৮ম শ্রেণির ইসলাম শিক্ষা ৩য় অধ্যায় mcq প্রশ্ন উত্তর : কুরআন ও হাদিস ইসলামি শরিয়তের প্রধান দুটি উৎস। ইসলামি শরিয়তের সকল বিধি-বিধান ও নিয়ম পদ্ধতি মূলত এ উৎসদ্বয় থেকেই গৃহীত। কুরআন মজিদ ও হাদিস শরিফে মানব জীবনের সকল সমস্যার মৌলিক নীতিমালা বর্ণনা করা হয়েছে।
এসব মূলনীতির আলোকেই ইসলামের সকল বিধি-বিধান প্রণীত হয়েছে। কুরআন ও হাদিসের নীতিমালার বাইরে কোনো কিছু ইসলামে গ্রহণযোগ্য নয়। সুতরাং ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে কুরআন মজিদ ও হাদিস শরিফ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এ অধ্যায়ে আমরা আল-কুরআন ও হাদিসের কতিপয় বিষয় সম্পর্কে শিক্ষা লাভ করব।
৮ম শ্রেণির ইসলাম শিক্ষা ৩য় অধ্যায় mcq প্রশ্ন উত্তর
১. কুরআন মজিদে সূরার সংখ্যা কত?
ক. ১১৩
খ. ১১৪
গ. ১১৫
ঘ. ১১৬
২. সর্বপ্রথম ওহি অবতীর্ণ হয় কোথায়?
ক. রাসুল (স)-এর গৃহে
খ. মসজিদে নববিতে
গ. হেরা পর্বতের গুহায়
ঘ. মক্কা শরিফে
৩. তাজবিদ অনুসারে কুরআন তিলাওয়াত করা কী?
ক. ফরজ
খ. ওয়াজিব
গ. সুন্নত
ঘ. নফল
৪. নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি?
ক. মাতাপিতার সেবা করা
খ. কুরআন তিলাওয়াত করা
গ. তাহাজ্জুদ নামায পড়া
ঘ. জিহাদ করা
৫. হরফে হালকি মোট কতটি?
ক. পাঁচ
খ. সাত
গ. ছয়
ঘ. আট
৬. নুন সাকিন ও তানবিনকে কয় নিয়মে পড়তে হয়?
ক. ৪
খ. ২
গ. ৬
ঘ. ৫
৭. মীম সাকিন পড়ার নিয়ম কয়টি?
ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. দুই
৮. মীম হরফের ওপর জযম থাকলে জযমযুক্ত মীমকে কী বলে?
ক. নুন সাকিন
খ. নুন সাকিন ও তানবিন
গ. মীম সাকিন
ঘ. মীম সাকিন ও তানবিন
৯. মানবজাতির জন্য অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত কী?
ক. কুরআন মজিদ
খ. মহাবিশ্ব
গ. হাদিস শরিফ
ঘ. বিশাল পৃথিবী
১০. নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি?
ক. জিহাদ করা
খ. পিতামাতার সেবা করা
গ. কুরআন তিলাওয়াত করা
ঘ. সত্য কথা বলা
১১. সূরা আল-কাদর কোথায় অবতীর্ণ হয়?
ক. মক্কায়
খ. মদিনায়
গ. সিরিয়ায়
ঘ. লিবিয়ায়
১২. সূরা আল-কাদর কুরআনের কততম সূরা?
ক. ৯৪
খ. ৯৫
গ. ৯৬
ঘ. ৯৭
১৩. সূরা যিলযালের আয়াত সংখ্যা কত?
ক. ৬
খ. ৭
গ. ৮
ঘ. ১০
১৪. কিসের শব্দে পৃথিবীর সমস্ত নিয়ম-শৃঙ্খলা ভেঙ্গে যাবে?
ক. শিঙ্গার
খ. বোমার
গ. জাহাজের
ঘ. রকেটের
১৫. আল-ফিল শব্দের অর্থ কী?
ক. ঘোড়া
খ. গাধা
গ. হাতি
ঘ. মহিষ
১৬. আবরাহা কোন দেশের শাসনকর্তা ছিল?
