Courstika

ইংরেজি সংস্করণ

পশ্চিমবঙ্গ সংস্করণ

সাবস্ক্রাইব করুন

কোর্সটিকায় লিখুন

দাতব্য সহযোগিতা

  • পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ2023
  • একাডেমিক
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
    • অষ্টম শ্রেণি
    • নবম ও দশম শ্রেণি
    • একাদশ ও দ্বাদশ শ্রেণি
    • ডিগ্রি
    • অনার্স
    • মাস্টার্স
    • ইঞ্জিনিয়ারিং
    • মেডিকেল
    • ভর্তি ও পরীক্ষা
    • উচ্চ শিক্ষা
  • স্কলারশিপ
  • ক্যারিয়ার
  • ফ্রিল্যান্সিং
  • স্বাস্থ্যপাতা
  • অনলাইন ইনকাম
  • ইংরেজী শিখুন
  • চাকরী-বাকরী
  • স্কিল ডেভেলপমেন্ট
  • ডাউনলোড
  • অন্যান্য
    • গুগল এ্যাডসেন্স
    • সাধারণ জ্ঞান
    • ব‌্যাংকিং
    • নাগরিক সেবা
    • টিপস এন্ড ট্রিক্স
    • গেস্ট ব্লগিং
    • জমিজমা
    • ধর্মকথা
    • প্রবাস জীবন
    • ইচ্ছেঘুড়ি
    • প্রোডাক্ট রিভিউ
    • বায়োগ্রাফি
কোন ফলাফল নেই
View All Result
  • পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ2023
  • একাডেমিক
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
    • অষ্টম শ্রেণি
    • নবম ও দশম শ্রেণি
    • একাদশ ও দ্বাদশ শ্রেণি
    • ডিগ্রি
    • অনার্স
    • মাস্টার্স
    • ইঞ্জিনিয়ারিং
    • মেডিকেল
    • ভর্তি ও পরীক্ষা
    • উচ্চ শিক্ষা
  • স্কলারশিপ
  • ক্যারিয়ার
  • ফ্রিল্যান্সিং
  • স্বাস্থ্যপাতা
  • অনলাইন ইনকাম
  • ইংরেজী শিখুন
  • চাকরী-বাকরী
  • স্কিল ডেভেলপমেন্ট
  • ডাউনলোড
  • অন্যান্য
    • গুগল এ্যাডসেন্স
    • সাধারণ জ্ঞান
    • ব‌্যাংকিং
    • নাগরিক সেবা
    • টিপস এন্ড ট্রিক্স
    • গেস্ট ব্লগিং
    • জমিজমা
    • ধর্মকথা
    • প্রবাস জীবন
    • ইচ্ছেঘুড়ি
    • প্রোডাক্ট রিভিউ
    • বায়োগ্রাফি
কোন ফলাফল নেই
View All Result
Courstika
কোন ফলাফল নেই
View All Result
  • SSC সাজেশন ২০২৩
  • HSC 2023 সাজেশন
  • ষষ্ঠ শ্রেণি
  • সপ্তম শ্রেণি
  • অষ্টম শ্রেণি
  • নবম ও দশম শ্রেণি
  • একাদশ ও দ্বাদশ শ্রেণি
  • ভর্তি ও পরীক্ষা
  • ডিগ্রি
  • অনার্স
  • মাস্টার্স
  • ইঞ্জিনিয়ারিং
  • মেডিকেল
  • উচ্চ শিক্ষা
  • স্কলারশিপ

৮ম শ্রেণির ইসলাম শিক্ষা ২য় অধ্যায় MCQ (উত্তরমালা)

কোর্সটিকা প্রকাশক কোর্সটিকা
in JSC - ইসলাম শিক্ষা
A A
0
ফেসবুকে শেয়ার করুনপিন্টারেস্টে পিন করুনলিংডইনে শেয়ার করুন

