৮ম শ্রেণির ইসলাম শিক্ষা ৩য় অধ্যায় mcq : কুরআন ও হাদিস ইসলামি শরিয়তের প্রধান দুটি উৎস। ইসলামি শরিয়তের সকল বিধি-বিধান ও নিয়ম-পদ্ধতি মূলত এ উৎসদ্বয় থেকেই গৃহীত। কুরআন মজিদ ও হাদিস শরিফে মানব জীবনের সকল সমস্যার মৌলিক নীতিমালা আলোচনা করা হয়েছে। এসব মূলনীতির আলোকেই ইসলামের সকল বিধি-বিধান প্রণীত হয়েছে।
কুরআন ও হাদিসের নীতিমালার বাইরে কোনো কিছু ইসলামে গ্রহণযোগ্য নয়। সুতরাং ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে কুরআন মজিদ ও হাদিস শরিফ সম্পর্কে জ্ঞান লাভ করা জরুরি। কুরআন মজিদ শুদ্ধভাবে পাঠ করতে হবে। এজন্য তাজবিদ শিখতে হবে। প্রতিদিনের একটি নির্দিষ্ট সময় নাযিরা তিলাওয়াত করা প্রয়োজন।
যেমন : সূরা কাদর, সূরা যিলযাল, সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা নাস্র ইত্যাদি। তারপর সকাল-সন্ধ্যা আয়াতুল কুরসি এবং সূরা হাশরের শেষ তিন আয়াত এবং হাদিস শরিফ পাঠ করে মোনাজাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। এতে সামাজিক ও নৈতিক জীবনযাপনে অনেক উপকার সাধিত হবে।
৮ম শ্রেণির ইসলাম শিক্ষা ৩য় অধ্যায় mcq
১. ইদগামের হরফ কয়টি?
ক দুই
খ চার
● ছয়
ঘ পনেরো
২. পাপ ও অনৈতিক কাজের জন্য ধ্বংস করা হয়েছিল-
র. আদ জাতিকে
রর. ছামুদ জাতিকে
ররর. বনি ইসরাইলকে
কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদ পড় এবং ৩, ৪ ও ৫নম্বর প্রশ্নের উত্তর দাও :
সাদী প্রথম রমযানের দিনে কুরআন তিলাওয়াতের সময় নুন সাকিন বা তানবিনের পর হরফ আসলে ঐ নুন সাকিন বা তানবিনকে মীম ( ﻡ ) দ্বারা পরিবর্তন করে এক আলিফ গুন্নাহসহ পড়েন। আর দ্বিতীয় রমযানে তিলাওয়াতের সময় মীম সাকিনের পর বা (ﺏ) আসলে ঐ মীম সাকিনকে চার আলিফ গুন্নাহসহ পড়েন।
৩. সাদীর প্রথম রমযানের তিলাওয়াতকে কী হিসেবে আখ্যায়িত করা যায়?
ক ইযহার
খ ইদগাম
গ ইখফা
● ইকলাব
৪. সাদীর দ্বিতীয় রমযানের তিলাওয়াতে চার আলিফ গুন্নাহর স্থলে কত আলিফ পরিমাণ গুন্নাহসহ পড়া উচিত ছিল?
● এক
খ দুই
গ তিন
ঘ পাঁচ
৫. সাদীর প্রথম রমযানের তিলাওয়াতের জন্য পরকালে পাবে-
র. শান্তি
রর. স্বস্তি
ররর. মুক্তি
কোনটি সঠিক?
ক র
খ রর ও ররর
● র ও ররর
ঘ র, রর ও ররর
৬. পবিত্র কুরআন মজিদে সিজদার আয়াত রয়েছে-
ক ১৩টি
● ১৪টি
গ ১৫টি
ঘ ১৬টি
৭. আল-কুরআনের সবচেয়ে উত্তম আয়াত কোনটি?
ক সূরা হাশরের শেষ আয়াত
● আয়াতুল কুরসি
গ আয়াতুশ শিফা
ঘ সূরা বাকারার শেষ আয়াত
৮. আল্লাহ তায়ালার শক্তির মোকাবিলায় সমস্ত শক্তির ব্যর্থতার ঘোষণা রয়েছে-
ক সূরা আল কদরে
● সূরা আল ফিলে
গ সূরা আন নসরে
ঘ সূরা আল যিলযালে
৯. হযরত মুহাম্মদ (স) এর নবুয়তি দায়িত্বের সমাপ্তি ঘোষণার ইঙ্গিত রয়েছে-
● সূরা আন নসরে
খ সূরা আল কুরাইশে
গ সূরা আল যিলযালে
ঘ সূরা আল কদরে
১০. পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ কোনটি?
