৭ম শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় প্রশ্ন উত্তর ক্ষুদে বাগান টেরারিয়াম : টেরারিয়াম হলো ঘরের কোণে ছোট বাগান। অর্থাৎ এটা হলো একটা কাচ বা প্লাস্টিক এর পাত্রের মধ্যে ছোটো ছোটো, ধীরে ধীরে বর্ধনশীল গাছপালা, শ্যাওলা দিয়ে সজ্জিত একটা বাগান।
শিক্ষার্থীরা এই শিখন অভিজ্ঞতার অংশ হিসেবে তাদের আশেপাশের প্রকৃতির বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের বেড়ে ওঠা ও টিকে থাকা পর্যবেক্ষণ করবে। জীবের শ্বসন ও খাদ্যগ্রহণ নিয়ে নিজেদের ধারণা আলোচনা করবে। কাজের এক পর্যায়ে নিয়ন্ত্রিত পরিবেশে উদ্ভিদের বেঁচে থাকা পর্যবেক্ষণের জন্য তারা একটা বদ্ধ তৈরি করবে।
৭ম শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় প্রশ্ন উত্তর ক্ষুদে বাগান টেরারিয়াম
এই কাজে তারা ফেলে দেয়া বড় প্লাস্টিক বা কাচের স্বচ্ছ বোতল বা জার ব্যবহার করতে পারে (সেক্ষেত্রে ফেলে দেয়া জিনিসের পুনঃব্যবহারের ধারণাও এখানে চলে আসবে)। ছোট আগাছা জাতীয় গাছ লাগিয়ে বন্ধ অবস্থায় এখানে সালোকসংশ্লেষণ আর শ্বসনের মাধ্যমে কীভাবে গাছ টিকে থাকে এবং অক্সিজেন চক্র ও পানি চক্র তৈরি হয় তা পর্যবেক্ষণ করবে।
বদ্ধ সিস্টেমের ভেতরের উপাদানগুলো কীভাবে নিয়ত পরিবর্তন ও পারস্পরিক মিথস্ক্রিয়তার মাধ্যমে সিস্টেমের সাম্যাবস্থা টিকিয়ে রাখে সে বিষয়ে ধারণা তৈরি করবে। এই ধারণার ভিত্তিতে প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদানের সাম্যাবস্থা কীভাবে বজায় থাকে তা ব্যাখ্যা করবে।
প্রথম ও দ্বিতীয় সেশন (মূল বই: পৃষ্ঠা ৬৬)
শুরুতেই কাজ হবে, শিক্ষকের সহযোগিতায় কয়েকটি দলে ভাগ হওয়া। বিদ্যালয়ের আশপাশের প্রকৃতির বিভিন্ন প্রাণী (গরু, ছাগল, বিভিন্ন পাখি, টিকটিকি, বিভিন্ন পোকা মাকড়) ও উদ্ভিদ কীভাবে বেড়ে ওঠে ও টিকে থাকে তার কারণ দলগতভাবে পর্যবেক্ষণ করবে। কোন দল প্রাণী/উদ্ভিদ পর্যবেক্ষণ তা পূর্বেই নির্ধারণ করে নাও। (বিজ্ঞান অনুশীলন বই: পৃষ্ঠা ৬৬)
দলের পর্যবেক্ষণকৃত তথ্য ছক-১ এ দলের যেকোনো একজন লিখে রাখো। শিক্ষকের সহযোগিতায় প্রত্যেক দল শ্রেণিতে ফিরে পর্যবেক্ষণকৃত তথ্য উপস্থাপন করবে।
তৃতীয় ও চতুর্থ সেশন (মূল বই: পৃষ্ঠা ৬৭)
কর্মপত্র-১
কাজের নাম : বদ্ধ টেরারিয়াম (Terrarium) তৈরি। (বিজ্ঞান অনুশীলন বই: পৃষ্ঠা ৬৭ ও ৬৮)
প্রয়োজনীয় উপকরণ : কাচের জার/প্লাস্টিকের বোয়ম, পাথরকুচি, মাটি, মাটির হাঁড়ি ভাঙা, হাড়ের গুঁড়া, কয়লা, মশারির নেট, পানি, মস, আগাছা জাতীয় গুল্ম, শেওলা।
কাজের ধারা :
