৭ম শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর | আমাদেরকে দৈনন্দিন জীবনে নানা রকম কাজ করতে হয়। সকল প্রকার কাজের সাথে শক্তি ও ক্ষমতার সম্পর্ক রয়েছে। বর্তমান বিশ্বে শক্তির সংকট নিরসনে শক্তির সংরক্ষণের পাশাপাশি আমাদেরকে বিকল্প শক্তির সন্ধান করতে হচ্ছে।
যেমন উইন্ডমিলের টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে অনেক দেশই সাফল্য অর্জন করেছে। এ পদ্ধতিটি বিদ্যুৎ চাহিদা মেটাতে খুব কার্যকরী এবং পরিবেশবান্ধব। শক্তি আমাদের অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত। তাই দৈনন্দিন জীবনে শক্তির অপব্যবহার বা অপচয় রোধ করা আমাদের নৈতিক দায়িত্ব।
৭ম শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : মুমিন সাহেব ইদানীং তাঁর হাঁস-মুরগি ও গরুর খামারের বিষ্ঠা আবর্জনা থেকে বিশেষ প্রক্রিয়ায় এক ধরনের গ্যাস উৎপন্ন করছেন। এতে খামারের বিভিন্ন কাজে শক্তি ও গ্যাসের চাহিদা মিটিয়ে অতিরিক্ত গ্যাস বিক্রি করতে পারছেন।
ক. ক্ষমতা কী?
খ. শক্তির রূপান্তরের প্রয়োজনীয়তা বর্ণনা করো।
গ. উদ্দীপকে উৎপন্ন গ্যাস কোন ধরনের শক্তির উৎস ব্যাখ্যা করো।
ঘ. শক্তি সংরক্ষণে মুমিন সাহেবের কার্যক্রমের গুরুত্ব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : তিথি ও বিথি দুজনকে একই কাজ করতে দেওয়া হয়। তিথি কাজটি ২০ সেকেন্ডে করল এবং বিথি ৩০ সেকেন্ডে করল।
ক. গতি শক্তি কী?
খ. শক্তির রূপান্তর বলতে কী বোঝ?
গ. কাজের পরিমাণ ৩৬০ জুল হলে তিথি ও বিথি ক্ষমতা নির্ণয় করো।
ঘ. তিথি ও বিথির শক্তি ব্যয় সমান হয়েছে– বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : তফছির সাহেবের বাসায় ফ্যানের সুইচটি নষ্ট হয়ে যাওয়ায় কয়েকদিন ধরে ফ্যানটি প্রয়োজনে, অপ্রয়োজনে ঘুরে চলেছে। তিনি বাসায় না থাকায় বিষয়টি জানতেন না। বাসায় ফিরে বিষয়টি অবহিত হয়ে দ্রুত ফ্যানের সুইচটি ঠিক করিয়ে নেন। অপ্রয়োজনে ফ্যান, বাতি জ্বালিয়ে না রাখার জন্য তিনি সব সময়ই বাসার সবাইকে পরামর্শ দেন।
ক. রাসায়নিক শক্তি কাকে বলে?
খ. কয়লাকে অনবায়নযোগ্য জ্বালানি বলা হয় কেন?
গ. তফছির সাহেবের উদ্বেগের কারণ কী? ব্যাখ্যা করো।
ঘ. শক্তি সংরক্ষণে তফছির সাহেবের কর্মকাণ্ড কতটুকু ভূমিকা রাখতে পারবে বলে তুমি মনে কর? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৪ : রফিক একটি কাঠের গুঁড়িকে ১০ মিনিটে সরিয়ে ৫ জুল কাজ সম্পন্ন করে। আবার হাসান ৫ মিনিটে একইভাবে ১০ জুল কাজ সম্পন্ন করে। দুজনেই কাজ সম্পন্ন করে এসে ঘরে বৈদ্যুতিক ফ্যান ছেড়ে দিলে হঠাৎ রফিক হাসানকে বলল, বৈদ্যুতিক ফ্যান ছাড়ার ফলে শক্তির কয়েক প্রকার রূপান্তর ঘটছে’।
ক. স্থিতি শক্তি কী?
খ. ঢেঁকি দিয়ে ধান ভানার সময় শক্তির কীরূপ রূপান্তর ঘটে- ব্যাখ্যা করো।
গ. রফিক ও হাসানের মধ্যে কার ক্ষমতা বেশি নির্ণয় করো।
ঘ. রফিকের মন্তব্যটি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : প্রকৃতিতে শক্তির বিভিন্ন রূপ রয়েছে। এদের আবার রূপান্তর সম্ভব। যেমন— তাপ ও রাসায়নিক শক্তির রূপান্তর। তবে এসব শক্তির অপরিকল্পিত ব্যবহার সংকট তৈরি হচ্ছে। এজন্য শক্তির বিকল্প উৎসের সন্ধান জরুরী।
ক. বায়োগ্যাস কী?
খ. শক্তির সাশ্রয়ী ব্যবহার বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লেখিত শক্তির রূপান্তরের বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের শেষোক্ত লাইন বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : পৃথিবীতে সকল শক্তির মূল উৎস সূর্য। শক্তির রূপান্তর আছে ক্ষয় নেই। প্রকৃতিতে পদার্থের পরিবর্তনের মূলে রয়েছে শক্তি। নতুন নতুন ব্যবহারের ফলে শক্তির চাহিদা যেমন বেড়েছে তেমনি শক্তির অপচয়ও হচ্ছে। তাই শক্তি সংরক্ষণ এবং এর যথাযথ ব্যবহার একান্ত প্রয়োজন।
ক. সৌরশক্তি কী?