৮ম শ্রেণির ইসলাম শিক্ষা ২য় অধ্যায় mcq : আল্লাহ তায়ালার দাসত্ব ও আনুগত্য স্বীকার করে তাঁর আদেশ পালন ও নিষেধ বর্জন করে জীবন পরিচালনাকে ইসলামি পরিভাষায় ইবাদত বলে। ইসলাম হলো পরিপূর্ণ জীবনবিধান। ইসলামের মৌলিক পাঁচটি বিষয় যথা : কালিমা, নামায, রোযা, যাকাত ও হজ যথাযথভাবে পালনের নাম ইবাদত।

আবার মানব জীবনের প্রতিটি কাজ ইসলামি বিধিবিধান অনুযায়ী সম্পন্ন করাও ইবাদতের অন্তর্ভুক্ত। পৃথিবীর সকল সৃষ্টবস্তুকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। আর মানুষ ও জিন জাতিকে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে।

৮ম শ্রেণির ইসলাম শিক্ষা ২য় অধ্যায় mcq

১. ‘হজ’ শব্দের অর্থ কী?
● সংকল্প করা
খ যিয়ারত করা
গ তাওয়াফ করা
ঘ সাঈ করা

২. হজ ও উমরাহ পর পর করার মাধ্যমে দূরীভূত হয় –
র. দারিদ্র্য
রর. অভাব
ররর. পাপ

কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর

৩. হজের ফরজ কয়টি?
● তিন
খ চার
গ পাঁচ
ঘ দশ

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ফরহাদ সাহেব একজন ব্যবসায়ী। তিনি প্রতি রমযান মাসে সম্পদের হিসাব করেন এবং নির্দিষ্ট পরিমাণ সম্পদ গরিব-দুঃখীদের মাঝে বিতরণ করেন।

৪. ফরহাদ সাহেবের কাজের মাধ্যমে শরিয়তের কোন বিধানটি আদায় হয়েছে?
ক মুস্তাহাব
খ সুন্নাত
গ ওয়াজিব
● ফরজ

৫. ফরহাদ সাহেবের মানসিকতার ফলে তিনি পরকালে কী পাবেন?
● পুরস্কার
খ নিরাপত্তা
গ তিরস্কার
ঘ অধিকার

৬. যাকাত আদায় করা কী?
ক সুন্নত
খ মুস্তাহাব
● ফরজ
ঘ ওয়াজিব

৭. কোন নবীর সময় থেকে কুরবানির প্রথা চালু হয়ে আসছে?
ক হযরত আদম (আ) এর
খ হযরত নূহ (আ) এর
● হযরত ইবরাহিম (আ) এর
ঘ হযরত ইসমাঈল (আ) এর

৮. হাজিগণ শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপ করেন কেন?
ক আল্লাহর প্রতি ভালোবাসা দেখানোর জন্য
● হজের ওয়াজিব আদায়ের জন্য
গ কুরাইশ বংশের নিয়ম রক্ষার জন্য
ঘ হাজিগণের কল্যাণের জন্য

৯. হজ কোন ভাষার শব্দ?
● আরবি
খ ফারসি
গ বাংলা
ঘ ফরাসি

১০. সেচ ব্যবস্থায় উৎপন্ন ফসলের কতভাগ যাজাত দিতে হয়?
ক পাঁচ ভাগের এক ভাগ
খ দশ ভাগের এক ভাগ
● বিশ ভাগের এক ভাগ
ঘ ত্রিশ ভাগের এক ভাগ

১১. যাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি?
ক ৫
খ ৬
● ৭
ঘ ৮

১২. নিসাব বলতে বোঝায় নির্ধারিত পরিমাণ –
ক মূলধন
● সম্পদ
গ জমি
ঘ মুনাফা

১৩. মাসারিফ শব্দের অর্থ কী?
ক আয় করার খাত
● ব্যয় করার খাত
গ জমা করার খাত
ঘ গচ্ছিত রাখার খাত