ক বাইবেল
খ বুখারি শরিফ
● আল কুরআন
ঘ মুসলিম শরিফ
১১. সূর আল কদর কুরআনের কততম সূরা?
● ৯৭
খ ৯৮
গ ৯৯
ঘ ১০০
১২. মুসলমানদের পরিপূর্ণ জীবনবিধান কোনটি?
● আল কুরআন
খ সহিহ বুখারি শরিফ
গ মুসনাদে আহমদ
ঘ মিশকাত শরিফ
১৩. ইযহার পালন করার পদ্ধতি কোনটি?
ক গোপন করে পড়া
● স্পষ্ট করে পড়া
গ বাদ দিয়ে পড়া
ঘ মিলিয়ে পড়া
১৪. সমগ্র আরবে কুরাইশগণ সম্মান পেত-
ক সাবলিল নেতৃত্বের জন্য
খ বংশ মর্যাদার জন্য
● কাবাগৃহের জন্য
ঘ হযরত মুহাম্মদ (স) এর জন্য
১৫. “এটি সেই কিতাব, যাতে সন্দেহের কোনো অবকাশ নেই।” এখানে কোন কিতাব সম্পর্কে বলা হয়েছে?
ক সাহিত্য
খ ইতিহাস
● কুরআন
ঘ মানতিক
১৬. ইকলাবের হরফ কয়টি?
● ১টি
খ ২টি
গ ৩টি
ঘ ৪টি
১৭. নিচের কোনটি কুরআন তিলাওয়াতের আদব নয়?
ক পাক পবিত্র স্থানে বসে পড়া
খ নামাজের অবস্থায় বসে পড়া
● মাযারে বসে তিলাওয়াত করা
ঘ সুন্দর সুরে তিলাওয়াত করা
১৮. ফেরেশতাগণের শান্তি ও কল্যাণ নিয়ে দুনিয়ায় নেমে আসার বর্ণনা রয়েছে কোন সূরায়?
● সূরা আল-কাদর
খ সূরা আল-বায়্যিনাহ
গ সূরা আল-যিলযাল
ঘ সূরা কুরাইশ
১৯. ‘ক্ষুদ্র ক্ষুদ্র পাপ বা পুণ্য কোনো কিছুই আমলনামা থেকে বাদ পড়বে না’-এটি কোন সূরার শিক্ষা?
● সূরা আল-যিলযাল
খ সূরা আল-কাদর
গ সূরা আল-বায়্যিনাহ
ঘ সূরা কুরাইশ
২০. ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণের বর্ণনা রয়েছে কোন সূরায়?
ক সূরা কুরাইশে
● সূরা আল- ফিল
গ সূরা আল-বায়্যিনাহ
ঘ সূরা আল-যিলযাল
২১. আয়াতুল কুরসিতে কয়টি আয়াত রয়েছে?
ক ১
খ ২
গ ৩
● ৪
২২. মহানবি (স) কে মানবতার শিক্ষক বলা হয়-
র. কারণ তিনি সর্বোত্তম চরিত্রের অধিকারী
রর. কারণ তিনি আরবের শ্রেষ্ঠ গোত্রের অধিকারী
ররর. তিনি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষাদানকারী
নিচের কোনটি সঠিক?
ক র খ রর
গ র ও রর
● র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও :
আবরার সাহেব অশুদ্ধ ও ভুল উচ্চারণের মাধ্যমে মাগরিবের সালাত আদায় করছিলেন। তা শুনে তার বন্ধু তাকে সহি-শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করার পরামর্শ দেন।
২৩. আবরার সাহেবের মধ্যে কিসের অভাব রয়েছে?
ক কুরআন
খ হাদিস
● তাজবিদ
ঘ তাফসির
২৪. এ রকম ভুল তিলাওয়াতের ফলে আবরার সাহেবের-
● সালাত শুদ্ধ হবে না
খ ইমান শুদ্ধ হবে না
গ সালাত শুদ্ধ হবে
ঘ আমল শুদ্ধ হবে না
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও :
মাহফুজ একজন দ্বীনদার মুমিন। তিনি সর্বদা কুরআন অনুসরণ করতে চেষ্টা করেন। কুরআন মজিদের সূরা আশশামসের একটি আয়াত পড়ে উদ্বুদ্ধ হয়ে তিনি নিজেকে পবিত্র ও কলুষমুক্ত রাখার চেষ্টা করেন।
২৫. মাহফুজ কোন ধরনের আয়াত দ্বারা উদ্বুদ্ধ হয়েছেন?