ক. সিরিয়ার
খ. মিসরের
গ. আবিসিনিয়ার
ঘ. ইয়ামানের
১৭. খওফুন অর্থ কী?
ক. ভয়ভীতি
খ. অকৃতজ্ঞতা
গ. নিরাপদ করা
ঘ. আসক্তি
১৮. আস-সিতাউ শব্দের অর্থ কী?
ক. গ্রীষ্মকাল
খ. বর্ষাকাল
গ. শীতকাল
ঘ. বসন্তকাল
১৯. সূরা আন-নাসর নাজিল হওয়ার ফলে সাহাবিগণ বুঝতে পারলেন—
i. ইসলামের বিজয় হয়েছে
ii. মহানবি (স)-এর নবয়তী দায়িত্বের পরিসমাপ্তি
iii. মহানবি (স)-এর ইন্তিকাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২০. সর্বশেষ অবতীর্ণ সূরা কোনটি?
ক. ইখলাস
খ. নাস
গ. নাস
ঘ. ফিল
২১. ‘নাওমুন’ শব্দের অর্থ কী?
ক. তন্দ্রা
খ. নিদ্রা
গ. চিরস্থায়ী
ঘ. শ্রেষ্ঠ
২২. ‘কুরসি’ শব্দের ধাতুগত অর্থ কী?
ক. সাম্রাজ্য
খ. মহিমা
গ. জ্ঞান
ঘ. এক বস্তুর সাথে অন্য বস্তু মিলিত হওয়া
২৩. ‘আল-মুহাইমিনু’ শব্দের অর্থ কী?
ক. রক্ষক
খ. ভক্ষক
গ. উদ্ভাবক
ঘ. সৃজক
২৪. সূরা হাশর পবিত্র কুরআনের কততম সূরা?
ক. ৫৯
খ. ৬০
গ. ৬১
ঘ. ৬২
২৫. কী দ্বারা মানুষের চরিত্র সুন্দর হয়?
ক. হাদিস
খ. নীতি-নৈতিকতা
গ. কথাবার্তা
ঘ. ব্যবসা-বাণিজ্য
২৬. কারা নিষ্পাপ ছিলেন?
ক. নবি-রাসুল
খ. ফেরেশতা
গ. ওলামা
ঘ. জিন
২৭. মানবতার মহান শিক্ষক কে ছিলেন?
ক. হযরত আবু বকর (রা)
খ. হযরত ওমর (রা)
গ. হযরত আলি (রা)
ঘ. হযরত মুহাম্মদ (স)
২৮. সর্বদাই মানুষের কল্যাণ কামনা করতেন কে?
ক. হযরত উসমান (রা)
খ. হযরত ফাতিমা (রা)
গ. হযরত মুহাম্মদ (সা)
ঘ. ইমাম আবু হানিফা (রা)
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নগুলোর উত্তর দাও:
শাহেদ এক অফিসের অফিস সহকারী। জনাব হাফিজ তাড়াতাড়ি কাজ সমাধা করার জন্য শাহেদকে কিছু টাকা দিতে গেলে শাহেদ বলে, মহানবি (স) বলেছেন, ‘‘দুনিয়াবাসীদের প্রতি সদয় হও, তাহলে আসমানের প্রভু তোমাদের প্রতি সদয় থাকবেন।’’ সুতরাং টাকার প্রয়োজন নেই। এমনিতেই কাজ হয়ে যাবে।
২৯. অনুচ্ছেদে সাহেদের চরিত্রে কোনটি ফুটে উঠেছে?
ক. নৈতিক চরিত্র
খ. অসহায়
গ. ভয়
ঘ. দুর্নীতি
৩০. সাহেদের পরকালীন পরিণতি—
i. জাহান্নাম
ii. জান্নাত
iii. আল্লাহর সন্তুষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
আরও দেখো—অষ্টম শ্রেণির ইসলাম শিক্ষা সকল অধ্যায়ের সৃজনশীল
শিক্ষার্থীরা, উপরে তোমাদের মূল বই থেকে ৮ম শ্রেণির ইসলাম শিক্ষা ৩য় অধ্যায় mcq প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি MCQ প্রশ্ন উত্তরসহ রয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post