১৪. কোন নবি অগ্নি-পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন?
● হযরত ইবরাহিম (আ)
খ হযরত ইউসুফ (আ)
গ হযরত মুহাম্মদ (স)
ঘ হযরত মুসা (আ)

১৫. মক্কার বাহির থেকে আগত হাজিদের বিদায়কালীন তাওয়াফকে বলা হয়-
ক নফল তাওয়াফ
খ তাওয়াফে যিয়ারত
গ তাওয়াফে কুদুম
● তাওয়াফে বিদা

১৬. মুসাফিরের ওপর নিচের কোনটি ওয়াজিব নয়?
ক আকিকা
খ সাদকা
গ যাকাত
● কুরবানি

১৭. হযরত ইবরাহিম (আ) এর স্বীয় পুত্রকে জবাই করার আদেশের মাধ্যমে যে বিধান চালু হয়েছে, তা হলো-
ক সাদাকা
খ আকিকা
● কুরবানি
ঘ ফিদইয়া

১৮. রহিমা খাতুন দীনদার মহিলা। তিনি খুব ইবাদত বন্দেগি করেন। রহিমা খাতুনের ইবাদত কার কল্যাণের জন্য?
● আল্লাহর
খ রাসূলের
গ নিজের
ঘ ফেরেশতাদের

১৯. সাধারণত মানুষের কোনটির লিপ্সা থাকে?
● অর্থের
খ খাদ্যের
গ ক্ষমতার
ঘবিলাসিতার

নিচের অনুচ্ছেদটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
মুর্শেদার মায়ের অনেক সোনার অলংকার। মুর্শেদা তার মাকে বলল, মা তোমার এ ব্যবহার্য গহনার যাকাত দিতে হবে। মা বললেন, গহনার আবার যাকাত কিসের? আমি কোনো যাকাত দেব না।

২০. মুর্শেদার মা শরিয়তের কোন বিধানটি অস্বীকার করেছেন?
● ফরজ
খ ওয়াজিব
গ সুন্নত
ঘ মুস্তাহাব

২১. এরূপ করার করণে মুর্শেদার মা হবেন-
● কাফির
খ মুনাফিক
গ দাম্ভিক
ঘ নাস্তিক

নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নগুলোর উত্তর দাও :
সুফিয়ান সাহেব এ বছর হজ পালন করেছেন। কিন্তু কষ্টকর মনে করে তিনি ‘সাঈ’ করেন নি।

২২. সুফিয়ান সাহেব হজের কোন প্রকারের কাজ লঙ্ঘন করেছেন?
ক ফরজ
● ওয়াজিব
গ সুন্নাত
ঘ মুস্তাহাব

২৩. সুফিয়ান সাহেবের হজ শুদ্ধ করতে কী করতে হবে?
● সাদা দিতে হবে
খ নফল রোযা রাখতে হবে
গ জরিমানা দিতে হবে
● দম দিতে হবে

২৪. ‘আল্লাহর আদেশ পালন ও নিষেধ বর্জন করে জীবন পরিচালনাকে ইসলামি পরিভাষায় কী বলে? (জ্ঞান)
● ইবাদত
খ যাকাত
গ ইমান
ঘ ইসলাম

২৫. শরিয়তের দৃষ্টিতে যাকাত দেওয়া। [কান্টনমেন্ট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
ক ফরজে কিফায়া
● ফরজে আইন
গ ওয়াজিব
ঘ সুন্নাতে মুয়াক্কাদা

২৬. ধন-সম্পদ বাড়ে কী করলে? [খুলনা জিলা স্কুল]
ক ব্যবসা করলে
খ দান করলে
● যাকাত দিলে
ঘ হিসাব করে খরচ করলে

