার মধ্যে দুটি পার্থক্য লেখো।
গ. উদ্দীপকের অঙ্গাণুটির গঠন ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের অঙ্গাণুটি রোগে আক্রান্ত হলে মৃত্যুঝুঁকি বাড়ে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : রক্ত আমাদের দেহের একটি অতি প্রয়োজনীয় উপাদান। শিরা, ধমনি ও কৈশিক জালিকার মাধ্যমে রক্ত সারা দেহে পরিবাহিত হয়। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর সংকোচন ও প্রসারণের ফলেই রক্ত সঞ্চালিত হয়।
ক. রক্তরস কী?
খ. শ্বেত রক্তকণিকাকে সৈনিকের সাথে তুলনা করা হয় কেন?
গ. রক্ত পরিবহনে উদ্দীপকের মাধ্যমগুলো কী ভূমিকা রাখে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের শেষ বাক্যটির যথার্থতা বিশ্লেষণ করো।
►► ১ম অধ্যায়: নিম্নশ্রেণীর জীব
►► ২য় অধ্যায়: উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন
►► ৩য় অধ্যায়: উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য
►► ৪র্থ অধ্যায়: শ্বসন
►► ৫ম অধ্যায়: পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহনতন্ত্র
►► ৬ষ্ঠ অধ্যায়: পদার্থের গঠন
►► ৭ম অধ্যায়: শক্তির ব্যবহার
►► ৮ম অধ্যায়: শব্দের কথা
►► ৯ম অধ্যায়: তাপ ও তাপমাত্রা
►► ১০ম অধ্যায়: বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা
►► ১১শ অধ্যায়: পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা
►► ১২শ অধ্যায়: সৌরজগৎ ও আমাদের পৃথিবী
এছাড়াও সপ্তম শ্রেণির অন্যান্য বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্নের উত্তর রয়েছে কোর্সটিকায়। যা তোমরা বিনামূল্যে পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ৭ম শ্রেণির বিজ্ঞান ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post