খ. কয়লাকে অনবায়নযোগ্য শক্তি বলা হয় কেন?
গ. শক্তির সংকট মোকাবেলায় উল্লিখিত শক্তির ব্যবহার লেখো।
ঘ. উদ্দীপকের সর্বশেষ উক্তিটির সাথে তুমি একমত কিনা তা যুক্তিসহ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : রহিম সাহেব ও মিসেস সুফিয়া নিজ নিজ নতুন ভবন তৈরি করলেন। দুজনের ভবনেই বৈদ্যুতিক সরঞ্জামের সংখ্যা মোটামুটি সমান। রহিম সাহেব বিদ্যুতের পাশাপাশি সৌরশক্তির সংযোগ নিলেও মিসেস সুফিয়া তা নিলেন না।
ক. নবায়নযোগ্য শক্তি কাকে বলে?
খ. নবায়ন ও অনবায়নযোগ্য শক্তির সুবিধা বুঝিয়ে লেখো।
গ. রহিম সাহেব ও মিসেস সুফিয়ার মধ্যে কার ভবনে শক্তির ব্যবহার বেশি হবে? ব্যাখ্যা করো।
ঘ. রহিম সাহেব ও মিসেস সুফিয়ার মধ্যে কে শক্তির সংকট মোকাবেলায় ভূমিকা রাখবেন? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : সুমন ও সুজন সাহেবের একটি করে গরু ও মুরগির খামার আছে। সুমন সাহেব নিজ বাড়িতে গোবর ও মুরগি হতে প্রাণিজ সার শস্য ও পরিত্যক্ত উদ্ভিদ ইত্যাদি উপাদান জমিয়ে একটি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করলেন এবং তা থেকে গ্যাস উৎপাদন করে নিজ কাজে ব্যবহার শুরু করলেন । কিন্তু সুজন সাহেব এর কোনোটি করলেন না।
ক. বায়োগ্যাস কী?
খ. বায়োগ্যাস কী কী কাজে ব্যবহার করা হয়?
গ. সুমন ও সুজন সাহেবের মধ্যে কে উন্নত সুবিধা ভোগ করছে?
ঘ. সুমন ও সুজন সাহেবের মধ্যে কে পরিবেশ রক্ষায় ভূমিকা রেখেছেন এবং কীভাবে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : শুধু বাংলাদেশের জনসংখ্যাই নয়, বিশ্বের সকল দেশের জনসংখ্যাই বাড়ছে। ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদার জন্য অধিক শক্তির প্রয়োজন। কিন্তু এ শক্তি সীমিত এবং সকল শক্তি নবায়নযোগ্য শক্তি নয়। একসময় কোনো কোনো শক্তি নিঃশেষ হয়ে যাবে। তাই আতিক সিদ্ধান্ত নিল সে শক্তির সংরক্ষণ ও ব্যবহারে সতর্ক হবে।
ক. কাজের একক কী?
খ. শক্তির নিত্যতা সূত্রটি ব্যাখ্যা করো।
গ. আতিক কী কী উপায়ে তার সিদ্ধান্ত বাস্তবায়ন করবে? বর্ণনা করো।
ঘ. ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য উল্লিখিত বিষয়টির প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : রান্না হচ্ছে না অথচ গ্যাসের চুলা জ্বলছে দেখে রবি চুলাটি নিভিয়ে দিলেন এবং তার স্ত্রীকে শক্তির অপব্যবহার রোধে করণীয় সম্পর্কে ধারণা দিলেন। তিনি তার স্ত্রীকে প্রাকৃতিক গ্যাসের বিকল্প আরেকটি গ্যাস সম্পর্কে বললেন এবং এর উৎপাদন কৌশল ব্যাখ্যা করলেন।
ক. শক্তির একক কী?
খ. পারমাণবিক শক্তি বলতে কী বোঝ?
গ. বিকল্প গ্যাসটির উৎপাদন কৌশল বর্ণনা করো।
ঘ. দৈনন্দিন জীবনে শক্তির অপচয় রোধে রবির স্ত্রীর করণীয় সম্পর্কে মতামত দাও।
►► ১ম অধ্যায়: নিম্নশ্রেণীর জীব
►► ২য় অধ্যায়: উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন
►► ৩য় অধ্যায়: উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য
►► ৪র্থ অধ্যায়: শ্বসন
►► ৫ম অধ্যায়: পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহনতন্ত্র
►► ৬ষ্ঠ অধ্যায়: পদার্থের গঠন
►► ৭ম অধ্যায়: শক্তির ব্যবহার
►► ৮ম অধ্যায়: শব্দের কথা
►► ৯ম অধ্যায়: তাপ ও তাপমাত্রা
►► ১০ম অধ্যায়: বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা
►► ১১শ অধ্যায়: পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা
►► ১২শ অধ্যায়: সৌরজগৎ ও আমাদের পৃথিবী
এছাড়াও সপ্তম শ্রেণির অন্যান্য বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্নের উত্তর রয়েছে কোর্সটিকায়। যা তোমরা বিনামূল্যে পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ৭ম শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post