১. প্রথমে প্রয়োজনীয় উপকরণসমূহ সংগ্রহ করে ভালোভাবে পরিষ্কার করে নাও। কাচের জার/প্লাস্টিকের বোয়ম ভালোভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে যাতে ছত্রাক সংক্রমণ না থাকে।
২. কাচের জার/প্লাস্টিকের বোয়ম এর নিচে অল্প মাটির হাঁড়ি ভাঙ্গা দাও। মাটির হাঁড়ি ভাঙা, ভালো পানি ধারণ করতে পারে যা টেরারিয়াম (Terrarium) এর আর্দ্রতা বজায় রাখবে।
৩. এবার মাটির হাঁড়ি ভাঙার উপর কিছু পরিমাণ পাথরকুচি দিয়ে দাও।
৪. এরপর তারের জালি/মশারির নেট পাথরকুচির উপর বিছিয়ে দাও। তারের জালি/মশারির নেটের সুবিধা হচ্ছে উপরের মাটি নিচে যেতে পারে না।
৫. তারের জালি/মশারির নেটের উপর আরো কিছু পাথরকুচি বিছিয়ে দিয়ে তার উপর কয়লা গুড়া দাও, যাতে পাতলা একটি স্তর তৈরি হয়।
৬. কয়লা গুঁড়ার পাতলা স্তরের উপর মাটি এমনভাবে দাও, যেন এ স্তরটি একটু পুরু হয়।
৭. টেরারিয়াম (Terrarium) এর সৌন্দর্যের জন্য একটি/দুটি ছোট পাথর, ছোট মরা কাঠের টুকরা সাজিয়ে দাও। এবার কয়েকটি ছোট থানকুনি গাছ মাটিসহ খুব সাবধানে লাগিয়ে দাও। তোমরা চাইলে তোমাদের পছন্দের গাছ লাগাতে পারো।
৮. পুরনো দেওয়াল বা মাটি থেকে সাবধানে মসের আস্তর সংগ্রহ করে টেরারিয়াম (Terrarium) এর উপরিভাগের বাকি ফাঁকা স্থানে বিছিয়ে দাও।
৯. সবশেষে পানি দেবার পালা, সাবধানে পানি এমনভাবে স্প্রে করতে হবে যেন টেরারিয়াম (Terrarium) এর উপরিভাগ ভিজে যায়। ২০ মিনিট পর আবার পানি স্প্রে করে নাও। এবার কাচের জার/প্লাস্টিকের বোয়মের ঢাকনা, ভালোভাবে আটকে দাও।
১০. বেশ! তৈরি হয়ে গেল বদ্ধ টেরারিয়াম (Terrarium)। এটিকে আলোযুক্ত ছায়ায় সংরক্ষণ করতে হবে তবে খেয়াল রাখতে হবে সূর্যের আলো যেন সরাসরি না লাগে।
পঞ্চম ও ষষ্ঠ সেশন (মূল বই: পৃষ্ঠা ৬৯)
এ সেশনে তোমরা পূর্বের দল অনুসারে একত্রিত হও। তোমাদের তৈরি বদ্ধ টেরারিয়াম (Terrarium) এর কাছে গিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করবে। প্রাপ্ত তথ্য ছক-২ এ দলের সবাই লিখে রাখো। (বিজ্ঞান অনুশীলন বই: পৃষ্ঠা ৬৯)
টেরারিয়াম (Terrarium) পর্যবেক্ষণের পর সেটিকে যথাস্থানে রেখে দাও। পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্য নিয়ে দলে নিজেদের মধ্যে আলোচনা করে নাও। আলোচনায় ছক-৩ এর প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব। (বিজ্ঞান অনুশীলন বই: পৃষ্ঠা ৭০)
তোমাদের পর্যবেক্ষণ ও আলোচনার সারাংশ দলের যেকোনো একজন তার খাতায় লিখে নাও। (বিজ্ঞান অনুশীলন বই: পৃষ্ঠা ৭১)
পরের সেশনে আবার বন্ধ টেরারিয়াম (Terrarium) দলে পর্যবেক্ষণ করবে। নতুন কোনো পরিবর্তন আছে কি? থাকলে তা দলের সবাই ছক-৪ এ লিখে রাখো।
দ্বিতীয় পর্যবেক্ষণে নতুন কী কী পরিবর্তন দেখতে পেলে?