২৭. যাকাত প্রদানের ফলে যাকাত দাতার অন্তর কোনটি হতে পবিত্র হয়?
● কৃপণতার কলুষতা
খ অর্থ লোভের কলুষতা
গ সঞ্চয়ের মনোবৃত্তি
ঘ ধোঁকা দেয়ার প্রবণতা

২৮. যাকাত দানকারীর পুরস্কার ও কৃপণ ব্যক্তির দুঃসংবাদ সম্পর্কে কোন হাদিস গ্রন্থে বর্ণনা রয়েছে?
ক মুসলিম
● তিরমিজি
গ নাসায়ী
ঘ বুখারি

২৯. যাকাতের অন্য নাম কী?
ক দান
খ খয়রাত
● সাদাকা
ঘ হেবা

৩০. ইসলামের মৌলিক বিষয় কয়টি? (জ্ঞান)
ক তিন
খ চার
● পাঁচ
ঘ ছয়

৩১. যারা যাকাত দেয় না আল্লাহ তাদেরকে কী হিসেবে আখ্যায়িত করেছেন ? (প্রয়োগ)
ক মুমিন
● কাফির
গ মুশরিক
ঘ মুনাফিক

৩২. যাকাতের অর্থ কাদের অধিকার? (জ্ঞান)
ক বিদেশগামী
● মিসকিন
গ যার জমি কম
ঘ চাকরিজীবী

৩৩. ইবাদত শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক নাফরমানি
● দাসত্ব ও আনুগত্য স্বীকার করা
গ নামায পড়া
ঘ গবেষণা করা

৩৪. যাকাত শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক দান করা
খ হ্রাস পাওয়া
গ ধ্বংস হওয়া
● বৃদ্ধি পাওয়া

৩৫. সম্পদের যাকাত আদায় করলে সম্পদ কী হয়? (জ্ঞান)
ক কমে যায়
● বৃদ্ধি পায়
গ ধ্বংস হয়
ঘ উন্নত হয়

৩৬. যাকাত কী শব্দ? (জ্ঞান)
● আরবি
খ ফারসি
গ হিন্দি
ঘ বাংলা

৩৭. যাকাত কোন ধরনের ইবাদত? (জ্ঞান)
ক শারীরিক
খ মানসিক
● আর্থিক
ঘ ব্যক্তিগত

৩৮. কাকে তার অতীত জীবনের যাকাত দিতে হবে না? (অনুধাবন)
ক যে সাবালক হয়
● যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে
গ যে ব্যক্তি ইসলাম ত্যাগ করে
ঘ যে বিধবা মহিলা হয়

৩৯. যাকাত দরিদ্রদের প্রতি ধনীদের কী? (অনুধাবন)
ক দয়া, অনুগ্রহ ও অনুকম্পা
খ সাহায্য, সহানুভূতি
● দায়বদ্ধতা পরিশোধ করা
ঘ ত্যাগ ও অনুপম ভালোবাসা

৪০. সজিব যাকাত দিতে চায়। এর প্রভাবে তার কী হবে? (প্রয়োগ)
ক ধন-সম্পদ কমবে
খ মান-সম্মান বাড়বে
গ অনেক সম্পদের মালিক হবে
● অন্তর ও সম্পদ পবিত্র হবে

৪১. “আর তোমরা নামায কায়েম কর এবং যাকাত প্রদান কর।” এটা কার নির্দেশ? (উচ্চতর দক্ষতা)
ক মুসা (আ)-এর
খ মহানবি (স)-এর
গ আদম (আ)-এর
● আল্লাহর

৪২. “আল্লাহর কসম যারা নামায ও যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তাদের বিরুদ্ধে অবশ্যই লড়াই করব।” বাণীটি কার? (উচ্চতর দক্ষতা)
ক মহানবি (স)-এর
খ আল্লাহ তায়ালার
● আবু বকর (রা)-এর
ঘ মুসা (আ)-এর