● নৈতিক শিক্ষামূলক
খ জ্ঞানমূলক
গ বিশ্বাসমূলক
ঘ বিধি বিধানমূলক
২৬. নিজেকে পবিত্র ও কলুষমুক্ত রাখার ফলে মাহফুজ-
র. দুনিয়াতে সফল হবে
রর. আখিরাতে সফল হবে
ররর. সুন্দর চরিত্রের অধিকারী হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
২৭. আল কুরআনের মাধ্যমে হালাল-হারামের রহস্য উদ্ভাসিত হয়, তাই একে বলা হয়-
ক আর রাহমা
হ খ আয-যিকর
● আন-নুর
ঘ আল কিতাব
২৮. কোন মূল শব্দ থেকে কুরআন শব্দটি এসেছে? [পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ, রংপুর]
● কারউন
খ ক্বিরাতুন
গ কারআন
ঘ কুরউন
২৯. হযরত মুহাম্মদ (স) কোন গুহায় ধ্যানমগ্ন ছিলেন? (জ্ঞান)
ক সাওর
● হেরা
গ উহুদ
ঘ তুর
৩০. মানুষের হিদায়াতের জন্য চারটি বড় আসমানি কিতাব অবতীর্ণ হয়। এর মধ্যে আমরা কোনটির অনুসরণ করব? (প্রয়োগ)
ক তাওরাত
খ যাবুর
গ ইনজিল
● কুরআন
৩১. ইসলামি শরিয়তের প্রধান দু’টি উৎস কী? (অনুধাবন)
ক ইজমা ও কিয়াস
খ হাদিস ও ফিকাহ
গ কুরআন ও ফিকাহ
● কুরআন ও হাদিস
৩২. কুরআন মজিদে সূরার সংখ্যা কত? (জ্ঞান)
ক ১১৩
● ১১৪
গ ১১৫
ঘ. ১১৬
৩৩. সর্বপ্রথম ওহি অবতীর্ণ হয় কোথায়? (জ্ঞান)
ক রাসুল (স)-এর গৃহে
খ মসজিদে নববিতে
● হেরা পর্বতের গুহায়
ঘ মক্কা শরিফে
৩৪. নবুয়তপ্রাপ্তির সময় রাসুলের (স) বয়স কত ছিল? (জ্ঞান)
ক ত্রিশ বছর
● চল্লিশ বছর
গ পঞ্চাশ বছর
ঘ বায়ান্ন বছর
৩৫. মক্কি সূরার সংখ্যা কত? (জ্ঞান)
ক ৭৬
● ৮৬
গ ৬৬
ঘ ৯৬
৩৬. কুরআন মজিদের আয়াতের সংখ্যা কত? (জ্ঞান)
ক ৬৬৬৫
● ৬২৩৬
গ ৬৬৭৮
ঘ ৬৬৫৬
৩৭. কালিমা, সালাত, সাওম, যাকাত ও হজ ইসলাম ধর্মের কী স্বরূপ? (উচ্চতর দক্ষতা)
ক নীতি
● বুনিয়াদ
গ দলিল
ঘ মূল
৩৮. মহাগ্রন্থ আল-কুরআন কার বাণী? (জ্ঞান)
ক মহানবি (স)
● মহান আল্লাহর
গ জিবরাইল (আ)
ঘ ইবরাহিম (আ)
৩৯. কুরআন মজিদ মানুষকে কোন পথে পরিচালিত করে? (জ্ঞান)
● শান্তির পথে
খ অশান্তির পথে
গ অন্ধকার পথে
ঘ ভুল পথে
৪০. রাসুলুল্লাহ (স)-এর নিকট নাজিল হওয়া প্রথম সূরা কোনটি? (জ্ঞান)
ক ফাতিহা
খ ফালাক
● আলাক
ঘ নসর
৪১. পবিত্র কুরআনে কতটি মনজিল আছে? (জ্ঞান)
ক ৫
খ ৬
● ৭
ঘ ৮
৪২. সমস্ত কুরআন কতটি রুকুতে বিভক্ত? (জ্ঞান)
● ৫৫৮
খ ৫৫৫
গ ৫৫৬
ঘ ৫৫৭
৪৩. পবিত্র কুরআনের সূরাগুলো কয় ভাগে বিভক্ত? (জ্ঞান)
● দুই
খ তিন
গ চার
ঘ পাঁচ
৪৪. পবিত্র কুরআন শরিফ কত বছর ধরে নাজিল হয়? (জ্ঞান)
ক ২০
খ ২১
গ ২২
● ২৩
৪৫. হিজরতের পূর্বের সূরাকে কী বলে? (জ্ঞান)
ক মাদানি
● মক্কি
গ হিজরতের
ঘ হজের
৪৬. কুরআন লাওহে মাহফুয থেকে সর্বপ্রথম কোথায় অবতীর্ণ হয়? (জ্ঞান)