দ্বিতীয় পর্যবেক্ষণে নতুন যেসব পরিবর্তন দেখতে পেলাম সেগুলো হলো-
১. টেরারিয়ামের উদ্ভিদগুলোর দৈহিক বৃদ্ধি ঘটেছে।
২. উদ্ভিদের পাতাগুলো অনেক সবুজ ও সতেজ দেখাচ্ছে।
৩. এখানে বায়ুরোধী পাত্র ব্যবহার করা হয়। যেমন- বোতল, জার ইত্যাদি।
৪. এ ধরনের টেরারিয়ামে প্রাণী না থাকলেও উদ্ভিদ সন প্রক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ব্যবহার ব্যবহার করে সালোকসংশ্লেষণ সম্পন্ন করে।
৫. বাইরের বায়ুর প্রয়োজন হয় না। কারণ ভেতরেই সালোকসংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে, যা পরবর্তীতে শ্বসনের ব্যবহার করে।
৬. সরাসরি সূর্যালোকের প্রয়োজন পড়ে না। এটিকে আলোযুক্ত ছায়ায় সংরক্ষণ করতে হবে।
৭. বাইরে থেকে পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। এর ভেতরেই পানি চক্র সম্পন্ন হয়।
৮. এখানে আলাদা করে খনিজ উপাদান দেওয়ার দরকার হয় না। ভেতরে ব্যবহৃত উপকরণ দ্বারাই এরা পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন করে থাকে।
ফিরে দেখা
১. টেরারিয়াম (Terrarium) তৈরি করতে তোমাদের কেমন লেগেছে?
উত্তর : টেরারিয়াম তৈরি করতে আমাদের খুবই ভালো লেগেছে। কারণ এটা তৈরি করা সহজ। এটি তৈরির উপকরণগুলো সহজলভ্য এবং আলাদাভাবে কোনো জমির প্রয়োজন হয় না। এটি ঘরের বারান্দায় যেখানে আলো আসে এমন জায়গায় রাখলেই চলে এছাড়াও নিয়মিত পরিচর্যার প্রয়োজন পড়ে না। এটি বাসাবাড়ি ছাড়াও নামিদামী রেস্টুরেন্টের সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করা হয়।
২. এ কাজে তোমরা নতুন কী কী শিখেছ?
উত্তর : টেরারিয়াম তৈরির কাজ করতে গিয়ে আমরা নতুন অনেক কিছু শিখেছি। সেগুলো নিচে উল্লেখ করা হলো-
১. সূর্য্যরে সরাসরি আলো ছাড়াও বাস্তুতন্ত্র তৈরি করা যায়।
২. বন্ধ অবস্থায় অনেক জীব বাঁচতে পারে।
৩. বাইরের থেকে আলাদাভাবে পুষ্টি উপাদান দেওয়ার প্রয়োজন পড়ে না।
৪. অনেক বড় পরিসরে জমির প্রয়োজন হয় না।
৫. স্বচ্ছ পদার্থের তৈরি ছোট ছোট খোলা ও বদ্ধ পাত্রে সহজেই টেরারিয়াম তৈরি করা যায়।
৬. প্রাণী ছাড়াও উদ্ভিদগুলো কার্বন ডাইঅক্সাইড তৈরির মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে বেঁচে থাকতে পারে।
৭. নিজেরাই বাসাবাড়িতে টেরারিয়াম তৈরি করা সম্ভব।
আরো দেখো: ৭ম শ্রেণির বিজ্ঞান সকল অধ্যায়ের প্রশ্ন উত্তর
সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের ৭ম শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় প্রশ্ন উত্তর ক্ষুদে বাগান টেরারিয়াম শেয়ার করেছি। তোমাদের মূল বইতে যেভাবে প্রশ্ন করা হয়েছে, আমরা ঠিক সেভাবেই উত্তরগুলো তৈরি করেছি। উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে উত্তর সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post