৪৩. যাকাতের ব্যাপারে ইসলামের বিধান- (অনুধাবন)
র. যাকাত ধনীদের ওপর ফরজ
রর. ধনীদের অনুগ্রহ
ররর. দরিদ্রের অধিকার

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও রর
ঘ র, রর ও ররর

৪৪. যে বিবেচনায় যাকাত অর্থ বৃদ্ধি?
র. সম্পদ ব্যক্তির হাতে পুঞ্জিভূত না থাকা
রর. মানবকল্যাণে ব্যয় হওয়া
ররর. সমাজের অর্থনৈতিক অবস্থার উন্নতি

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর

৪৫. যাকাত শব্দের আভিধানিক অর্থ কী? [সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা]
র. বৃদ্ধি
রর. পবিত্রতা
ররর. পরিচ্ছন্নতা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর

৪৬. যে অর্থে যাকাত অর্থ বৃদ্ধি বলা হয়ে থাকে- (উচ্চতর দক্ষতা)
র. সমাজের গরিব লোকদের অবস্থার উন্নতি হয়
রর. সমাজের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়
ররর. সম্পদে আল্লাহ তায়ালা বরকত দান করেন

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর

৪৭. যাকাত হচ্ছে- (অনুধাবন)
র. ধনীদের অনুগ্রহ
রর. দরিদ্রের অধিকার
ররর. দরিদ্রের পাওনা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর

৪৮. মানবজাতিকে সৃষ্টির উদ্দেশ্য- (উচ্চতর দক্ষতা)
র. আল্লাহর হুকুম পালন করা
রর. আল্লাহর খিলাফতের দায়িত্ব পালন করা
ররর. নিছক উপাসনা

নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

৪৯. যাকাতের তাৎপর্য হলো- (উচ্চতর দক্ষতা)
র. যাকাত সমাজকে কৃপণতা ও সংকীর্ণতা থেকে পবিত্র করে
রর. যাকাত অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে
ররর. যাকাত দরিদ্রের নির্ভরশীলতা বৃদ্ধি করে

নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫০ ও ৫১ নং প্রশ্নগুলোর উত্তর দাও :
মুরশিদ আলম গ্রামের গরিব লোকদের বাছাই করে নিয়মিত যাকাত দেন এবং তাদেরকে স্বাবলম্বী করার পদক্ষেপ গ্রহণ করেন। যাকাতের অর্থ দ্বারা তিনি কাউকে স্বাবলম্বী করলেও যাকাতের বিষয়টি তিনি তাদের কাছে গোপন রাখেন।

৫০. মুরশিদ আলম সাহেবের যাকাত প্রদানের সময় যাকাতের বিষয়টি- (প্রয়োগ)
ক গোপন রাখার ফলে যাকাত আদায় হবে না
● গোপন রাখলেও যাকাত আদায় হবে, কারণ এ উদ্দেশ্যেই তিনি কাজটি করেছেন
গ আংশিক যাকাত আদায় হবে
ঘ গোপন রাখার কারণে গুনাহগার হবে

৫১. মুরশিদ আলম সাহেবের দরিদ্রদের অংশ তাদের দিয়ে দেওয়ার ফলে তার সম্পদ ● (উচ্চতর দক্ষতা)
র. কমে যাবে
রর. পবিত্র হবে
ররর. বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫২ ও ৫৩ নং প্রশ্নগুলোর উত্তর দাও :
ব্যবসায়ী সবুর মিয়া অনেক সম্পদের মালিক। তার ওপর যাকাত ফরজ হলেও ধন-সম্পদ কমে যাওয়ার ভয়ে তিনি যাকাত আদায় করেন না।

৫২. এক্ষেত্রে সবুর মিয়া কোনটি লঙ্ঘন করেছে? (প্রয়োগ)
ক মুস্তাহাব
● ফরজ
গ নফল
ঘ ওয়াজিব

৫৩. সবুর মিয়ার পরকালীন পরিণতি- (প্রয়োগ)
র. জান্নাত
রর. জাহান্নাম
ররর. আল্লাহর অসন্তুষ্টি