ক পৃথিবীতে
খ সপ্তম আসমানে
● দুনিয়ার নিকটতম আসমানে
ঘ চতুর্থ আকাশে
৪৭. মাদানি সূরার সংখ্যা কয়টি? (জ্ঞান)
ক ২৪
● ২৮
গ ৩২
ঘ ৩৬
৪৮. কুরআন মানবজাতির জন্য কী? (জ্ঞান)
● দিশারী
খ জান্নাত
গ আনন্দমেলা
ঘ আশীর্বাদ
৪৯. কুরআন মজিদ কাদের জন্য পথ নির্দেশক? (জ্ঞান)
● মুত্তাকিদের
খ জিহাদকারীদের
গ নামাযিদের
ঘ মক্কাবাসীদের
৫০. নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি? (জ্ঞান)
ক নামায
● কুরআন তিলাওয়াত
গ রোযা
ঘ পিতামাতার সেবা
৫১. আল- ফুরকান শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক হিদায়াত
● পার্থক্যকারী
গ উপদেশ
ঘ জ্যোতি
৫২. আল-হুদা শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক পার্থক্যকারী
● পথপ্রদর্শন
গ উপদেশ
ঘ আলোচনা
৫৩. আল্লাহ তায়ালা কুরআন মজিদ নাজিল করছেন কেন? (অনুধাবন)
ক মানুষকে শিক্ষা দেয়ার জন্য
খ রাসুলকে শিক্ষা দেয়ার জন্য
● মানবজাতির হিদায়াতের জন্য
ঘ বিশেষ মানবগোষ্ঠীর জন্য
৫৪. আল-কুরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কেন? (অনুধাবন)
● কুরআনে সন্দেহের কোনো অবকাশ নেই
খ মানবজাতির পথপ্রদর্শক
গ আসমানি গ্রন্থ
ঘ শরিয়তের উৎস
৫৫. ইসলামের নীতি ও কানুন সংক্রান্ত যেকোনো আলোচনার চূড়ান্ত দলিল কোনটি? (অনুধাবন)
● কুরআন
খ হাদিস
গ ইজমা
ঘ কিয়াস
৫৬. মানুষ কোন পথে চললে দুনিয়া ও আখিরাতে কামিয়াব হবে এ সম্পর্কে কোন গ্রন্থে জানা যায়? (অনুধাবন)
ক ফিকহ
খ হাদিস
● কুরআন
ঘ কিতাব
৫৭. আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত কোনটি? (অনুধাবন)
ক বাকশক্তি
খ দৃষ্টিশক্তি
গ বোধশক্তি
● কুরআনুল কারিম
৫৮. রহিমা লাইলাতুল কাদরের রাতের ফজিলত সম্পর্কে বিস্তারিত জানতে পারল। সে কী জানতে পারল? (অনুধাবন)
ক এ রাতে রহমতের দরজা খুলে যায়
খ এ রাতে তাওবা কবুল হয়
● এ রাতে কুরআন অবতীর্ণ হয়েছে
ঘ এটি নফল ইবাদতের রাত
৫৯. রহমত আলী শরিয়ত পালন সম্পর্কে কুরআন থেকে জ্ঞান অর্জন কতে চায়। এ সম্পর্কে তার জ্ঞান অর্জন করা কী? (প্রয়োগ)
ক ওয়াজিব
● ফরজ
গ সুন্নত
ঘ মুস্তাহাব
৬০. মাদানি সূরার আলোচ্য বিষয়-
র. তাওহিদ ও রিসালাত
রর. ইবাদত, হালাল-হারাম
ররর. সমরনীতি, পররাষ্ট্রনীতি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
►► আরো দেখো: ৮ম শ্রেণির অন্যান্য সাবজেক্টের প্রশ্নোত্তর
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির ইসলাম শিক্ষা ৩য় অধ্যায় mcq বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post