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
রর ও ররর
ঘ র, রর ও ররর

যাকাত ফরজ হওয়ার শর্ত

৫৪. যাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত কী? (জ্ঞান)
ক নিসাব পরিমাণ সম্পদ থাকা
খ প্রাপ্ত বয়স্ক হওয়া
গ জ্ঞান সম্পন্ন হওয়া
● মুসলমান হওয়া

৫৫. কোন মালে যাকাত হয় না? [খুলনা জিলা স্কুল]
● যে মাল এক বছর স্থায়ী থাকে না
খ যে মাল অপবিত্র
গ যে মাল অবৈধ উপায়ে অর্জিত
ঘ যে মাল ধ্বংস প্রাপ্ত

৫৬. স্ত্রীলোকের ব্যবহার্য অলংকারের যাকাত দিবে-
● স্ত্রী
খ স্বামী
গ উভয়
ঘ কারও দেয়া লাগবে না

৫৭. যাকাত ফরজ হওয়ার ২য় শর্ত কোনটি? (জ্ঞান)
ক মুসলমান হওয়া
● নিসাবের মালিক হওয়া
গ ঋণগ্রস্ত হওয়া
ঘ বালেগ হওয়া

৫৮. স্বর্ণালংকার বা সোনার নিসাবের পরিমাণ হলো- (অনুধাবন)
ক সাড়ে বায়ান্ন তোলা
খ মূল্যমান পঞ্চাশ হাজার টাকা
● সাড়ে সাত তোলা
ঘ সাড়ে নয় তোলা

৫৯. রূপার নিসাবের পরিমাণ কত? (জ্ঞান)
ক সাড়ে সাত তোলা
খ সাড়ে এগার তোলা
গ সাড়ে একান্ন তোলা
● সাড়ে বায়ান্ন তোলা

৬০. যাকাত অস্বীকারকারীকে কী বলা হয়? (অনুধাবন)
● কাফির
খ মুশরিক
গ দেশদ্রোহী
ঘ ফাসিক

Answer Sheet


►► আরো দেখো: ৮ম শ্রেণির অন্যান্য সাবজেক্টের প্রশ্নোত্তর


উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির ইসলাম শিক্ষা ২য় অধ্যায় mcq বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

আরো দেখুন

৮ম শ্রেণির ইসলাম শিক্ষা ১ম অধ্যায় mcq
JSC - ইসলাম শিক্ষা

৮ম শ্রেণির ইসলাম শিক্ষা ৫ম অধ্যায় MCQ (উত্তরমালা)

৮ম শ্রেণির ইসলাম শিক্ষা ১ম অধ্যায় mcq
JSC - ইসলাম শিক্ষা

৮ম শ্রেণির ইসলাম শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ (উত্তরমালা)

৮ম শ্রেণির ইসলাম শিক্ষা ১ম অধ্যায় mcq
JSC - ইসলাম শিক্ষা

৮ম শ্রেণির ইসলাম শিক্ষা ৩য় অধ্যায় MCQ (উত্তরমালা)

৮ম শ্রেণির ইসলাম শিক্ষা ১ম অধ্যায় mcq
JSC - ইসলাম শিক্ষা

৮ম শ্রেণির ইসলাম শিক্ষা ১ম অধ্যায় MCQ (উত্তরমালা)

৮ম শ্রেণি ইসলাম ও নৈতিক শিক্ষা
JSC - ইসলাম শিক্ষা

৫ম অধ্যায়: ৮ম শ্রেণি ইসলাম ও নৈতিক শিক্ষা

৮ম শ্রেণি ইসলাম ও নৈতিক শিক্ষা
JSC - ইসলাম শিক্ষা

৪র্থ অধ্যায়: ৮ম শ্রেণি ইসলাম ও নৈতিক শিক্ষা

৮ম শ্রেণি ইসলাম ও নৈতিক শিক্ষা
JSC - ইসলাম শিক্ষা

৩য় অধ্যায়: ৮ম শ্রেণি ইসলাম ও নৈতিক শিক্ষা

৮ম শ্রেণি ইসলাম ও নৈতিক শিক্ষা
JSC - ইসলাম শিক্ষা

২য় অধ্যায়: ৮ম শ্রেণি ইসলাম ও নৈতিক শিক্ষা

৮ম শ্রেণি ইসলাম ও নৈতিক শিক্ষা
JSC - ইসলাম শিক্ষা

১ম অধ্যায়: ৮ম শ্রেণি ইসলাম ও নৈতিক শিক্ষা

Discussion about this post

Paragraph

বাংলা অর্থসহ প্যারাগ্রাফ

Composition or Essay

বাংলা অর্থসহ রচনা

Email or Letter Writing

বাংলা অর্থসহ ইমেইল অথবা চিঠি

Dialogue Writing

বাংলা অর্থসহ ডায়লগ

Completing Story

বাংলা অর্থসহ স্টোরি রাইটিং

Application

বাংলা অর্থসহ আবেদন পত্র

Flow Chart (HSC)

https://courstika.com/flow-chart/

Graph and Chart Writing

গ্রাফ এবং চার্টসমূহ

অনুেচ্ছদ রচনা

পিডিএফ ফাইল সংগ্রহ করে নাও

আবেদন পত্র

পিডিএফ ফাইল সংগ্রহ করে নাও

ভাষণ লিখন

পিডিএফ ফাইল সংগ্রহ করে নাও

প্রবন্ধ রচনাসমূহ

পিডিএফ ফাইল সংগ্রহ করে নাও

প্রতিবেদন রচনা

পিডিএফ ফাইল সংগ্রহ করে নাও

কুইক লিংক

ষষ্ঠ শ্রেণির সাজেশন
সপ্তম শ্রেণির সাজেশন
অষ্টম শ্রেণির সাজেশন
এসএসসি – ২০২৩ পরীক্ষা প্রস্তুতি
এইচএসসি – ২০২৩ পরীক্ষা প্রস্তুতি

WB মাধ্যমিক – ২০২৩ পরীক্ষা প্রস্তুতি

ডিগ্রি সকল বর্ষের সাজেশন
অনার্স সকল বর্ষের সাজেশন
মাস্টার্স ফাইনাল সাজেশন
  • Charity Help
  • Guest Blogging
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2022 Courstika - All Rights Reserved.

কোন ফলাফল নেই
View All Result
  • পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ
  • একাডেমিক
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
    • অষ্টম শ্রেণি
    • নবম ও দশম শ্রেণি
    • একাদশ ও দ্বাদশ শ্রেণি
    • ডিগ্রি
    • অনার্স
    • মাস্টার্স
    • ইঞ্জিনিয়ারিং
    • মেডিকেল
    • ভর্তি ও পরীক্ষা
    • উচ্চ শিক্ষা
  • স্কলারশিপ
  • ক্যারিয়ার
  • ফ্রিল্যান্সিং
  • স্বাস্থ্যপাতা
  • অনলাইন ইনকাম
  • ইংরেজী শিখুন
  • চাকরী-বাকরী
  • স্কিল ডেভেলপমেন্ট
  • ডাউনলোড
  • অন্যান্য
    • গুগল এ্যাডসেন্স
    • সাধারণ জ্ঞান
    • ব‌্যাংকিং
    • নাগরিক সেবা
    • টিপস এন্ড ট্রিক্স
    • গেস্ট ব্লগিং
    • জমিজমা
    • ধর্মকথা
    • প্রবাস জীবন
    • ইচ্ছেঘুড়ি
    • প্রোডাক্ট রিভিউ
    • বায়োগ্রাফি

© 2022 Courstika - All Rights Reserved.